নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

রঙ রঙ্গ রঙ ।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭



রঙ রঙ রঙ ! হৃদপিণ্ড অবধি নিঃসৃত সলীল...ভস্ম অজস্র ক্ষুধায়। কব্জিতে ঝুলে থাকা সময়, কাঁটা ঘোরে, সাদা লাল কালো রঙ রঙ রঙ ! অসহায়- অদৃষ্ট, বলিষ্ঠ- রঙ্গ।..... খুন রঙ কলঙ্ক রঙ মিথ্যা রঙ ছলনা রঙ বেঈমান রঙ দুঃখ রঙ কান্না রঙ নিঃস্ব রঙ বিষণ্ণ রঙ স্মৃতি রঙ পরিণতি রঙ হারিয়ে ফেলা রঙ দীর্ঘশ্বাস রঙ স্বার্থ রঙ.... বিপরীতে আছে শুধু একটি রঙ- আলো। এসো, দেখে যাও রঙ, ভীড়ে অদৃশ্য অজস্র রঙ । সেখানে আছে ভ্রম- যা লাল তা নীল, যা নীল তা কালো, যা কালো তা সবুজ ! শুধু চোখের অন্তরালে অকৃত্রিম- নেই কোন ভ্রম। একাকী আয়নায় বাস করে এক অদ্ভুত রঙ , তা সত্য, অদৃশ্য নয় । এই আয়নার থাকতে নেই লজ্জা , উদ্ভাসিত আলোয় রঙগুলোকে যত্নে তুলিতে তুলে আঁকা যায় একটি যথার্থ জীবন অথবা...

এরপর,
এসে যায় অকস্মাৎ কিছু রঙ আপনাতে; রাঙ্গাতে অথবা জানিয়ে দিতে- অহংকার তোমার নয়, হবে না কখনো তোমার । হয়েছে সব নিরুত্তর !
এবং.....একটি বিহঙ্গ উড়ে যায়, সে চেয়ে দেখে- অজস্র ডানাহীন বিহঙ্গ উড়ার অপেক্ষায়....


ছবি কৃতজ্ঞতা- নেট ।

***[মানুষের জীবনে দৈহিক এবং মানসিক ক্ষুধার শেষ নেই । এসব ক্ষুধার জ্বালা মেটাতে মানুষ সময়ে সময়ে বিভিন্ন আঙ্গিকে এবং চরিত্রে আভির্ভূত করে নিজেকে । সমাজের যারা দূর্বল তারা নিজের নিয়তিকে দোষারোপ করেই ক্ষান্ত দেয় আর যারা সবল তারা নানাবিধ রঙ্গ নিয়ে ব্যস্ত থাকে হোক সেটা ভালো কিংবা খারাপ । মানুষ খারাপ দিকগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করতে অভ্যস্ত তাই অনেক সময় নিজেও ভুলে যায় যে সে খারাপ কিছু করছে । এজন্য সে নিজেকে নানানভাবে নানানরঙে বদলায় । কিন্তু এসকল খারাপ রঙগুলোর বিপরীত দিকে শুধু এইটিই রঙ তা হলো 'আলো'র রঙ । মানুষ এই রঙে অভ্যস্ত হলে তাকে আর নতুন রঙে বদলাতে হয় না । বাস্তব জীবনে ছুটে চলা জীবনগুলোর দিকে তাকালে অজস্র রঙের মানুষ দৃশ্যমান হবে কিন্তু তাদের রঙগুলো ভাল মনে হলেও হয়তো তারা ভালো নয় কিংবা খারাপ মনে হলেও ওরা খারাপ নয়। দৃশ্যমান এই রঙ ভ্রমের রঙ। একজন মানুষের চোখের অন্তরালের চরিত্রটার রঙই সত্য যা সে দেখতে পায় একাকী আয়নায় তাকালে । সে যখন তার রঙকে অনুভব করতে চায় তখনই তার সত্যিকার রঙগুলো বেরিয়ে আসে । মানুষ ভালো মন্দের সংমিশ্রণ। তাই আয়নায় দেখা রঙগুলোকে একটু পলিশ করা উচিত নিজেকে আলোয় রাখার জন্য।

এরপর,
কিছু ঘটনা ঘটে যা মানুষ নিজ থেকে পূর্বে কখনো অনুমান করতে পারে না । এই ঘটনাগুলো কিছু মানুষের জীবনে সমৃদ্ধি বয়ে আনে আর কিছু মানুষের জীবনে দূর্ঘটনা মাত্র হয়তো এতে মৃত্যুও অবধারিত । এর মাধ্যমে বোঝায়, মানুষকে অহংকারে মানায় না, অহংকার মানুষের জন্য নয় । সবাই হয় নিরুত্তর, মৃত্যু কোলে এসে পড়েছে, আত্মানামক বিহঙ্গটি বেরিয়ে আকাশে উড়াল দেয়। আর সেই বিহঙ্গটি উড়তে উড়তে দেখে জীবন্ত মানুষগুলো পৃথিবীর জমিনে হাঁটছে তাই দেখছে- ডানাহীন বিহঙ্গগুলো উড়ার অপেক্ষায়... ]***



মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: শব্দরা রঙে রঙীন হোক, উদ্ভাসিত হোক,, আলো ছড়াক,,,
অসাধারন লেখনি খুব ভালো লাগলো +++
শুভ কামনা রইলো....

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার জন্যও শুভ কামনা ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

শায়মা বলেছেন: রঙ যেনো মোর মর্মে লাগে
আমার সকল কর্মে লাগে
সন্ধ্যাদীপের আগায় লাগে
গভীর রাতের জাগায় লাগে.....

https://www.youtube.com/watch?v=HHJqhEW9StE

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: এই রঙ তো সেই রঙ নয়...

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রঙে রঙিন হউক প্রতিটি মানুষের জীবন। বেদনার বিষে কারো জীবন যেন না হয় নীল।

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: একাকী আয়নায় বাস করে এক অদ্ভুত রঙ , তা সত্য, অদৃশ্য নয় । এই আয়নার থাকতে নেই লজ্জা , উদ্ভাসিত আলোয় রঙগুলোকে যত্নে তুলিতে তুলে আঁকা যায় একটি যথার্থ জীবন অথবা...

ভালো লিখেছেন।

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন: কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !



এটাই মাথায় আসল ।

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল ।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩২

ভ্রমরের ডানা বলেছেন:
মনের বিচিত্রতা মানুষকে করেছে অনন্য। সে অনন্যতার দুঃখ হল নৈরাশাবাদ। কবিতায় আশা-নিরাশা দুটোই পেয়েছি! প্লাস+++

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




রঙ নিয়ে রঙিন একটি কঠিন লেখা ।

ঠিক বলেছেন , আয়নাতেই ধরা পড়ে মানুষের আসল রঙ ।
সে ভয়েই গাওয়া হয়েছে এই গানটি ---- " আয়নাতে মুখ দেখবোনা ...... না.... না....না........."

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, তাই আয়নাতে নিজেকে ঢেকেই মুখ দেখি বটে !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

সাহসী সন্তান বলেছেন: কি মন্তব্য করবো আসলে বুঝতে পারছি না! তবে লেখাটা ভাল লেগেছে!

শুভ কামনা জানবেন!

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: শেষে কিন্তু লেখাটির উদ্দেশ্য বর্ণিত আছে । তাই কেউ না বুঝতে পারলে এই অংশটুকু পড়তে পারে !
কী মন্তব্য করবো বলে তো মন্তব্য করেই ফেলেছেন !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার জন্যও শুভ কামনা ।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫

সাহসী সন্তান বলেছেন: শেষের লেখাগুলি আমি পড়েছি! সম্ভাবত পোস্ট আপডেট করে শেষের লেখাটুকু আপনি পোস্টে সংযুক্ত করেছিলেন, যাতে মানুষের বুঝতে কোন অসুবিধা না হয়? তবে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা আপেক্ষিক!

প্রথমে আমার কথাগুলো লিখে পরে আবার কেটে দিয়েই ঐ মন্তব্যটা করেছি! আসলে মানুষের দূঃস্প্রবৃত্তি গুলো যখন ঢেকে রাখার সুযোগ পায়, তখনই সে তার চরিত্রের বিভিন্ন রং প্রদর্শন করতে ব্যস্ত হয়ে পড়ে! আয়নার প্রতিবিম্বে মানুষের ভাল/খারাপ দুইটা রুপই প্রকাশ পায়!

কিন্তু ঐযে বললাম, যখন সে নিজেকে আড়াল করার সুযোগ পায়; তখনই তার খারাপ প্রবৃত্তি গুলো মাথাচাড়া দিয়ে ওঠে!

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: যখন মনে হলো পাঠক বেলাইনে যাওয়ার সম্ভাবনা আছে তখন এই লেখাটুকু যুক্ত করলাম ! হা হা

আঁড়াল করার সুযোগ পেয়েও যে উতরে যায় সে এই সত্যিকার আলোক সন্ধানী ।

ফিরতি মন্তব্যে অনেক ধন্যবাদ ।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১

অগ্নি সারথি বলেছেন: এরপর,
এসে যায় অকস্মাৎ কিছু রঙ আপনাতে; রাঙ্গাতে অথবা জানিয়ে দিতে- অহংকার তোমার নয়, হবে না কখনো তোমার । হয়েছে সব নিরুত্তর !
এবং.....একটি বিহঙ্গ উড়ে যায়, সে চেয়ে দেখে- অজস্র ডানাহীন বিহঙ্গ উড়ার অপেক্ষায়....
- সুন্দর!

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২১

সায়েদা সোহেলী বলেছেন: সেখানে আছে ভ্রম- যা লাল তা নীল, যা নীল তা কালো, যা কালো তা সবুজ ! শুধু চোখের অন্তরালে অকৃত্রিম- নেই কোন ভ্রম।

অনেক গভীরতার একটি লেখা , , একমাত্র মানুষ ই একমাত্র প্রাণী যে প্রতিনিয়ত অহংকার করে , এটা তাদের সহজাত প্রবৃত্তি ।
তবে অন্য প্রানি থেকে নিজেদের আলাদা করে মানুষ হিসেবে পরিচয় দেবার মূল সর্ত ই হচ্ছে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা , যে পারে সেই একমাত্র মানুষ ... অন্যরা মানুষরূপী !!

++++++

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: অহংকার হচ্ছে মানুষ হিসেবে নিজেকে দাবী না করার অন্যতম একটা শর্ত । তবুও জেনে বুঝেই অনেকে অহংকারের বেড়াজালে নিজেকে আটকে ফেলে। অহংকার মানুষকে শুধু সংকোচিতই করে, মুক্তি দেয় না ।

কু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারলে তাকে আর মানুষ প্রমাণ করার জন্য কোন কিছুই করার দরকার পড়ে না ।

যাক এই প্রথম আপনার কোন মন্তব্যে কটকটি নামক কোন বস্তু পাই নাই !! হা হা

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১২

খায়রুল আহসান বলেছেন: এবং.....একটি বিহঙ্গ উড়ে যায়, সে চেয়ে দেখে- অজস্র ডানাহীন বিহঙ্গ উড়ার অপেক্ষায়.... - খুব সুন্দর!
দৃশ্যমান এই রঙ ভ্রমের রঙ। একজন মানুষের চোখের অন্তরালের চরিত্রটার রঙই সত্য যা সে দেখতে পায় একাকী আয়নায় তাকালে -ব্রাকেটবন্দী এই ব্যাখ্যাটুকুর জন্য ধন্যবাদ। বক্তব্য অনুধাবনে সহায়ক হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৮

আরজু পনি বলেছেন: আপনার লেখাগুলো পড়লে কেমন যেনো ঘোর লাগে!!

মনে হয় আপনি নিজেই ঘোরের মধ্যে লিখেন !

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা, লিখতে গেলে ঘোর আসে, এটাই স্বাভাবিক । আবার নাও আসতে পারে, ডিরেক্ট চিন্তা দিয়েই লিখে ফেলা যায় !

ঘোরের মধ্যে লিখি কি না লিখি বিষয় তা নয়, পড়লে ঘোর লাগে এটাই হচ্ছে মূল বিষয় !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১

জুন বলেছেন: রঙ নিয়ে এক রংচঙে কাব্যে অনেক ভালোলাগা রইলো কথাকথি :)
+

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.