নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

কিনেছি তার খুন- এরও আগে !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮



অতঃপর কোন এক নিমগ্ন অরণ্যে জেগে উঠলে কিছু জোনাক জড়িয়ে আঁধার সাজলো না পাওয়া অজানা অনুভবের সুখে । সাজিয়ে বৃক্ষরাজি বললো, সুস্বাগতম ! তারা কপোত-কপোতি রূপে নৃত্য করলে অবাক তাকিয়ে রয় মুগ্ধ নয়ন । কী করে বুঝি কে হয় সুন্দর কিংবা সুন্দরী ! এলোমেলো গুল্মে ওরা হয়তো কপোত, গঠনে বৃহৎ একটু । আর লাবণ্যে যারা রূপ রঙে করছে ঢং তারা নিশ্চয় কপোতি । মেনে নিলাম যদি হয় তারা মানব চরিত্রে অণুগামী । টুকরো টুকরো আকাশগুলো উঁকিঝুঁকি দিতে চাইছে পত্র-পল্লবের পেতে দেয়া দরজায় তাদের নৃত্যালিঙ্গন প্রত্যক্ষে । তারা কী তবে লজ্জা পাচ্ছে, ছিঃ বৃক্ষেরা হয়েছে বেশরম ! পাতাবাহারি প্রজাপতি নিচ্ছে তাদের নির্যাস, মৌমাছিও হয়েছে পাগল- এমন মধু পাওয়া যায়নাকো যত্রতত্র- যখনতখন, তারা শুনেছে শত বছরে এই আলিঙ্গন হয় শুদ্ধ । তাই বনরাজ্য বাসিন্দারা হয়েছে পাগল। অসুখী হয়েছে- মিলনে এখনো জাগেনি যেসব পূর্ণাঙ্গ সরব দেহ । মৃত্তিকাও নড়েছড়ে বসেছে তারও যে কিছু আসে যায় ! তাই হিংসে জ্বলছে আকাশ । পক্ষিরাজ্য হচ্ছে সর্বহারা, তারা বলছে এ নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর । তাতে কী ! শত বছর তারা পায়নি এমন সান্নিধ্যের হৃদয় । কেউ রেখেছিলো সে খেয়াল ? সকলে নিজস্ব মালিকানায় স্বপ্ন এঁকেছে তাদের অনুভবের দেহে ! তাদের জড়িয়ে সাজিয়েছে আপন আবাস যা শুধু তারা দেখেছে । খেয়ালে এতকাল আগলে রেখেছে সকলের স্বার্থপরতা । আর কতকাল নিজস্ব মধু বিসর্জন দেবে তারা ! সকল হয়েছিল আগ্রাসী তাদের বুকে, বিদ্ধ করেছে খুঁড়ে খুঁড়ে, সে সব কী বৃক্ষকুলের বুভুক্ষু চোখ দেখেনি ? আর নয়তো খামখেয়ালি নিজস্ব আবাদে, হয়েছে বহুকাল বিলুপ্ত । তাই আজ তারা এলোমেলো, দলছুটো, আগ্রাসী । কিন্তু ? আমি এখানে কেন ! আমারও কী এখানে থাকার কথা ? কথা ছিল কী বিদ্ধে বৃক্ষরাজির মধুরতার নিঃশ্বাস নেয়া !

একি, তারা চাইছে আঁছড়ে পড়তে আমার দেহে ! হে বৃক্ষ বন্ধু, আমার কী অপরাধ, করেছি কী পাপ ? তোমরা কেন অগোছালো আমায় খুনে ! আমি তো শুধু তোমাদের আলিঙ্গন আসুদা উপভোগে এসেছি । আমি নিষ্পাপ ভালবাসি । বিশ্বাস করো আমায় । আমি নিরপরাধ । কিন্তু তারা রয়েছে মাতাল অনুভবে, আমায় করতে চাইছে বলি । আমি সঁপে দিলাম নিজেকে সজোরে- অদৃশ্যে। কিন্তু এমন গহীনে- লুকানোর সরঞ্জাম হয়েছে সানন্দে মৃত । ছোট-বড়, বুড়ো-বুড়ি, কপোত-কপোতির বৃক্ষসাম্রাজ্য পথ বিলুপ্তে আমায় করেছে বন্দি । আমি আর ফিরবো না, তাদের কন্ঠ হয়েছে উজাড় আকাশ ছোঁয়াতে ।

অবশেষে, মৃতের অযাচিত সংস্করণ থেকে ফিরে আসলে বেহুদা কঠিনে দেখি আমার গড়াগড়ি , এই খাটিয়া আমায় আপন করেনি কারণ তাকে আমি আলিঙ্গন দেয়নি, কিনেছি তার খুন- এরও আগে !



ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: বৃক্ষ নিয়ে দারুণ লেখা। ধন্যবাদ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:
মহাকাব্য লিখতে শুরু করুন...আপনার পক্ষে সম্ভব ।
পুরাণ-এর আভা পেলাম যেনো ।
আমার লেজার ভিশন দৃষ্টিও আপনার লেখা পড়তে গিয়ে কুপোকাত :(
তবে লিখেছেন দারুন ।

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা মহাকাব্য !!

অনেক ধন্যবাদ । :)

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১:৩১

গেম চেঞ্জার বলেছেন: কাব্যতার গদ্য প্রবাহ । B-)

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । B-)

৫| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৮:০১

চ্যাং বলেছেন: এইটা কবিতা না গদ্য । আল্লাহই জানে ।

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৬| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫

কিরমানী লিটন বলেছেন: সুন্দর ...

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৭| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

রিকি বলেছেন: পোস্টে প্লাস। কথাকথিকেথিকথন এর অর্থ কি, ভাই/আপু খুব জানতে ইচ্ছা করে। আমি ঠিক করেছিলাম, যেদিন আপনার নিক আমি এক দমে উচ্চারণ করতে পারবো, সেদিন আপনার পোস্টে এসে জিজ্ঞেস করবো, এই কথাকথিকেথিকথনের অর্থ কি??? আমি কিন্তু মেলাদিন ধরে প্র্যাকটিস করি, টাং টুইস্টার হিসেবে আপনার নিক (পনি আপুও একই কথা বলেছে), বিশ্বাস না হলে শায়মা আপুনি প্রমাণ !!! :D

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: তবে এটার অর্থ আমি যা বানিয়েছে তা হলো - কথাবার্তার চলমান ঘূর্ণন !!

তাহলে তো যাদের মুখের জড়তা আছে তাদের বেশ উপকার করে ফেললাম !!!

হা হা হা প্রমাণের কথা শুনে বেশ হাসি লাগলো !

ধন্যবাদ । :)

৮| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: কঠিন। পড়তে বেশ বেগ পেলাম..... ;) হাহাহা......

তবে চমৎকার, ভালো লাগা জানিয়ে গেলাম। +।

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব । :)

৯| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৫

দীপংকর চন্দ বলেছেন: ভিন্নস্বাদে ভালো লাগা থাকছে কথাবার্তার চলমান ঘূর্ণন

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১০| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩২

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: প্রশংসা করলেও যেন অনেক কম হয়ে যাবে।।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ অনেক । :)

১১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৮

রুদ্র জাহেদ বলেছেন: মোহ নিয়ে পাঠ করলাম।নির্মল সুন্দর

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: আপনি তো দেখি আমার পুরো কাব্য সম্ভার পড়ে ফেলেছেন !! অনেক অনেক ভাল লাগলো রুদ্র জাহেদ ।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: কাব্য পাঠ করলাম, কিন্তু হৃদয়ঙ্গমে ব্যর্থ হ'লাম।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:




বৃক্ষকে আমরা বিভিন্ন তৈজসপত্র বানিয়ে ব্যবহার করি । তাই একটি দুঃস্বপ্ন যেখানে বৃক্ষ আমাকে নিঃশ্বেস করতে চাইছে ! বৃক্ষকূল ক্ষুদ্ধ । তার একটি বর্ণনা মাত্র । শেষে স্বপ্ন ভেঙ্গে দেখি আমি বাহারি খাটে শুয়ে আছি । অতঃপর ভাবলাম, এই খাটিয়া আমাকে আপন করে নি, কারণ এর আগে আমি কিনেছি তার খুন !

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২২

সোহানী বলেছেন: দাড়াঁন, বাংলা একাডেমীর বাংলা ডিকশেনারিটা নিয়ে বসলাম............. :(

তার আগে + দিয়ে নিলাম...................

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা হা !

আমি কিন্তু অর্থ বলে দিয়েছি খায়রুল আহসান ভাইয়ের মন্তব্যের প্রতিউত্তরে ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.