নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঃ জন

মি: জন

মি: জন › বিস্তারিত পোস্টঃ

নামের আগে প্রকৌশলী লিখতে হলে কি কি যোগ্যতা থাকতে হয়

১৯ শে মে, ২০১৬ দুপুর ১:০১


নামের আগে প্রকৌশলী লিখতে হলে নাকি ইঞ্জিয়ার্স ইন্সটিটিউট-এ গিয়ে নাম নিবন্ধন করতে হয়।
তার আগে শিক্ষাগত যোগ্যতা নিয়ে মত পার্থক্য রয়েছে। সঠিক বিষয়টি কি তা জানতে ইচ্ছে হয়।
এক্ষেত্রে ইঞ্জিয়ার্স ইন্সটিটিউট-এর কোন তথ্য নেটে খুজে পাইনি।

মনে করেন আপনি এমবিবিএস পাশ করেছেন। দিব্যি নামের আগে ডাক্তার লিখতে পারছেন।
কিন্তু যদি
বিএসসি/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স
অথবা
বিএসসি/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ার পর নামের আগে প্রকৌশলী লিখতে হলে নাকি ইঞ্জিয়ার্স ইন্সটিটিউট-এ গিয়ে নাম নিবন্ধন করতে হয়। কেউ কেউ আবার বলেন বিএসসি/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স পড়ে ইঞ্জিয়ার্স ইন্সটিটিউট-এ গিয়ে নাম নিবন্ধন করা যায় না।

ছোট ভাইকে পরামর্শ দিতে গিয়ে নিজেই গোলমেলে অবস্থায় পড়েছি। উত্তরণের উপায় খুজছি।

যদি কাউরো জানা থাকে প্লিজ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:০৮

মি: জন বলেছেন: যদি কাউরো জানা থাকে তাহলে জানাবেন প্লিজ।

২| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩০

মশার কয়েল বলেছেন: আইইবি (ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ) স্বীকৃত সরকারী বা বেসরকারি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী অথবা স্বীকৃত বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর সমমানের ডিগ্রীধারীরা আইইবি-এর এসোসিয়েট মেম্বার হিসেবে নিবন্ধিত হলে নিজের নামের আগে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী ব্যবহার করতে পারবে ৷

আমি এতটুকুই জানি ৷আমাদের সময় এইরকমই সিস্টেম ছিল ৷এখন পরিবর্তন হতেও পারে অথবা আগের নিয়মই থাকতে পারে ৷

১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:২২

মি: জন বলেছেন: ইদানিং দেখি বিএসসি না করেও অনেকে এমএসসি ইন কম্পিউটার সায়েন্সে পড়ে। তারাও কি পারবে?

৩| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:১৭

সার্কাসের উট বলেছেন: এটা কি সরকারি? নাকি প্রথা হিসাবে চলে? হাস্যকর।

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৩০

মি: জন বলেছেন: আপনি এমবিবিএস পাশ করেছেন। দিব্যি নামের আগে ডাক্তার লিখতে পারছেন। কিন্তু এমএসসি ইঞ্জিনিয়ারিং পড়েও নাকি ইঞ্জিনিয়ার লেখা যায় না।

হাস্যকর ছাড়া আর কি বলার আছে।

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৪

মি: জন বলেছেন: এতদিন এটাই জানতাম। নতুন করে বিষয়গুলো জানা হলো।

৪| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:২৫

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন: গরু , ডাক্তারি পাশ করলেই নামের আগে ডা: লাগে এইটা কই পাইলা ?? ইন্টার্নী শেষ করার পর বিএম এন্ড ডিসি র রেজিষ্ট্রেশন থাকা লাগে । তাছাড়া প্র্যাকটিস করছে এবং ডিগ্রি আছে তারাই ডা: নিজ নামের আগে বসাতে পারবে।

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৩২

মি: জন বলেছেন: তাই নাকি? এত নিয়ম।

৫| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৯

মশার কয়েল বলেছেন: বিএসসি না করে দুই-এক বছরের কোন কোর্স করে বা এমএসসি কোর্স করে নামের আগে প্রকৌশলী লেখা যায় না ৷

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৩

মি: জন বলেছেন: ধন্যবাদ ভাই আাপনাকে। তথ্য প্রদান করার জন্য।

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৬

মি: জন বলেছেন: কিন্তু এটা কি আইইবি-র নিয়ম? নাকি রাষ্ট্রের বা সারা দুনিয়াতে একই নিয়ম? যদি আপনা জানা থাকে প্লিজ।

৬| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:১৩

মশার কয়েল বলেছেন: সারা দুনিয়ার নিয়ম কিনা বলতে পারবনা,তবে আমাদের দেশে এই নিয়ম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.