নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

গন্তব্য ভ্রম ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫



সুখ-দুঃখ; হাসি-কান্না, কান্না-হাসি । এই সূক্ষ্ম চালের সংজ্ঞা অদ্ভুত এক মুখোশে ঢাকা, মন হয়ে রয় অধরার ধোঁয়াশায় বাঁধা । বিষণ্ণ রাত্রিতে সুখ বয়ে আনে একদল যন্ত্রণা, সে খবর মলিন থাকে মনের দৈনিক সংবাদপত্রে । সংবাদের দলীয়করণ বেফায়দা অহংকার লুটে, গুণগান গায় দৃশ্যমান কান্না-হাসির উল্টো সুরের টানে। ভুল ব্যাখ্যা থাকে- কান্নায় বয়ে চলা সুখগুলো হারিয়ে যাওয়ায়, হাসিতে দুঃখের আগমনী বার্তায়। কখনো কখনো বিশ্বাস মানুষকে অবিশ্বাসের সমুদ্রে ফেলে দেয়, মনের তড়িৎ গতির বৈচিত্রময়তা এমনি আশ্বাস দেয় । আমাদের ব্যর্থ পরীক্ষা- মন গলে যায় যত্নশীল সময়ের কারুকার্যে, মন হয়ে যায় কঠোর যত্নহীন সময়ের আবেদনে; সেখানেও থাকতে পারে জীবন থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা, থাকতে পারে দৃঢ় বন্ধনের শুভেচ্ছা । অথচ মন করে না তাতে তোয়াক্কা, সে চলে আলসেমিতে নিজেকে ব্যর্থ জীবনের যন্ত্রণা কারিগর ঘোষণা দিয়ে ।

অস্তিত্ব ভুলে যাবার আতঙ্কাভাব ভয় আঁকড়ে ধরে পরগাছা গুল্মের ন্যায়, এ শৈল্পিক মোড়ানো থেকে বাঁচতে দিনভর চলে সময় হাসিলের আসক্ত বাজি । কেউ আদিপত্যের ব্যাগ বগলদাবা করে অপূর্ণ হাসিমুখ নিয়ে ফিরে, কেউ ফিরে পরাজয়ের গ্লানি নিয়ে মলিন মুখে। সুষ্ঠু জীবন কখনো প্রতিযোগিতামূলক কোন নিয়ম বেঁধে দেয় নি, যা দিয়েছে তাতো শুধুই সহযোগিতার একটি পূর্ণাঙ্গ উপাখ্যান মাত্র । ভুল ব্যাখ্যায় জীবন অব্দি ধোঁকা খেয়ে খেয়ে দীর্ঘশ্বাসে সম্পন্ন হয় কুলখানি, আমরণের অযাচিত সংগ্রাম চলে মরণের অব্যর্থ সংজ্ঞা মেনে!

নির্দিষ্ট করা পথকে ভাবা হয় যদি সত্য তবে তাতে হাসি কিংবা কান্নায় কী আসে যায়, যা হবে সবই তো সঠিকের অন্তরাত্মায় মোড়ানো অমূল্য ! প্রতিটি গন্তব্যে ছুটে চলে অবলীলায় একটি গঠনমূলক মোড়, যারা মহানের ইতিহাসে নাম লিখিয়েছে তারা কখনো লিখতে পারে নি হাসি কিংবা কান্না ব্যতিরেকে তাদের মহান হওয়ার সংকীর্ণ গল্প। তাদের অর্জিত সেই কান্না-হাসি ছিলো সঠিক পথের ধূলিকণায়, তাই তারা পেয়েছিল হাসির অমূল্য স্বাদ এবং কান্নার অমূল্য অর্জন।

প্রতিটি সত্যিকার উদ্দেশ্যের রূপরেখা অংকিত হয় সহযোগিতা এবং আত্মবিসর্জনের তবীয়ত ব্যাখ্যার মানচিত্রে , হোক সেই উদ্দেশ্য অতিকায় ক্ষুদ্র কিংবা নিম্নশ্রেণী বিশেষ। জীবনের বিপরীতে জীবন ছাড়া আর কীসের অস্তিত্ব খুঁজে বেড়ানো হয়, আদতে অন্য সকল কিছুই আলস্য ঘুমচোখের অস্পষ্টতা ! সম্পর্ক লুকিয়ে থাকে জীবনের মূলনীতিনামক অবহেলার মুখোশে, যেখানে অন্য সকল স্বার্থ বাঞ্চণীয় হয়ে রয় শুধু বেঁচে থাকার সুষ্ঠ চর্চা ব্যতিরেকে ।

মানবসম্প্রদায়ের জীবনাচরণে তুমুল জনপ্রিয়তায় এমনি এক নীতি অকাট্য সফলতায় বিজয় পতাকা উড়িয়ে চলছে, যেখানে জীবন বিনে অন্য সকল বস্তুর ঈর্ষণীয় আদিপত্যের চোখ ধাঁধানো রূপের হাহাকার দূর্গ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয় । যে দূর্গ মনের কোমল স্পর্শের খোঁজ কখনো পায় নি, শুধু খুঁজে ফেরে ভুল পথের হাসি-কান্নায় ।



ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৬০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

কল্লোল পথিক বলেছেন: অসাধারন লিখনি।
কবিতার পরতে পরতে উঠে এসেছে জীবনের বাস্তবতা।
আন্তরিক শুভেচ্ছো জানবেন কবি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভেচ্ছা । :)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

শায়মা বলেছেন: কথাকথি আপুনি/ভাইয়ু জীবন নিয়ে জীবনের কথা। লেখাতে হতাশা হতাশা ভাব কেনো???

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: ইহা একটি উপলব্ধিমূলক লেখা । এর ভেতর কোন হতাশা নেই !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

তার আর পর নেই… বলেছেন: দু বার পড়েছি …
প্রতিটি লেখার পেছনে লেখকের হাসি কান্না লুকানো থাকে, লেখার পেছনের গল্প বুঝতে চেয়েছিলাম, পারিনি …

যদি এমন হয় গন্তব্য নির্দিষ্ট করা নাই তখন হয়তো হাসি কান্নাকে মূল্যায়ন করা যাবে।
হয়তো তখন মনের গহীনে লুকিয়ে থাকা কোমল স্পর্শের খোঁজ ও পেয়ে যাবে …

বিষাদময় ………………

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: ছোট্ট করে যদি বলি এই লেখার অর্থ হলো, আমাদের গন্তব্য যদি সুন্দর এবং সৎ হয় এই গন্তব্যে হাসি, কান্না, দুঃখ, সুখ সবই হবে মহৎ । এসবের মূল্যও অমূল্য । আর এই গন্তব্যের কান্নাও সফলতার প্রতীক, আবার হাসিও হতে পারে বিফল । তাই কান্না হাসির ভুল বোঝাবুঝি না করে একে একটা সুন্দর পরিনতি ভাবতে পারি ।

আর শেষের স্তবকে বুঝিয়েছি, বাস্তবে আমরা যেই গন্তব্যে বেশি অভ্যস্ত তার একটা রূপ । ভুল গন্তব্যে যাত্রা করে আমরা দূর্গ গড়ে তুলি কিন্তু তাতে মনের কোমল স্পর্শ থাকে না, আর তাই সেই ভুল পথে থেকেই কান্না হাসিকে জলাঞ্জলি দিয়ে তা খুঁজি । কিন্তু ভাবি না ভুল পথে হাসি কিংবা কান্নাও মহত্ব বয়ে আনতে পারে না, মনে শুদ্ধতার কোমল স্পর্শও তাই আসে না ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

শায়মা বলেছেন: উপলদ্ধির মধ্যে অবশ্য এখটু গম্ভীর অথবা গভির বিষাদ ভাব থাকে তাই একটু বিষাদীয় মনে হইসিলো কথাকথি আপু/ভাইয়া।:)
ভাবলাম তোমার মন বুঝি বিষাদে ভরে আছে। :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: আই লাইক বিস্বাদ, তাহলেই তো সুখের সত্যিকার স্পর্শ বুঝিতে পারিবো !! হা হা

তার আর পর নাই.... এর প্রতিউত্তরে কিছুটা ব্যাখ্যা করেছি বৈকি !!

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১২

সায়েদা সোহেলী বলেছেন: পড়লাম , কখনো কখনো বিশ্বাস মানুষকে অবিশ্বাসের সমুদ্রে ফেলে দেয়, মনের তড়িৎ গতির বৈচিত্রময়তা এমনি আশ্বাস দেয় । এই লাইন টা মগজে গেথে গেলো , বাকি গুলো এখনো দৌড়া দৌড়ির উপ্রে আছে । স্থির হইলে মন্তব্য দেওয়ার চেষ্টা করব , আর যদি না থেমে বাউন্ডারির বাইরে চলে যায় ,কি আর করতাম ! :|

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! না বাউন্ডারির বাইরে যাবে না । আর গেলেও তো ভাল ১, ২ রান থেকে ৬, ৪ হওয়া ভাল নাহ !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

সুমন কর বলেছেন: চমৎকার মুক্ত গদ্য। পড়তেই ভালো লাগল। সত্য বলতে, বুঝেছি অল্প !

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । পড়তে ভাললাগাটাও চমৎকার ।

ছোট্ট করে যদি বলি এই লেখার অর্থ হলো, আমাদের গন্তব্য যদি সুন্দর এবং সৎ হয় এই গন্তব্যে হাসি, কান্না, দুঃখ, সুখ সবই হবে মহৎ । এসবের মূল্যও অমূল্য । আর এই গন্তব্যের কান্নাও সফলতার প্রতীক, আবার হাসিও হতে পারে বিফল । তাই কান্না হাসির ভুল বোঝাবুঝি না করে একে একটা সুন্দর পরিনতি ভাবতে পারি ।

আর শেষের স্তবকে বুঝিয়েছি, বাস্তবে আমরা যেই গন্তব্যে বেশি অভ্যস্ত তার একটা রূপ । ভুল গন্তব্যে যাত্রা করে আমরা দূর্গ গড়ে তুলি কিন্তু তাতে মনের কোমল স্পর্শ থাকে না, আর তাই সেই ভুল পথে থেকেই কান্না হাসিকে জলাঞ্জলি দিয়ে তা খুঁজি । কিন্তু ভাবি না ভুল পথে হাসি কিংবা কান্নাও মহত্ব বয়ে আনতে পারে না, মনে শুদ্ধতার কোমল স্পর্শও তাই আসে না ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: এতো প্যাঁচ ভাই লেখার। পুরাই মাথার উপর দিয়া গেল :|

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: এতো প্যাঁচ ছিলো না বৈকি !

ছোট্ট করে যদি বলি এই লেখার অর্থ হলো, আমাদের গন্তব্য যদি সুন্দর এবং সৎ হয় এই গন্তব্যে হাসি, কান্না, দুঃখ, সুখ সবই হবে মহৎ । এসবের মূল্যও অমূল্য । আর এই গন্তব্যের কান্নাও সফলতার প্রতীক, আবার হাসিও হতে পারে বিফল । তাই কান্না হাসির ভুল বোঝাবুঝি না করে একে একটা সুন্দর পরিনতি ভাবতে পারি ।

আর শেষের স্তবকে বুঝিয়েছি, বাস্তবে আমরা যেই গন্তব্যে বেশি অভ্যস্ত তার একটা রূপ । ভুল গন্তব্যে যাত্রা করে আমরা দূর্গ গড়ে তুলি কিন্তু তাতে মনের কোমল স্পর্শ থাকে না, আর তাই সেই ভুল পথে থেকেই কান্না হাসিকে জলাঞ্জলি দিয়ে তা খুঁজি । কিন্তু ভাবি না ভুল পথে হাসি কিংবা কান্নাও মহত্ব বয়ে আনতে পারে না, মনে শুদ্ধতার কোমল স্পর্শও তাই আসে না ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: যতটা মনে আছে আপনার আগের একটা মুক্তগদ্যও বেশ অস্পষ্ট লেগেছিল। এবং কোন মন্তব্যের প্রতিউত্তর দিয়ে ভাবটা ক্লিয়ার করেছিলাম। এটাও তেমনটাই হলো। এটাকে আপনার লেখার বুননের দৃঢ়তাই ধরছি।

লেখাটা তখনি স্বার্থক যখন পাঠক তা নিতে পারে। পাঠকই তো ভোক্তা লেখার। আপনার থিমগুলান অনেক ভাল। সমৃদ্ধ হবার সুযোগ রাখে। কিন্তু যদি অন্তস্থ করতে পারি তবেই। তাই না?

আপনার লেখার নিয়মিত পাঠক তাই কথাগুলো বললাম। সমালোচনা নয় আলোচনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: হুম বুঝতে পারলাম । সমালোচনা নয়, আমার কাছে সবকিছু আলোচনা বলেই ধরা দেয় । এতে আমারই সুবিধা, লেখা নিয়ে ভাবার সুযোগ তৈরী হয় ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

বিজন রয় বলেছেন: এত ভাল লেখা!!
+++++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

প্রামানিক বলেছেন: চমৎকার লেখা। খুব ভাল লাগল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার!! আপনাকে একটা কথা বলি। কিছু মনে করবেন না।

অনুভূতির গল্প লিখার একটা প্রচেষ্টা নেন। খারাপ হবে না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । আরে নাহ কিছু মনে করি নাই । গল্প লেখার ভাবনা এখনো মাথায় খেলে না । এই আর কী !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন। প্রথমে পড়ে ভালো মতো বুঝতে পারিনি। দ্বিতীয়বার পড়ে এবং 'তার আর পর নেই'- এর মন্তব্যের প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা পড়ে লেখাটা বুঝতে পারলাম।

ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: ভালো লাগলো আপনার মনযোগী পাঠ ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

জুন বলেছেন: মুগ্ধপাঠ কথাকেথি :)
+

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
নেক্সট টাইম আপনার ১টা গল্প/কবিতা পড়তে চাই ||

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: গল্প তো লেখা এখনো শিখি নি, কবিতাই লেখার ইচ্ছে আছে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| ভালো লিখছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: এতোগুলো ইমো !!!!!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১

লালপরী বলেছেন: :(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত লিখেছেন! জীবনের মানে আজকাল বদলায় ফেলছে মানুষ! জীবন যেন জীবন নয়, পুরাই কুরুক্ষেত্র!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: তেমনি তো মনে হচ্ছে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



জীবনের এই উপলব্ধিটা করতে পারাটা বড় বিষয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ঠিক তাই ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন:




বেশ জটিল লাগলো। জীবনের গন্তব্য ভ্রমের নাগপাশে আটকে গেল জীবনটাও অমন জটিল হয়ে ওঠে ।

ফাল্গুনের শুভেচ্ছা ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: ঠিক তাই । সহজের মধ্যে থাকলেই জীবন সহজ ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

বসন্তের শুভেচ্ছা । :)

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: সর্বং পরবশম দুঃখম -- যা কিছু পরনির্ভরশীল তাই দুঃখ । তাই , সুখ , দুঃখ বা যশ সবই একই ব্যপার ।
সত্যিকার আনন্দ পেতে গেলে সুখ , দুঃখের উপরে উঠতে হবে ।
লেখাটা ভালো লাগলো ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর বলেছেন । সুখ দুঃখে যে সয়ে যায়, সে আনন্দ বয়ে বেড়ায় !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন: পড়লাম...
আপাতত শুধু এটুকু বলবো ।
মাথা কাজ করছে না :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: হুহ, হায় হায় এটা কী হইলো !!

ওকে বিস্তারিত মন্তব্যের অপেক্ষায় রইলাম, ওকে না হলেও চলবে- পড়েছেন যে এটাই অনেক !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

আমিই মিসির আলী বলেছেন: হাসি কান্না,
মহৎ উদ্দশ্য,
ভুল গন্তব্য,
প্রাপ্তি অপ্রাপ্তি।

ভালো লাগছে, অনেক ভালো লাগছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

তৌফিক মাসুদ বলেছেন: দারুন কথা গুলো। শুভকামনা জানবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও শুভ কামনা রইলো । :)

২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

অগ্নি সারথি বলেছেন: প্রতিটি সত্যিকার উদ্দেশ্যের রূপরেখা অংকিত হয় সহযোগিতা এবং আত্মবিসর্জনের তবীয়ত ব্যাখ্যার মানচিত্রে , হোক সেই উদ্দেশ্য অতিকায় ক্ষুদ্র কিংবা নিম্নশ্রেণী বিশেষ। জীবনের বিপরীতে জীবন ছাড়া আর কীসের অস্তিত্ব খুঁজে বেড়ানো হয়, আদতে অন্য সকল কিছুই আলস্য ঘুমচোখের অস্পষ্টতা ! সম্পর্ক লুকিয়ে থাকে জীবনের মূলনীতিনামক অবহেলার মুখোশে, যেখানে অন্য সকল স্বার্থ বাঞ্চণীয় হয়ে রয় শুধু বেঁচে থাকার সুষ্ঠ চর্চা ব্যতিরেকে । - দূর্দান্ত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: সুখ-দুঃখ; হাসি-কান্না, কান্না-হাসি । এই সূক্ষ্ম চালের সংজ্ঞা অদ্ভুত এক মুখোশে ঢাকা, মন হয়ে রয় অধরার ধোঁয়াশায় বাঁধা । বিষণ্ণ রাত্রিতে সুখ বয়ে আনে একদল যন্ত্রণা, সে খবর মলিন থাকে মনের দৈনিক সংবাদপত্রে । সংবাদের দলীয়করণ বেফায়দা অহংকার লুটে, গুণগান গায় দৃশ্যমান কান্না-হাসির উল্টো সুরের টানে। ভুল ব্যাখ্যা থাকে- কান্নায় বয়ে চলা সুখগুলো হারিয়ে যাওয়ায়, হাসিতে দুঃখের আগমনী বার্তায়। কখনো কখনো বিশ্বাস মানুষকে অবিশ্বাসের সমুদ্রে ফেলে দেয়, মনের তড়িৎ গতির বৈচিত্রময়তা এমনি আশ্বাস দেয় । আমাদের ব্যর্থ পরীক্ষা- মন গলে যায় যত্নশীল সময়ের কারুকার্যে, মন হয়ে যায় কঠোর যত্নহীন সময়ের আবেদনে; সেখানেও থাকতে পারে জীবন থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা, থাকতে পারে দৃঢ় বন্ধনের শুভেচ্ছা । অথচ মন করে না তাতে তোয়াক্কা, সে চলে আলসেমিতে নিজেকে ব্যর্থ জীবনের যন্ত্রণা কারিগর ঘোষণা দিয়ে ।

আমার মালটি আপুনি/ ভাইয়া

তোমার লেখা পড়েও একটা গান মনে পড়লো-
কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা
তারই মধ্যে চির জীবন বইবো গানের ডালা
এই কি তোমার খুশি,আমায় তাই পরালে মালা
সুরের গন্ধ ঢালা!!!!!!!!:) :) :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! আবারো সেই মাল্টি !!!

তাই কী তবে তোমায় করতে পারি হেলা
তোমায় নিয়ে গড়েছি বুকের খাঁচায় বন্দীশালা
আদর সোহাগে রাখবো সারা বেলা
তোমার জন্য খোলা আমার এই বুকের জানালা
পেতে চাই আমি তোমার সর্বস্ব যৌবন ছলাকলা !! - আমিও সুরের সাথে বেসুরা গলা যোগ করে দিলাম !! হ হা হা

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

শায়মা বলেছেন: মম দুঃখবেদন মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, দারুণ ।

আমিও এমনি ভাবি,
এতো দুঃখ দিয়ে করিবো কী !
তাই মিলিয়ে দেই বহু সফল স্বপনে ।

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: আমি কেবলি স্বপন করেছি বপন.......

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: কিছু বীজে ফলিছে ফসল, আর কিছু গিয়েছে বিফল
তাতে হয় নি তো আমার মাঠ বিরান !

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

জেন রসি বলেছেন: যা বুঝলাম তা হচ্ছে মানুষ সবসময় জিততে চায়। কিছু একটা হাসিল করতে চায়। পথ নিয়ে, ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামায় না। আবার এই খেলা খেলতে গিয়েই ডুবে যায়। কিছু কি বুঝলাম?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ বুঝেছেন । আর কিছু বাকি ছিলো তা হচ্ছে, ভাল উদ্দেশ্যের পরিনতি কান্না কিংবা দুঃখের হলেও তাতে মহত্ত বিরাজমান থাকে যা আমরা বুঝতে চাই না । হতাশা নিয়ে কুঁকড়ে মরি । অন্যথায় খারাপ উদ্দেশ্যের পরিনতি হাসি কিংবা সুখের হলেও তাতে বিষ থাকে, ব্যাপ্তি হয় খনিকের, এটাও আমরা বুঝতে চাই না । ছুটে চলি একটু হাসি কিংবা সুখের আশায় ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: গদ্যে গদ্যে ভাবনার চমৎকার বিন্যাস।খুব সুখপাঠ্য

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.