| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা আছে, বলা দরকার। না বললেই নয়! কত কথা বলতে ইচ্ছে করে- পারি না; কে যেন, কি যেন, কোথা থেকে বাঁধা দেয়। আমি ভাগ্যে বিশ্বাসী, হতে পারে - আমি দুর্বল
প্রতিটি মুহূর্তে হৃদপিণ্ড জানান দেয় তীব্র চিৎকারে, শুনতে পাও না তুমি।
হিসেব কষি কলঙ্কের
গুণে গুণে স্তূপ করি সত্য আর মিথ্যের, মিথ্যের আনন্দ বড়ই দীর্ঘস্থায়ী হাহাকারের!
আকাশ ছুতে গেলাম তখন ই হো হো করে হেসে উঠলে –
তাকিয়ে দেখি – শূন্যে ভাসি; আকাশ নেই..., মাটি নেই...!
চেনা পৃথিবী, অচেনা হল – একলা আমি।
আত্মচিৎকার টা থেমেই যাবে।
©somewhere in net ltd.