নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

এখানে কোন রঙ নেই, রঙ্গ নেই !

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৩



চারপাশ নিমজ্জিত- যেন নেই কোন দ্যুতি, অথবা নেই কোন আঁধার ! বিশ্বাসের কীলকে ঝুলে আছে অবিশ্বাসের নিথর দেহ, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মাংসাশী পিঁপড়ের দল- লোমকূপ থেকে হৃদপিণ্ড। তারকাঁটায় ঝুলে ঝুলে চলা পিঁপড়েগুলোর বিষাক্ত চোয়াল হয়েছে যেন আরও ক্রুদ্ধধার । দেহের চামড়া, মাংসপিণ্ড দেহ কাঁপিয়ে আসছে ছিঁড়ে মুখের রসাল লালায় । এই বিশুদ্ধ নগরীতে আছে জলছবি , ফোঁটা ফোঁটা জল গড়েছে সাগর, ঝরনা নিদারুণ- শুধু যায় শ্রবণ করা তাদের কথপোকথন, বয়ে চলা ঝিকিমিকি সুর । যদিও কেউ তাদের অস্তিত্বের সাক্ষ্য দেয় নি, যায় নি ওদের দেখা কখনো । বিরহী রঙয়ের বাজপাখিগুলো ধূসর কক্ষপথের বুকে ডানা ঝাপটায় - ওদের বুকভরা স্বপ্ন, একদিন ওরাও ডাকবে কন্ঠস্বরের অস্তিত্ব খুলে । পত্রপল্লবের শরীরে চিকন রেখাগুলো এঁকেছে ঠিকানাহীন চিঠি , এভাবে ওরা নিজেদের ঝরিয়ে দেয় বয়ে চলা শুকনো বাতাসের দিকহারা অন্তহীন পথে । এ নগরী করে না কাউকে ঋণী, দায়হীন হয়ে সকলে চিরনিদ্রায় পতিত হয় জেগে উঠা রঙহীন মৃত্তিকার নিঃস্বার্থ বুকে । আধিপত্যহীন স্বতন্ত্র এই সাম্রাজ্যে আপনালয় বলে নেই কোন কিছুর অস্তিত্ব- প্রতিটি পদধূলি আপন হয়ে আলিঙ্গন যত্রতত্র ! কান্না- হাসির যৌথ অনুভবের নেই কোন হানাহানি, যে হয়েছে যার আপন মনে- মালিকানা দাবিতে মূল্য ওদের বরাবর ! সুখী হওয়ার মাপকাঠির হয়েছে ঘৃণাতে প্রেম । নগরীর যত ঘৃণা, মরে কুরে কুরে অবিশ্বাসের দেহে ।এবং পিপাসু পিঁপড়ার দল খায় ছিঁড়ে ছিঁড়ে পচনশীল ভালোবাসা ।

অতিকায় প্রাচীন গন্ধমাখা শরীরের গল্প যখন হয়েছে এতটুকু, হলাম আমি মুগ্ধ । এই রঙহীন নগরী আছে কোথায় ? যেতে চাই আমি সেখানে ! কাটিয়ে দিতে চাই অনন্তকাল নীরবে, নিঃসংশয়ে । বড্ড ক্লান্ত আজ এই রঙ্গময় নগরীর রঙিন ধাঁধায় ! ওরা বলে এটা, এরা বলে সেটা; ওরা বলে এদিক এরা বলে ওদিক । চারপাশ জুড়ে দুঃখ সুখের কাণ্ডারি, প্রেম-হৃদয়ের আগ্নেয়গিরি ! কতশত রহস্য, জৈবিক আখ্যা- ব্যাখ্যা, মনঃসংযোগের অপেক্ষা ! ক্ষণে ক্ষণে রঙের রূপ অদলবদল, ধোঁয়াশার দুঃখে হচ্ছে নিত্যি সময়ের অপমৃত্যু, বিমুখ রাতকে সাক্ষী রেখে কতশত দুঃখের পুনর্বাসন, পাপের ভূমিষ্ট । নিয়ে যাও মোরে ওই রঙহীন নগরীতে, রঙের প্রয়োজনীয়তা গেছে ফুরিয়ে- হয়েছে বহুকাল । রঙহীন নগরী তো দিয়েছে কথা- কোথাও নেই অবিশ্বাস !



ছবি- নেট কৃতজ্ঞতা ।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: কান্না- হাসির যৌথ অনুভবের নেই কোন হানাহানি
ভাল লিখেছেন।

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল । :)

২| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ২:২৩

কল্লোল পথিক বলেছেন: অতিকায় প্রাচীন গন্ধমাখা শরীরের গল্প যখন হয়েছে এতটুকু, হলাম আমি মুগ্ধ । এই রঙহীন নগরী আছে কোথায় ? যেতে চাই আমি সেখানে ! কাটিয়ে দিতে চাই অনন্তকাল নীরবে, নিঃসংশয়ে । বড্ড ক্লান্ত আজ এই রঙ্গময় নগরীর রঙিন ধাঁধায় ! ওরা বলে এটা, এরা বলে সেটা; ওরা বলে এদিক এরা বলে ওদিক । চারপাশ জুড়ে দুঃখ সুখের কাণ্ডারি, প্রেম-হৃদয়ের আগ্নেয়গিরি ! কতশত রহস্য, জৈবিক আখ্যা- ব্যাখ্যা, মনঃসংযোগের অপেক্ষা ! ক্ষণে ক্ষণে রঙের রূপ অদলবদল, ধোঁয়াশার দুঃখে হচ্ছে নিত্যি সময়ের অপমৃত্যু, বিমুখ রাতকে সাক্ষী রেখে কতশত দুঃখের পুনর্বাসন, পাপের ভূমিষ্ট ।


অসাধারন গদ্য কবিতা।

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতগজ্ঞতা রইলো । :)

৩| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দারুণ লিখেছেন।
ধন্যবাদ কথাকথিকেথিকথন।

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল । :)

৪| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪

বিজন রয় বলেছেন: মাথার উপর দিয়ে গেল!!
জটিল।

১৩ ই জুন, ২০১৬ রাত ৯:২২

কথাকথিকেথিকথন বলেছেন:


আমাদের মধ্যে যদি দেয়া নেয়া, বিশ্বাস অবিশ্বাস, প্রেম বিচ্ছেদ, ভালবাসা ঘৃণা এসবের মত রঙগুলো না থাকতো তাহলে আমাদের এই নগরীটা কেমন হতো ! পুরোপুরি রঙহীন নগরী হয়ে যেত । প্রথম প্যারায় সেই রঙহীন নগরীর একটা কাল্পনিক বর্ণনা করেছি । আর দ্বিতীয় প্যারায় তেমন একটি নগরীতে যাওয়ার আকাংক্ষা ব্যাক্ত করেছি । কারণ আমাদের এই রঙিন নগরীতে সারাক্ষণ চলে রঙ বদলের খেলা । কখনো বিশ্বাস, কখনো অবিশ্বাস, কখনো প্রেম, কখনো ঘৃণা.... ! এমন ছলনার নগরী থেকে নিশ্চয় সেই রঙহীন নগরীটাই ভালো ! তাই ওখানে গিয়ে সকল অনুভূতির উর্ধে বসবাস করা যাবে, সকল অনুভবের সমান মূল্য থাকবে, অবিশ্বাস বলে কিছু থাকবে না !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৫| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: এতো কঠিন কেন?...........হাহহাহহাহা

বাক্যগুলো চমৎকার হয়েছে।

১৩ ই জুন, ২০১৬ রাত ৯:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:

হা হা হা ! সহজের পাশাপাশি কঠিনটাও তো থাকা জরুরী । না হয় সহজের মাপকাঠি কী হবে ? !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৬| ১৪ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৩

হাসান মাহবুব বলেছেন: থিমটা ভালো। আপনি মুক্তগদ্য ছাড়াও গল্প লিখতে পারেন কিন্তু।

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: গল্প লেখাটা আমার কাছে অনেক বড় বিষয় মনে হয় । থিম থেকে শুরু করে সমাপ্ত পর্যন্ত কত যে কারুকার্য করতে হয় ! তবুও ভাবছি গল্প লিখার কথা, দেখা যাক কতটুকু আঘাতে পারি !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৭| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৮

মাদিহা মৌ বলেছেন: ভালো লাগলো

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৮| ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১২

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




আসলেই রঙহীন এক নগরীকে নিজের মনের মাধুরী মিশিয়ে রঙিন করে তোলা যায় । রঙহীন সেই নগরীতে অবিশ্বাস তার রঙ ছড়াতে পারেনা !


আর -- "রঙের প্রয়োজনীয়তা গেছে পুরিয়ে- হয়েছে বহুকাল " । এখানে "পুরিয়ে" শব্দটি কি " ফুরিয়ে " হবে ? নাকি " ফুলফিল " বোঝাতে চেয়েছেন ? প্রয়োজনীয়তা ফুলফিল হয়ে গেছে ? তা হলে "পুরিয়ে" না হয়ে
"রঙের প্রয়োজনীয়তা গেছে পুরে- হয়েছে বহুকাল" হওয়ার কথা ।

শুভেচ্ছান্তে ।

১৪ ই জুন, ২০১৬ রাত ৮:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:

খুব সুন্দর বলেছেন । রঙহীন পাতায় অবিশ্বাস ব্যাতিরেকে সবকিছুই নিজের মত দেয়া যায়, আপন রঙ্গে রঙিন !

দুঃখিত । 'ফুরিয়ে' এই হবে, প্রয়োজন নেই অর্থে ব্যবহার করেছি তাই ফুরিয়ে টা সঠিক । ভুল ঠিক করে নিয়েছি । অনেক ধন্যবাদ মনযোগী পাঠে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৯| ১৪ ই জুন, ২০১৬ রাত ৮:৪৭

সাহসী সন্তান বলেছেন: আমি কি বলবো কিছুই তো বুঝতাছি না? সবই যেন মাথার উপ্রে দিয়া গেল! :(

কেমন আছেন? :P

১৪ ই জুন, ২০১৬ রাত ৯:২১

কথাকথিকেথিকথন বলেছেন:

আমাদের মধ্যে যদি দেয়া নেয়া, বিশ্বাস অবিশ্বাস, প্রেম বিচ্ছেদ, ভালবাসা ঘৃণা এসবের মত রঙগুলো না থাকতো তাহলে আমাদের এই নগরীটা কেমন হতো ! পুরোপুরি রঙহীন নগরী হয়ে যেত । প্রথম প্যারায় সেই রঙহীন নগরীর একটা কাল্পনিক বর্ণনা করেছি । আর দ্বিতীয় প্যারায় তেমন একটি নগরীতে যাওয়ার আকাংক্ষা ব্যাক্ত করেছি । কারণ আমাদের এই রঙিন নগরীতে সারাক্ষণ চলে রঙ বদলের খেলা । কখনো বিশ্বাস, কখনো অবিশ্বাস, কখনো প্রেম, কখনো ঘৃণা.... ! এমন ছলনার নগরী থেকে নিশ্চয় সেই রঙহীন নগরীটাই ভালো ! তাই ওখানে গিয়ে সকল অনুভূতির উর্ধে বসবাস করা যাবে, সকল অনুভবের সমান মূল্য থাকবে, অবিশ্বাস বলে কিছু থাকবে না !- এটুকুই ব্যাক্ত করতে চেয়েছি !

কেমন আছি ? এটা একটি বিতর্কিত প্রশ্ন । বেশিরভাগ সময় মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করে । মানুষ আসলে নিজেই জানে না বা বুঝতে পারে না সে কেমন আছে ! আমাকে কেউ কেমন আছেন জিজ্ঞেস করলেই আমি যদি উত্তরে বলি আমি ভাল আছি এরপরই যেন মনে হয় আমি আসলে ভাল নেই, আবার যদি বলি আমি ভাল নাই তখন মনে হয় যেন আমি অকৃতজ্ঞ, এই ভেবে আমার আবার ভাললাগা কাজ করে !! হা হা


ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)


১০| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:২৯

কালনী নদী বলেছেন: অসাধারণ কথামালা/ সাথের ছবিটা জঠিল হয়েছে!! +++++++

১৫ ই জুন, ২০১৬ রাত ১২:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১১| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৫২

জুন বলেছেন: বড্ড ক্লান্ত আজ এই রঙ্গময় নগরীর রঙিন ধাঁধায় ! ওরা বলে এটা, এরা বলে সেটা; ওরা বলে এদিক এরা বলে ওদিক।
ঠিক বলেছেন আমারতো মনে হয় জীবনের অসংখ্য ভুলভ্রান্তি নিয়ে কি এক শুন্যের মাঝে ঝুলে আছি শেষ পরিনতির অপেক্ষায়।
ভালোলাগলো অনেক আপনার মুক্তগদ্য। তবে বড্ড করুন।
+

১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, ভুলভ্রান্তিগুলোই মানুষকে সঠিক পথ দেখায়, আবার দূরেও ঠেলে দেয় । এটাকে একপ্রকার শিক্ষা বলা যায় ! আর শেষ পরিনতি তো সকল পার্থিব জীবনের সকল কিছুর শেষ পরীক্ষা ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১২| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৮

সাহসী সন্তান বলেছেন: আমার একটা যৎ সামান্য নিরিহ প্রশ্নের উত্তরে আপনি যেভাবে থিসিস ঝাড়লেন তাতে তো আমার মাথা আবারও হ্যাং! বাব্বাহ আপনি পারেনও বটে! আলট্রাসনোগ্রাম বা এক্সেরে করে আপনার মাথার মধ্যে দেখা দরকার ঐটার মধ্যে খালি জিলাপির প্যাচ কিনা! ;)

লেখা সম্পর্কে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না বলেই অফটপিকে জানতে চেয়েছিলাম, কেমন আছেন? আর আপনি ঝাড়লেন এক বস্তা থিসিস! কেন ভাল নেইই সেইটা কি সরাসরি বলা যেত না? আর কখনো জিগামুই না! :(

১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । ওকে ওকে সরাসরি এই বলছি । আমি ভাল আছি আলহামদুলিল্লাহ । আপনি কেমন আছেন ?

১৩| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৩

মানবী বলেছেন: অসাধারন!!

" বিরহী রঙয়ের বাজপাখিগুলো ধূসর কক্ষপথের বুকে ডানা ঝাপটায় - ওদের বুকভরা স্বপ্ন, একদিন ওরাও ডাকবে কন্ঠস্বরের অস্তিত্ব খুলে । "

- এক ঝাঁক বাজপাখি ডানা ঝাঁপটিয়ে নিজেদের অস্তিত্ব খুলে ডাকবে বলে আমরাও অধীর অপেক্ষায় তাকিয়ে আছি..। বাজপাখিদের ঘুমে ভাঙ্গেনা, ওরা জড়ের মতো পরে আছে... জেগে ওঠার সময় হয়েছে বুঝতেও পারছেনা।

আপনার লেখা কবিতার মতো গদ্যের ভাষাও অত্যন্ত শক্তিশালী! আন্তরিক ধন্যবাদ কথাকথিকেথিকথন :-)


১৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মন্তব্যে অনেক ভাল লাগলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন গদ্য কবিতা

০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল ।

শুভ কামনা সারাক্ষণ ।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

গেম চেঞ্জার বলেছেন: আপনাকে আর পাওয়া যাচ্ছে না!! কই হারিয়ে গেলেন!

০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: এই তো আছি ।

নিশ্চয় ভাল আছেন ? ভাল থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.