নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
আসক্ত এক দৃশ্যের মুখোমুখি- আষ্টেপৃষ্ঠ অদ্ভুত অলংক্রিয়া, নিরপরাধ। নীরবতার শীতল শুভ্র বরফ গলে গলে পড়ছে চারপাশ জুড়ে । মৃত্তিকা নিজস্ব নীরবতা ভেঙ্গে উঠে দাঁড়ালো, সে আঁকলো আপন অবয়বে অজস্র মুখশশী মানব রূপ, চন্দ্র ঠেলে দিলো দেহগুলোয় একগুচ্ছ সোনালি কিরণ । আলো সংগোপন করে দেহগুলো যেন সাজলো রাত্রির পূর্ণাঙ্গ জ্যোৎস্নায় । পায়ের শিকল বন্ধনী ছিঁড়ে বাদ্যযন্ত্র সকল বেরিয়ে আসলো মৃত্তিকার দীর্ঘায়িত ফাটল আঁচড়ে । দৃশ্যমান- সুশৃঙ্খল দীর্ঘ বৃত্তান্ত- ধুলো মানব এবং ধুলো বাদ্যযন্ত্রের !
প্রথম নীরবতা এখনো ভাঙ্গে নি, এই নীরবকে সঙ্গী করে এতো আয়োজন হলো, যেন বহুদূর কোথাও শোরগোলের রাজ্যকে বেঁধে রেখে লুন্ঠন করা হয়েছে চির নিস্তব্ধকে ! থমকে আছে সবকিছু, কঠিনতর থেকে কঠিনতর । ধূলো মানব এক পা সামনে এগিয়ে উঁচুতে সমর্পণ করে রেখেছে, এ যেন অপেক্ষা হাত থেকে কোন শাদা রূমালের পতনে । ধুম ধুম... ধুম ধুম ! অতি সূক্ষ্ম মোহনীয়তায় ধীরে ধীরে দেহগুলো তাদের দোলাচ্ছে, ঠিক মিলিয়ে বাদ্য যন্ত্রের সুরের বিন্দু বিন্দু প্রতিটি ঝংকারের সাথে । দেহের সমগ্র ভাঁজে ভাঁজে সুগঠিত নৃত্য খেলা করছে !
মৃত্তিকার হৃদয় সুখে কাঁদছে, ধীরে ধীরে নৃত্যের বেগ বাড়ছে, দেহ বেয়ে ঝরছে ছাই রঙের জল । এ যেন মৃত্তিকা বহু শতাব্দী পর সময়কে কবজা করে উঠে দাঁড়িয়েছে, সে ইতিহাস জিজ্ঞেস করার সুযোগ এখনো হয়ে উঠে নি । আমি ছিলাম অধরা তাই তারা বেঁধে রেখেছে আমায় তাদের রাজ সিংহাসনে। উপভোগের কেন্দ্র বিন্দু শুধুই আমি । কর্ণের প্রতিটি শব্দ তরঙ্গের সাথে তাদের মোহনীয় নৃত্যের সুখ খেলা করে যাচ্ছে । আহা ! এমন সুখ কোথা থেকে আসছে, তারা কীভাবে এতো সঠিকভাবে সুখ দিতে পারে, যেখানে এক বিন্দু ঘোলা জল নেই ! আমি থাকতে চাই এখানে, আমি এখানেই থাকতে চাই, এভাবে বন্দি হয়ে অজস্রকাল ! আমাকে কেঁড়ে নেওয়ার রং কে আমি চিরতরে ভুলে যেতে চাই । হে মৃত্তিকা ! আমায় আপন করো তোমাদের সুখের অঙ্গে, তোমাদের এই নৃত্যাসরে, তোমাদের এই বিনম্র ছন্দের কোলাহলে....
খুলে যাচ্ছে আমার সকল বাঁধন ! না, না... খুলে যেও না হে বাঁধন, করুণা করো আমায়, আমি চাই না যেতে এই মায়া পূর্ণিমার যত্ন ফেলে ।করুণার তোয়াক্কা হয় নি, একে একে সকল বাঁধন খুলে শূন্যে ভাসিয়ে দিলো ওরা আমায় । তারা গহীন বুক উজাড় করে তাদের শেষতক সুখের যন্ত্রণা আমায় দিতে লাগলো, আমি চক্ষু প্রসারিত করে দু'হাত ঠেলে দিয়ে কপালের ভাঁজ খুলে উপভোগ করতে লাগলাম প্রাণময় এক অজানা বিস্তৃত উদ্যান ! আমি অনুভব করছি আমার দেহের প্রতিটি আস্তরণ খুলে পড়ে যাচ্ছে, সেখানে কোন হাড় নেই, নেই কোন খুলি, নেই কোন চামড়া আবৃত মসৃণতা, আছে শুধু ধূলার মৃত্তিকা । আমি মৃত্তিকার স্তূপ হয়ে সম্পূর্ণ আঁচড়ে পড়লাম শূন্যের এক অমীমাংসিত পেয়ালায় । চূর্ণ হয়ে রইলো আমার দেহের প্রতিটি সুখ ।
ওরা আমার স্তূপে খুঁড়ে খুঁড়ে কী যেন খুঁজেছিল, ওরা পেয়েছিলো একমুঠো কালো রং । ওরা বিস্বাদী যন্ত্রণায় তা বহুদূর ছুঁড়ে ফেলে দিলো, কান্নার জল গায়ে মেখে ওরা আবারও নিমজ্জিত হলো ওদের আদিম সজ্জায়, অজস্র অপেক্ষায় । ওরা পায় নি ঠিকানা খুঁজে আমার এ দেহে, ওরা খোঁজ করেছিলো একমুঠো সোনালী বর্ণের...
**একটি 'কল্পনাপ্রধান পাঠ' রচনা !
কিছু শব্দার্থঃ আষ্ঠেপৃষ্ঠ- সারা দেহ জুড়ে । অলংক্রিয়া- অলংকরণ বা সাজানো । মুখশশী- চাঁদের মত সুন্দর মুখ ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯
নেক্সাস বলেছেন: শশীমুখ হলে ভাল হতনা।
পাঠ রচনা ভাল লেগেছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: শব্দটা মুখশশী জানি । উল্টো করে কখনো ভাবা হয় নি । তবে মনে হচ্ছে উল্টোতে পাঠ সুন্দর !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫
মুসাফির নামা বলেছেন: আগেও আপনার এমন লেখা পড়েছি। অপূর্ব সব শব্দে বাক্যের ঝংকার শিল্পের মতো লাগে।++++
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমার পক্ষে পাঠোদ্ধার সম্ভব হয়নি। তাই কোনো মন্তব্য করতে পারছিনা।
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: তাই তো বলেছি 'কল্পনাপ্রধান পাঠ' । পড়ার সাথে সাথে কল্পনাও যেতে হবে তাহলে কিছু একটা পাওয়া যেতে পারে !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হোক কল্পনাপ্রধান তবুও পাঠকরাও একটা আনকোরা কল্প জগতে বিচরন করতে পারছে। মাটি থেকে মানুষ। মাটির মোহ মানুষের মনে। মাটির মায়ায় আচ্ছন্ন মন মাটি ছেড়ে শূণ্যে যেতে একান্ত অনিচ্ছুক। গঠন প্রকৃতি শব্দচয়ন সর্বোপরি শব্দ গঠনে শৈল্পিকতা পাঠক মনকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট অবদান রেখেছে বলে আমি মনে করছি। ধন্যবাদ।।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার সুন্দর বিস্তর মন্তব্যে অনেক ভাল লাগলো ।
আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮
ফিনিক্স (1) বলেছেন: অল্প কিছু মুগ্ধতা রেখে গেলাম দাদু ভাই
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: অল্প কিছু মুগ্ধতায়ও চলবে ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২
আবু শাকিল বলেছেন: লেখায় শব্দের খেলা দেখলাম
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫
হাসান মাহবুব বলেছেন: সাইকেডেলিক ভাবনা বিলাস।
নীরবতার শীতল শুভ্র বরফ গলে গলে পড়ছে চারপাশ জুড়ে ।
চমৎকার ভিজ্যুয়াল। পুরো লেখাটাই।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১০| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
সুমন কর বলেছেন: কঠিন, বুঝি নাই....পরে...!
লাইনগুলো সুন্দর। তবে মাথা কাজ করে না....
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: হুম ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
আমিই মিসির আলী বলেছেন:
ওরা আমার স্তূপে খুঁড়ে খুঁড়ে কী যেন খুঁজেছিল, ওরা পেয়েছিলো একমুঠো কালো রং । ওরা বিস্বাদী যন্ত্রণায় তা বহুদূর ছুঁড়ে ফেলে দিলো, কান্নার জল গায়ে মেখে ওরা আবারও নিমজ্জিত হলো ওদের আদিম সজ্জায়, অজস্র অপেক্ষায় । ওরা পায় নি ঠিকানা খুঁজে আমার এ দেহে, ওরা খোঁজ করেছিলো একমুঠো সোনালী বর্ণের...
ইটালিক হর্ফে না দিলে ভালো হইতো।
লেখার কথাগুলো অসাধারণ।
+ রইলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:১১
কথাকথিকেথিকথন বলেছেন: আমি তো আরো ভাবী এই টাইপের লেখা ইটালিকে ভালো লাগে বেশি !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩
সায়ান তানভি বলেছেন: অন্যরকম, ভালো লেগেছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:১১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭
আরণ্যক রাখাল বলেছেন: কতটুকু বুঝেছি জানি না, কিন্তু পড়তে ভালো লেগেছে
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:১২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অামার মাথায়ও তো কিছু ঢুকলো না!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: মানুষ হিসেবে আমরা মানুষের বৈশিষ্টের সাথে কতটুকু সাদৃশ্য ? যত আনন্দ এবং সুখে থাকি না কেন হৃদয়ে কালো জগতের একটা লেপন থেকেই যায় । তাই মৃত্তিকা স্বয়ং পরীক্ষা করেছে এবং হতাশ হয়েছে । পেয়েছে একমুঠো কালো রং ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪০
শাহিদা খানম তানিয়া বলেছেন: ইস! কি সুন্দর লিখনী!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৮
তাসলিমা আক্তার বলেছেন: ঈশ্বর গুপ্তের লেখা পড়ে যতটুকু আনন্দ, এই লেখাপাঠে আনন্দ তার কাছাকাছি। আগাগোড়া সুখপাঠ্য।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার লিখন শৈলীর প্রশংসা করতেই হয়।
ধন্যবাদ কথাকথিকেথিকথন।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
রূপান্তর সংক্রান্ত সুন্দর লেখা , যেখানে শব্দ ও বাক্যের রূপালঙ্কারও ঘটেছে একই সাথে ।
আসলে মাটিতেই জন্ম আর মিশে যাওয়া মাটিতেই ................
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: তাই মাটিকে করা চাই খাঁটি, নয়তো মাটিকে জবাব দেয়ার কিছু থাকবে না..
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪
শামছুল ইসলাম বলেছেন: শব্দের মুন্সিয়ানায় মুগ্ধ হয়েছি। তবে ভাবটা বুঝতে পারিনি।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: মানুষ মাটির পুতুল ন্যায় । তার সাথে মানুষ হিসেবে আমাদের সাদৃশ্য কতটুকু থাকে ? মাটি কী খোঁজে মানুষের মধ্যে ? নিশ্চয় সুন্দর বৈশিষ্ট।
তাই লেখায় দেখিয়েছি মৃত্তিকা স্বয়ং এসে যদি আমাদের খুঁড়ে দেখে এবং পায় পাপ তবে মৃত্তিকা হতাশ হয়ে বিদায় নেয় । প্রথমে বলেছি মৃত্তিকার আচরণলব্ধ হলে আমাদের জীবন কতটা সুখ পায় তার উদাহরণ, পরে দেখিয়েছে এমন সুখ আমাদের পাওয়ার কতটুকু অধিকার আছে এবং মৃত্তিকার হতাশার ত্যাগ !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২
আলোরিকা বলেছেন: কঠিন কিন্তু সুখপাঠ্য ! আবৃত্তি করতে ভাল লেগেছে , আবহ সংগীত থাকলে আর ভাল হত
ব্যাক গ্রাউন্ডে কেমন একটা দ্রিম দ্রিম আওয়াজ শুনতে পেলাম ।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: তেমন আয়োজন হলে তো বেশ ভালই হতো !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪
জুন বলেছেন: আপনার সাথে এক কল্পনার জগতে পরিভ্রমন করে আসলাম কথাকথকেথিকথন । আপনার নামের মতই শব্দের খেলায় মুগ্ধ ।
+
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো
ধন্যবাদ,ভাল থাকুন।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
আপনিও ভাল থাকুন ।
২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শব্দার্থগুলো দৃষ্টি কাড়লো
শশীবদন হলে কেমন হতো ভাবছি
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ।
'শশীবদন' শব্দটা রম্য ধাঁচে চলে যায় বৈকি !!!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি এই চারবার পড়ার পর মন্তব্য করছি।
শব্দগুলো যন্ত্রণা করে।
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: জনাব রূপক বিধৌত সাধু এবং জনাব শামছুল ইসলাম এর প্রতিউত্তরে কিছুটা ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছি ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬
তৌফিক মাসুদ বলেছেন: এ ধরনের লেখা অনেক দিন পরে পড়লাম।
শুভকামনা রইল।
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
আপনার জন্য রইলো শুভ কামনা ।
২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: খুব ভাল লেগেছে।ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯
রাজসোহান বলেছেন: চমৎকার দৃশ্যায়ণ! প্লাস!
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৭
কালনী নদী বলেছেন: প্রিয়তে তুলে রাখলাম, প্রতিদিন একবার করে পড়লে বাংলাতে আমার যা সমস্যা আছে তার অর্ধেকটা দূর হয়ে যাবে! ইনশাহআল্লাহ
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার শেখার আকাঙ্ক্ষা দেখে ভালো লাগলো । তবে এর থেকেও আরো অনেক অনেক ভাল সাহিত্য কর্ম আছে, ওখান থেকে আপনি আরো ভাল শিখতে পারবেন বলে মনে করি ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৭
বিজন রয় বলেছেন: মৃত্তানৃত্য... মানে কি?
মৃতে... নৃত্য?
মৃতে উন্মত্ত নৃত্য?
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: 'মৃত্তানৃত্য' বলে কোন শব্দ আছে বলে জানা নেই । 'মৃত্তিকার নিত্য'কে 'মৃত্তানৃত্য' বলেছি, (আপনার ধারণাও আক্ষরিক অর্থে মিলে যায়) । নিজেরই তৈরী শব্দ !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৩০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
মনিরা সুলতানা বলেছেন: ভাগ্যিস আগেই মন্তব্য প্রতিউত্তর দেখে নিয়েছিলাম
লেখায় মুগ্ধতা
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: লেখার শেষে কিছু নোট দিয়ে অর্থ তুলে ধরাটা ভাল লেগেছে। +++
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৩২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯
নীলপরি বলেছেন: 'কল্পনাপ্রধান পাঠ' উপভোগ করলাম । ++
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫
উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো লেগেছে।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৩৪| ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৩৩
গেম চেঞ্জার বলেছেন: বাপরে!!!
০১ লা মে, ২০১৬ রাত ১০:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: হুম ! ওরে বাপরে ! হা হা
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
মানুষ শুধুই কর্ম বোঝে মন বোঝে না। বীর ভোগ্যা বসুন্ধরা!
২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: কর্মের সাথে মনকেও বোঝা জরুরী । এতে দুই কূলই রক্ষে হয় !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
শুভ কামনা অশেষ ।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে।