নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

অধরাগুলো হয়েছে আজ নক্ষত্র !

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৩



যে রঙিন আকাশ দিয়েছিলে তুমি, তাতে-
এই রাতগুলোয় হয় অজস্র নক্ষত্রের উদয় ।
দেহের পুরনো এই নিরাকার বৃত্তগুলো পাগল হয়ে,
বারণ ভেঙ্গে তাদের ধরতে ডুব দেয় কালো সমুদ্রে।
তবুও পারে না ধরতে তাদের, সেখানের দূরত্ব নাকি পূজো করে অধরার !

শুষ্ক ঠোঁটে ফুটে উঠে নীলাভ রঙের কায়া
দীর্ঘকায় সমুদ্র পেরেছে শুধু দেখাতে তার বাজেয়াপ্ত গভীরতা,
কিন্তু পারে নি অজস্র জলেও মেটাতে কারো তৃষ্ণা ।
অথচ পেরেছে ঠিকই চক্ষু বেয়ে পড়া মুক্তোর ছোট্ট ফোঁটাগুলো-
প্রলয়ঙ্কারী ইতিহাসটাকে অবলীলায় গোছাতে !

চন্দ্রালোকে যখন কোন পরিশ্রমী গাঙচিল,
রুপালি ঘোমটা দিয়ে সমুদ্রের নিশাচর ঢেউ ছিঁড়ে উড়ে যায়,
তখন তাকে বক্ষ খুলে বলতে ইচ্ছে হয় খুব,
'ওহে গাঙচিল !,
তুমি আলোর বিহঙ্গ হয়েও বিচরণ করছো-
রাত্রির আকাশে, দক্ষ শিল্পীর প্রতিচ্ছবি বয়ে ।
তবে দাও না এনে হারিয়ে যাওয়া আমার ওই নক্ষত্রগুলোকে !
তুমি পারবে, আমার বিশ্বাস !
করি নি তো তেমন কোন অন্যায় আবদার
তোমাদের তো আছে অধিকার পাড়ি দেয়ার সীমাহীন পথ !
যদি তুমি না চাও এনে দিতে আমায়,
ফের আকুতি রবে আমার-
পারো যদি তবে আমায় বানিয়ে নাও তোমার ডানার একটি ছোট্ট পালক ।

কিন্তু তাকে কিছুই পারি নি বলতে, চিৎকার করতে এখন ভয় হয় ভীষণ
আমার নাকি হয়েছিল মস্তিস্কের নিদহীন রক্তক্ষরণ
মরে গেছে বেশকিছু নিউরণ যেখানে লেখা ছিলো নক্ষত্রগুলোর অজস্র গল্প
তাদের পারি না আর আমি ডাকতে, গল্পগুলো যে এখন আমার নেই
তারা শুধুই আছে অনুভবে, দৃষ্টান্ত হয়ে অধরার নিঃসঙ্গ বুকে ।



ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


মানুষের ব্যথাতুর ব্যর্থতা সময়ের কাছে। অথচ মানুষ অতিক্রম করেছে সব কিছু। চন্দ্র, সূর্য, গ্রহ তারায় যার শাসন, যার ছড়ি এই মহাজগৎ নক্ষত্র জুড়ে যার নিঃশ্বাস ক্রমাগত ক্ষয়েছে সকল, তার কাছে মানবজাতি অসহায়, নিরুপায়। তাই তো কবির গাংচিল ডানা হতে ইচ্ছে, ঠিক রবীবাবুর সোনার তরীর মত।


কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম। শুভকামনা কবি!

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ । সবকিছুই যেন সময়ের কাছে, সময়ের সাথে সাথে সবই হারিয়ে যায় ,

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

নস্টালজিক বলেছেন: আপনার ভাবনাটা আর একটু কম কথায় প্রকাশের চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে শব্দের বুনোন আরো সুন্দর হবে, পরিমিতি বোধ আসবে। ঘোমটা- গোমটা হয়ে গেছে।

লেখা পড়ে মন্তব্য করলাম। কিছু মনে করেন নি আশা করি।

শুভেচ্ছা নিরন্তর।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: এখানে মনে করার তো কিছু নেই । একজন মনযোগী রিডারের চোখে অসঙ্গতিগুলো লেখক জানতে পারলে লেখকের জন্যই ভালো । তাছাড়া আপনি একজন ভালো লেখকও । ভেবে দেখবো আপনার পরামর্শগুলো ।

অনেক ধন্যবাদ বানান ভুল ধরিয়ে দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য ।

কৃতজ্ঞতা রইলো ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় ভাল লাগা রেখে গেলাম।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

সুমন কর বলেছেন: .......তাদের পারি না আর আমি ডাকতে, গল্পগুলো যে এখন আমার নেই
তারা শুধুই আছে অনুভবে, দৃষ্টান্ত হয়ে অধরার নিঃসঙ্গ বুকে।
-- সুন্দর হয়েছে।

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

সাহসী সন্তান বলেছেন: অনেকদিন পর পূর্বের সেই পরিচিত ঢঙের একটা কবিতা পড়লাম! অসম্ভব রকমের একটা ভাল লাগা কাজ করছিল! ব্যার্থতাকে পূঁজি করে একদিন বেরিয়ে পড়েন অতি-পরিচিত সেই গাঙচিলের খোঁজে! জানি আপনি পারবেন! ;)

চমৎকার কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: আবেগে আপ্লুত এমন মন্তব্যে ।

দেখা যাক গাঙচিল আবার কী ছলনা করে বসে !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

সাহসী সন্তান বলেছেন: ছলনা করাটা মানুষের স্বভাব জাত অভ্যাস! আমরা কেউই ছলনার বাইরে নই! তবে ব্যাপারটা হইল এক একজনের ছলনার স্ট্যাটাইলটা হয় এক এক রকম! যে সেটা ধরতে পারে সে কৃতকার্য হয়, যে পারে না সে তো পারেই না!

এবার হাতে ছাই মাখাইয়া ধরবেন, যাতে ফঁসকাইয়া যাইতে না পারে..... ;)

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: তার মানে আপনি গাঙচিলদের বলতে চাচ্ছেন মাগুর মাছ !!

৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

সাহসী সন্তান বলেছেন: সেইটাও হইতে পারে, আবার বাইন মাছও হইতে পারে! ঐযে যারা কাঁদায় থাকে অথচ গায়ে কাঁদা লাগে না! ;)

এখন কথা হইল, আমার পরামর্শ দেওয়ার দরকার পরামর্শ দিলাম! এইবার মানা না মানা আপনার ব্যাপার! তবে সাধারণত আমি কাউকে খ্রাপ পরামর্শ দিই না, এইটা সর্বজন স্বিকৃত! B-)

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: পরামর্শটা কী অভিজ্ঞতা থেকে নাকি এক্সপ্যারিয়েন্স থেকে ! (কপালে সন্দেহের ভাঁজ!!)

৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৭

সাহসী সন্তান বলেছেন: সাহসী সন্তানের ব্যাপারে আপনে এইরকম একটা ধারনা পোষণ করতে পার্লেন? /:) এইটাই হইল মাইনশের দোষ, সৎ পরামর্শ দিলেই ভাবে ব্যাপারটা হয়তো তার অভিজ্ঞতা সম্বোলিত! তয় দোষটা খালি আপনার একার না, যুগ যুগ ধইরা চইলা আসতাছে! ;)

শোনেন ফ্রিতে আর একটা! সাথে ডুমুর গাছের পাতা নিয়া যাইতে পারেন! হেই পাতা দিয়া যাইত্তা ধরলে আর ছাড়াইতে পারবো না! ;)

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । ওকে ওকে আপনারে আর দোষ দেব না । আপনার পরামর্শটা ছাই হাতে ডুমুর পাতা দিয়ে ধরে রাখলাম !!

১০| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

এডওয়ার্ড মায়া বলেছেন: স্বনামে বেনামে কত কবিতা পড়লাম ।কবিতা খুব ভাল লিখেছেন :)

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

আপনার কবিতা তো বরাবরই ভালো।

তবে এডওয়ার্ড মায়ার মন্তব্যটা কৌতুহল জাগালো ...স্বনামে..কোন নামে? হাহাহাহা

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: আমার কাছেও কৌতুহল লাগছে !

আপনাকে অনেকদিন পরে দেখে ভাল লাগছে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৪

জেন রসি বলেছেন: ভালো লেগেছে। কবিতার নামটা ইন্টারেস্টিং। নক্ষত্র অধরা হয়নি। অধরাগুলো নক্ষত্র হয়েছে।


০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: সবসময় নাম নিয়েই সমস্যায় পড়ি । ভাবতে হয় বেশ। আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে শুনে ভাল লাগছে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম । আসাধারন !!!

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: অনেকদিন পর লিখেছি বলে ! হা হা

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

অগ্নি সারথি বলেছেন: 'ওহে গাঙচিল !,
তুমি আলোর বিহঙ্গ হয়েও বিচরণ করছো-
রাত্রির আকাশে, দক্ষ শিল্পীর প্রতিচ্ছবি বয়ে ।
তবে দাও না এনে হারিয়ে যাওয়া আমার ওই নক্ষত্রগুলোকে !
তুমি পারবে, আমার বিশ্বাস !- ভালোলাগা!

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

গেম চেঞ্জার বলেছেন: অনেক দিন পর মনে হয়! :)

বরাবরের মতো ভালো মানের কাব্য! (+)

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ অনেকদিন পর । আসলাম আপনাদের হাস্যজ্জল এবন প্রাণবন্ত ব্লগীয় মুকগগুলো দেখার জন্য !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩০

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




অনেকদিন পরে লিখলেন মনে হয় । তাই গায়ে গতরে একটু ভারী হয়ে গেছে কবিতা । শিরোনামে ভেবে দেখার চমক আছে ।
সহব্লগার নস্টালজিক এর মন্তব্য প্রনিধান যোগ্য ।
শুভেচ্ছান্তে ।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০২

কথাকথিকেথিকথন বলেছেন: নস্টালজিক ভাইয়ের কথা এর পরই ভেবে দেখেছি । এবং কবিতাটা নিয়ে আবার বসেছি । কেটেকুটে বেশ ছোট করেছি । শিঘ্রই হয়তো সেই ভার্সন পোস্ট করবো । আশাকরি পাঠক সম্পূর্ণ ভিন্ন অনুভতি পাবে ।

হ্যাঁ অনেকদিন পরে লিখছি, তাই একটূ বিকিয়ে যাওয়া প্রভাব তো থাকবেই ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৩

সায়েদা সোহেলী বলেছেন: কটকটি আমার গাংচিলের দিকে নজর দিলো কেন !!??? কইসা মাইনাস - - - :-0

নস্টালজিক বলেছেন: আপনার ভাবনাটা আর একটু কম কথায় প্রকাশের চেষ্টা করে দেখতে পারেন। #:-S

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: গাঙচিল কী দুনিয়ায় একটা নাকি !! এটা আপনারটা না এটা আমারটা!

মাইনাস অপশন নাই, সো বলেও কোন লাভ নাই ! হু হু

দেখেছি এবং এইমাত্র রিপোস্ট দিয়েছি । দেখে বলেন তো কেমন হইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.