নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

অবর্ণনীয়ে অচেনা স্বাদ ।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭



আকস্মিক শেষ থেকে শুরু.......
পরতে পরতে ছড়িয়ে আছে এমনি ঘুম
........ঐন্দ্রজালিক কা্লো- স্বপ্নবিহীন নিষুতি ।

প্রথমের শুরু যেখানে.......
আমিত্যের সহস্র সলিল
হেসে-খেলে সুরে-সুরে-
দৃশ্যহীন রেখায় বেয়ে চলে
.........নেশা নয়ন যেখানে দ্বিধায় হারায় ।

অযাচিত সকল ছন্দকে সু্রে বেঁধে-
বাতাসের প্রতিটি সূক্ষ্ম কোণে কোণে
উড়ায়ে শেষ স্তবকে বিরুদ্ধাচরিত হয় ।
সে সকল অভিশপ্ত পালকবিহীন বিহঙ্গ সহাস্যে
নিয়ে ছোটে কোন এক নিঃস্ব আদিম অরণ্যে
.........সেখানে নাকি এর রয়েছে অমোঘ মূল্য ।

যেখানে মধ্যমের শুরু.........
শূন্যের প্রতিটি অদৃশ্য রেখায় লুটোপুটি খেলায় মগ্ন
যাতে মেখে আছে বিষাক্ত কিংবা কিছু মনোহরণ ।
এভাবে চলতে চলতে তারা ঢুকে যায়-
আগ্রাসী চিত্তের ঠিক বেখায়ালী জানালা দিয়ে
.........যারা পেতে চায় সময়হীনেও সকল চতুর্দশপদী আকাশ ।

শেষের ঠিক পূর্বে.........
এরপর তারা দোষা্রোপ করে-
সুখপাখি নাকি হয়েছে সমাধিতে বন্দি
কে বা কারা করেছে তার রক্ত হরণ ।

যেখানে হয়েছে শেষের শুরু.........
জেনেও তারা অবুঝের ডানায় চড়ে
ভুল নিঃশ্বাসে কাঁদে-
.........ছুটে চলা সকল কোমলতার অবিশ্বাসে ।

ওরা দিয়েছে দোষ,
তারা নাকি ওদের সুখ পেয়ালায় বিষ ঢেলেছে
এভাবে ওরা বিস্বাদকে বুকে ধারণ করে-
অবশেষের জীবনারূপ আঁকে অবর্ণনীয়ে অচেনা স্বাদে ।

হৃদয় পুরে দেয় সেই ঘুমে,
........ঐন্দ্রজালিক কা্লো- স্বপ্নবিহীন নিষুতি ।



ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

সাহসী সন্তান বলেছেন: আজকের কবিতাটা অন্যগুলোর থেকে ভিন্ন মনে হলো কেন? একদমই বুঝতে পারলাম না? সামান্য একটু ব্যাখ্যা করলে ভাল হয়! আমিও বোঝার চেষ্টা করছি!

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: যারা দুঃখডুবে আর ঊঠতে চায় না তাদের পূর্বের একটা কাল্পনিক বৃত্তান্ত আর দ্বিতীয় এবং তৃতীয় স্তবকে আঁকতে চেয়েছি দুঃখগুলো কীভাবে ঘুরে বেড়ায় ছদ্মবেশী সুখীরূপে এবং তারা কোথায় বাসা বেঁধে থাকে, এবং তারা আসে কীভাবে সেটা দেখিয়েছি চতুর্থ স্তবকে । যারা নিজেদের অতিরঞ্জন থেকে আটকে রাখতে পারে না তাদেরকেই এই ভিন্ন রকমের দুঃখ দেখা দেয় ।যেখানে তার না চেয়েও আটকে থাকে । আপাতত এটুকুই বোঝাতে চেয়েছি ।

খুব ধন্যবাদ । :)

২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮

ব্লগার মাসুদ বলেছেন: ভালো লাগল ভাই আপনার কাব্য ।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮

কিরমানী লিটন বলেছেন: যেখানে হয়েছে শেষের শুরু.........
জেনেও তারা অবুঝের ডানায় চড়ে
ভুল নিঃশ্বাসে কাঁদে-
.........ছুটে চলা সকল কোমলতার অবিশ্বাসে ।

সত্যিই এক বিশুদ্ধ স্বাদের নির্ভেজাল কবিতা খেলাম তৃপ্তির মুগ্ধতায়...

সশ্রদ্ধ বদনে মুগ্ধ ভালোবাসা নিরন্তরর


সতত শুভকামনা ...

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ । :)

৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪

গেম চেঞ্জার বলেছেন: কাব্যিক ভাবের বিস্তৃতির কৌশলটা বেশ ভাল লাগলো। +

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ধন্যবাদ । :)

৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

সাহসী সন্তান বলেছেন: আপনার কবিতা আর আমার জীবন কাকতালীয় ভাবে সেম টু সেম! সব বুঝতে পেরেছি! ধন্যবাদ ব্যাখ্যা করার জন্য!

তো আছেন কেমন? Everything is Ok?

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: কাকতালীয় মিলটা ভাল নয় । ভাল থাকার শুভ কামনা রইলো ।:)

আমি ভাল আছি ।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কাব্য প্লাস ।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫

রুদ্র জাহেদ বলেছেন: হৃদয় পুরে দেয় সেই ঘুমে,
........ঐন্দ্রজালিক কা্লো- স্বপ্নবিহীন নিষুতি।
বেশ মোহ নিয়ে পাঠ করলাম।প্রথমে দুর্ব্যোধ্য বোধ হলে,তারপর নিজের মতো করে বুঝলাম।একটা অন্যরকম কবিতানুভূতি।দারুন কবিতা।নিরন্তর ভালো থাকবেন কবি

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব । :)

৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩২

মানবী বলেছেন: "তারা নাকি ওদের সুখ পেয়ালায় বিষ ঢেলেছে
এভাবে ওরা বিস্বাদকে বুকে ধারণ করে-
অবশেষের জীবনারূপ আঁকে অবর্ণনীয়ে অচেনা স্বাদে ।"

- ভালো লেগেছে। আপনার ভাষাজ্ঞান আর অনুভব সত্যি প্রশংসনীয়।

অনেক ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ খুব । :)

৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
+

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১০| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৭

উধাও ভাবুক বলেছেন: ভিন্নতার আবেশ পেলাম।
শুভকামনা রইল।

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১১| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগল কথাগুলো।

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: ওরা দিয়েছে দোষ,
তারা নাকি ওদের সুখ পেয়ালায় বিষ ঢেলেছে
এভাবে ওরা বিস্বাদকে বুকে ধারণ করে-
অবশেষের জীবনারূপ আঁকে অবর্ণনীয়ে অচেনা স্বাদে ।


সুন্দর। ভালো লাগা রইলো।

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

সাহসী সন্তান বলেছেন: আসলেই কাকতালীয় ব্যাপারটা মনে হয় খারাপ না! কিন্তু আশ্চার্য লাগে যখন লেখকের কোন লেখা পাঠকের জীবনের সাথে হুবহু মিলে যায়! এটাইতো লেখকের লেখার সার্থকতা কি বলেন?

শুভেচ্ছে!

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: লেখা সার্থক হতে হলে পাঠকের মনে ভাবনার উদয় হতে হবে । শুধু মিলে গেলে চলবে না । মানুষের জীবনের সাথে মেলানোর জন্য লেখা অতি সহজেই লিখা যায় কিন্তু পাঠকের মনে নতুন করে ভাবনার উদয় হলো কতটুকু সেটা হচ্ছে মূল বিষয় । আর ঠিক এইরকম করে লেখাটা বেশ কঠিন । অনেক সাধনার ব্যাপার ।

আপনাকেও শুভেচ্ছা । :)

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

তারছেড়া লিমন বলেছেন: যেখানে হয়েছে শেষের শুরু.........
জেনেও তারা অবুঝের ডানায় চড়ে
ভুল নিঃশ্বাসে কাঁদে-
.........ছুটে চলা সকল কোমলতার অবিশ্বাসে ।
অনবদ্য।।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৭

সায়েদা সোহেলী বলেছেন: প্রথমের শুরু যেখানে.......
আমিত্যের সহস্র সলিল
হেসে-খেলে সুরে-সুরে-
দৃশ্যহীন রেখায় বেয়ে চলে
.........নেশা নয়ন যেখানে দ্বিধায় হারায় ।
------------------------------------- আমিত্যের নেশা , আমিত্যেই শেষ হয় ।

কবিতা ভালো হলেও আপনার নামের মত হয়ে গেছে কথাকথিকেথিকথন , সবটা বুঝে উঠতে পারিনি :( /:) 8-| ( কথোপকথন /কথা বলাবলি চালাচালি দিলে কি এমুউউউউউউউউন ক্ষতি হত !!! ?? পাব্লিক কে কাঁচা গাব পাকা গাব জটিলতায় পরতে হত না :|

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । তেমন কঠিন শব্দ কিন্তু ব্যবহার করি নি । তবে বিস্তারের ক্ষেত্রে একটু ছলাকলা করেছি এই আরকি !! গাব কিন্তু অনেক টেস্টি ফল !!!

খুব ধন্যবাদ । :)

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.