নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
কিছু অসংলগ্ন দৃষ্টির কাঁটাতারে পা কেটে এখন হয়েছি খুব ঘরমুখো
এসেছিলে তুমি রাত্রির নক্ষত্র রূপে তাই হতে পারি নি একটি স্নিগ্ধ ভোর
সেই রাত, সেই কুকুরের নির্ঘুম, সেই ঝিঁঝিঁপোকা, সেই বন্য ঘ্রাণমাখা ;
বৃক্ষ জড়িয়ে বিষণ্ণ গুল্মের বেয়ে উঠাও তো সেই রাত্রিতে হয়েছিলো নীরবে
জানো ! সেই বেয়ে উঠায় সুখ ছিল, প্রতিটি গুটিগুটি স্পর্শে শীতল ঝরনা
সেই অবগাহন ভোলার নয়, বৃত্তে বন্দী শ্বাস পেয়েছিল এক অজানা শূন্যতা !
ক্ষণজন্মা ইতিহাসের বুক ঝলসে অবিন্যস্ত মেঘগুচ্ছের দিকভ্রান্ত ছুটাছুটি-
অমরত্বের স্বাদ পাওয়া নীলাভকে লুকাতে নিত্যি কিছু ভুলের মাশুল গোণা
আহা ! সাদা পৃষ্ঠা কিংবা ছাইরঙা ! তুমি তো শুধু হয়েছো প্রাকৃতিক ছন্দের ভুল
কিন্তু এরও আগে অমর হয়ে গেছে একজন কারিগরের ভুলে বোনা নীল আকাশ !
প্রিয় মেঘগুচ্ছ, তুমি কী জানো ?
ছয় দেয়ালের এক অদৃশ্য সদরবিহীন ঘরে আজ সেই কারিগর বন্দী
তার সকল কারিগরিক যন্ত্রাংশে জং ধরছে ধ্বংসের অব্যক্ত স্বপ্নে
কেড়ে নেয়া হয়েছে ঘর বানানোর সকল অধিকার শেষ কীর্তির বিতর্কে ।
প্রিয় মেঘ,
তোমার শ্রমের সান্নিধ্যে আমি ঋণী, করে চলেছো অবিরত দ্বিধাহীন
তোমার খসে পড়ার নির্মাণ কারিগরিত্বে মুগ্ধ এই অপরিস্ফুট দু'নয়ন
সত্যই তুমি শুদ্ধ অশ্রু কারিগর, পেশাদারিত্বে প্রকৃতি এক চিমটিও ভুল করে নি !!
ছবি কৃতজ্ঞতা- নেট ।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: নিজের মত বুঝে নেওয়ার ভেতরেই কবিতার সার্থকতা । তারপরও বলি, এই কবিতায় শেষ না হওয়া দুঃখের রাজ্যে বন্দি একজন কারিগর । যে দুঃখে একফোঁটা সুখের অনুভবে নিয়মিত কিছুটা সময় কাটে তার । আর পরমুহুর্তে তা ঝরে পড়ে কান্নায় রূপ নিয়ে । সেই সুখের প্রতি কারিগরের কৃতজ্ঞতা প্রকাশ !
ধন্যবাদ ।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
গেম চেঞ্জার বলেছেন: প্রিয় মেঘগুচ্ছ, তুমি কী জানো ?
ছয় দেয়ালের এক অদৃশ্য সদরবিহীন ঘরে আজ সেই কারিগর বন্দী
তার সকল কারিগরিক যন্ত্রাংশে জং ধরছে ধ্বংসের অব্যক্ত স্বপ্নে
কেড়ে নেয়া হয়েছে ঘর বানানোর সকল অধিকার শেষ কীর্তির বিতর্কে ।
প্রিয় মেঘ,
তোমার শ্রমের সান্নিধ্যে আমি ঋণী, করে চলেছো অবিরত দ্বিধাহীন
তোমার খসে পড়ার নির্মাণ কারিগরিত্বে মুগ্ধ এই অপরিস্ফুট দু'নয়ন
সত্যই তুমি শুদ্ধ অশ্রু কারিগর, পেশাদারিত্বে প্রকৃতি এক চিমটিও ভুল করে নি !!
++++++++
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই এই কবিতার প্রশংসা করে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব না। এত উপরের ভাষা আমার জানা নাই। অবাক চোখে মুগ্ধ হয়ে চেয়ে রইলাম-এক্কি লিখলেন।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০
সুমন কর বলেছেন: এতো শত বুঝি না..পড়তে বেশ লাগল।
সুন্দর ! +।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: পাঠে বেশ লাগাই আসল কথা অন্যসব শুধুই ছাই !!
ধন্যবাদ ।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
তিমিরবিলাসী বলেছেন: আপু, আমি কবিতা পছন্দ করি। কিন্তু লিখাটি এখনো ভাবার পর্যায়ে আছে।
আপনার এ কবিতার শেষ অংশটা বুঝতে পেরেছি। কিন্তু কবিতার ধরণ বুঝতে পারছিনা।
এটা কি গদ্য কবিতা? তা যদি হয় শেষ অংশটা ও কি তাই?
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনি কবিতা পছন্দ করেন জেনে ভাল লেগেছে ।
দেখার ধরণ অনুযায়ী এটি পদ্য টাইপ । তবে ছন্দের মেলবন্ধন তেমন নাই বলে হয়তো কিছুটা গদ্য বলা যায় । তবে পুরোটাই একটি পদ্য ।
ধন্যবাদ ।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: অনেকগুলো ধন্যবাদ এবং অনেকগুলো ভালোবাসা সুপ্রিয় কবি-লেখক কথাকথিকেথিকথন
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেকগুলো ধন্যবাদ জিজ্ঞাসু মন্তব্যে ।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর কবিতা ।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
প্রামানিক বলেছেন: প্রিয় মেঘগুচ্ছ, তুমি কী জানো ?
ছয় দেয়ালের এক অদৃশ্য সদরবিহীন ঘরে আজ সেই কারিগর বন্দী
তার সকল কারিগরিক যন্ত্রাংশে জং ধরছে ধ্বংসের অব্যক্ত স্বপ্নে
কেড়ে নেয়া হয়েছে ঘর বানানোর সকল অধিকার শেষ কীর্তির বিতর্কে ।
খুব ভাল লাগল কবিতার কথামালা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
হাসান মাহবুব বলেছেন: অলংকৃত শব্দের ঝংকারে চমৎকৃত।
সেই রাত, সেই কুকুরের নির্ঘুম
এখানে কিছু মিসিং আছে কি? "কুকুরের নির্ঘুম" এর পরে আরো কিছু থাকার কথা।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২
কথাকথিকেথিকথন বলেছেন: বাহ ! অলংকৃত..... চমৎকৃত ।
এখানে 'কুকুরের নির্ঘুম ডাক' হতে পারে । তবে আমি শুধু তাদের নিঃশব্দে জেগে থাকার কথা বলতে চেয়েছি ! আশেপাশে কোন অতিপ্রাকৃত কিংবা প্রাকৃত তাদের বিরক্ত করেনি !
ধন্যবাদ ।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
তুষার কাব্য বলেছেন: মুগ্ধ !
অসাধারণ কবিতায় +++ সহ ভাললাগা জানিয়ে গেলাম।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর, স্নিগ্ধ ||
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০
সায়েদা সোহেলী বলেছেন: ক্ষণজন্মা ইতিহাসের বুক জ্বলসে অবিন্যস্ত মেঘগুচ্ছের দিকভ্রান্ত ছুটাছুটি-
অমরত্বের স্বাদ পাওয়া নীলাভকে লুকাতে নিত্যি কিছু ভুলের মাশুল গোণা
আহা ! সাদা পৃষ্ঠা কিংবা ছাইরঙা ! তুমি তো শুধু হয়েছো প্রাকৃতিক ছন্দের ভুল
কিন্তু এরও আগে আমর হয়ে গেছে একজন কারিগরের ভুলে বোনা নীল আকাশ !
--------------
নীল আকাশ কি বোঝে এই অমরত্বের মানে ??
সাদা পৃষ্ঠায় অশ্রু কালিতে যে লেখা হয় , তার ভাষা ক'জনার জানা আছে !??
একটু মলিনতায় কুচকে যাওয়া পৃষ্ঠা টা যে সাদা ই থেকে যায় !!!
এইটা প্রিয়তে নিলাম কটকটি , বেশি পছন্দ হয়েছে
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২
কথাকথিকেথিকথন বলেছেন: প্রশ্নগুলো উত্তরের বাইরে থেকে যায় কারণ আপনার লেখা শেষের লাইনটা ।
টুকরাটাকরা পছন্দে নেয়াতে কিন্তু প্রকাশের অবাধ্যে ভাললাগা কাজ করছে !! হা হা
ধন্যবাদ ।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১
সাহসী সন্তান বলেছেন: প্রচন্ড ঘুম পাচ্ছে! আজকে শুধু ভাল লাগাটা জানিয়ে গেলাম......!! কাল হয়তো বিস্তারিত মন্তব্য করবো!
প্রিয় কবির কবিতা বলেই মন্তব্য করার স্পৃহাটা পেলাম! নইলে গো টু বেড.....!! শুভ রাত্রি!
বিঃদ্রঃ কবিতা এখনো পড়িনি কিন্তু!?
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: ওকে ওকে !!
শুভ রাত্রি । দারুণ দারুণ স্বপ্নে ঘুম কাটুক সুখে ।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
সায়েদা সোহেলী বলেছেন: ".. এইটা প্রিয়তে নিলাম কটকটি .." হাহাহ!
গুড নাইট ||
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: হুম ! উনার এই স্বৈরাচারীত্ব প্রতিহত করতে আর কই পারলাম । কিছু বললে পরে বলবে বাকস্বাধীনতা হরণ করছি, আর আমার এখান দিয়ে যে ইজ্জতের ফালুদা হচ্ছে তা কিছু না !!! হুহু... ( নাক টেনে) !!!!
গুড নাইট । হ্যাভ পিস অল নাইট উইথ সুইট ড্রিমস ।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
শব্দটা কি বুক জ্বলসে হবে না ঝলসে ? নাকি জ্বলছে বোঝাতে চেয়েছেন ?
কবিতা দুর্দান্ত +++
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: দু:খিত। শব্দটা ভুল হয়েছে। ঠিক করে নিচ্ছি। ভুল দেখিয়ে দেয়ায় কৃতজ্ঞতা।
ধন্যবাদ।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০
সাহসী সন্তান বলেছেন: কথা দিয়েছিলাম পরে আবার আসবো, তাই আসলাম!
চমৎকার কবিতা! আপনার প্রত্যেকটা কবিতা আমি কতটা ভাল পাই সেটা মনে হয় আর নতুন করে বলা লাগবে না? এটাও তার ব্যতিক্রম নয়!
বিঃদ্রঃ সোহেলী আপু 'কটকটি' কইলো ক্যান? তাইলে এবার থেকে কিন্তু আমি ও বলবো?
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: কথা দিয়ে কথা রাখার বিষয়টা ভাল লেগেছে।
বিশেষ দ্রষ্টব্যটা বিশেষ বিবেচনায় নিয়ে কন্সিডার করা যায় না?!! তাছাড়া অন্যের উষ্কানিতে সাড়া দেয়া মানে নিজেস্ব স্বকীয়তায় আঘাত পড়া!!!
ধন্যবাদ আবারও।
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
পার্থ তালুকদার বলেছেন: দুর্দান্ত !!!
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
উল্টা দূরবীন বলেছেন: অনবদ্য কবিতা। চমৎকার শব্দ বুনন।
ছুঁয়ে যাওয়া এসব শব্দ কি চাষ করেন?
কবিতা ভালো লেগেছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা! শব্দের চাষ করতে পারলে তো ভালই হত! বীজই তো পাওয়া যায় না!!!
ধন্যবাদ।
১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
মায়াবী ছায়া বলেছেন: মুগ্ধ পাঠ। শুভকামনা।।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
নেক্সাস বলেছেন: আমি শব্দের ঝংকারে পুলকিত। এত শব্দ পান কোথায়?
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: শব্দ পাওয়ার রহস্যটা না হয় আজ তোলা থাক! পরে যদি আবার শব্দ না পাই!!! হাহা
ধন্যবাদ।
২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতার শুরুটুকু বেশ আকর্ষণীয় হয়েছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: আর শেষটা?!!
ধন্যবাদ।
২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২
নিমগ্ন বলেছেন: অনেক ভাল একটি কবিতা। ++
১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: শব্দে মুগ্ধতা।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪
কিরমানী লিটন বলেছেন: অনবদ্য, অসাধারণ, নান্দনিক ভিন্নমাত্রার,ভিন্ন স্বাদের কবিতা- অভিবাদন সুপ্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া। অনেক শুভকামনা আর বিজয়ের শুভেচ্ছা ...
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা এবং বিজয়ের অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ।
২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০
চৌধুরী ইপ্তি বলেছেন: বইয়ের চেয়েও কঠিন কবিতা মনে হচ্ছে ভাইয়া!!!!!!!!!!!!!!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার বক্তব্য জেনে ভয় পেলাম!!!
ধন্যবাদ।
২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *কবিতার মাত্রা পর্ব চরণ স্পষ্ট ফোঁটে নি, সাবলীলতা হ্রস্ব হয়েছে,ভাবের তারল্য প্রয়োজন ছিল। ছন্দগতি ছিল বিসম,অনুপ্রাসের একদম অভাব পরিলক্ষিত হয়েছে....শুধুমাত্র শ্রুতি ছিল শ্রুতিমধুর ।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মান বিষয়ক বিশ্লেষণ ভাল লেগেছে।
ধন্যবাদ।
২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০
আরজু পনি বলেছেন:
এটা খুব বেশি কঠিন নয়...আবার জলবৎ তরলংও নয়...কিন্তু পড়তে বেশ লাগছিল যে, শেষের দিকে এসে আমি জোরে পড়া শুরু করেছিলাম
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা! এমন লেখা নিশ্চয় ছিল না!!!!
বি:দ: আমি এখন গ্রাম বাংলায় আছি।
ইচ্ছে থাকলেও মন্তব্য, প্রতি মন্তব্য দিতে স্বাচ্ছন্দ্য পাচ্ছি না। নেট অতি স্লো আর মোবাইল থেকে মোটামুটি অসুবিধাই। তবে শীতের কাঁপনি বেশ প্রবল!!!
ধন্যবাদ।
৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১
অগ্নি সারথি বলেছেন: প্রিয় মেঘ,
তোমার শ্রমের সান্নিধ্যে আমি ঋণী, করে চলেছো অবিরত দ্বিধাহীন
তোমার খসে পড়ার নির্মাণ কারিগরিত্বে মুগ্ধ এই অপরিস্ফুট দু'নয়ন
সত্যই তুমি শুদ্ধ অশ্রু কারিগর, পেশাদারিত্বে প্রকৃতি এক চিমটিও ভুল করে নি !!
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ।
৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
জুন বলেছেন: সত্যি বলতে কি আমি বুঝিনি আপনার কবিতা কথাকথিকেথন
+
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: বুঝতে না পারায় লেখক হিসেবে আমি দুঃখিত ।
এই কবিতায় শেষ না হওয়া দুঃখের রাজ্যে বন্দি একজন কারিগরের কথা বলা হয়েছে । যে দুঃখে একফোঁটা সুখের অনুভবে নিয়মিত কিছুটা সময় কাটে তার । আর পরমুহুর্তে তা ঝরে পড়ে কান্নায় রূপ নিয়ে । সেই সুখের প্রতি কারিগরের কৃতজ্ঞতা প্রকাশ !
ধন্যবাদ ।
৩২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
মানবী বলেছেন: বাংলা ভাষায় আপনার দখল সত্যিই প্রশংসনীয়।
অসাধারণ সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ আপু।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।
৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ।
ধন্যবাদ ।
৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
লেখোয়াড়. বলেছেন:
ভেবেছিলাম অল্প কিছু বলে চলে যাবো কিন্তু পালাম কই!!
অসীম পরিধিবিহীন এই মহাশূণ্যলোকে আমার বিন্দুমাতে ক্রন্দনে, আমার ব্যথার সব রঙে, আমার সমস্ত আকাশ নীল হয়ে আছে। সব অমরত্বই বৃত্তবন্দী কিংবা শূণ্য। সেখানে আমার আপনার কোন হাত নেই। এই অবগাহন কেউ শোনেনা, শুধু আপনার মতো কবিরা ছাড়া.............. আমি পরিতৃপ্ত।
শুধু...............পেশাদারিত্বে প্রকৃতি এক চিমটিও ভুল করে নি............ এই টুকু সমস্ত কবিতার ভাষায় ও ভাবের সাথে মেলিনে বলে আমি মনে করি।
ধন্যবাদ।
দিয়ে দিন আরো......... এরকম............
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার কাব্যিক বর্ণনায় মুগ্ধ । এভাবে লেখার ব্যবচ্ছেদে জাগে আরও গভীরতায় গিয়ে লেখার অনুপ্রেরণা । খুব কৃতজ্ঞতা ।
আপনার দেখিয়ে দেয়া লাইনটি না দিলেও হত । কিন্তু লেখার টানে চলে এসেছিল তাই রেখে দিয়েছি ।
ধন্যবাদ ।
৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছে ।
আপনিও অনেক ভাল থাকুন, শান্তিতে থাকুন ।
ধন্যবাদ ।
৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
অভ্রনীল হৃদয় বলেছেন: মুগ্ধপাঠ! অসাধারণ!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
জুন বলেছেন: এবার বুঝলাম আর দারুন ভালোলাগলো কবিতার অন্তর্নিহিত ভাবটি বুঝতে পেরে কথাকথিকেথন
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: বুঝতে পারায় ভাল লাগা প্রকাশে অনেক কৃতজ্ঞতা ।
ধন্যবাদ ।
৩৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
গেম চেঞ্জার বলেছেন: কই গিয়ে লুকোলেন? খোঁজ নাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: অজপাড়া গাঁয়ের বনে !!! হা হা
তবে এসেছি ফিরে প্রিয়কে রেখে ।
৩৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০
গেম চেঞ্জার বলেছেন: ওয়াও!! প্রিয়টা কে? বললে মহাখুশি হইতাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: অজপাড়া গাঁ টাই আমার প্রিয় !!! তাই বলিতে চাহিলাম !! অন্যকিছু বুঝলে কতৃপক্ষ কোনভাবে দায়ী নহে !!!
৪০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
গেম চেঞ্জার বলেছেন: মগা নিলেন। অন্য কিছু বুঝিবার দায়িত্ব স্ব কাঁধে জেচে নিলাম
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । অকে । তবে ভুলটুল কিছু বুইঝেন না জেনো !!!
৪১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
প্রোফেসর শঙ্কু বলেছেন: কিন্তু এরও আগে আমর হয়ে গেছে
এখানে বিভ্রান্ত হলাম। আমর মানে যতটুকু জানি হুকুম করা, এখানে সেই অর্থে কি বসেছে? নাকি আমরণ বা অমর হবে?
কবিতায় গরাদের ফাঁক দিয়ে মেঘের দিকে তাকিয়ে থাকা কয়েদির আকুতি। ভাল লাগল।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: ভুলটা আগেই চোখে পড়েছিল কিন্তু ঠিক করতে বেমালুম ভুলে গেছি !!! অনেক কৃতজ্ঞতা ভুলটা মনে করিয়ে দেয়ায় । শব্দটা 'অমর' হবে ।
অনেক ধন্যবাদ ।
৪২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
বেশ লিখেছেন । একটু কম জটিল হলে আরো ভালো লাগতো ।
অব্যক্ত স্বপ্ন কেড়ে নেয়া আর মাশুল গোণার কবিতায় শুধু সাদা কিংবা ছাইরঙা পৃষ্ঠা থাকার কথা নয় , নীলাভ বা বাদামী পৃষ্ঠাও থাকলে ভালো হতো ।
শুভেচ্ছান্তে ।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: আমার তো আরো মনে হয়েছে পূর্বের লেখাগুলো থেকে সোজা হয়েছে !!!
হা হা হা । আচ্ছা তা আগামী কোনটায় রাখবো !!
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য।দারুণ ভালো লাগলো!কবিতার ভাবটা আমার নিজের মতো করে বুঝেছি।কবি একটুখানি ব্যাখ্যা করে দিলে আরো ভালো লাগবে...
আরো পড়তে হবে...