![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি। নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন একজনের ব্লগে আপনাকে স্বাগতম।
ব্লগার আসিফ মহিউদ্দিন সহ চার ব্লগারের সব ব্লগ নিষিদ্ধ করেছে সরকার।
এ বিষয়ে এরই মধ্যে বিভিন্ন ব্লগ সাইটের কাছে ই-মেইলে নির্দেশনা পাঠিয়েছে বিটিআরসি।
এই ঘটনা কি সত্য?
কেনো তাদের ব্লগ বন্ধ হল কারো জানা আছে কি?
আসিফ মহিউদ্দিন সহ ওই চার ব্লগারের সব ব্লগ অবিলম্বে স্থায়ীভাবে নাকি মুছে ফেলতে বলা হয়েছে।
ব্লগার বন্ধুগণ জানালে বাধিত হব।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
পদ্ম (কমল দাস) বলেছেন: ধন্যবাদ নিশ্চিত করার জন্য।
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯
সীমানা ছাড়িয়ে বলেছেন: আসিফ মহিউদ্দীনের মত সাম্প্রদায়িক ব্লগারের ব্লগ নিষিদ্ধ করে থাকলে সরকার ঠিক কাজই করেছে।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০
পদ্ম (কমল দাস) বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।
৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০
রাতুল রেজা বলেছেন: খালি ব্লগ বাতিল করে কাজ নেই। আসিফ যেরকম কথাবার্তা ব্লগে বলতো, তা সমাজ নষ্টকরার জন্যে যথেষ্ট। এর বিচার ও হতে হবে।
৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
কাজের কথা বলেছেন: আসিফ সামুর অনেক পুরাতন এবং বিতর্কিত ব্লগার। সরকার বা জামাত এর বাকুম বাকুম করার বহুত আগে থেকেই তাকে নিয়ে এই ব্লগে অনেক লিখালেখি হয়েছে। শুধু তাই তার ফেইসবুক প্রফাইলও যথেষ্ট আপত্তিজনক।
৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৫
তাজুল_ইসলাম বলেছেন: আল্লাহ যেন এই ৮ ব্লগার কে হেদায়েত দান করেন। আর যদি তারা হেদায়েত না হয়। তবে এটা তাদের জন্য কোন ব্যাপার না। তারা তাদের জগন্য প্রচারনা চালাবে অন্য কোন নিকে। আপসোস, তাদের জন্য করুনা হয়। সৃষ্টিকর্তাকে তারা চিনতে পারল না।
৬| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
পদ্ম (কমল দাস) বলেছেন: মন্তব্য করার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
আবুল হাসান নূরী বলেছেন: ঘটনা সত্য
৪ ব্লগারের সব ব্লগ নিষিদ্ধ করেছে সরকার