নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/jony.s.rahman

প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। হে প্রিয় ব্লগার, ভালো থাকুন সবসময়।

s r jony

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।

s r jony › বিস্তারিত পোস্টঃ

তাহলে বিদায় বলি, সামহোয়্যার

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮

আমার ব্লগিং বয়স মাত্র আড়াই বছর। এ আড়াই বছরে আমার প্রাপ্তি অনেক, অনেক কিছু পেয়েছি, অনেক মানুষের ভালবাসায় সিক্ত হয়েছি। সুধু ভার্চুয়াল নয়, বাস্তব লাইফেও অনেক অনেক ভালবাসা/সন্মান পেয়েছি।



হরতালের ভিতরে ব্যাংকে গিয়েছি, কিন্তু ক্যাশে ক্যাশ নাই, হরতালের জন্যে টাকার গাড়ি আসতে নাকি দেড়ি হচ্ছে, ওদিকে আমার আরজেন্ট টাকা লাগবে। স্বভাব সুলভ “চিল্লা ফাল্লা” করার প্রস্তুতি নিচ্ছিলাম, পিছন থেকে ডাক আসল “ জনি ভাই এদিকে আসুন”, পিছন ফিরে তাকিয়ে দেখি ব্যাংকের এসিস্টান্ট ব্রাঞ্চ ম্যানেজার। গেলাম তার সাথে এবং বসলাম তার ছোট্র কক্ষে, উনি সহাস্যে বললেন “জনি ভাই, লাঞ্চ তো মনে হয় করেন নাই”। কিছিক্ষন পরে একটি বার্গার ও কোল্ড ড্রিক্স আমার সামনে আসল। আমি অবাক হচ্ছিলাম, আমার মত সামান্য ক্লাইন্টের জন্যে এত খাতির তো হবার কথা নয়!! আরো অবাক হচ্ছিলাম “জনি” আমার ডাক নাম, এনামে আমার ব্যাংক একাউন্ট নয়, উনি কিভাবে আমার এই নাম জানল!!!! ব্যাংকার আপুটি আমার সংশয় দূর করলেন, উনি বললেন “আমি আপনাকে চিনি, আপনি জনি ব্লগার”। সেদিন খুব খুশি হয়েছিলাম, একজন ক্লাইন্ট নয়, ব্লগার হিসেবেই উনি আর একজন ব্লগার কে সন্মান করছেন।..................



কিছুদিন আগে কক্সবাজার থেকে আসবার পথে আমাদের বাস কাচপুর ব্রিজের গোড়ায় নামিয়ে দেয়, আর সামনে যাওয়া যাবে না, কারন সকাল ৭টার বেশি সময় হয়ে গেছে, হরতাল শুরু হয়ে গেছে। গাট্রি বস্তা নিয়ে আমি খুব পেরেশান। কিছুক্ষন পরে হটাত একটি মটর সাইকেল আমার সামনে দারাল, হেলমেট পড়া এক মাঝ বয়সি যুবক জিজ্ঞাসা করল “আপনি জনি ব্লগার না?”, আমি ভয় পেলাম, ব্লগার’দের দিনকাল খারাপ যাচ্ছে, যদি কিছু হয়! তারপরেও ভয়ে ভয়ে হ্যা বলি। উনি উনার পরিচয় দিলেন, উনিও একজন ব্লগার ও আমার ফেবু ফ্রেন্ড। এরপরে উনি আমাকে লিফট দিলেন।........................



একটি দুটি নয়, এরকম অসংখ্য ঘটনা আমার ব্যাস্তব লাইফে আছে। কারন আমি সুদু একটি অদৃশ্য নিক নই, ভার্চুয়াল লাইফ থেকে বেড়িয়ে এসে বাস্তব জীবনে এসেছি।



ধানমন্ডিতে ইউল্যাবের সামনে যৌন কেলেঙ্কারির ঘটনায় ব্লগার সর্বনাশা’র আহবানে সাড়া দিয়ে পথে বের হয়েছিলাম,



তখন আমাদের ব্লগারদের করনিয় নিয়ে আলাপ করি,



ভাষার মাসে সামু ব্লগারদের আড্ডায় গিয়ে সবার সাথে সাক্ষাত করি



ব্লগারদের নিয়ে নৈশভোজ এবং সামু লীগের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনেকেরই বন্ধু হলাম,



ছোট্র শিশু রুশান’কে বাচাতে আহবান করেছিলাম ও অনেকের সাথে আমিও সাধ্যমত চেস্টা করেছিলাম



বাংলা ভাষা ভাষিদের জন্যে অবিসরণীয় দিন, ব্লগ’ডে তে নিজের সাধ্য মত সময় ও শ্রম দিয়েছিলাম, যার কারনে অনেক অনেক ভাল মানুষের সাথে আমার পরিচয় হবার এক দুর্লভ ভাগ্য আমি পেয়েছিলাম



ইভটিজিঙ্গের এর জন্যে যারা সুধু পোষাক’কে দায়ি করেন তাদের বিরুদ্ধে লিখে অনেকের ভালবাসা পেয়েছি।



ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষকের ফাসির দাবিতে কিছু ভাল মানের ব্লগারদের সাথে রাজপথে দাড়াবার সাহস আমি পেয়েছিলাম



সামু ব্লগারদের প্রতিনিধি হয়ে, রাজাকারদের ফাঁসীর দাবিতে শহীদ রুমি স্কোয়াড যোগ দেবার সৌভাগ্য আমার হয়েছিল



সাভারের বিল্ডিং ধ্বসের পরে আহতদের রক্ত দানে আমার আহবানে সারা দিয়েছে ব্লগার’রা একত্রিত হয়েছিল, সেটা আমার পরম সৌভাগ্য। এবং পরবর্তিতে আমি আমার সাধ্য মত সকল ব্লগারদের মত আহতদের পাশে দাঁড়িয়েছি।





এগুল আজ সুধুই ইতিহাস, আমার সৃতির ফ্রেমে বাধা থাকবে। আমৃত্যু সৃতিচারন করে যাব।



যাবার বেলায় সুধু এটুক বলি “আমি সামুর কোনো ক্ষতি চাই নাই বা অপবাদ দেই, আমি সুধু আমার চিন্তার কথা বলেছি, যেটা সামুর জন্যে ভাল হত। কিন্তু রাতের আধারে “বাহবা” দিয়ে, “সহমত” জানিয়ে, দিনের আলোতে আমাকে কথার মার প্যাচে ফেলে সরাসরি সামুর বিপক্ষে অবস্থানে দাড় করানো হয়েছে। এটা কোন রাজনৈতিক খেলা সেটা আমি জানি না। আমি জিলপি খাই না, তাই জিলপির ম্যারপ্যাচ বুঝি না।



বিদায় বেলা ভালবাসা জানাই একজন
আরমান, অন্যমনস্ক শরত, স্বপ্নবাজ অভি, কান্ডারী অথর্ব, কাল্পনিক ভালবাসা, আমিনুর রহমান, ঘুড্ডির পাইলট এ্যাপোলো৯০ চিরতার রস, শিপু ভাই, সঞ্জয় নিপু, banglar_hasan কুনোব্যাঙ,বনলতা মুনিয়া , স্বপনবাজ, আবু সালেহ , তামিম ইবনে আমান , ফারাহ আপু, বাপুরাম সাপুরে, Sohelhossen রাইসুল সাগর,আরো অনেকের কাছে আমি ঋনি থাকব।



এছাড়াও যারা মুল্যবান সময় নষ্ট করে আমার ফালতু পোস্ট পড়ে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়েছেনঃ শিশু বিড়াল, হাসি .., গ্রাম্যবালিকা , অপু তানভীর , নোবিতা রিফু, শুঁটকি মাছ, ডেভিল হ্যান্ড, আদম, কালা মনের ধলা মানুষ, আমি ইহতিব, অনীনদিতা, অদ্বিতীয়া আমি, জুল ভার্ন, দায়িত্ববান নাগরিক, বটবৃক্ষ~, মৃন্ময়, লাবনী আক্তার, আজ আমি কোথাও যাবো না, মাক্স, দুঃখিত, সিয়ন খান, এক্সপেরিয়া, শীলা শিপা, হুমায়ুন তোরাব, মুহাম্মদ জহিরুল ইসলাম। রংটাণর্, তাসিম, নেকড়েমানব, খালেদ পাভেল, আমিতপু, স্বপ্নবিলাসী আমি, সেলিম আনোয়ার, বাংলাদেশী দালাল, মুনসী১৬১২, , কালোপরী, হাসানুল বান্না পথিক, শায়েরী, খেয়া ঘাট, নিশীপাখি, তারছেড়া লিমন, রবি কিরণ, আমি কবি নই, মামুন রশিদ, টুনটুনি সুখি, ম.র.নি, রিফাত হোসেন, ধানের চাষী, আরেফিন রিমন, মহামহোপাধ্যায়, সালমাহ্যাপী, মনিরা সুলতানা, জাকারিয়া মুবিন, গোলাম দস্তগীর লিসানি, নীল-দর্পণ, আমরা তোমাদের ভুলব না, মাহমুদা সোনিয়া, আমি তুমি আমরা, অদ্ভুত স্বপ্ন , আহমেদ সাব্বির পল্লব, ওয়াহিদ হিমেল, রাইসুল বাঙ্গালী, তোমোদাচি, পরিবেশ বন্ধু, চলতি নিয়ম, মাহমুদুল হাসান কায়রো, দিকভ্রান্ত*পথিক, বৃষ্টি ভেজা সকাল ১১, জনৈক গণ্ডমূর্খ, ওয়াহিদ হিমেল, রাইসুল বাঙ্গালী, তোমোদাচি, গিরিনদী, জীবন মাহমুদ, সাইফু্ল, সাউন্ডবক্স, পযাভ পিলন, আলাউদ্দিন আহমেদ সরকার, কাকতড়ুয়া007, আব্দুল্লাহ সিদ্দিকী, আরজুপনি, এই স্বাধীনতা চাইনি আমি, তন্দ্রা বিলাস, নস্টালজিক, মেলবোর্ন, অসাধারণ সামসু, লেখাজোকা শামীম, সুপান্থ সুরাহী , মো ঃ আবু সাঈদ, রাইসুল বাঙ্গালী , বিদ্রোহী ভৃগু , এসএমফারুক৮৮ , , সাহাদাত, মরমি, সোহাগ সকাল , আল মামুন ১৯৮৭, খাটাস , , বংশী নদীর পাড়ে, এম হুসাইন , এরিস , কালবৈশাখীর ঝড় , ফ্রিঞ্জ , ভুল্কিস , shfikul, অনন্ত আকাশ, মেঘেরদেশ, নীলতিমি, তোমোদাচি, জাওয়াদ তাহমিদ, সর্ট সার্কিট, হিম১২৩, তোমার গল্পের মৃত রাজকন্যা, বুইড়া, রবি কিরণ, জেমস বন্ড, মাননীয় মন্ত্রী মহোদয়, আমি তুমি আমরা, সহ আরো অনেকেই আছে যাদের নাম এই মুহুর্তে মনে পড়ছে না, তাদের প্রত্যেক’কেই জানাই আন্তরিক ধন্যবাদ।



সামু ছেড়ে যেতে ততোখানিই কস্ট হচ্ছে যতখানি কস্ট হয়েছিল “শশীকে” ছেড়ে যেতে। যাওয়ার আগে ৪০+ পোস্ট, ৩ হাজারের মতো মন্তব্য, ৪০ হাজার+ হিট এবং প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি।



হে প্রিয় ব্লগার, ভালো থাকুন সবসময়।



দেখা হবে পথে

দেখা হবে বিপথে

দেখা হবে মোড়ের চায়ের দোকানে

অথবা কর্ম ব্যাস্তময় কোনো এক দুপুরে


মন্তব্য ৮১ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৫

বনলতা মুনিয়া বলেছেন: ঐ মিয়া ঘটনা কি? কই যাইবেন? হঠাৎ এত মন খারপ করলেন কেন? B:-) B:-) B:-) B:-) B:-)

২| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৮

তন্ময় ফেরদৌস বলেছেন: হ, যান গা, ব্লগে থাইকা কি হইবো :|

৩| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৮

এসএমফারুক৮৮ বলেছেন: শুভ কামনা আপনার জন্য।

ভাল থাকুন।

৪| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৪

সিয়ন খান বলেছেন: ভাই কই যান? পৃথিবীর যে কোন প্রান্তে বসে ব্লজ্ঞিং করা যায়। আশাকরি তাই করবেন।

৫| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৫

এক্সপেরিয়া বলেছেন: হতে পারেনা...অবশ্যই ফেরত আসতে হবে...আপনার কাছ থেকে আরও পাওয়ার অনেক কিছু আছে...এভাবে বিদায় হয় না...কোন মানসিক কিংবা অন্য সমস্যা থাকলে কিছু দিন অফ থাকুন...কিন্তু একেবারে বিদায় কাম্য নয়...সমস্যা বলুন...আপনার মত মাঠপযার্য়ের মানুষের বিদায় হতে পারেনা...আসল ঘটনা খুলে বলুন...

৬| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৯

তারছেড়া লিমন বলেছেন: ভাই চলে যাওয়া মানেই কি প্রস্থান???????????????????// আমি অন্যকোন ব্লগসাইট ব্যবহার করিনা। আপনারা যদি এই ভাবে অভিমান করে চলে যান তো আমরা কি করবো বলতে পারেন?? শুধু এতটুকু বলবো অন্যের কথায় রাগ করে মাটিতে ভাত ঢেলে খাবেন না ...........অন্তত আমাদের মত যারা আপনার সহ যোদ্ধা তাদের দিক টা ও একবার ভেবে দেখবেন............শুধু এতটুকুই বলব ফিরে আসুন আর থেকে যান ..............

৭| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৯

মিলটন বলেছেন: থেকে যান। ওপাশে সরে গিয়ে কোন সুখ নেই। তারচেয়ে যেটুকু সুখ এখানে আছে আসেন ভাগাভাগি করে নেই। আশা করি সাথে থাকবেন। :)

৮| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: ব্লগিং কারো সাথে তোষামোদি করে করার বিষয় নয় ভ্রাতা । সব ঝেরেঝুরে নতুন করে শুরু করুন । যাদের সাথে মিলছে না তাদের সাথে না নয় নাই গেলেন !

ভালো থাকবেন সবসময় :)

৯| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভাই এইটা কি হলো ! আপনি অনেক ভালো মানুষ ! মন খারাপ করে যাওয়া কখনোই শুভ বিদায় না !

১০| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮

নোবিতা রিফু বলেছেন: পোস্টের চিপা দিয়া আমার নাম দেখা যায় দেখি...! !:#P :!> :#>

১১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮

আরমিন বলেছেন: :(

১২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৯

Sohelhossen বলেছেন: জনি ভাই বিদায় বললেও চলে যেতে পারবেন না । এটা আমার বিশ্বাস , কারন সামু কে আপনি কি পরিমান ভালবাসেন সেটা আমি জানি ।
আর আপনার লেখা কিন্তু দিন দিন আরো পরিনীত হচ্ছিল । সুতরাং বিদায় বলা চলবে না ।

১৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:১২

অবাধ্য সৈনিক বলেছেন: :( :(

১৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৩

নোবিতা রিফু বলেছেন: ...যাওয়ার আগে ৪০+ পোস্ট, ৩ হাজারের মতো মন্তব্য, ৪০ হাজার+ হিট এবং প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি।

ইয়ে... মানে... পাসওয়ার্ডটা কি এইখানেই দিবেন, নাকি ইনবক্স করবেন...? :!>

১৫| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮

মনিরা সুলতানা বলেছেন: :(

১৬| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮

পরের তরে বলেছেন: জনি ভাই এইভাবে চলে যাবেন না...........আমরা আপনার ফিরে আসার অপেক্ষায়................

১৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আমগো থুইয়া যাইবেন গা? আপনার থেকে কত কিছু শিখমু ভাবসিলাম

১৮| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২২

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: নোবিতা রিফু বলেছেন: ...যাওয়ার আগে ৪০+ পোস্ট, ৩ হাজারের মতো মন্তব্য, ৪০ হাজার+ হিট এবং প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি।

ইয়ে... মানে... পাসওয়ার্ডটা কি এইখানেই দিবেন, নাকি ইনবক্স করবেন...? :`>

১৯| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৩

প্রত্যাবর্তন@ বলেছেন: অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: নোবিতা রিফু বলেছেন: ...যাওয়ার আগে ৪০+ পোস্ট, ৩ হাজারের মতো মন্তব্য, ৪০ হাজার+ হিট এবং প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি।

ইয়ে... মানে... পাসওয়ার্ডটা কি এইখানেই দিবেন, নাকি ইনবক্স করবেন...? :`>

২০| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৪

সাদেকুর বলেছেন: যেওনা সাথি, ও ও ও যেওনা সাথি। .....

২১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৭

~মাইনাচ~ বলেছেন: মেনে নেয়ার মত না।

আপনার পোষ্টটা আমি দেখেছি। তাদের নিয়ে কিছুই বলার নেই। পোস্ট কোন পর্যায়ে নির্বাচিততে যায় সেটাও আমার দেখা। আামর শেষ পোষ্টটা তার প্রমান।

ওসব নিয়ে কথা বলবেন তো আপনি তাদের চক্ষুশুল হবেন। হবেন জেনারেল। তাই বলে চলে যাবার সিদ্ধান্তটা মেনে নিতে পারলামনা।

যাবেন না ভাই।

২২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯

অদৃশ্য বলেছেন:





থাকুন... থাকুন

পৃথিবীর শুরু থেকেইতো এইসব অবস্থার সাথে আমরা পরিচিত... হিংসা, বিদ্বেষ, বন্ধুত্ব, ভালোবাসা... এইসব নিয়েইতো জীবন...

চলে গেলেইতো তার সমাধান হলো না... তবে সহ্য করার মাঝে অনেকটা সমাধান থাকতে পারে...

খুব তাড়াতাড়ি আপনার নতুন লিখা দেখতে চাই...

শুভকামনা...

২৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩১

সাদেকুর বলেছেন: "যাবার বেলায় সুধু এটুক বলি “আমি সামুর কোনো ক্ষতি চাই নাই বা অপবাদ দেই, আমি সুধু আমার চিন্তার কথা বলেছি, যেটা সামুর জন্যে ভাল হত। কিন্তু রাতের আধারে “বাহবা” দিয়ে, “সহমত” জানিয়ে, দিনের আলোতে আমাকে কথার মার প্যাচে ফেলে সরাসরি সামুর বিপক্ষে অবস্থানে দাড় করানো হয়েছে। এটা কোন রাজনৈতিক খেলা সেটা আমি জানি না। আমি জিলপি খাই না, তাই জিলপির ম্যারপ্যাচ বুঝি না। "


সমস্যা থেকে পলাোয়ন ই যদি জীবন নয়, আপনি এখন এখান থেকে বিদায় নিচ্ছেন, ভাবছেন ব্লগিং তো আর জীবন নয়। কিন্তু এ অভ্যাস আপনার ব্যাক্তি জীবনেও থেকে যাবে।


আমার অভিমানি লেখক ভাই এর জন্য অনেক শুভ কামনা।

২৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

সপ্নাতুর আহসান বলেছেন: চলে যাওয়া মানে তো পরাজয় মেনে নেয়া। চলে যাবেন কেন?

২৫| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

আরজু পনি বলেছেন:

জনি ! কি হচ্ছে এসব !

পারবেন ........?

ব্লগিং ছাড়া থাকতে পারবেন?!

আপনার পরের পোস্টের অপেক্ষায় রইলাম।

:(

২৬| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: জনি ভাই রাগ কমান ! পাগলামি করবেন না ! বড় বড় সম্পর্কে এমন ছোট ছোট মনোমালিন্য হবেই ! প্লিজ !

২৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

শুভখান বলেছেন:


উফ আপনাদের মতন এমন মহান ব্যাক্তিদের কাছ থেকে যে কত কিছু শেখার আছে !!! যেদিন আমি চলে যাব ঠিক এভাবেই বিদায়ী একটি পোস্ট দিব। আসলে চলে যেতে হলে যে এমন পোস্ট দিতে হয় জানা ছিল না।

তা ভাই আপনার মাল্টির নাম যাবার আগে বলে যান যেটা দিয়ে এখন থেকে ব্লগিং করবেন ?

২৮| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

আলাপচারী বলেছেন: এটা হোল নিজের কাছে হেরে যাওয়া।
হারবেন না বিজয়ী হবেন?

২৯| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৮

মুশাসি বলেছেন: কি কন মিয়া এইসব?
যাইতে দিমুনা..ছোটখাটো ঝামেলা সবখানেই হয়। তাই বইলা ব্লগ ছাড়তে হইবো?

নেক্সট পোষ্টের অপেক্ষায় থাকলাম।

৩০| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

জনি ভাইরে আমি আপনারে ভাল কইরা চিনি। এইসব কথা বাদ দিয়া এখন আবার একটি পোস্ট দেন জনি ইজ ব্যাক এগেইন। এই কথার যদি দাম না দেন তাইলে আর কিসের ভাই হইলেন আবার কইছেন বিদায় বেলায় ভালোবাসা জানাই। ওইখানে দেখি আমার নাম আছে। মিয়া ভালবাসেন আবার ছাইরা যাইবেন এইটা কিছু হইল। আমাগোর ভালবাসার কি কোন মূল্য নাই আপনার কাছে।

৩১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:২২

জাওয়াদ তাহমিদ বলেছেন:
জনি ভাই মনে হয় আমাদের লগে একটু মশকরা করতেছেন ,

তাইনা??

:#)

৩২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালোবেসে চলে যেতে নেই!

৩৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮

স্বপ্ন বাংলা বলেছেন: অনুভবে থাকা অযাচিত,অনাকাঙ্খীত ব্যক্তি,স্মৃতি কিংবা বিবর্নতা পরে থাক আজ পেছনে। কেননা সম্মুখপানে এগিয়ে যাওয়ার নামই'ত জীবন !
অবিশ্রান্ত গতির পরিসমাপ্তিতে সমস্ত দেহ-মনে আজ এক গভীর শ্রান্তি মধুর অবসাদ নেমেছে জানি, কিন্তু তাই বলে এত্ত অভিমান ! মানুষ জীবনে যা পায় তা তার অন্তর কামনাকে তৃপ্ত করতে পারেনা। কারন সে যা চায় তা সে পায়না। তবু মানুষ তার আশা পুরনে চেষ্টা করে যায়। চাওয়া-পাওয়ার অসমতা,এই যে অসঙ্গতি এখানেই জীবনের ট্রাজেডি। আর এই অপূর্নতার তীব্র বেদনাবোধই মানুষকে অনুপ্রানিত করে জীবনকে আরো সুন্দর করে সাজাতে।
ফিরে আসুন নতুন উদ্যমে...। প্রতিক্ষায় .....

৩৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১

স্বপ্ন বাংলা বলেছেন: অনুভবে থাকা অযাচিত,অনাকাঙ্খীত ব্যক্তি,স্মৃতি কিংবা বিবর্নতা পরে থাক আজ পেছনে। কেননা সম্মুখপানে এগিয়ে যাওয়ার নামই'ত জীবন !
অবিশ্রান্ত গতির পরিসমাপ্তিতে সমস্ত দেহ-মনে আজ এক গভীর ক্লান্তির অবসাদ নেমেছে জানি, কিন্তু তাই বলে এত্ত অভিমান ! মানুষ জীবনে যা পায় তা তার অন্তর কামনাকে তৃপ্ত করতে পারেনা। কারন সে যা চায় তা সে পায়না। তবু মানুষ তার আশা পুরনে চেষ্টা করে যায়। চাওয়া-পাওয়ার অসমতা,এই যে অসঙ্গতি এখানেই জীবনের ট্রাজেডি। আর এই অপূর্নতার তীব্র বেদনাবোধই মানুষকে অনুপ্রানিত করে জীবনকে আরো সুন্দর করে সাজাতে। ফিরে আসুন নতুন উদ্যমে...। প্রতিক্ষায় .....

৩৫| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৫

অদ্বিতীয়া আমি বলেছেন: জনি ভাই সামুর কাছে থেকে এত কিছু পেয়েছেন , এত চমৎকার বন্ধু , এত ভাল কাজের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ , তারপর শুধু একটা কারনে মন খারাপ করে চলে যেতে চাচ্ছেন ? ব্যাপারটা কি ঠিক ? এত পাওয়ার কাছে একটা ব্যাপার ভুলে যাওয়াই যায় , তাই না ?

এখন এটা ড্রাফটে নিয়ে একটা নতুন ফান পোস্ট দেন ,অপেক্ষায় রইলাম। ।

৩৬| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩

কয়েস সামী বলেছেন: কি বলেন এইসব!

৩৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: নেশা ছাড়তে যেমন , অমানুষিক কষ্ট।


নেশা ছাড়তেও তেমন , অমানুষিক কষ্ট।

কথাটা মাথায় রাখবেন।

আমি , ১০০০০০০০ পার্সেন্ট গ্যারান্টি দিয়া বলতেছি -

আপনি ফিরে আসবেন।

কারণ, আপনে নেশার ফাঁদে আটকা পড়ছেন। মরণ ছাড়া রক্ষা নাই :-0 :-0 :-0 :-0

৩৮| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৫

সোহাগ সকাল বলেছেন: এইগুলা বাদ দিয়া তাড়াতাড়ি নেক্সট পোস্টটা দ্যান তো ভাই! X( নেক্সট পোস্টের আশায় রইলাম! X((

৩৯| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

ভুল্কিস বলেছেন: ধুর মিয়া, রাগ করলে লস টা কার?

যাবেন ভালো কথা- নেক্সট পোষ্টের শিরুনাম অন্ততঃ বলে দিয়া যান :D

৪০| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না ইয়ে মানে পাসওয়ার্ডটা যদি পেতাম। :-B :-B :-B :-B :P :P

৪১| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

শীলা শিপা বলেছেন: কিছু মানুষের কারনে সবাইকে ছেড়ে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না।

৪২| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মাহবু১৫৪ বলেছেন: :( :(

সব অভিমান ভুলে আবার ফিরে আসুন।

৪৩| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

নোমান নমি বলেছেন: চলে যাওয়া উপলক্ষে একটা পার্টি চাই ;)

৪৪| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ভুলে যাও অভিমান
শুরু কর নতুন পথচলা
ফিরে আস অপার মহিমায়
উদ্বেলিত কর আনন্দিত কর।

ফিরে আস আবার
মান অভিমান ভুলে
ফিরে আস সৃষ্টিসুখের উল্লাসে
দুঃখগুলো দূর অজানায় ফেলে।



জনি ভাই বিদায় বলবেন না ।

৪৫| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ইখতামিন বলেছেন:
আপনার এই ব্লগের দায়িত্ব আমরা নিতে পারবোনা X(
এই ব্লগ আপনার কাছেই থাকুক

পরের পোস্টের অপেক্ষায় ...


:( X(

৪৬| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

জুন বলেছেন: জনি ভাই আমাকে বিদায় বলে নাই এই পোষ্টে।
এতে মনে হয় উনি আমার পোষ্টের একনিষ্ঠ পাঠক থাকবেন :) :#>
বিদায় নিয়ে কই যাবেন শুনি !! আমাকে মানুষ কত্ত কথা বলছে আমি কি গেছি কোথাও :||
বলেন দেখি /:)

৪৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম.......


আশা করতেছি এইটা একটা সাময়িক ফান পোস্ট।

৪৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:১৪

বাংলাদেশী দালাল বলেছেন:
ফিরে আসুন জনি ভাই ।

মানুষের ভালবাসা উপেক্ষা করতে নেই।

কোনো ব্লগারের উপর রাগ করে চলে যাওয়া বোকামি।

আর যদি সামুর উপরে রাগ থাকে তাহলে বলব দেখুন সামু আপনাকে মুল্যায়ন করছে কি না।

ভালো থাকুন।





৪৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:২০

কালোপরী বলেছেন: ঠিক হচ্ছে না কিন্তু X(( X(( X((

৫০| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:২২

বনলতা মুনিয়া বলেছেন: জনি ভাই এইসব তাং-ফাং বাদ দেন তো। আসেন সবাই মিল্লা ক্যাচাল করি..... ;) ;) ;) B-)) B-)) B-))

৫১| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:২৬

অনীনদিতা বলেছেন: এটা হোল নিজের কাছে হেরে যাওয়া।
হারতে চান আপনি?

৫২| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৪৮

মামুন রশিদ বলেছেন: উইল মিস ইউ ব্রো.. :(

৫৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬

গ্রীনলাভার বলেছেন: ভাইরে, সামুর মডুগর বিনুদুনের অভাব আছেনি? আপনেও দেখি বেরসিক। /:)

৫৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫৩

আর.হক বলেছেন: বলেন কি?

৫৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অভিমান ভুলে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এই প্রত্যাশাই করি ।

৫৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:১৭

মোমের মানুষ বলেছেন: ভাই কুলখানি নাই, মিলাদ দেন নাই। যাই, গেলাম, বিদায় কইলেই হইব। তাড়াতাড়ি ফিরা আসেন এগুলো দিয়া পরে যাইয়েন

৫৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৪৩

তাসজিদ বলেছেন: এটা কোন কথা হল।

কি কারনে এ প্রত্থান।

come back soon. All must is well.

৫৮| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এটা মানা যায় না,,,,,,আমি মানবো না,,,,,,আমরা মানবো না,,,,,,ওত সোজা চলে যাওয়া !! একটু মন খারাপ হলেই চলে যেতে হবে !! আমরা সবাই পর ,,,!! সুখে দুখে আমরা সবাই এক সাথে সামুতে থাকবো,,,,,,,,,,,,

ফিরে আয় ভাই,
ফিরে আয় ভাইটি আমার,,,,,,,,,,,,,,,,!!!!

৫৯| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:১৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: জনি ভাই, চলে যাওয়াটা কি সবকিছুর সমাধান? একবার ভেবে দেখুন! সমস্যা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলে সমস্যা কমেনা, বেড়ে যায় কয়েকগুন।

ব্লগিং ছেড়ে কিভাবে থাকবেন ভাই?

এটা কি সম্ভব?

ভেবে দেখার অনুরধ রইল।

৬০| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩

বাংলার হাসান বলেছেন: অপূর্ন বলেছেন: ব্লগিং কারো সাথে তোষামোদি করে করার বিষয় নয় ভ্রাতা । সব ঝেরেঝুরে নতুন করে শুরু করুন । যাদের সাথে মিলছে না তাদের সাথে না নয় নাই গেলেন !

ভালো থাকবেন সবসময়

৬১| ১০ ই জুন, ২০১৩ রাত ২:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: ধুরু মিয়া কি শুরু করলেন ?

আরে আমি তো ব্যানও খাইছি , আমি কি গেছি গা ? ব্লগার হইলে জেনারেল , ব্যান সব ঘটনা ঘটে তার জইন্য যাইবেন কেন ?

৬২| ১০ ই জুন, ২০১৩ রাত ৩:০৯

শিপু ভাই বলেছেন:
আগে জেনারেল হইলে পোস্ট প্রথম পাতায় যাইতো না। আর এখন সেফ আর জেনারেলের কোন তফাত নাই।



সামু কর্তৃপক্ষের উপ্রে আমারো ঝাল আছে। আমিও অনেক অবিচারের শিকার!!! তয় সামুরে ছাইড়া যাওয়াটা সমাধান না।

তাগো কাজ তারা করুক। ভুল করলে ফল পাবে।

পোস্ট ড্রাফট কইরা নরমাল ব্লগিং চালিয়ে যান।

৬৩| ১০ ই জুন, ২০১৩ রাত ৩:৩২

বটবৃক্ষ~ বলেছেন: বনলতা মুনিয়া বলেছেন: জনি ভাই এইসব তাং-ফাং বাদ দেন তো। আসেন সবাই মিল্লা ক্যাচাল করি..... ঠিক!! X(( X((

খালি খালি কষ্ট কৈরা বিশাল পোস্ট টা লিখসেন!আবার আমাদেরকেও রাত জাইগা |-) :-< কষ্ট কৈরা পইরা আবার লিখতে হইলো ...........

ধন্যবাদ আবার আসবেন!! /:) /:)

ফান না কিন্ত!! আপনার নেক্সট পোস্টের অপেক্ষায়....... X((

৬৪| ১০ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৮

হাসান তাজদিক বলেছেন: পোস্ট দাতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক মডারেসনের কাছে এই পোস্ট নির্বাচিত পাতায় আসার কারণ জানতে ইচ্ছুক।

৬৫| ১০ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: যেও না সাথী :(( :(( :(( :(( :(( :(( :-P

৬৬| ১০ ই জুন, ২০১৩ ভোর ৪:৫২

একজন আরমান বলেছেন:
চলে যাওয়া মানে প্রস্থান নয়।

৬৭| ১০ ই জুন, ২০১৩ সকাল ৭:০০

বাংলাদেশী দালাল বলেছেন: হাসান তাজদিক ভাই যুক্তি সংগত প্রশ্ন করছেন।
কেও সামু ছেরে দিচ্ছে আর সেই পোস্ট তাগো ভালো লাগছে। X(

তেলের গন্ধ পাইছে। তেল তো বাঁশেও লাগান যায়।

৬৮| ১০ ই জুন, ২০১৩ সকাল ৯:১০

তোমোদাচি বলেছেন: কারন না কইয়া যাওন যাইব না, ব্যাস!! X( X(

৬৯| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০৭

চলতি নিয়ম বলেছেন: ফিরে আসবেন সেই আশায় রইলাম।

কিন্তু রাতের আধারে “বাহবা” দিয়ে, “সহমত” জানিয়ে, দিনের আলোতে আমাকে কথার মার প্যাচে ফেলে সরাসরি সামুর বিপক্ষে অবস্থানে দাড় করানো হয়েছে। এইটা যদি কারন হয় তবে বলব এই কারণে ব্লগ ছেড়ে যাওয়া টা বোকামি। ভালো থাকুন।

৭০| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: যায়েন না । চলে গিয়ে কি লাভ ? চলে গেলেই কি সমস্যার সমধান হয়ে যাবে?

৭১| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:২৪

হাসি .. বলেছেন: যাবেন না ভাইয়া, এত রাগ ভাল না। রাগ মুছে আবার পোষ্ট দিন।

৭২| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৭

মহামহোপাধ্যায় বলেছেন: জনি ভাই, আপনার এভাবে চলে যাবার কথা শুনে খুব কষ্ট লাগছে। আশা করি আপনি দ্রুত ফিরে আসবেন। সেই অপেক্ষায় থাকলাম।

৭৩| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৬

এরিস বলেছেন: যে ব্লগারকে পথে ঘাটে মানুষ চেনে, এভাবে কারো উপর ক্ষোভে নিজের জায়গা ছেড়ে দেয়াটা দায়িত্বজ্ঞানহীনতা। যে আপনাকে মারপ্যাঁচে ফেলতে চাইছে, আপনিতো তাকে জিতিয়ে দিচ্ছেন জনী ভাই।

৭৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ২:০০

দি সুফি বলেছেন: :| :| :| কিছুই বলার নাই। :| :| :|

৭৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ২:১৪

সুপান্থ সুরাহী বলেছেন:
আমিও একাবার বিদায় কইছিলাম...

বাট থাকতে পারি নাই....

৭৬| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জনি ভাই এখনো ফিরেন নাই?!

ভাল হচ্ছে না কিন্তু। কেক খাওয়াই নাই এখনো।

ঈদ মোবারক।

৭৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

বটবৃক্ষ~ বলেছেন: ভাইয়া ব্লগে এসেছেন দেখে খুব খুশি হলাম!!সত্যি!! :) :) :)

ফিলিং গুড!! ফেবুতে আপনাদের ফান গুলো মিস করবো ভীষন! তাই সম্ভব হলে মাঝে মাঝে এসে যেয়েন!!
:)

৭৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫০

আমি তুমি আমরা বলেছেন: চলে যাওয়াটাই কি সমাধান?

৭৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

দি সুফি বলেছেন: ফিরে এসেছেন দেখে ভালো লাগলো :)

৮০| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চলে যাওয়াট কোন সমাধান নয়। আপনার আরো সক্রিয় অংশগ্রহণ চাই।

৮১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

আরজু পনি বলেছেন:
জনি...আপনাকে দেখলাম অনলাইনে...
আশাকরি আবার নিয়মিত হবেন ।
অনেক শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.