নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

জলে গড়া প্রেম ।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪



জল পাড়ি দিতে দিতে পৌঁছালাম সীমানার বাইরে । বিস্তৃত আকাশের ছায়া সেখানেও আছে- নীল আছে, সাদাকালো মুখোশধারী জলও আছে, ভেসে বেড়ায় আলোকভেদ্য নীলের বুকে। জল বলে আকাশটা বেঁচে আছে আমাকে চুষে, আকাশ বলে তাদের ঋণ আমি পরিশোধ করে দেই ! থাক তাদের এই অভিমান। এক যন্ত্রণায় সমুদ্র আমাকে আপ্যায়ন পাঠিয়েছিল বৃষ্টিকে দিয়ে, সেই রাত্রিতে অবিরত বৃষ্টিকে আমি দেহে গ্রহণ করছিলাম। অঝরধারার প্রতিটি ফোঁটায় অনুভব করেছিলাম সমুদ্রের বিনম্র ভালোবাসা, লোমকূপগুলো খুব সজাগ থেকে জানান দিচ্ছিলো আমায়। সেই থেকে প্রেম হয়ে গিয়েছিলো সমুদ্রের সাথে আমার, সে প্রেম ছিলো শুধু অনুভবে, গভীর, বসবাস হৃদয়ের গহীনে। দিনরাত ভেবেছি, আবেগে কেঁদেছি, আমার সেই প্রিয়তম সমুদ্রকে চাই ! তাকে দিয়ে আমি আবেগকে ভালোবাসবো, সুখের জনম কিনবো, ব্যাথাহীন যন্ত্রণা ধারণ করবো...

দীর্ঘ আকাশ পাড়ি দিয়ে এসেছি এই সীমানার বাইরে, প্রিয়তম সমুদ্রের আঙিনার খুব নিকটে । চারপাশে জল দিয়ে ঘেরা, সাজানো বাস্তব জলরঙ্গের সকল চিত্রকর্মে । গহীনে বুকে হঠাৎ এসে পড়লো একটি সপ্তক ঝরনা, সে অবিরত নেমে যাচ্ছে গভীরে, চারপাশের জলগুলোকে নিচ্ছে খেয়ে আপন মনে। আমি আমার প্রেমের ভেলা সঙ্গে করে নিমজ্জিত হলাম তার বহমান নিমগ্ন বুকে অথবা সে আমায় টেনে নিয়েছিলো আমি না করতে পারি নি । পাড়ি দিচ্ছিলাম সুগঠিত যত্নের একটি অধ্যায়, জল তরঙ্গের প্রতিটি শীতল ফোঁটায় সিক্ত হচ্ছে হৃদয়ের প্রতিটি প্রেমাসক্ত কোণ । মনে পড়ছে ফেলে আসা অতীতদের কথা, তারা আমায় এতো গভীরে ধারণ করে নি, এভাবে অনুভব করে নি, হৃদয়ে এমন করে পৌঁছাতে পারে নি, দিতে পারে নি আমায় শর্তহীন বিশুদ্ধ স্বাধীনতা।

জলের শত শত বিরামহীন রুপালি পর্দা গায়ে মেখে নিমগ্নে সফল এক যাত্রা করছি। অতঃপর পশ্চাতে ঝরনা ধীরে ধীরে মিলিয়ে গেলে জলের লালগালিচায় আমি হলাম অর্পিত । এ জগতের ইতিহাস আমার জানা নেই, জলের গহীনে জলই যেন হেরে গেল ! জল দিয়ে গড়া অনন্য এক অনুভব, আছে জল দিয়ে বানানো পর্বত, আকাশ, অরণ্য, বিস্তর জমিন, ঘর, পাখি, ফুল... প্রতি পরতে পরতে জলের অঙ্কিত ছোঁয়া, যেন স্পর্শেই যাবে গলে । আমি বিস্মিত হয়ে শুধু এগিয়ে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি ! অজানা কোন ঠিকানায় ? মন চাইছে তবে থাক না ঠিকানা অজানা ! জলের আকাশে একঝাঁক পাখি মিষ্টি সুরে ডাকছে, চারপাশ জুড়ে ফুলের বাহারি বাগান তরতাজা সুগন্ধি ছড়িয়ে দিচ্ছে। অতি সূক্ষ্ম মনকাড়া কারুকার্যের ছোট্ট ছোট্ট ঘরগুলোতে জলেরা বাস করে তাদের প্রিয়জনদের নিয়ে । আমাকে তারা স্বাগত জানাচ্ছে সুশ্রী স্নিগ্ধ হাসিতে । আমি কীভাবে তা গ্রহণ করবো ? জানা নেই, শুধু নিক্ষেপ করছি অপার বিস্মিত দৃষ্টি!

হঠাৎ থমকে দাঁড়ালাম । চোখের কার্ণিশে পড়লো সুবিশাল এবং সুপ্রতিভ এক প্রাসাদ, স্বচ্ছ জলের পর্দা ভেদ করে দৃষ্টির অপারগ সৌন্দর্য নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে ! প্রাসাদকে ঘিরে নেই কোন নিরাপত্তা বেষ্টনী, নেই কোন প্রহরী ! চারপাশ জুড়ে পাখিরা, ফুলেরা, জলেরা প্রিয়তম সমুদ্রের গান গাইছে । হঠাৎ আমার মনে পড়লো, হায় আমি তো প্রিয়তমের বাড়ি চলে এসেছি ! কী নিয়ে এসেছি, কী নিয়ে এসেছি প্রিয়তমকে দেয়ার জন্য ? শরীরের জামায় খুঁজতে লাগলাম, বের করে আনলাম গোলাপ আকৃতির একমাত্র হৃদয় । আমি এগিয়ে যাচ্ছি এক'পা দু'পা করে, প্রিয়তম সমুদ্র কী জানে ফিরিয়ে না দেয়ার এক আকাশসম ইচ্ছে নিয়ে এসেছি আমি তার সান্নিধ্যে ?

অনুভবে অনুভবে.. ঝঙ্কার তুলে যাচ্ছে ভালোবাসার আগ্রাসী ঢেউ, যেন প্রিয়তম সমুদ্র হয়ে গেছে আমার ! আমি ভেসে ভেসে যাচ্ছি প্রাসাদের দিকে, প্রাসাদের দরজা খুলে গেল । মনের অজান্তে নিরলস চক্ষুদ্বয়ের পাতা গেল পড়ে , হয়তো সহ্য করতে পারবো না প্রিয়তমের সৌন্দর্যের প্রেম ! হৃদয়ের নয়ন মেলে আমি গোলাপ আকৃতির হৃদয়টাকে এগিয়ে দিয়ে বলছি- প্রিয় সমুদ্র, তুমি কী আমায় প্রেম দিবে ?

উত্তরের ইতিহাস আমি আর জানতে পারি নি, শুধু অনুভব করছি, একটি জলের হৃদয় জড়িয়ে আছে নিঃশ্বাসে....


একটি 'কল্পনাপ্রধান পাঠ' রচনা ।

ছবি কৃতজ্ঞতা- সংগৃহীত থেকে ।

বাংলা নববর্ষের শীতল শুভেচ্ছা !

মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৮

সুমন কর বলেছেন: আপনি এগিয়ে যান এক'পা দু'পা করে.... !:#P

'কল্পনাপ্রধান পাঠ' ভালো লাগল।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা !ঠিক আছে আগাচ্ছি !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
montromugdhokor!
noboborsher shuveccha, Kethi.

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করলাম ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১০

কালনী নদী বলেছেন: দাকালো মুখোশধারী জলও আছে! উফফ জলও মুখোশ পরে! বারাবরের মতন অনেক সুন্দর তবে এবার শব্দের ব্যবহার আগের থেকে অনেক সহজে নেমে আসছে। ++++++
নববর্ষের শোভেচ্ছা রইল আপনাকেও।

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: আকাশে ভেসে বেড়ানো মেঘদলকে মুখোশপরা জল বলেছি !!

সহজ লেখা সহজ নয় তাই লেখা কঠিন হয়ে যায় । এবারেরটা সহজ হয়েছে জেনে ভাল লাগলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

কালনী নদী বলেছেন: আকাশে ভেসে বেড়ানো মেঘদলকে মুখোশপরা জল বলেছি !!
বাহঃ অনেক সুন্দর! আসলেই আপনি শব্দের কারিগড়। সুনিপন শিল্পি।

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ফিরতি মন্তব্যে ভাললাগা রইলো অনেক ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: বাংলা নববর্ষের ফুটাইনা পানির গরম শুভেচ্ছা

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । তাই তো শীতলের শুভেচ্ছা বলেছি, একটু শুনেও যদি শরীর শীতল হয় ! আপনি তো দেখি গরম আরো বাড়াইয়া দিলেন !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

তাসলিমা আক্তার বলেছেন: প্রবল ব্যস্ততার কারনে উপস্থিতিতে দেরি হয়ে গেলো। কল্পনা প্রধান লেখা মন ভরিয়ে দিল।

আপনাকেও স্নিগ্ধ শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: সময় হাতে থাকলে আসবেন । না হয় আসতে হবে এমন কোন শর্ত নেই। তাই এভাবে না বললেও হয় ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




জলের মতো আপন আর কেউ নেই ।
জলের মতো পেলব, কোমল, স্বচ্ছ আর কি আছে? কার আছে তারই মতো বুকের ভেতরে একাধারে উষ্ণ ওম আর শীতলতা, তারই মতো কঠিন বরফ হৃদয় ! নেই । জলের মতো আর কেউ নেই ।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:

জলের মত নেই কেউ, কঠিন তারল্যে, উষ্ণ, শীতলে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫

হাসান মাহবুব বলেছেন: প্রিয় সমুদ্র, তুমি কি আমায় প্রেম দিবে ?

অতল গহীনে ডুবে গেলাম...

শুভেচ্ছা।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনাকেও অনেক শুভেচ্ছা । :)

৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮

শামছুল ইসলাম বলেছেন: এই প্রচন্ড গরমে শীতল শুভেচ্ছা সেই দিতে পারে,
জল নিয়ে এমন সুন্দর কাব্য যে লিখতে পারে !!!

ভাললাগার পায়রারা আজ ডানা মেলেছিল, ছন্দে ছন্দেঃ

১।
//কী নিয়ে এসেছি, কী নিয়ে এসেছি প্রিয়তমকে দেয়ার জন্য ? শরীরের জামায় খুঁজতে লাগলাম, বের করে আনলাম গোলাপ আকৃতির একমাত্র হৃদয় । আমি এগিয়ে যাচ্ছি এক'পা দু'পা করে, প্রিয়তম সমুদ্র কী জানে ফিরিয়ে না দেয়ার এক আকাশসম ইচ্ছে নিয়ে এসেছি আমি তার সান্নিধ্যে ? //

২।
//মনের অজান্তে নিরলস চক্ষুদ্বয়ের পাতা গেল পড়ে , হয়তো সহ্য করতে পারবো না প্রিয়তমের সৌন্দর্যের প্রেম ! হৃদয়ের নয়ন মেলে আমি গোলাপ আকৃতির হৃদয়টাকে এগিয়ে দিয়ে বলছি- প্রিয় সমুদ্র, তুমি কী আমায় প্রেম দিবে ? //

৩।
//উত্তরের ইতিহাস আমি আর জানতে পারি নি, শুধু অনুভব করছি, একটি জলের হৃদয় জড়িয়ে আছে নিঃশ্বাসে....//

সেই নিঃশ্বাসের শীতল পরশ ছড়িয়ে আছে সারা লেখা জুড়ে।

ভাল থাকুন। সবসময়।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার বিশ্লেষণে আপ্লুত । অনেক ভাল লাগলো মন্তব্যে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনিও ভাল থাকুন সবসময়। :)

১০| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭

জুন বলেছেন: একটি 'কল্পনাপ্রধান ' রচনা পড়ে অনেক ভালোলাগা কথাকেথি।
+

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো। অনেক।

অনেক শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। অনেক।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১

কথাকথিকেথিকথন বলেছেন: ধধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার জন্যও শুভ কামনা রইলো । ভাল থাকুন অনেক । :)

১২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

নেক্সাস বলেছেন: প্রিয় সমুদ্র, তুমি কি আমায় প্রেম দিবে
বেশ লাগলো

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

কল্লোল আবেদীন বলেছেন:





চমৎকার গদ্য কাব্য।

১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২

বিজন রয় বলেছেন: হৃদয় জলের মতো কিংবা জল হৃদয়ের.........

ভাললাগা রইল।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার!!!

(আপনার খবর সবর কী?)

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: এই তো চলছে । লাইফ ইজ গুয়িং অন ওইদাউট এনি কনফিউশন !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)


১৭| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এটা বেশ ভালো লেগেছে। পড়তে পড়তে নিজেই কল্পনার রাজ্যে হারিয়ে গিয়েছি।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.