নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু, তুমি আমার আকাশে উড়ো, আমি তা জানি ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০



মৃত্যু কী ? যার কোন ব্যাখ্যা নেই, মৃত্তিকার সাথে মৃত্তিকার নৃশংস মিলন ! বেলা-অবেলা, সূর্য ওঠে-সূর্য ডুবে, রাত আসে-জ্যোৎস্না ফোটে, গভীর হয়-প্রভাত হাসে; চেতনে-অবচেতনে টিক টিক করে ছুটে চলা 'সময়' এর কোন প্রস্তুত পাহারাদার নেই । কারণে-অকারণে, যে কোন ক্ষণে ডাকাতি হয়ে যেতে পারে ঝুলিয়ে দেয়া সময়ের গতি, নিয়ন্ত্রণে অপারগ দেহ চেয়ে থাকবে অপলক । তুলনাহীন স্বপ্নের নাম- বেঁচে থাকা; যেখানে ওঁৎ পেতে থাকা 'মৃত্যু' কখনো ওয়াদা ভঙ্গ করে নি । বরঞ্চ বলেছে- আমি অতি নিকটে, অতি ক্ষুদ্র সেকেন্ডের কাঠগড়ায় আমার দূরত্ব বাঁধা! কী নিয়ে তুমি চিন্তা করো- ন্যায়, অন্যায় ? হা হা, এটুকু তুমি চিন্তা করো যে সময়ে সে সময়ে হয়তো তোমার হৃদপিণ্ডের রক্তনলে আমি হামাগুড়ি খাই, তোমার নিঃশ্বাসে ধূম্র হয়ে খেলা করি, তোমার প্রতিটি লোমকূপে অব্যক্ত শিহরণ জাগাই !

আমায় আত্মা নামেও সম্বোধন করতে পারো, আমি বের হয়ে গেলেই তুমি পচে যাবে, গন্ধ ছড়াবে, মিশে যাবে । বড়াই তো আমার করার কথা থাকে যেখানে তুমি করো, আর আমি থাকি নীরব, নিষ্প্রভ । নিষ্পাপ থাকার কথা বলবো না, শুধু এখানে আমি হেরে যাই তোমার নিকট, প্রতিনিয়ত । আমায় নিয়ে খেলো তুমি রং তামাশা- হৃদয় বিরুদ্ধ । সময়ের মূল্য তুমি দাও অবহেলার পাত্রে, যেখানে আমাকেও ছুড়ে ফেলে দাও । কিন্তু আমি আবার ফিরে আসি- ওয়াদা রক্ষার নিয়ম মেনে, বড়ই অসহায় এই সময়টুকুই আমি । তোমাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি- প্রতিটি সেকেন্ড । হাতের তালুতে তোমার রেখা গুনি- সেই ক্ষণের, তোমার তাচ্ছিল্যভরা দেহ ছুড়ে ফেলে দিয়ে তোমায় আপন করে নিয়ে মিলিয়ে যাবো ।

আমি আপন হবো, আমি আপন হবো তোমার অজান্তে, খুব গোপনে, সংগোপনে । তখন আমার বুকে চড়ে তুমি দেখবে- তোমার অতি যতনের দেহ বড়ই অযত্নে পড়ে আছে, তোমার দেহকে যাচ্ছেতাই করছে, কেউ কেউ পুতে ফেলার দুঃখে বুক ভাসাচ্ছে, যাদের তুমি আপন বলো । চেয়ে দেখবে, তাদের সামনে আমি তাদের উদাহরণ তোমাকে দিয়ে দেখাই, অথচ তারা বেমালুম ভুলে যাবে আমাকে- পার্থিব সকল স্বপ্ন নিয়ে বেঁচে থাকার আমরণ চেষ্টা । কিন্তু আমিই তো তাদের সবচেয়ে ভয়ংকর স্বপ্ন অবধারিত ভাবে পূরণ হবো বলে অপেক্ষা করছি। হা হা ।

সকল ষড়যন্ত্র, ন্যায়- অন্যায়ের অবসান হবে আমাকে দিয়ে, সে সময়ে বুঝবে তুমি কতটা আমার প্রতি মগ্ন ছিলে, আমায় কতটুকু উপলব্ধি করতে । বেহায়া ইতিহাস তো বারংবার তোমাদের সবকিছু খুলে বলে দেয়, আমি উদাহরণ দেই সরাসরি, আর সে লিপিবদ্ধ করে চলে । আজ আমি যাদের যন্ত্রণার কারণ আগামীকাল তাদের আপন করে অন্যের যন্ত্রণার কারণ হবো সুনিশ্চিত । এভাবে সবকিছু নিঃশেষ করে দেবো একে একে, যতকাল জীবন আছে ঠিক ততকালই আমি থাকবো, বলতে পারো- জীবনের জন্যই আমার সৃষ্টি ।

একটি সেকেন্ড চলে গেলে তোমাদের আফসোস হয় না, তোমরা 'আগামী'কে খুব বেশি ভালবাসো । অথচ তার নিশ্চয়তা তোমাদের হাতে এক ফোঁটাও নেই, সবকিছুতেই তোমাদের খামখেয়ালি আচরণ । কতভাবে কতজনের কাছে নিত্যি কত ওয়াদা করে চলো, কখনো কী আমার কাছে ঋণী হও ? বলো কী কখনো 'যদি না মৃত্যু আমাকে আপন করে' ? এভাবে হররোজ অবহেলা করো আমাকে । যাকে আজ আঙ্গুল তুলে, কলার উঁচিয়ে দেখে নেয়ার হুমকি দাও, সে হয়তো তোমার শেষ বিদায়ের কীর্তিতে অংশগ্রহণ করবে, বলবে তোমার আত্মা শান্তি পাক । এভাবেই তুমি নিজেকে দেখিয়ে চলো, নিজের গন্ধ নিজে শুঁক ।

আঁধিয়ার, অগোচরকে অতি আপন ভেবে তোমার চরিত্রের নিম্নতা দেখাও, তখনো আমি তোমার বাঁচার কারণ হয়ে থাকি । কখনো কী আমাকে বুঝেছো ? তোমার একটি আশীর্বচনের জন্য আমি কতটুকু ক্ষুধার্ত ? এভাবে প্রতিনিয়ত তীরবিদ্ধ করে চলো আমাকে । এতো কিছু তোয়াক্কা করেও তোমাকে সুখ উপভোগ করার জন্য নিজেকে উদার করে চলেছি । তোমার নির্দিষ্ট জীবনাবরণে কোন সময় মনে হলে আমায়, একটু নিষ্পাপ নিঃশ্বাস দিও, কথা দিলাম- বৃথা যেতে দেবো না । আর তার পূর্বেই যদি 'সময়' আমার হয়ে যায়, সেই পাপে তোমায় গলিয়ে দিতে এক পলকও আমি অপেক্ষা করবো না । তখন কোথাও আর কোন নিষ্পাপ নিঃশ্বাস খুঁজে পাবে না। এই কাজে আমি খুব অহংকারী ।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

সাহসী সন্তান বলেছেন: চা দেন?

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: এই নেন,

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার গদ্য কাব্য ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

তার আর পর নেই… বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছিনা। আপনার কঠিন পথ ছেড়ে সহজ পথ ধরাতে বুঝতে একটুও কষ্ট হয়নি।
কিন্তু এভাবে ভেবেছেন কিভাবে আমি তাই ভাবছি!
খুব ভাল লেগেছে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: কই এভাবে তো ভাবি না, মাঝে মাঝে ভাবনা চলে আসে !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

সাহসী সন্তান বলেছেন: লেখাটাকে কেন জানি কোন কবিতার বিষধ বিবরণ বলে মনে হলো! আসলেই কি তেমন কিছু?




তবে যাই হোক না কেন লেখাটা অনেক ভাল লাগলো! কিন্তু লেখার মধ্যে এতটা বিষন্নতা আর হাহাকার কেন? পাওয়া না পাওয়া বা পেয়ে হারানোর যে অনুভূতিটা আপনি চিত্রায়িত করেছেন অবশ্যই সেটা প্রশংসার দাবি রাখে! ভাল থাকবেন!

বিঃদ্রঃ- একটা অনুষ্টানে বসে কি মনে করে হঠাৎ ব্লগ ওপেন করেই আপনার লেখাটা পেলাম। প্রথম মন্তব্যটা করার পর ভাবছিলাম, বিস্তারিতটা পরে বলবো। কিন্তু মন চাইলো না......হা হা হা......!!

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: !! এই লিখাকে কবিতাতে রূপ দিলে অনেক বিশালে গিয়ে ঠেকতো । তাই আর সাহস দেখাই নি !!! হা হা

এই লেখায় কোন বিষণ্ণতা এবং কোন হাহাকার কোনটাই নাই, স্রেপ মৃত্যু নিয়ে একটি অনুভূতির আখ্যান !!

একি করলেন, অনুষ্ঠানে থেকে ঢুকেছেন ! প্লিজ এমনটা করবেন না, উপভোগ করুন যখণ যেখানে আছেন। মন্তব্য পরে দিলেও কোনই সমস্যা নেই । বি রিলাক্স ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
wow!
woww

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

শেষ বেলা বলেছেন: ভাল লাগলো, তবে অনেকটা কাব্যিক ভাব চলে এসেছে মনে হয়। ভাবার্থটা আরেকটু সহজ হলে মনে হয় ভাল হতো। তবু অনেক সুন্দর হয়েছে। ভাল থাকবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: এটাকে মুক্তকাব্য বলতে পারেন, তাই কাব্যিক ভাব এসেছে । সচরাচর কবিতার মত দেখতে নয় কিন্তু কবিতার টোনে লেখা ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

কল্লোল পথিক বলেছেন: চমৎকার গদ্য কাব্য। ভাল লেগেছে।
শুভ কামনা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও রইলো শুভ কামনা । :)

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: চমৎকার গদ্য কাব্য। অনেক ভাল লাগল। ধন্যবাদ

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

সাহসী সন্তান বলেছেন: বাব্বারে চা চাওয়ার সাথে সাথে যে চা হাজির করে ফেললেন? আগেই প্রস্তুত করে রাখছিলেন নাকি? সেই রকমই তো মনে হচ্ছে? ভাবছি আগামীকাল সূর্যমামা কোন দিক থেকে উঠবে....উত্তর না দক্ষিণ.....!! :`>



চা দেওয়ার জইন্য ধইন্যবাআআআআআআআআআআআআআআআআদদদদদদ!

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । আরে নাহ । চাওয়ার পরই বানিয়েছি, দেখেন না ধোঁয়া ওঠে !!

সূর্যিমামা পুবে উঠবে নিশ্চিত !! আপনার ধারনা ভুল, আমি আপ্যায়নে খুব ভালো !!!

আপনাকেও চা পানের জন্য সেই ধইন্যবাআআআআআআআআআআআআআআআদদদদদদদদ!!!

ভাল থাকুন । :)

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২২

ফেরদৌসা রুহী বলেছেন: পড়তে ভাল লেগেছে।

যাকে আজ আঙ্গুল তুলে, কলার উঁচিয়ে দেখে নেয়ার হুমকি দাও, সে হয়তো তোমার শেষ বিদায়ের কীর্তিতে অংশগ্রহণ করবে, বলবে তোমার আত্মা শান্তি পাক । এভাবেই তুমি নিজেকে দেখিয়ে চলো, নিজের গন্ধ নিজে শুঁক ।

অনেক ভাবনার খোরাক জোগায় কথাগুলি

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৯

অশ্রুত প্রহর বলেছেন: ভাবনা আপনার বড়ই সুন্দর ।। ভাল লাগিল। :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবগ কৃতজ্ঞতা । :)

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার গদ্য কাব্য। ভাল লেগেছে.........

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

শামছুল ইসলাম বলেছেন: মৃত্যুকে নিয়ে আপনার ভাবনা গুলো আমাকেও ভাবালো।

কিছুক্ষণ মগ্ন হলাম মৃত্যু চিন্তায়ঃ

//তোমাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি- প্রতিটি সেকেন্ড । হাতের তালুতে তোমার রেখা গুনি- সেই ক্ষণের, তোমার তাচ্ছিল্যভরা দেহ ছুড়ে ফেলে দিয়ে তোমায় আপন করে নিয়ে মিলিয়ে যাবো । //


//চেয়ে দেখবে, তাদের সামনে আমি তাদের উদাহরণ তোমাকে দিয়ে দেখাই, অথচ তারা বেমালুম ভুলে যাবে আমাকে- পার্থিব সকল স্বপ্ন নিয়ে বেঁচে থাকার আমরণ চেষ্টা । //

//এভাবে হররোজ অবহেলা করো আমাকে । যাকে আজ আঙ্গুল তুলে, কলার উঁচিয়ে দেখে নেয়ার হুমকি দাও, সে হয়তো তোমার শেষ বিদায়ের কীর্তিতে অংশগ্রহণ করবে, বলবে তোমার আত্মা শান্তি পাক । এভাবেই তুমি নিজেকে দেখিয়ে চলো, নিজের গন্ধ নিজে শুঁক ।//

হে আল্লাহ, একটু নিষ্পাপ নিঃশ্বাসে তোমাকে স্মরণ করে আমার মৃত্যু দিওঃ

// তোমার নির্দিষ্ট জীবনাবরণে কোন সময় মনে হলে আমায়, একটু নিষ্পাপ নিঃশ্বাস দিও, কথা দিলাম- বৃথা যেতে দেবো না । আর তার পূর্বেই যদি 'সময়' আমার হয়ে যায়, সেই পাপে তোমায় গলিয়ে দিতে এক পলকও আমি অপেক্ষা করবো না । তখন কোথাও আর কোন নিষ্পাপ নিঃশ্বাস খুঁজে পাবে না। এই কাজে আমি খুব অহংকারী ।//

ভাল থাকুন। সবসময়।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: সেই ভাবনা থেকেই লেখা । আপনার মনযোগী পাঠ এবং চিন্তা মুগ্ধ করলো ।

আমিন ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনিও ভাল থাকুন সবসময় । :)

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক দিন পর কোন লেখা পড়ে একটু থমকে গেলাম। অসাধারণ লিখেছেন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

জুন বলেছেন: বিষাদময় কবিতায় প্লাস কথা কথি :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

অগ্নি সারথি বলেছেন: হুম। বিষাদময় গদ্য কবিতাই। ভাললাগা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। :)

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে আপনার লেখাটা

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

হাসান মাহবুব বলেছেন: কিয়ের কী, শুরুর সাথে শেষের কোন মিল পাইলাম না।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: মৃত্যুর কথা বলে শুরু করেছিলাম । আমাদের শরীর থেকে আত্মার প্রস্থানই আমাদের মৃত্যু বলা হয় । আমাদের সাথে সেই আত্মা কিংবা মৃত্যুর কিছু ইমাজিনেশনারী কথা লিখেছি যে সব কথাগুলো আমরা শুনতে চাই না কিংবা নিজের মধ্যে মৃত্যুর কথা তেমন একটা উপলব্ধি করাতে চাই না । কিন্তু মৃত্যু তো একদিন আমাদের সবার উপরই চড়ে বসবে । শেষে মৃত্যুকে অহংকারী বলেছি কারণ যখন আমাদের সময় পুরিয়ে যাবে তখন তার কাছে সময় চলে যাবে এবং সে এই কাজে কখনো হার মানে নি । আমরা পৃথিবী থেকে বিদায় নেব ।

এটুকুই লিখতে চেয়েছি । আর পাঠক অন্য কোনভাবে চিন্তা করলে তা পাঠকের একান্ত স্বাধীনতা !!

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মন খোলা মন্তব্যের জন্য । :)

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

মারুফ তারেক বলেছেন: তোমরা 'আগামী'কে খুব বেশি ভালবাসো । অথচ তার নিশ্চয়তা তোমাদের হাতে এক ফোঁটাও নেই

ভালো লাগল
ভালো থাকবেন

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

আবু শাকিল বলেছেন: মৃত্যু চিন্তা নিয়ে উচ্চমার্গীয় লেখা।
কিছু বলার সাহস নাই।আমি অতটা ভাল লিখতে পারি না।
লেখায় অনেক ভাললাগা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: যতটা বলেছেন লেখাটা ততটা না মনে হয় ! সবই আপনার প্রেরণা ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

সাথিয়া বলেছেন: ভাললাগা জানবেন ++++

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১

ভ্রমরের ডানা বলেছেন: ভাল লেগেছে মুক্ত গদ্যপদ্য। মৃত্যুকে নিয়ে আপনার যুক্তিযুক্ত ভাবনার প্রকাশ অসাধারণ। আসলেই একদিন চলে যেতে হবে। এটা বাস্তবতা।। তবে আপনার এই লেখা থেকে যাবে।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: মানুষের কাজের তো আর মানুষের মত চলে যাওয়ানামক কোন আত্মা থাকে না । তাই ওইগুলো রয়েই যায় । তবে কালের বিবর্তনে অনেক কিছু হারিয়েও যায় ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার মুক্তকথন আপনার। মৃত্যু নিয়ে ভাবলে কি চলবে? কতকিছু বাকি আছে....... :|

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: কত কিছু বাকি আছে..... -এটাই তো সেই স্বপ্ন যার কথা লেখায় উল্লেখ করেছি 'তুলনাহীন স্বপ্ন' নামে, আরো অনেক কিছু আসবে ভেবে বেঁচে থাকা !! আদপে যার অস্তিত্ব কল্পনাপ্রসূত !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১

অভ্রনীল হৃদয় বলেছেন: অনুধাবন টা বেশ। ভালো লাগলো গদ্য কাব্য।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

আরণ্যক রাখাল বলেছেন: হঠাৎ মৃত্যু নিয়ে কেন লিখছেন!
সুন্দর-ঘোরলাগা গদ্য।
চমৎকার

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: মৃত্যুই তো হঠাৎ হয়ে যাওয়া ঘটনার নাম, তাই হঠাৎ ভাবনা ! এর ভেতর আর কোন কারণ নেই !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিধির কাছে আটকে পড়েছিলাম। আগে দুবার পড়ে গেছি। আবার পড়লাম। আসলে কবিতার কাছাকাছি যেকোন কিছুর শুরুর থেকেই মাথায় রাখতে রাখতে শেষে আসতে হয়। এখানে মাঝে এসেই আবার শুরু করেছি কয়েকবার। দীর্ঘায়ত করা অনেক সময় জটিলতাপূর্ণ করে তোলে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার লেখনশৈলী স্পষ্ট। হামাভাই এর প্রতিউত্তরে যে সারমর্ম তুলে ধরেছেন তা আদ্যপ্রান্ত মিলাতে সাহায্য করেছে।


অবশ্য আপনার লেখা আপনার একান্ত নিজস্বতার পরিণতি। আমার চিন্তাদের বললাম আর কি।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: বোঝার সুবিধার্থে বারংবার পড়া প্রশংসনীয় । এবার বলে নেই, আমার আঙ্গিকের লেখা হয়তো আপনার আঙ্গিকে পাঠে ম্যাচ করে নি । তবে এটাই স্বাভাবিক । তাই এতে তেমন কোন সমস্যা নেই আর চেষ্টা করবো আরও বোধগম্য করে লেখার ।

আপনার সকলপ্রকার চিন্তা ভাবনা অবশ্যই জানাবেন । এ বিষয়ে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

সমূদ্র সফেন বলেছেন: চমৎকার ভাবনা ,যাকে আজ আঙ্গুল তুলে, কলার উঁচিয়ে দেখে নেয়ার হুমকি দাও, সে হয়তো তোমার শেষ বিদায়ের কীর্তিতে অংশগ্রহণ করবে, বলবে তোমার আত্মা শান্তি পাক । এভাবেই তুমি নিজেকে দেখিয়ে চলো, নিজের গন্ধ নিজে শুঁক ।

মনাতিত মিনতি যেন.্‌্‌্‌্‌,একটু নিষ্পাপ নিঃশ্বাস দিও,

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭

সুমন কর বলেছেন: জানান দিয়ে গিয়েছিলাম আগেই...এখন পড়লাম।

কিছু নয়, ভালোই কঠিন... ১৮ প্রতিউত্তর থেকে কিছুটা উদ্ধার করলাম।

শুভ রাত্রি।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: জানান দেয়াটা বুঝতে পেরেছিলাম কিন্তু তার প্রতিউত্তর কীভাবে দেবো তা খুঁজে পাচ্ছিলাম না !!! হা আ হা

আবারো কঠিন !! হুম ভাবতে হবে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

ডি মুন বলেছেন: মৃত্যু - মেনে নিতে কষ্ট হয়; তবু মৃত্যুই আমাদের অনিবার্য পরিণতি

প্রথম লাইনটা খুব ভালো লাগল - মৃত্যু কী ? যার কোন ব্যাখ্যা নেই, মৃত্তিকার সাথে মৃত্তিকার নৃশংস মিলন !


ভালো থাকা হোক

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: তাকে লুকিয়ে রেখে আমাদের ব্যার্থ চেষ্টা মুখে হাসি ফুটিয়ে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনিও ভাল থাকুন । :)

৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আপনার লেখায় আমার পছন্দের জায়গাটি ডিমুন দেখিয়ে দিয়েছেন।

মৃত্যুকে কীভাবে ব্যাখ্যা করবো... এটি ব্যাখ্যার অতীত। কত নিশ্চিত.... অথচ কত অনাকাঙ্ক্ষিত!

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: কত নিশ্চিত.... অথচ কত অনাকাঙ্ক্ষিত! - এটুকুকেই তার ব্যাখ্যা হিসেবে ধরা যায় ! আমাদের বৈচিত্রের একটা অংশ মৃত্যু ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

বনমহুয়া বলেছেন: দারুন ভাবনা। মৃত্যুপলদ্ধি।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: হুম !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

কামরুন নাহার বীথি বলেছেন: তুলনাহীন স্বপ্নের নাম- বেঁচে থাকা; যেখানে ওঁৎ পেতে থাকা 'মৃত্যু' কখনো ওয়াদা ভঙ্গ করে নি । বরঞ্চ বলেছে- আমি অতি নিকটে, অতি ক্ষুদ্র সেকেন্ডের কাঠগড়ায় আমার দূরত্ব বাঁধা! কী নিয়ে তুমি চিন্তা করো- ন্যায়, অন্যায় ? হা হা, এটুকু তুমি চিন্তা করো যে সময়ে সে সময়ে হয়তো তোমার হৃদপিণ্ডের রক্তনলে আমি হামাগুড়ি খাই, তোমার নিঃশ্বাসে ধূম্র হয়ে খেলা করি, তোমার প্রতিটি লোমকূপে অব্যক্ত শিহরণ জাগাই ! ------

তুলনাহীন উপমা!!!!!

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । তুলনাহীন উপমা !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২১

রুদ্র জাহেদ বলেছেন: মনে হলো গতানুগতিক ব্যাপারকে ভাবনাকে গদ্যপদ্যে রূপদান করেছেন।কিছুটা সুখপাঠ্য হয়ে উঠছে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: এভাবে সবকিছু নিঃশেষ করে দেবো একে একে, যতকাল জীবন আছে ঠিক ততকালই আমি থাকবো।
খুব ভাল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । এভাবেই সব নিঃশেষ হয়ে যাবে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.