নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

শিকল আবরণ।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১১



নিমজ্জিত অদ্ভুত রঙে- আলো আলো, ধোঁয়া ধোঁয়া। আলো ও আঁধারের মাঝখানে কীসের অবস্থান ? আদৌ কী কেউ ব্যাখ্যা করেছে ? অথচ ওতে বসবাস ! তবে একাকি একজন বন্দি তার হৃদয়ে অকপটে সম্পূর্ণরূপে অনুভব করে এর সুদৃঢ় ব্যাখ্যা, সে অনুভব করে এই আলো এবং আঁধারের ভয়ংকর ধাঁধাঁ । শিকলগুলো আলতোভাবে কেঁপে উঠলো, মৃদু রিনিঝিনি শব্দগুলো যেন শিকলদের স্পষ্ট কথোপকথন । এলোমেলোভাবে ঝুলে থাকা শিকলগুলোর গাঁয়ে ছোট্ট ছোট্ট কাঁটা আছে, কাঁটাগুলোর সম্মুখভাগ চিকচিক করছে যেন তারা আড় চোখে তাকিয়ে আছে একে অপরের দিকে । কেউ একজন আসছে এদিকে, শিকল পরা হাত নিয়ে, স্থির চোখ নিয়ে । তার হাতের শিকলগুলো মেঝে কাঁপিয়ে আসছে, মাঝে মাঝে শিকলের ভারে সে নুয়ে পড়ছে, আবার উঠছে । সে যেন দৃঢ প্রতিজ্ঞ, এদিকে আসবেই । তার চোয়াল দেখে মনে হচ্ছে সে মানুষখেকো, আসছে হয়তো আমাকেই খেতে । এ কথা ভাবতেই আমার দেহ শিরশির করে উঠলো। শেকলে বাঁধা দেহ নিয়ে আমি ছটফট করছি, যেকোন ভাবে বাঁচতে, অন্তত আমার মত কেউ আমাকে খাবলে খাবলে খেয়ে ফেলুক তা আমি চাই না ।

আমি জানি না আমার ইতিহাস কী, কীভাবে এসেছি এই অজ্ঞাত সঙ্কুল কক্ষে? কোথায় ছিলাম আমি ? কারা আমার মায়ার একান্ত শৃঙ্খল ? অন্তত এ প্রশ্নগুলোর উত্তর জানতে আমাকে বেঁচে থাকতে হবে । এগিয়ে আসা এই মানবরূপী শিকলবন্দি জন্তুটা হয়তো আমাকে এখানে নিয়ে এসেছে । সে ধীরলয়ে এগিয়ে আসছে ডুবন্ত সূর্যের মত, যেন প্রতি পদক্ষেপে তার মৃত্যু সম্ভাব্য । আমিও খুব করে কামনা করছি তার মৃত্যু, এটুকু পথ আসার আগেই সে মৃত্যুশয্যায় পতিত হোক, প্রয়োজন হলে আমিই তার সমাধির পূর্ণাঙ্গ আয়োজন করবো! আচ্ছা, লোকটার হাত তো শিকল দিয়ে বাঁধা, সে আমাকে ভক্ষণ করবে কীভাবে ? এ ব্যাপারটা ভেবে আমি পুলকিত অনুভব করছি ।, কিন্তু পরক্ষণে মনে পড়লো সে তো আমাকে খাবে, তবে তার হাতের কী দরকার, আমার হাত তো খোলা নেই যে তাকে আমি বাঁধা দেব ! সে দাঁত বসিয়ে বসিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমার মাংস খুলে নেবে, তৃষ্ণা মেটানোর জন্য রক্তগুলোকে চুষে নেবে। এভাবে আমি কল্পনা করছি আমার মলিন ভবিষ্যত, সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ঝুলে থাকা পরিচ্ছন্ন কঙ্কাল !

আমি মনের ভেতর তীব্র কামনায় ছটফট করছি- কেউ আসুক আমার ত্রাণকর্তা হয়ে, শিকলগুলো ভেঙ্গেচুরে নিয়ে যাক আমাকে। কিন্তু ততক্ষণে লোকটা আমার চোখ বরাবর তার চোখ নিয়ে দাঁড়িয়ে আছে । আমি চোখ মেলতেই চমকে উঠি তার এই ভয়ানক স্থির চোখ দেখে । সে তাকিয়ে আছে আমার চোখের গভীরে, আমি তার চোখের অন্ধকার স্পষ্ট দেখতে পারছি । হঠাৎ আমার চোখেও এক অন্ধকার ক্যানভাস ভেসে উঠলো । আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার চোখগুলোর দিকে, এ যেন তীব্র কোন নেশা আমার হৃদয়কে গ্রাস করে নিয়েছে। ধীরে ধীরে আমার চোখও স্থির হতে লাগলো । সে হঠাৎ চোখ ফিরিয়ে আমার পেছন দিকে পাশ কেটে চলে যাচ্ছে যেন আমার চোখের গহীনে সে কিছু একটা সম্পন্ন করে ফেলেছে । কিছুক্ষণের জন্য যেন আমি সেই ভয়ংকর মৃত্যু কামনা থেকে রেহাই পেলাম । কিন্তু সামনে তাকিয়ে দেখি তার মত আরো একজন আসছে, সেও আমাকে পাশ কেটে পেছনের দিকে চলে গেল । এভাবে আরো অনেকজন চলে গেল ।

অজস্র কৌতুহল নিয়ে মাথা ঘুরিয়ে আমি পেঁছনের দিকে তাকালাম । আমি দেখতে পেলাম সেদিকে এক বিশাল পৃথিবী আছে যার জমিন মাড়িয়ে ব্যাখ্যাতীত সংখ্যায় এভাবে শিকল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সারি সারি লোক , শিকলের ভারে তারা নুয়ে পড়ছে, আবার উঠছে । এমন বিরহী অদ্ভুত দৃশ্যে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমি অনুভব করলাম আমার শিকল খুলে গেছে । তবে হাত থেকে নয় উপর থেকে, যেখানে শিকলটা আটকে ছিলো, যেন উপরে কোথাও থেকে আমি এখানে পড়েছি কিন্তু পড়ার মুহূর্তে আটকে গেছি । এখন আমিও শিকলের ভারে নুয়ে পড়ছি, আবার উঠছি, হাঁটছি... এভাবে এগিয়ে যাচ্ছি তাদের একজন হয়ে তাদের পিঁছু পিঁছু....



ছবি কৃতজ্ঞতা - নেট ।

মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৩

ধ্রুবক আলো বলেছেন: লেখাটি ভীষণ ভালো লাগলো ++
একটু অদ্ভুত ধরণের, সাজা গোছানো লেখা।

শুভ হোক নববর্ষ।
, কেমন আছেন ভাই?

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবগ কৃতজ্ঞতা রইলো ।

আমি ভাল আছি । আপনিও নিশ্চয় ভাল আছেন ।

ভাল থাকুন ।

২| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১

সুমন কর বলেছেন: আমাদের সামনে এগিয়ে যেতেই হবে......

ভালো লিখেছেন। শুভ নববর্ষ।
+।

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ নববর্ষ ।

শুভ কামনা ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



মানুষ তার কর্মফলের ভারে নুজ্য । সে শেকল পড়ায় তার নিজেকেই , তার অবোধ্যতার শেকল, তার অহং এর শেকল । এ থেকে তার মুক্তি নেই ।
সম্ভবত লেখাটি তেমন সুরেই শেকল বন্দি ।

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার গভীর পাঠই আপনার ভাবনার সাথে লেখাটার ভাবনা মিলে গেছে । তাই অনেক ভাল লাগলো ।

ভালো থাকুন ।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার কবিতা পড়েছি বেশ কয়েকটা! সবগুলোই বেশ ছিল!:)



তবে আজকের লেখাটাও বেশ হয়েছে প্লাস!:)


অফটপিক:- একটু পরে আমিও একটা কবিতা পোস্ট করবো! আপনাকে পাঠের আমন্ত্রণ জানিয়ে গেলাম!:)

১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মন্তব্যে ভাল লাগলো বেশ ।

আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম ।

শুভ কামনা ।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আলো ও আঁধারের মাঝখানে কীসের অবস্থান ?
রহস্য সবাধিতত সুন্দরের প্রতীক ! আমাদের রহস্যের চাদরে ঘেরা চারপাশ ......



যাক অবশেষে মুক্তি পেয়েছে সেই ভালো । B-)

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকুন ।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৩

ডঃ এম এ আলী বলেছেন: শিকল আবরণ নিয়ে লিখাটি পাঠে মুগ্ধ । চিন্তা শক্তির সুন্দর প্রকাশ দেখে অভিভুত । আলো আধারের মাঝেই আমাদের বসবাস । শিকল দিয়েই যেন বাঁধা পড়ে আছে মুক্তির প্রয়াস । চারিদিকে কিসের যেন এক অজানা অচেনা বন্ধন , অক্টোপাশের মত জড়িয়ে ধরতে চায়, অজানা আশঙকায় বুক কাপে সর্বক্ষন। আবার বিপ্লবের মন্ত্রেও যেন নব শক্তি জাগে , জাগে বাঁচার স্পন্দন চারিদিকে । শিকল নিয়ে লিখাটি পাঠে মনে পড়ে যায় কবি নজরুলের সেই বিখ্যাত কবিতাটি শিকল পরা ছলমোদের এই শিকল পরা ছল যা বৃটিশের বিপক্ষে স্বাধিনতার জন্য আন্দোলনকে করেছিল বেগবান , দিয়েছিল শক্তি অগনিত বৃটিশের কারাগারে আটক রাজবন্দীদের , মুক্তির বানী দিয়েছিল বাজিয়ে সকলের অন্তরে । দেখা যাক এখানে নজরুলের সেই বিখ্যাত কবিতাখানি আর একটি বার আপনার লিখাটির সুত্র ধরে -

শিকল পরা ছল
- কাজী নজরুল ইসলাম

এই শিকল পরা ছল
মোদের এই শিকল পরা ছল
এই শিকল পরেই
শিকল তোদের করবো রে বিকল।।

তোদের বন্ধ কারায় আসা
মোদের বন্দী হতে নয়
ওরে ক্ষয় করতে আসা
মোদের সবার বাঁধন ভয়
এই বাঁধন পরেই বাঁধন ভয়কে
করব মোরা জয়
এই শিকল বাঁধা পা নয়
এ শিকল ভাঙ্গা কল।।

তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্ব গ্রাস
আর ত্রাশ দেখিয়ে করবে ভাবছ বিধির শক্তি গ্রাস ।।

সেই ভয় দেখানো ভু্তের মোরা করবো সর্বনাশ
এবার আনবো না হয় বিজয় মন্ত্র
বল হীরের দল
এই শিকল পরা ছল
মোদের এই শিকল পরা ছল

তোমরা ভয় দেখিয়ে করছ শাসন
জয় দেখিয়ে নয়
সেই ভয়ের টুটি ধরবো চেপে
করবো তারই লয় ।।

মোরা আসলি মরে
মরার দেশে আনবো পরাভয়
মোরা ফাসি পরেই আনবো হাসি
মৃত্যু জয়ের গল
এই শিকল পরা ছল
মোদের এই শিকল পরা ছল

ওরে ক্রন্দন নয় বন্ধন
এই শিকল ঝন ঝনা
এ যে মুক্তি পথের অগ্রদূতের
চরণ বন্দনা।

এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে
হানছে লাঞ্ছনা
ওদের অস্থি দিয়েই জ্বলবে দেশে
আবার বজ্রানল।
এই শিকল পরা ছল
মোদের এই শিকল পরা ছল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০২

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার সাংঘর্ষিক মন্তব্যে বেশ ভালো লাগলো ।

তাই তো কবি নজরুল বিদ্রোহী কবি । তার কবিতায় আছে অনুপ্রেরণার ঝাঁঝালো স্বাদ । ক্ষণিকের মধ্যেই চলে আসে আন্দোলনের তৃষ্ণা ।গর্জে উঠে সবাই । সে অস্ত্রহীন এক যোদ্ধা ।

আপনার জন্যও অনেক শুভেচ্ছা রইলো ।

ভাল থাকুন ।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৮

মানবী বলেছেন: হঠাৎ এমন ভয়াবহ হরর স্টোরি লেখার শখ হলো কেনো কবি আপুটার!!! /:)

পড়ার শেষ দিকে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত নেমে গেছে :(


নতুন পোস্টর জন্য ধন্যবাদ কথাকথিকেথিকথন।

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । কঠিন লিখতে হলে তো ভয়ঙ্কর পথ ধরতে হয় ! তাই তো বারে বারে আমি ওষ্ঠা খাই সেই পথে, এই পথ আমার, আমাকে টানে !!

অনেক ধন্যবাদ এবং ভাললাগা মন্তব্যে ।

শুভ কামনা ।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ভালো

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৯| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: গল্পের শেষের অংশটুকু বেশ ভাল লেগেছে, বিশেষ করে শেষের লাইনটা। + +
আহমেদ জী এস এর মন্তব্যটা পড়ে আপনার বক্তব্যটাও পরিষ্কার হলো।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্য ভাল লেগেছে বেশ। পুরনো লেখাগুলো পড়ছেন। তাই আরো ভাল লাগলো।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

শুভ কামনা অশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.