![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘সেই সময়’ বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি সামাজিক উপন্যাস।আমার পড়া অন্যতম সেরা একটা উপন্যাস এটি।উপন্যাসটি রচিত হয়েছে ১৮৪০ থেকে ১৮৮০ এর সময়কালের তৎকালীন বাংলার পটভূমিতে।
আমার কাছে গল্পের কোনো চরিত্রকেই প্রধান বলে মনে হয়নি। লেখকের মতে, ‘এই কাহিনীর মূল নায়ক হল সময়।’আসলেও তাই।উনবিংশ
শতাব্দীতে ঘটে যাওয়া নানা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনী এগিয়ে চলেছে।আর সেই সময়প্রবাহকে লেখক তুলে ধরেছেন নবীনকুমার নামক চরিত্রের মধ্য দিয়ে।
নবীনকুমার হল কলকাতার বিখ্যাত জমিদার বংশ সিংহী পরিবারের উত্তরাধিকারী। তার জন্মসংবাদ দিয়েই কাহিনির সূচনা।ধীরে ধীরে আমরা পরিচিত হই তার বাবা রামকমল মা বিম্ববতী, পালক ভাই গঙ্গানারায়ণ,বাবার বন্ধু বিধুশেখর ও আরো নানা চরিত্রের সাথে।নবীনকুমারের শৈশব থেকে যৌবন পর্যন্ত প্রায় পুরো জীবনের বর্ণনা লেখক উপন্যাসটিতে করেছেন, আর সেই বর্ণনাই তুলে ধরেছে উনবিংশ শতাব্দীর বাংলা সমাজের পরিস্থিতি ও বিবর্তনকে। লেখকের নবীবকুমার সম্পর্কে বক্তব্য, ‘ সময়কে রক্ত মাংসে জীবিত করতে হয়। নবীনকুমার সেই সময়ের প্রতীক।
তো কেমন ছিল সেই সময়? বাংলা তথা সমগ্র ভারতবর্ষ তখন ব্রিটিশদের পদতলে। দেশীয় জমিদার ও শাসকেরা তখন নামমাত্র ক্ষমতায়,
আসল ক্ষমতা কুক্ষিগত ইস্ট ইন্ডিয়া শাসকদের হাতে। তাদের তৈরি কলকাতা শহর তখন সারা বঙ্গের রাজধানী এবং সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র।সেখানকার বেশির ভাগ জমিদার ও উচ্চবিত্তরাই ভোগবিলাসে মগ্ন, মধ্যবিত্ত নামক শ্রেণী তখনো অনুপস্থিত, নিম্নবিত্তরা ভয়াবহ শোষনের শিকার। বাংলা ভাষা এবং সাহিত্য ভীষণভাবে উপেক্ষিত। শতাব্দী ধরে চলে আসা ফার্সী এবং আরবীর ব্যবহারও পড়তির দিকে, সর্বদিকে ইংরেজ ও ইংরেজী সাহিত্যের জয়জয়কার। সমাজ অশিক্ষা এবং নানা ধরণের প্রথা এবং ধর্মীয় সংস্কারে আকন্ঠ নিমজ্জিত, নারীরা কেবলই ভোগ্যদ্রব্য। একদিকে পরাধীনতার শিকলে আবদ্ধ, অন্যদিকে হাজারো অন্যায় এবং অনাচারের এক বিশাল সমুদ্রের নিচে ডুবে ছিল গোটা বঙ্গসমাজ।
ধীরে ধীরে এখানে গড়ে ওঠে একটি শিক্ষিত যুবকশ্রেণী। যাদের অনেকেই উদ্যগী হন সমাজকে পরিবর্তনের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, মধূসুদন দত্ত সহ আরো অনেক ইতিহাসখ্যাত চরিত্র উঠে এসেছে উপন্যাসের নানা পর্যায়ে। নবীবকুমার এই শ্রেণীরই একজন সদস্য।
লেখকের সার্থকতা এখানেই যে, তিনি উপন্যাসে ইতিহাসের নিরস বর্ণনাকে প্রাণ দান করতে সক্ষম হয়েছেন । তার গল্প বলার সাবলীল ভঙ্গি, বিশদ বর্ণনা আমাকে যেন সেই সময়টিতে নিয়ে গিয়েছিল। এতটাই মগ্ন হয়েছিলাম যে, টানা একবসাতেই ১২ ঘন্টা পড়ে শেষ করেছিলাম বইটি।
এই উপন্যাসটির জন্যে সুনীল বঙ্কিম এবং একাডেমী পুরস্কার লাভ করেন
ডাউনলোড লিংক
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
ক্লান্তিহীন পথচারী বলেছেন: আমার দেয়া ডাউনলোড লিংকটি দেখুন । ওখানে গেলে সম্ভবত পাবেন।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
কালোপরী বলেছেন: পড়েছি
অসাধারণ একটি বই
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
ক্লান্তিহীন পথচারী বলেছেন: আসলেই অসাধারণ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
মাহী ফ্লোরা বলেছেন: সত্যিই অসাধারন!
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
ক্লান্তিহীন পথচারী বলেছেন:
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: আমি পড়েছি বইটা, অসাধারন ভাল একটা বই।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
ক্লান্তিহীন পথচারী বলেছেন: কেউ কেউ বলেন সুনীলের সর্বশ্রেষ্ট রচনা।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: পড়েছি , অসাধারন , মনে হয়েছে পাস্ট টাইম ট্র্যাভেল , তবে পূর্ব পশ্চিম , প্রথম আলো আমার বেশি ভাল্লাগে
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
ক্লান্তিহীন পথচারী বলেছেন: পূর্ব পশ্চিম পড়ছি এখন, প্রথম আলো আমার কাছেও ভালো লেগেছে।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
সিংহমামা বলেছেন: অন্তহীন জীবণপথের এক ক্লান্তিহীন পথচারী।--------বেশ বেশ মামা,,,,,,,এগিয়ে যান,,,,,,,আমার বুকের প্রতিধ্বনি আপনার বুকেও পাইলাম,,,,,,,,,,,,,,
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
ক্লান্তিহীন পথচারী বলেছেন: ধইন্যা
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
তুহিন সরকার বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও গুগল ডুডল সম্পর্কে প্রচারণা চালাতে নিচের লিংকে ক্লিক করুন।
Click This Link
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
ক্লান্তিহীন পথচারী বলেছেন: ধন্যবাদ। ই মেইল গতবার ও পাঠিয়েছিলাম, এবারো চেষ্টা করব।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। বুক রিভিউ কিন্তু বই প্রেমিদের জন্য খুবই দারুন একটা ব্যাপার। আপনি নিয়মিত বই রিভিউ দেন না? ভালোই হবে।
অনেক শুভ কামনা রইল।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
ক্লান্তিহীন পথচারী বলেছেন: উৎসাহের জন্যে অনেক ধন্যবাদ। আরো দুইটা বইয়ের রিভিউ লিখছি। এ সপ্তাহের মধ্যেই দেবো ইনশাআল্লাহ।
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অডিও থাকলে শুনতাম
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪
ক্লান্তিহীন পথচারী বলেছেন: ল্যাপিতে পড়তে সমস্যা কি?
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস রিভিউ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
ক্লান্তিহীন পথচারী বলেছেন:
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি বেশি লম্বা টেক্সটে কন্সেন্ট্রেট করতে পারি না
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
ক্লান্তিহীন পথচারী বলেছেন:
১২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫২
ভুল উচ্ছাস বলেছেন: সময় কেন্দ্রিক গল্প গুলো খুব বোরিং লাগে আমার কাছে আর সুনীলের বই আমার কাছে কেমন গৎ বাধা ত্যানা প্যাচানীর মতো লাগে। ইয়ে আবার রাগ করবেন না যেন, সবার সব লেখকের বই ভালো লাগে না, আমার কাছে সমরেশ আর শিরশেন্দু বেস্ট, দ্বিতীয় জনের নামের স্পেলিং আমার আসছে না। সে যাই হোক সুনীলের বইটা যেহেতু উপরে অনেকের খুব প্রিয় সো চেখে দেখতে আপত্তি নাই আমার। সংগ্রহে নিলাম।
০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪৫
ক্লান্তিহীন পথচারী বলেছেন: রাগ করার প্রশ্নই আসে না। সুনীলের সব বই আমারো ভালো লাগে না। তবে এটা দারুণ লেগেছিল।
সমরেশ আমারো ভালো লাগে। শীর্ষেন্দু খুব বেশি পড়িনি।
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
১৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
ভুল উচ্ছাস বলেছেন: লিঙ্ক কাজ করে না, থাক কিনেই পড়বো।
০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪২
ক্লান্তিহীন পথচারী বলেছেন: আমি তো ঠিকই ঢুকতে পারছি। আপনার ওখানে কেন যাচ্ছে না বুঝলাম না।
১৪| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
কালীদাস বলেছেন: ঐপাড়ের বই খুব কম পড়া হয়েছে, দেখি আপনারটা পড়ে দেখতে হবে
আরো রিভিউ লিখুন, বইয়ের রিভিউ ব্লগে বলতে গেলে আসেই না
০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৫১
ক্লান্তিহীন পথচারী বলেছেন: বাহ আমার প্রিয় ব্লগার দেখি এইখানে। সু স্বাগতম ।
পড়ে দেখেন। ভালো লাগবে আশা করি।
রিভিউ তো অনেকগুলো দেয়ার ইচ্ছা ছিল। শাহবাগ আন্দোলনের পরে সব প্ল্যান পিছিয়ে গেল। ঐখানেই বেশি সময় দেয়া হয়েছে এই মাসে।
আপনি ইদানীং এত কম লেখেন কেন?
১৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৮
কালীদাস বলেছেন: লিখে ফেলুন, পাঠক হিসাবে ব্লগে আছি। লেখার সময় পাই না, ব্লগে খুব ইরেগুলার হয়ে পড়েছি বছর দেড়েক হয়
এখন কি পড়ছি শুনবেন?! বেসিক আলীর নতুন কমিক বইটা
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
ক্লান্তিহীন পথচারী বলেছেন: হাহাহা। সত্যি কথা বলতে আমিও পড়ছিলাম কালকে রাতে।
ব্লগে রেগুলার হন। আলসেমী একটু কমান।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
আফিফা মারজানা বলেছেন: বইটার প্রথম খন্ড পড়েছি ।২য় খন্ড পাইনি ।মনে পড়লেই মেজাজ খারাপ হয়ে যায় ।