নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

সময়ের জন্মে সমাপ্তি, অথবা অবধারিতে শেষের স্পর্শে......।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩



ক'টা নির্লজ্জ উত্তাপ ভরাট ফোঁটা। জন্ম নিলো জীবন। বেড়ে গেলো উত্তরীয়ের উথালপাথাল মোড়ানো । কোন এক ক্ষণে, পূর্ণাঙ্গে উষ্ণ কোমল গুহা থেকে বেরিয়ে আসলো দায়বদ্ধ শীতল। এখানে অনেক আলো, সকল অচেনা অবয়ব । এলোমেলোয় ছোট্ট ছুটোছুটি, চিৎকার- কেঁদে ভাসালো । বোঝা গেল না কেন চিৎকার, কেন রোদন ! তবে কী এখানে আলো নেই ? অন্ধকারের রূপে আলোর বিচ্ছুরণ মাত্র ! হয়তো নিষ্পাপে তা ধরা দেয়, অন্ধ চক্ষুতে সুখ নিদারুণ ।

তবে সে একটি আকাশ এবং একটি সমুদ্র পেয়েছে । তারা হৃদয়ে রেখেছে নিঃস্বার্থে টিকে থাকার কঠিন অঙ্গীকার । আর তার তুলতুলে গলায় সময়ের অদৃশ্য ঘন্টা বেঁধে দিলে গতি পায় জীবন । এ গতি তাকে টেনে চলে একটি ধু-ধু পথের প্রান্ত স্পর্শে ।

এসবেরও পূর্বে দু'টি ঘর্মাক্ত নয়ন স্বপ্ন বুনেছিলো সেই আবেগি-আগ্রাসী ক্ষণে, যেখানে মিলেমিশে একাকার হয়েছে আদিমতার ঘ্রাণ ! কেউ দেখি নি, কেউ জানে নি- একটি নিষ্পাপ নিঃশব্দে বসত গড়লো সেই উষ্ণ কোমল গুহায় । তখনও তার পাখা গজায় নি । সে তখনও জানে না পাপে নিগৃহীতে বিতাড়িত হবে কী, অথবা পাপে অংশগ্রহণ করবে ! এক অনুভবের উড়ো চিঠিতে খবর পেল সে, অভাজন তারা অতীতে অনেককেই ছুড়ে ফেলে দিয়েছে- অবলীলায় । যারা আকাশ এবং সমুদ্র রূপে অঙ্গীকার করার কথা ছিলো- এরা ছিল বুকবিহীন অপাত্র । তারা কণ্ঠবিহীন বহিষ্কৃতে বিষাক্ত সুরে গান শোনায়- মলিন সংস্পর্শে জড়িয়ে ছিলো, সেথায় নাকি অবচেতনে হয়েছে তাদের নির্মম সর্বনাশ । পৃথিবী তাদের ধিক্কার দিতে শেখে নি কারণ তাদের সংস্পর্শও সে মেনে নেয় নি । আর সময় জন্ম নেয়ার আগেই সেই নিষ্পাপের শরীর সংকোচিতে মিলিয়ে গেল । পৃথিবী তাই উচ্ছিষ্টে ঘোষণা করে, এ সেই পাপ, যার জন্য আমি প্রস্তুত নই !

অনুভবের উড়ো চিঠির বিষাক্ত গন্ধে তাই সেই নিষ্পাপ ঘাবড়ে গিয়েছিলো । তার উষ্ণ আবেশে ছিল সঙ্কোচ । সে কী পারবে নিজেকে নিজে গড়ে জয়ী হতে ? অথবা দুর্বিপাকের হিংস্র হাতে হেরে যাবে অযথায় ? এ দুর্গ্রহের নিঃশ্বাস থেকে বাঁচতে সে লুকাতে চেয়েছে নিজেকে, এই ছোট্ট ঘরেও যেখানে কোন অগোচর নেই !

অবশেষে, সে তার সর্বনাশ দেখে নি। সে জয়ী হলো পাপে অংশগ্রহণের উদ্যানের প্রস্তুতিতে । পৃথিবী পেল কিছু সময়ের নির্মল প্রশান্তি । সে কথা পৃথিবী তাকে জানিয়ে দিলো স্বপ্নে- মধুর খেলায়, এই শীতল অভিবাদন রাখে সে সুস্থ আগমনের সান্নিধ্যে ।

অতঃপর চলতে শুরু করলো ঘন্টা বেঁধে দেয়া গতি- অবধারিতে শেষের স্পর্শে......



ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার কথিকা! মানব জীবনের একটি অনবদ্য উল্লীখন। +

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার । :)

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭

প্রবাসী পাঠক বলেছেন: এসবেরও পূর্বে দু'টি ঘর্মাক্ত নয়ন স্বপ্ন বুনেছিলো সেই আবেগি-আগ্রাসী ক্ষণে, যেখানে মিলেমিশে একাকার হয়েছে আদিমতার ঘ্রাণ !

ওয়াও! চমৎকার।

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৭

ধমনী বলেছেন: এ গতি তাকে টেনে চলে একটি ধু-ধু পথের প্রান্ত স্পর্শে
- আপনার গতিও অব্যহত থাকুক।

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

অগ্নি সারথি বলেছেন: অতঃপর চলতে শুরু করলো ঘন্টা বেঁধে দেয়া গতি- অবধারিতে শেষের স্পর্শে...... - কথাকথিকেথিকথন এর চমৎকার কথিকা। প্লাস।

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য কাব্য।দারুণ আখ্যান চিত্রায়ন করলেন প্রিয় কবি-ব্লগার কথাকথিকেথিকথন। +++

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

৬| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার লেখায় মুক্তগদ্যের টোন থাকে কিন্তু কিছু কিছু শব্দের ব্যবহারে আমি আসলে বুঝে উঠতে পারি না বাক্যের মিনিং! যেমন--
অতঃপর চলতে শুরু করলো ঘন্টা বেঁধে দেয়া গতি- অবধারিতে শেষের স্পর্শে......

অবধারিতে শব্দের ব্যবহার কি অর্থে এসেছে।

অতঃপর চলতে শুরু করলো ঘন্টা বেঁধে দেয়া গতি অবধারিত সময়ের স্পর্শে -- এমনটা হলেই ভালো হতো মনে হয়।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:
অতঃপর চলতে শুরু করলো ঘন্টা বেঁধে দেয়া গতি- অবধারিতে শেষের স্পর্শে...... গতি কোথায় ছুটছে ? সমাপ্তির পথে । সমাপ্তিটা অবধারিত । শেষের স্পর্শটা অবধারিত । তাই চলমান অর্থে অবধারিতে ব্যবহার করেছি- সেই অবধারিতের দি্কে....

ধন্যবাদ । :)

৭| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

মানবী বলেছেন: জননীর জঠরে নিষ্পাপ প্রাণের দোলাচল আর বিশ্লেষন ভালো লেগেছে পড়ে।
আপনার ভাষাজ্ঞান সত্যি প্রশংসনীয়! অসাধারণ।

অনেক ধন্যবাদ চমৎকার পোস্টের জন্য।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: জননীর জঠরে নিষ্পাপ প্রাণের দোলাচল আর বিশ্লেষন ভালো লেগেছে পড়ে।- লাইনটা চমৎকার লেগেছে ।

আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য । :)

৮| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

সাহসী সন্তান বলেছেন: ভালইতো লাগলো মনে হয়?

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: কনফিউজ থাকলে চলবে না । হয় ভাল নয় খারাপ !!

ধন্যবাদ। :)

৯| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

রোদেলা বলেছেন: শুধুতো আপানার নিক না,কথা মালাও যেন কঠিন শব্দের মেলবন্ধন। মুগ্ধতা।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । আবারও মোর নিক !!

ধন্যবাদ । :)

১০| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: এতো কঠিন ক্যান.... :( ...........হাহাহাহা

পড়তে ভাল লাগল। শেষের জন্য +।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: অর্থ সহজ । শুধু বলার ভঙ্গিটা একটু এলোমেলো ! এই আর কি !!!

ধন্যবাদ । :)

১১| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

সাহসী সন্তান বলেছেন: আপনার ইদানিং রচিত কবিতাগুলো বেশ জঠিল হচ্ছে! বুঝতে পারছি নাতো?

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: এই লেখার সারমর্ম হচ্ছে, একটি মানব শিশুর পৃথিবীতে প্রদার্পন পর্যন্ত কাহিনীর বিন্যাস অথবা একটা সূক্ষ্ম বিশ্লেষন । আর মাতৃগর্ভে যে সকল শিশুকে মেরে ফেলা হয় তার একটি ধিক্কারের রূপ বর্ণনা ।

কঠিন বলতে একটু ঘুরিয়ে কিংবা রূপক অর্থ ব্যবহার করে লিখি । এই আর কি !

১২| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখায় একটা অাকর্ষণ ক্ষমতা অাছে । জীবনদর্শন ভালো লাগলো ।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: চমৎকার লেখা! মানব জীবনের সুন্দর জীবন দর্শন।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




এ দুর্গ্রহের নিঃশ্বাস থেকে বাঁচতে সে লুকাতে চেয়েছে নিজেকে, এই ছোট্ট ঘরেও যেখানে কোন অগোচর নেই !

এটুকু সুন্দর ।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

গুলশান কিবরীয়া বলেছেন: বেশ কাব্যিক । অনেক ভালো লাগা রইল ।

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:
কথাকথিকেথিকথন...আগেও সম্ভবত একই অনুভূতি হয়েছিল...আপনার লেখা পড়লে লেখোয়াড়কে মনে পড়ে...দু'জনেই কঠিন ভালোবাসেন ।

আজ আপনার লেখা একটু ত্যাড়া হয়ে পড়তে মন চাইছিল...
অবশ্য ২/৩ সেকেন্ড তাই করেছিও
অনেক দারুণ লেখা ।

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

কথাকথিকেথিকথন বলেছেন:
কঠিন বলতে লেখায় একটু ঘুরিয়ে কিংবা রূপক শব্দ ব্যবহার করে লিখি । এটা আমার বদ অভ্যাস বলতে পারেন । ইচ্ছে হলেও ডিরেক্ট লেখা লিখতে পারিনা । কবিতার ক্ষেত্রে তাও লেখা যায় কিন্তু মুক্তগদ্যের ক্ষেত্রে নিজস্ব একটা আবেশ চলে আসে । হয়তো সেই আবেশটাই লেখাটাকে কঠিন করে দেয় ।

ধন্যবাদ। :)

১৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪

হাসান মাহবুব বলেছেন: ঘোরগ্রস্ত করে দেয়। চমৎকার মুক্তগদ্য।

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ । :)

১৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৪

কিরমানী লিটন বলেছেন: অবশেষে, সে তার সর্বনাশ দেখে নি। সে জয়ী হলো পাপে অংশগ্রহণের উদ্যানের প্রস্তুতিতে । পৃথিবী পেল কিছু সময়ের নির্মল প্রশান্তি । সে কথা পৃথিবী তাকে জানিয়ে দিলো স্বপ্নে- মধুর খেলায়, এই শীতল অভিবাদন রাখে সে সুস্থ আগমনের সান্নিধ্যে ।

অতঃপর চলতে শুরু করলো ঘন্টা বেঁধে দেয়া গতি- অবধারিতে শেষের স্পর্শে...... অসাধারণ ভালোলাগার মুগ্ধ প্রকাশ- নান্দনিক, অনেক শুভকামনা প্রিয় কথাকথিকেথিকথন

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা ।

ধন্যবাদ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.