![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি। নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন একজনের ব্লগে আপনাকে স্বাগতম।
ফের গুজবের শিকার হয়েছেন শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সোমবার বিকেলে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী ও ব্লগাররা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবর নিয়ে স্ট্যাটাস ও পোস্ট দে...ন। এতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান।’
সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক-ব্লগে জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছবিসহকারে মৃত্যুর খবর জানিয়েও অনেকে স্ট্যাটাস দেন।
সামহোয়ার ইন ব্লগে ‘শুটকা ভাই’ নামে এক ব্লগার পোস্ট দেন, ‘বিদায় নিলেন আমাদের সবার প্রিয় অভিনেতা ও নাট্যকার এটিএম শামসুজ্জামান’। তবে খবরটি বিশ্বাস করতে না পেরে এই পোস্টে অনেকেই ঘটনার সত্যতা নিয়ে মন্তব্য করেছেন।
তবে ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীদের এসব তথ্য সম্পর্কে নিশ্চিত হতে আরটিএনএন পক্ষ থেকে স্কয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘খবরটি সম্পূর্ণভাবে মিথ্যা। এখানে এটিএম শামসুজ্জামানের মৃত্যু দূরে থাক, তিনি ভর্তিই হননি।’
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, এই খবরের পর অসংখ্য ফোন আসছে। জবাব দিতে দিতে নিজেরাই দিশেহারা হয়ে যাচ্ছেন।
এরপর অভিনেতা এটিএম শামসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরটিএনএন- কে জানান, ‘তিনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। পূবাইলে নাটকের শুটিং করছেন।’
কিছুটা অবাক হলেও পরক্ষণেই এই খবরে অভিনয় জগতে নিজের চরিত্রের মতোই তিনি বেশ মজা পেয়েছেন বলে জানান।
তবে মুহূর্তে এই খবরটি নিয়ে গণমাধ্যমে তোলপাড় শুরু হয়। মানবজমিন পত্রিকার বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক আওলাদ হোসেন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘আবারও গুজবের শিকার হলেন প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান। তিনি ভালো আছেন, সুস্থ আছেন, পূবাইলে শুটিং করছেন।’
এর আগেও একাধিকবার এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
পদ্ম (কমল দাস) বলেছেন: সত্যি আজিব বন্ধু।
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
সািহদা বলেছেন:
ভালো আছেন, সুস্থ আছেন, পূবাইলে শুটিং করছেন।
অনেক ভাল লাগলো শুনে সে ভালো আছে ,সুস্থ আছে ।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১২
পদ্ম (কমল দাস) বলেছেন: জেনে আমারও ভাল লাগছে বন্ধু।
উনি আমার প্রিয় অভিনেতা।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪
ফাহিম আহমদ বলেছেন: বাঙালি একটা পাইলেই হলো
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫
পদ্ম (কমল দাস) বলেছেন: অনেকটা হুজুগে।
কি বলেন বন্ধু?
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: আজব কথা