নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

খুঁজে ফেরা জীবনের নিঃশ্বাস ।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:১৯



এক টুকরো কালো মেঘ যখন মস্তিষ্ক হরণ করলো তখন অঝরধারায় বৃষ্টি ঝরলো জং ধরা চেনা রাতের শেষ আঁধারে । বৃষ্টিভেজা সূর্য দ্বিধান্বিত হয়ে পড়ে ভোরের মীমাংসা সাধনে, যাত্রা শুভ হোক তাবৎ পলকে হৃদয় অপেক্ষা করে নিত্যি নেশার ঘোরে ! নিষিদ্ধ আত্মার হাহাকার জুড়ে আকুতি- বিশুদ্ধ এক মুঠো কদম ফুলের পাপড়ি । তখন একটি অচিন পাখি উড়ে গিয়ে জুড়ে দেয় তার পেখম খুলে পড়ার ইতিহাস । বেঁচে থাকার সমস্ত প্রেম ঝরে পড়ে দেহ মাড়িয়ে অভিমানী কুয়োয়, সেখানে অপেক্ষায় থাকে ধোঁয়া উঠা মশাল হাতে আয়েশি চামড়ায় আবৃত বিবিধ দেহের ধ্বংসাবশেষ। একদল আঁধার খেকো এগিয়ে আসে নিঃস্বার্থ গল্প শুনাতে, তারা কুশীলবে কার্য হাসিল করে পেঁছনের দরজায় আবদ্ধ ভ্রমণে বেরিয়ে যায় ।

এখনো জলের মায়ায় গড়ে উঠা খণ্ড খণ্ড পাণ্ডুলিপিগুলো ইতিহাস গড়তে পারে নি, জীবন্ত কালির তালাশে তারা মিলিয়ে যায় কুয়াশার রাজ্যে । কে যেন ডাকে ! কে যেন ডাকে... একটি নয়, দুইটি নয়.... অজস্র হারিয়ে যাওয়ার আলিঙ্গন সুর, আয়েশি ছোঁয়া খুঁজতে আবারও পাগলপারা হয়ে উঠে বেহুদা সিংহাসনের লুন্ঠিত অধিপতি ! আবারও অবিরাম খরতাপে গলে পড়ে ছায়াগুলো । তৃষ্ণার্ত খাঁচা বেরিয়ে পড়ে শিকারের খোঁজে, লুকিয়ে যেতে চায় ভুলের ফুলগুলো আবারও।

স্বপ্ন কাঁথায় থাকা আর হলো না, পাঁচটি রেখা করেছে অবিশ্বাস স্থাপন, যেন অবেলার সময়কে করেছে ধারণ । জলের কাছে সাক্ষী রেখে উড়াল দিয়েছে ওরা বিনিদ্র রজনীর অরণ্যে। না, সেখানে নেই কোন বিস্বাদী ছায়া, তবে নেই তো কোন উদযাপন । জীবন্ত ধারায় ঘোষিত আছে কদম ফেলার সুস্পষ্ট নীতিমালা, লোমকূপের ঘুম চোখে হবে না স্নিগ্ধ ভোর দেখা, শ্রমের আশ্রমে নাম লিখলেই শুধু মিলবে চকচকে দুপুর অথবা হলদে দিন-রাত্রির মিলন । এভাবে জেগে উঠে শুভেচ্ছা ভোরের প্রথম আলোয় ফেলেছি কদম । অতঃপর পেলাম চাওয়ার না পাওয়াগুলো- একটি দিন, একটি আলো- একটি প্রশান্তির যোগাসন !




ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৬২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৮:০০

কল্লোল পথিক বলেছেন:











অসাধারন কবিতা।
শুভ কামনা জানবেন কবি।

০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও শুভ কামনা রইলো । :)

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
wow. good 1

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:৫০

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!!!

কেমন আছো??????????????????


এখনো জলের মায়ায় গড়ে উঠা খণ্ড খণ্ড পাণ্ডুলিপিগুলো ইতিহাস গড়তে পারে নি, জীবন্ত কালির তালাশে তারা মিলিয়ে যায় কুয়াশার রাজ্যে । কে যেন ডাকে ! কে যেন ডাকে... একটি নয়, দুইটি নয়.... অজস্র হারিয়ে যাওয়ার আলিঙ্গন সুর, আয়েশি ছোঁয়া খুঁজতে আবারও পাগলপারা হয়ে উঠে বেহুদা সিংহাসনের লুন্ঠিত অধিপতি ! আবারও অবিরাম খরতাপে গলে পড়ে ছায়াগুলো । তৃষ্ণার্ত খাঁচা বেরিয়ে পড়ে শিকারের খোঁজে, লুকিয়ে যেতে চায় ভুলের ফুলগুলো আবারও।


জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়!!!!!!!!!

তাহলে জীবনটা পানসে হয়ে যাবে ভাইয়ু!!!!!!!!!!!!


এত কঠিন করে ভুলের কথা লিখতে হয়????

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: কেমন আছির উত্তর হবে, আলহামদুলিল্লাহ ভাল আছি । আপনি কেমন আছেন ? লেখনী এবং দিনকাল কেমন চলছে ? ইজিতে বিজি হওয়ার চেষ্টা নাকি বিজিতে ইজি হওয়ার চেষ্টা !!

সব ভুলগুলো ফুল হওয়ার কথা বলিনি তো ! বলেছি, জীবনের যদি দুটি ফুল হয়- 'একটা ভুল ফুল এবং আরেকটা সঠিক ফুল' তবে ভুল ফুলগুলোর কারণে জীবন খাঁচায় বন্দি হয়ে পড়ে এবং সেখান থেকে মুক্তি পেলেও বারে বারে জীবনের পরতে পরতে জীবনকে বন্দি করতে চায় । তাই বলেছি ভুল ফুলগুলোর মালিক হয় শিকার, শিকারী খাঁচার নিকট !

ভুলের কথা লিখি নি, লিখেছি একটি সুন্দর আগামীর কথা যা শুরু হতে পারে ভোরের একটি শক্তিশালী কদমে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

বিজন রয় বলেছেন: মীমাংসা কোথায়?
নিষিদ্ধ কদম ফুলের ইতিহাসে?

সান্ত্বনা কোথায়?
প্রথম আলোয় প্রশান্তির যোগাসনে?

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: মীমাংসা হচ্ছে অতীতের কাঁটাতারগুলোকে জড়িয়ে না রেখে নতুন করে আগামীর পথে সূর্য উদয়ের সাথে নিজেকেও নতুন করে উদয় করা । যা একদম শেষের দিকে বলেছি ।

কদম ফুলের পাপড়ির বিষয়টি হচ্ছে- যে আত্মা নিজেকে গুটিয়ে রেখে প্রায় নিষিদ্ধ্বের খাতায় নাম লিখিয়ে ফেলেছে সে আত্মা নিজেকে লুকিয়ে রেখেই তার চাওয়াগুলো পূরণ হওয়ার আকুতি করে । আর এই 'পূরণ হওয়া' গুলোই কদম ফুলের পাপড়ি মানে প্রশান্তি লাভের প্রতীক ।

সান্ত্বনাটা আসে পরাজয় থেকে । মানুষ নিজের মনের হতাশাগুলোকে চাপা দেয়ার জন্য সান্ত্বনা খোঁজে আপনজনের কাছে কিংবা নিজের থেকে নিজেকে সান্ত্বনা দেয় । ভোরের সূর্য একটি দিনের প্রথম কদম, তেমনি মানুষ যদি সূর্যের মত নিজেকে হতাশায় মগ্ন না রেখে প্রতিনিয়ত নতুন রূপে উদয় করে তবে অপ্রাপ্তির যন্ত্রণাগুলো যেমন লাগব হবে তেমন নতুন নতুন আরো প্রাপ্তি যোগ হবে । মনে মিলবে স্থায়ী প্রশান্তি । অন্যথায় না পাওয়ার যন্ত্রণাগুলো যন্ত্রণা আরও বাড়িয়ে দেবে, নিঃশেষ করে লাইনচ্যুত করে নিক্ষেপ করবে অভিমানী কুয়োয়, যেখানে পড়ে আছে তার মত আরো হতাশাখোর ধোঁয়া উঠা মশাল নিয়ে, অথচ সেই মশালে একটু ফুঁ দিলেই আগুন জ্বলে উঠবে, সব আলোকিত করে দেবে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিত্যি - টাইপো?

খুঁজে পেতে পেতে হারিয়ে ফেলি। তাই শেষ হয় না খোঁজা। খোঁজার মাঝেই ভুলহীন সুখ খুঁজি।

অনবদ্য লিখেছেন।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: নিত্যি টা টাইপো নয় । লেখার স্বার্থে লেখা ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

কাবিল বলেছেন: চমৎকার লিখেছেন।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩১

সুমন কর বলেছেন: বুঝি, আর না বুঝি.....পড়তে বেশ লাগল। ভালো লাগা রইলো।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । পড়তে বেশ লাগাটাই বড় পাওয়া ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯

সাহসী সন্তান বলেছেন: মুক্তগদ্যটা এভাবে না দিয়ে কবিতা আকারেও দিতে পারতেন? আমার মনে হয় সেইটাই বরং আরো ভাল হতো! তারপরেও পড়তে বেশ ভাল লাগলো!

শুভ কামনা জানবেন!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতার আকারে দিলে আপনি আবৃতি করে পড়তেন । কিন্তু এই লেখাগুলোর উদ্দেশ্য থাকে পাঠককে একটা ঘোরের মধ্যে নিয়ে যাওয়া । একটা শীতল অনুভূতি দেয়া । নিজেকে আবিষ্কার করা অন্য কোন জগতে । লেখাগুলো পড়তে পড়তে ধীরে ধীরে তাতে মগ্ন হয়ে যাওয়া । এরকম একটা আবহ সৃষ্টি করাটা থাকে আমার উদ্দেশ্য এমন লেখার ক্ষেত্রে । জানি না কতটুকু পারি ।

আর এগুলো কবিতা আকারে যদিও দেই তবে অনেক বড় হয়ে যায় ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও শুভ কামনা রইলো । :)

৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

প্রামানিক বলেছেন: প্রবন্ধের মত না দিয়ে কবিতা আকারে ছোট ছোট লাইনে দিলে পড়তে সুবিধা হয়।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: দুই ধরণের লেখার দুই রকম স্বাদ । কবিতায় আপনি আবৃতির মজা অনুভব করবেন আর মুক্তগদ্যে অনুভব করবেন ঘোরের মোলায়েম একটি সুর । কারো কাছে কবিতা ভাল লাগে কারো কাছে মুক্তগদ্য ভাল লাগে । যদিও মুক্তগদ্যগুলো লিখতে অনেক কষ্ট হয় তবুও লেখা শেষে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে । আপনিও একবার লিখে দেখতে পারেন বৈকি !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১০| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

দীপংকর চন্দ বলেছেন: লেখায়, ছবিতে মাতোয়ারা!!!

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনার জন্যও রইলো অনেক শুভ কামনা । :)

১১| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো। চমৎকার লিখেছেন ভাই।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: এক কথায় অসাধারণ ।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৪১

শায়মা বলেছেন: ও মাই গড!!!!!!!!!!


গেছি!!!!!!!!!!!!!

ভুল ফুল ফুল ভুল দুল চুল কুল কূল!!!!!!!!!!!!

মাথা তো ঘুরেই গেলো!!!!!!!!!!!!

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! একি হইলোরে !

ভুল ফুল ফুল ভুল দুল চুল কুল কূল- সুন্দর একটা ছন্দ হয়েছে, 'পাখি পাকা পেঁপে খায়' এর মত !

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

আরজু পনি বলেছেন:
দ্য লাস্ট সং...ম্যুভির একটা সিন এমন ছিল। আমি পজ দিয়ে স্ক্রিন শট নিয়েছিলাম অনেকদিন আগে।

বেহুদা সিংহাসনের লুন্ঠিত অধিপতি...
একেতো ৩০ ডিগ্রি এঙ্গেলে বাঁকা হয়ে পড়তে হয় তার উপর কথারা কেমন যেনো চারপাশে ঘুরে বেড়ায়...।

আপনার লেখার প্রশংসা আমি প্রাণভরে করতে পারিনা...জানলেতো ।

প্রিয় লেখোয়াড় থাকলে পারতেন দারুণ করে বলতে।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার এই মন্তব্যটা কিভাবে গ্রহণ করবো তাই ভাবছি । মাঝে মাঝে কিছু মন্তব্য মগজকে থমকে দেয়, মন থতমত খায় । সবসময় প্রচেষ্টা থাকে যা লিখি কম কিংবা বেশি, বাংলা সাহিত্যের যাতে জাত না মেরে ফেলি । তারপরও অতটুক পর্যন্ত হয় কিনা সেই ভয়ে থাকি, জানি না এমন হয় কেন।

আপনি বলেছেন প্রশংসা না করতে পারার কথা, কিন্তু এতটুকুই তে যে আপনি প্রশংসার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছেন তা হয়তোবা খেয়াল করেন নি ! যা কোটি টাকা দিয়েও কেনা যাবে না, এক কথায় অমূল্য ।

জনাব লেখোয়াড় কে দেখছিনা ব্লগে তেমন । উনার লেখাগুলো অনবদ্য হয় ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০২

মুসাফির নামা বলেছেন: কঠিন কিন্তু অনবদ্য।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৫৬

আমিই মিসির আলী বলেছেন: লেখা অনেক ভালো লাগলো।
++++

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



দুর্দান্ত। +++

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৮| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২

নেক্সাস বলেছেন: মুক্ত কথন ভাল লেগেছে। বেশ একটা শব্দের ওম পাচ্ছিলাম

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: শব্দের ওম ! দারুণ প্রকাশ ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১৯| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

তার আর পর নেই… বলেছেন: আপনার কবিতা পড়তে হলে প্রথমে শান্ত হয়ে নিতে হয়, তারপর পড়া …
ভালো লেগেছে +

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । তা সব লেখার ক্ষেত্রেই বৈকি !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২০| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪

হাসান মাহবুব বলেছেন: মুগ্ধপাঠ!

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২১| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মুক্তগদ্যে মুগ্ধ হলাম। এমন আরও লিখুন।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: আরও লিখার ইচ্ছে আছে বৈকি । অনুপ্রেরণামূলক মন্তব্যে ভাল লাগলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

তাসলিমা আক্তার বলেছেন: অন্য রকম লেখা। জগতে কত কিছু যে শিখবার আছে। প্রতিটি লাইন গভীর অর্থ বহন করে। প্রিয় কথনের মত। ঘোর লেগে যায়।

ভালো লেগেছে বললে কম বলা হয়। তার চেয়ে কিছুটা বেশি।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: এমন মন্তব্যে ভাল না লেগে উপায় আছে ! অনেক ভাল লাগলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: Heart touching ....।beautiful!!!!!

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

বিজন রয় বলেছেন: আমার মন্তব্যের প্রতিউত্তরে যা বলেছেন তাতে আমার অনেক কথা মনে আসল। পরে কখনো কথা হবে।
অনেক ধন্যবাদ সুন্দর করে বলার জন্য।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ফিরতি মন্তব্যে ।

২৫| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

অগ্নি সারথি বলেছেন: এটা কি গদ্যকাব্য? এত্ত কঠিন কঠিন শব্দ কই পান ভাই?

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, গদ্যকাব্য । কই এত কঠিন শব্দ ! সবই সোজা সরল শব্দ !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৬| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭

জেন রসি বলেছেন: আপনার লেখায় একটা ঘোরের মূর্ছনা খেলা করে। পড়তে ভালোই লাগে। পড়তে ভালোই লাগে। তবে পড়ার পর মনে হয় কিছু একটা অধরা থেকে যায়!

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: জীবনটাই তো অধরার, কত কিছু হয়ে গেছে অতীত অধরায় !! এটা তো সামান্য লেখা, পড়তে ভাললাগাটাই যার অর্জন । ঠিক তেমনি জীবনকে বোঝার থেকে জীবনের সাথে নিজেকে চালিয়ে নিয়ে যাওয়াটা উপভোগের অংশ বিশেষ ! তাই জীবনকে এতো বঝাবুঝির কাম নাই, ঘোরের মধ্যে চলে যাওয়া উত্তম কাজ !! হা হা পুরাই উরাধুরা !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৭| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫

ঢাকাবাসী বলেছেন: ভাল লগেছে।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৮| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কাব্যিক কথামালায় ভালো লাগা!

০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

২৯| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: মুক্তগদ্যে এখনো ধাতস্থ (ঘোরস্থ) হয়ে উঠতে পারিনি, তবুও ভালো লেগেছে।
১৪ নম্বরের মন্তব্যে আরজু পনির আপনার লেখার প্রশংসা আমি প্রাণভরে করতে পারিনা...জানলেতো -- এ কথাটা ভীষণ ভালো লেগেছে।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: মন্তব্য পড়ে মুগ্ধ হলাম অশেষ । খুব ভাল লেগেছে আপনাদের এমন প্রাণ খোলা আদর পেয়ে । জীবনে আর কী লাগে একমুঠো সুখী হওয়ার জন্য !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৩০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০০

খায়রুল আহসান বলেছেন: এমন প্রতিউত্তর পেয়ে আমিও মুগ্ধ! ধন্যবাদ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: ফিরতি মন্তব্যে আপনাকেও অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন অশেষ । :)

৩১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:০০

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: চমৎকার।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.