নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
সকল পাপ হয় এক নিষিদ্ধ নগরীতে পালিত
সেখান থেকে এসে মানব হৃদয়ের ছন্দ পতন
নীরবে কিছু বিষ ঢুকিয়ে দিলে অবিশ্বাস স্থাপন
তখন হৃদয় করে নিজেকে আপনালয়ে বিদ্ধ
আকাশ বাতাসে সুর বাজে- হয়েছে চরিত্র হরণ !
প্রকৃতি সাজতে চেয়েছে তার নিজস্ব রূপের অলংকারে
সে চায় না এই ছায়াতলে কোন পাপের নিষ্প্রাণ আবাস ।
কিন্তু প্রকৃতির আগোচরে সেখানে এক বিরহী সুর আছে
সময় অসময়ে নিষিদ্ধ নগরে সূক্ষ্ম সংযোগ স্থাপনে সে বেজে ওঠে !
তাদেরও ভয় আছে হেরে যাওয়ার- পাপেরা ধ্বংসকারী
যে কোন হৃদয়ের ইচ্ছে ডাকেই তাই তারা সাড়া দেয় না
চায় নিশ্চিত বসবাস- হৃদয়ের সকল সুখ গিলার বিনাশী নিশ্চয়তা ।
তারা এমন হয়েছে কারণ তারা চায় না-
তাদের নগরে আর কোন অসুস্থ পাপ-
সেখানে সব পঁচে গলে পড়ছে হেরে যাওয়া পাপগুলোয় !
তাই ওরা চায় এমন ভঙ্গুর হৃদয়ের ইচ্ছে ডাক -
যেখানে হবে অবলীলায় তাদের নিজস্ব বংশবৃদ্ধির চাষ !
যে সকল হৃদয় হয় হস্তান্তর- নিষিদ্ধ নগরীর মালিকানায়
তাদের নিষ্পাপগুলো কেঁদেকেটে মুখ লুকায় অজানায় ।
ওরা ভোগে দ্বিধায়- কখনো কী পাপের বিপরীতে আবারও
সংখ্যাগরিষ্ঠে পাবে সেই হৃদয়ের একচ্ছত্র আদিপত্য !
সময় এমন কোন ওয়াদা করে নি- সে তো দু'জনারই সমান সঙ্গ ।
এভাবে নিষিদ্ধ নগরীর মালিকানায় হৃদয়গুলো হারায় স্বকীয়তা
অগোছালো অসুস্থ তাণ্ডব ঘটায় যখন-তখন, যেখানে- সেখানে ।
তারা আঁধারে খোঁজে ফেরে তাদের নষ্ট ক্ষমতা যা ছিলো না অবধি
সেই চোখে থাকে নৃশংস খুন- নিজস্ব হৃদয়ের
তাই ওরা অনন্যে কোন হৃদয় খোঁজে পায় না
সেখানে থাকে শুধু বিষাক্ত সময়ের রঙ্গ- তামাশা
ওরা মত্ত হয় নিষ্পাপের সর্বনাশে- নিষিদ্ধ নগরীর চাষের অব্যর্থ সন্ধি ।
আর বেঘোর নিষ্পাপগুলো ছদ্মবেশে নিষিদ্ধ নগরীতে ঢুকে পড়ে
সেথা তাদের নিরাপদ আবাস নয় তবুও অনিশ্চিত নিরুপায় চেষ্টা
সেখানে আরও আছে পাপে রূপান্তরের ভয়ংকর দুঃস্বপ্ন
এমন অনেক হয়েছে-
কোমল নিষ্পাপগুলো ঠিকানা খুঁজে পায় নি
অবশেষে তারা পাপ হয়ে পঁচে গেল নিষিদ্ধ নগরীতে
এমন খবরে নিষ্পাপ হৃদয়গুলো খুব কেঁদেছিল
কিন্তু তারা কখনো যুদ্ধ ছাড়েনি- নিষিদ্ধ নগরীর সান্নিধ্যে ।
অতঃপর-
নিষিদ্ধ নগরীতে ঢুকে যাওয়া নিষ্পাপগুলো-
ভঙ্গুর মানব হৃদয়ের ইচ্ছে ডাকে পাপের পিঠে চড়ে-
সেই সেই হৃদয়ে সজোরে আলোকিত আঘাত হানলে-
সেখানের পাপগুলো ছিন্ন-বিচ্ছিন্নে জ্বলে-পুড়ে ছারখার হয়ে যায় !
আর এভাবে আবারও কিছু ভঙ্গুর হৃদয় পাপ থেকে মুক্তি পায় ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখিত । বানান ভুলটা ধরতে পারছি না । একটু বলে দিলে উপকৃত হতাম ।
ধন্যবাদ ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬
তাশমিন নূর বলেছেন: কবিতা ভালো হয়েছে। ছন্দের দিকে আরেকটু খেয়াল রাখলে আরও ভালো হত মনে হয়।
শুভকামনা।
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দ নিয়ে ভাবা হয় না তেমন । তাই হয়তো ছন্দ মিল হয় না ।
ধন্যবাদ ।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪
ভাচুয়াল ফন্ট বলেছেন: ভালো হয়েছে ছন্দ মলিন কাব্য ।
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১
আরজু পনি বলেছেন:
জানিনা আমার নেট স্পিড এর ধীর গতির কারণে কি না...তিনবারে পোস্টে ঢুকতে পারলাম ।
প্রথম প্যারায় বিশেষ কিছু ছিল তাতে আটকে গিয়ে পুরো কবিতাটা পড়লাম, ফলে মাথা হ্যাং হয়ে গেছে !
মনে হচ্ছে আবার পড়তে হতে পারে ।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: ব্লগে এক্সেস এ আমারও সমস্যা হচ্ছিল ।
মাথা হ্যাং হয়ে গেছে !!! ইহা কিভাবে সম্ভব !!!
ওকে পরে আবার পড়ে দেখতে পারেন ।
ধন্যবাদ ।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
মোঃ-আনারুল ইসলাম বলেছেন: জটিল কবিতা। পুরাই অস্থির পোস্ট
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫
এস কাজী বলেছেন: উহু সুন্দর হয়েছে।
আজ শুধু কবিতাই পড়ছি দেখি!!
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । শুধু কবিতাই পড়ছেন !! কবিতা পড়া ভাল তো !
ধন্যবাদ ।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫
কিরমানী লিটন বলেছেন: কোমল নিষ্পাপগুলো ঠিকানা খুঁজে পায় নি
অবশেষে তারা পাপ হয়ে পঁচে গেল নিষিদ্ধ নগরীতে
এমন খবরে নিষ্পাপ হৃদয়গুলো খুব কেঁদেছিল
কিন্তু তারা কখনো যুদ্ধ ছাড়েনি- নিষিদ্ধ নগরীর সান্নিধ্যে ।-এককথায়,অসাধারণ,গভীর দ্রোহ আর দুঃসময়ের আর্তনাদ-আহাজারি প্রতিটি কথার বুনন আর শব্দের খেলা- কবিতাকে নান্দনিক রুপ দিয়েছে।অভিনন্দন প্রিয় কবি সুহৃদস্বজন কথাকথিকেথিকথন ।অনেক শুভকামনা...
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: মাথা গেছে আঁটকায়া। এমনেই কবিতা কম বুঝি - কঠিন ভাষায় দাঁতও হারানোর দশায় পড়ছি।
সোজা কইরা পালটা মন্তব্যে ব্যাখ্যা কইরা দেন।
[কবিতাটি বেশ ভাল লেগেছে। কিছু কথা বেশ ভাল লেগেছে।]
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: মানব হৃদয় মূলত নিষ্পাপ দিয়ে জন্ম । এর পর আস্তে আস্তে মানব হৃদয়ে এক নিষিদ্ধ নগরীর জন্ম হয় । সেখানে বাস করে পাপগুলো । এই কবিতায় 'পাপ' এবং 'নিষ্পাপ' দুইটা পক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে ।
প্রথম প্যারায় বলেছি, পাপগুলো এক নিষিদ্ধ নগরীতে বাস করে । এরপর যখন তারা ওখান থেকে মানব হৃদয় দখলে নেয় তখন মানব হৃদয় ছন্দ হা্রিয়ে ফেলে । পাপগুলো সেই হৃদয়ে নীরবে তাদের কিছু স্বকীয়তা ঢুকিয়ে দেয় । এর ফলে মানুষ তাদের হৃদয়কে নিজেরাই ধ্বংস করতে থাকে । আর তখন অন্যরা বলে তার চরিত্রের অধঃপতন হয়েছে । প্রথম স্তবকের সারমর্ম আপাতত এতোটুকু ।
এর পরের স্তবকে বলেছি- পাপগুলো কিভাবে কঠিনভাবে নিশ্চিতরূপে মানব হৃদয়ে বসত করার পরিকল্পনা করে তার একটি কাল্পনিক রূপ ।
৩য় স্তবকে বলেছি- যখন মানব হৃদয় পুরোটা পাপগুলোয় দখল হয়ে যায় তখন তাদের হৃদয় যে নিষ্পাপ দিয়ে গড়া ছিল সেই নিষ্পাপগুলো মুখ লুকিয়ে ফেলে অজানার কোন জায়গায় । তখন সেই নিষ্পাপগুলো এক অনিশ্চিত আশংকায় ভোগে, তারা কী আবারও সেই মানব হৃদয়ের দখল নিতে পারবে ? আর শেষ লাইনে বলেছি, সময় তো তাদের কাছে এমন কোন ওয়াদা করে নি যে তাদের রাজত্ব ফিরিয়ে দেবে । সে তো পাপ এবং নিষ্পাপ দুই দিকের কাছে সমান বন্ধু ।
৪র্থ স্তবকে বলেছি- যখন মানব হৃদয় পুরোপুরি নিষিদ্ধ নগরীর পাপগুলোর কাছে পরাজিত হয়ে নিজের আসল রূপ হারিয়ে ফেলে তখন সে অসুস্থ আচরণ করে । সমাজ যেটা চায় সে সেগুলোই করে । আর সে তখন অহেতুক ক্ষমতা অন্বেষণ করে যে ক্ষমতা বা লোভ আগে তার কখনো ছিলো না । তখন তারা আর তাদের হৃদয় কিংবা অন্যের হৃদয়ের খোঁজ পায় না । আর তাদের সময়গুলো বিষাক্ত হয়ে রঙ্গ তামাশায় লিপ্ত হয় । এবং ওরা অন্য নিষ্পাপগুলোকেও ধ্বংসে লিপ্ত হয় যাদের হৃদয় তখনো নিষিদ্ধ নগরীর পাপগুলোর দখলে যায় নি । আর এভাবেই নিষিদ্ধ নগরী তার অব্যার্থ সন্ধি আঁটে সমাজের সর্বনাশে ।
৫ম স্তবকে বলেছি- পাপগুলোর দখলে যাওয়া হৃদয়গুলোর যে সব নিষ্পাপ লুকিয়ে যায় সে গুলো ছদ্মবেশে নিষিদ্ধ নগরীতে ঢুকে পড়ে । যদিও নিষ্পাপগুলো জানে এটা অনেক ভয়ংকর জায়গা, তারা নিজেরাও রূপান্তরিত হয়ে যেতে পারে পাপে । কিন্তু তারা নিরুপায় । আর এমন ঘটনা আগেও অনেক হয়েছে- নিষ্পাপেরা নিষিদ্ধ নগরীতে ঢুকে আর পথ খুঁজে পায় নি । এমন খবর শুনে অন্য মানব হৃদয়ের বসবাস রত নিষ্পাপগুলো অনেক কেঁদেছিলো । কিন্তু তা্রা দুঃসাহসী । তাই তারা কখনো নিষিদ্ধ নগরীর বিরুদ্ধে যুদ্ধ ছাড়েনি ।
আর শেষ স্তবকে বলেছি- নিষিদ্ধ নগরীতে ঢুকে যাওয়া নিষ্পাপগুলোর বিজয়ের কথা । যখন ভঙ্গুর মানব হৃদয়গুলো পাপকে ইচ্ছে ডাক দিয়েছিল তখন নিষ্পাপগুলো অগোচরে পাপগুলোর পিঠে ছড়ে আলোকে সঙ্গী করে ঢুকে পড়ে ভঙ্গুর হৃদয়ে । আর তখন সেখানে বাস করা সকল পাপগুলো জ্বলেপুড়ে ছারখার হয়ে যায় । আর এভাবেই পাপে জর্জরিত মানব হৃদয়গুলো নিষ্পাপে প্রাণ ফিরে পায় ।
এই কবিতার মাধ্যমে বুঝিয়েছে- নিষ্পাপ মন এভাবেই টিকে আছে বলে পৃথিবী এখনো বেঁচে আছে প্রাণ ময়তায় । আর অবশ্যই পাপ থেকে নিষ্পাপের শক্তি অনেক অনেক বেশি । তাই পাপ দীর্ঘস্থায়ীত্বে টিকে না । কিন্তু নিষ্পাপ মৃত্যুর পরও টিকে থাকে ।
কবিতা এবং তার বিশ্লেষণ সবকিছু লেখক মস্তিস্কের কল্পনা মাত্র ।
আপাতত কবিতার সারমর্ম এতোটুকুই । যদিও কবিতা বিশ্লেষণ করা লেখকের পক্ষেও একটু কঠিন । তারপরও একটু চেষ্টা করলাম। তবে একটি কবিতা থেকে পাঠকভেদে বিভিন্ন বিশ্লেষণ হতে পারে ।
ধন্যবাদ ।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৩
রুদ্র জাহেদ বলেছেন: দুর্বোধ্যতায় ভালো লাগা।পুরো কবিতা ধরতে পারিনি কবি।কিছুটা মাত্র বুঝলুম।বরাবরের মতোই মুগ্ধপাঠ।
এরকম কবিতাদের অবশ্য বুদ্ধদেব বসুর কথার সাথে একমত হয়ে- পড়তে হয়,বুঝতে হয় এবং ফিল করতে হয়।ভালো থাকুন প্রিয় ব্লগার-কবি কথাকথিকেথিকথন
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: রক্তিম দিগন্তের প্রতিউত্তরে কিছুটা বিশ্লেষণের চেষ্টা করেছি । দেখে নিতে পারেন ।
ধন্যবাদ ।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগলো কাব্য ।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতায় ভাল লাগা রইলো।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার কাছে কবিতাটা বেশ উচ্চমার্গীয় মনে হল ।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, নিযুত শুভেচ্ছা।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও কোটি শুভেচ্ছা ।
ধন্যবাদ ।
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
অগ্নি সারথি বলেছেন: কবিতা চ্রম হয়েছে কবি।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
আপনার কবিতাগুলি আজকাল কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে । বুঝতে সময় নিচ্ছে খুব । অবশ্য কবিতাকে বুঝতে হলে বারেবারে পড়তে হয় । একবার পড়েই হয়তো সঠিক মন্তব্য করতে পারাটা সবসময় হয়ে ওঠেনা ।
শুভেচ্ছান্তে ।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: সহজ করে লিখার চেষ্টা করি বলে হয়তো কঠিন হয়ে যায় !!
তবে বোঝার জন্য বারবার পড়া বাঞ্ছনীয় । কারণ কবিতা তো বৃহৎ অর্থের স্বল্প সংস্করণ !!
আপনাকেও শুভেচ্ছা ।
ধন্যবাদ ।
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! পড়তে অনেক ভাল লাগছিল। তবে ব্যাখ্যা করতে গিয়েই মনটা খারাপ হয়ে গেল! কারণ সেখানে হাহাকার বৈ অন্যকিছুর দর্শন পেলাম না! তাছাড়া বেশ কিছু জঠিল বাক্যের ব্যবহার রিতীমত দাঁত ভাঙার পর্যায়ে চলে গেছে! এমনিতেই লেখকের নাম নিয়ে দাঁতের অবস্থা কাহিল সেটাতো বলার অপেক্ষা রাখে না!
কিন্তু তারপরেও কবিতাযে সুন্দর হয়েছে সেটা অস্বিকার করার উপায় নেই! শুভ কামনা জানবেন!
বিঃদ্রঃ- পরবর্তি কবিতাটা আরো একটু সহজ শব্দের সমীকরণে কিছুটা রোম্যান্টিক ধাঁচের হবে বলে আশা করছি!
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: উপরের প্রতিউত্তরে কিছুটা বিশ্লেষণের চেষ্টা করেছি । দেখতে পারেন ।
আপনার আশা রাখার চেষ্টা করা হবে নিশ্চয় ।
ধন্যবাদ ।
১৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
সুমন কর বলেছেন: একটু, না কি বেশী কঠিন !! বড় হওয়াতে একটু কঠিন মনে হলো।
যদিও জী এস ভাইয়ের কথাই সঠিক, একবার পড়ে কবিতা বোঝাটা বেশ কঠিন।
ভালো লাগা রইলো।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: হুম, তাই তো মনে হচ্ছে । উপরে প্রতিউত্তরে একটু বিশ্লেষণ দিয়েছে । হয়তো এখন একটু সহজ হবে । আর হ্যা জী এস ভাই সঠিক বলেছেন ।
ধন্যবাদ ।
১৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
আমি ময়ূরাক্ষী বলেছেন: সকল পাপমুক্তি হোক। দারুন কবিতা।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
মাহমুদ০০৭ বলেছেন: একটু কঠিন মনে হলেও ভাল লাগছে ।
ভাল থাকবেন ।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: আপনিও ভাল থাকবেন ।
ধন্যবাদ ।
২০| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
মোহাম্মাদ ছাব্বির বলেছেন: সময় এমন কোন ওয়াদা করে নি- সে তো দু'জনারই সমান সঙ্গ । আপনার লেখা টানে, বিষাদ টানে।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: জেনে ভাল লাগলো ।
ধন্যবাদ ।
২১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২
সাহসী সন্তান বলেছেন: আপনার করা বিশ্লেষণটা পড়লাম। অনেক ভাল লাগলো! তবে আমি যে আপনার কবিতাটা বিশ্লেষণ করতে পারেনি, তা কিন্তু বলিনি? বলেছি আরও একটু সহজ হলে ভাল হতো? দেখেন শুধু আমি না, আমার মন্তব্যের উপরে/নিচে অনেকেই এই কথাটা বলেছে! সুতরাং পাঠকের চাহিদার প্রতি দৃষ্টি দেওয়াটা কি লেখকের উচিত নয়?
বিঃদ্রঃ- আচ্ছা এত কঠিন কঠিন শব্দ আপনি পান কোথায় বলেন তো! এবার থেকে কঠিন শব্দের সহজ সমর্থক শব্দ ব্যবহার করলে আমার মত পাঠকের জন্য বুঝতে সুবিধা হয়!
ফিলিং- ভেরি কনফিউসড.......!!
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: আপনি যদি গুণে দেখেন তাহলে অল্প কিছু শব্দ কঠিন পাবেন । আর বেশিরভাগই কমন শব্দ ।
কবিতার বিন্যাসে শুধু কিছু রূপক অর্থ আর ঘুরিয়ে বলি । আর কবিতার ক্ষেত্রে এমন করাটা কিন্তু দূষণীয় নয় !!
কতা দিলেম তো সামনে ট্রাই করবো আরও সহজ করে লেখার । ।
২২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭
সাহসী সন্তান বলেছেন: থেঙ্কু, কথা রাখনের লাই......!!
পিলিংস- হেব্বি খুশি!
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা !!
পিলিংস - আমিও খুশি !!!
২৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪
নেক্সাস বলেছেন: প্রিয় ব্লগার কবিতার দৃশ্যকল্প উপভোগ্য। তবে ছন্দের দিকে খেয়াল রাখবেন। বাক্য ও ভাবগত প্রবাহ যেন সাবলীল থাকে।
ভাল থাকবেন
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: চেষ্টা করবো খেয়াল রাখতে । তবে কবিতা লেখার সময় কবিতার ছন্দ ভাবগত নিয়মের দিকে খেয়াল করতে গেলে আসল কন্সেপ্টটাই ট্রাকিং করতে সমস্যা হয়ে যায় !!!
আপনিও ভাল থাকবেন ।
ধন্যবাদ ।
২৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
গেম চেঞ্জার বলেছেন: আমার কমেন্ট গেল কই?
কোবতে চমৎকার হয়েছে। +++++++++++
(মিনিং নিয়া কিছু কমু না। প্রশ্নের আনসার দিয়া ফালাইসেন )
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: এই তো কমেন্ট দেখা যায় তো !!!
হুম !! কবিতা লেখার চেয়ে মনে হয় কবিতা বিশ্লেষণ করাটাই কঠিন !!!!
ধন্যবাদ ।
২৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
জেন রসি বলেছেন: উর্বর ভূমি পাইলে সবকিছুর ফলনই ভালো হয়!
সুন্দর কবিতা। ভালো লেগেছে।
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন: হুম কথা সইত্য । তবে তাকে উর্বর রাখতে যত্ন নেয়াও জরুরী ।
ধন্যবাদ ।
২৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
অভ্রনীল হৃদয় বলেছেন: কাব্য ভালো লাগলো।
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৬
রুদ্র জাহেদ বলেছেন: ব্যাখ্যাসহ আবার পড়লাম কবি।ভালো লাগল।সুন্দর ব্যাখ্যা দিয়েছেন।অনেক ধন্যবাদ
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২২
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।
২৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১০
উল্টা দূরবীন বলেছেন: কাব্য ভালো লেগেছে।
১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
২৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
নীল ক্যাকটাস বলেছেন: এটা বেশ ভাল ছিল
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সংখ্যাগরিষ্ঠে পাবে সেই হৃদয়ের একচ্ছত্র আধিপত্য !
সময় এমন কোন ওয়াদা করে নি- সে তো দু'জনারই সমান সঙ্গ ।
সুন্দর । টাইপো ঠিক করে দিয়েন ।