নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

ও ঘরে আলো গেছে নিভে...

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২



অথচ দেখো, কী আশ্চর্য !
ওদেরকে কাছে পাওয়ার জন্য কত ব্যাকুল আমি,
চারপাশে ঘুরি নির্লজ্জ- একটু স্পর্শ, একটু উষ্ণ নিঃশ্বাস...
অথচ, কেউ যেন দেখতে চায় না আমাকে,
ছুঁতে চায় না আমাকে, জড়িয়ে নেয় না !
অতি তুচ্ছ বিষয় নিয়েও সবাই যায় চলে
কতটা অধম আমি !
শুধু চিৎকার করে বলতে পারি এটুকু-
আমি তোমাদের সেই হাসি
আমি তোমাদের সেই প্রেম
আমি তোমাদের সেই ----
নিঃশ্বাস ভরা কন্ঠে গেঁথে যায় আরো একটু অবিশ্বাস।

আমাকে তাদের কেন যেন এখন প্রয়োজন নেই ?
কোন এক সময় ছিল, আমিহীন সব অপ্রয়োজন, অর্থহীন !
আমাকে বদলে দিয়েছে ওরা সামান্য মৃত্তিকার বিনিময়ে
পথে পথে দেখা মেলে কতশত প্রিয়জন
আমাকে না দেখার ভান করে যায় চলে
আমি তাকিয়ে থাকি তাদের বিপরীত আত্মার দিকে- নিষ্পলক
একটু পেঁছন ফিরে কেউ একজন বলার আকাংখা হৃদয়ে চেপে-
আমি তোমাকে বেশ চিনি, বেশ চিনি !
কিন্তু দেখেনি কেউ পেঁছন ফিরে- পুড়ছে একটি হৃদয়
আমি বড্ড অচেনা, আমি বড্ড অস্পষ্ট
কুয়াশার মত, ঘোলাটে জলের মত, মেঘাচ্ছন্ন চন্দ্রের মত ।

মাঝে মাঝে ঘুম ভেঙ্গে চমকে উঠি-
ওদের হাসির শব্দে, হইহুল্লটের শব্দে !
ওরা আলো জ্বেলে রেখেছে, লাল নীল রঙে রঙিন চারপাশ
অলংকার মেখে প্রকৃতি ওদের সঙ্গ দিচ্ছে বেশ
আমাকে ভুলে ওরা বড্ড আছে, কীভাবে পারছে ওরা !

হঠাৎ পেঁছন থেকে কেউ একজন ডাকে আমাকে
আমি অস্থির হয়ে তাকাই পেঁছন ফিরে
আবেগে আমার চোখের জল গড়িয়ে পড়ে
কেউ একজন আমাকে চিনেছে,
আমার নাম ধরে স্পষ্টভাবে ডেকেছে !
আঁধারের আঁকা একটা দেহ, ঠিক আমার ঘরের মত আঁধার
ও বলে, কেনো এখানে দাঁড়িয়ে আছো তোমার ঘর ফেলে?
আমার উত্তরের অপেক্ষা না করে সে আবার বলতে লাগলো-
তোমার কী মনে পড়ে সেদিনের আলাপ,
কেউ একজন এসেছিল তোমার কাছে ভিক্ষে চাইতে ?
তাঁর মুখে না ছিল করুণা, না ছিলো অস্থিরতা।
শুধু হাত পেতে ছিলো, ছদ্মবেশী অযাচিত
এ ভিক্ষে তুমি দিতে পারো নি ফিরিয়ে
তার হাতে তুলে দিয়েছিলে তোমার এ ঘরের চাবি
তাই আজ তুমি ঐ রঙিন ঘর ছেড়ে এই রঙহীন ঘরে ।

আমি সব মনে করতে পারছি, কিন্তু সে ভিক্ষুক কে ছিলো ?
ও বলে, সে আমি ছিলাম
আমি অস্থির হয়ে উঠি, আমার শরীর কাঁপতে থাকি
সে আরো বলে,
তুমি ভয় পেও না, ও ঘর থেকে আজ তোমার এই ঘরে আরো একজন আসবে
তোমার জন্য আনন্দের, তুমি আর সঙ্গীহীন থাকছো না !
আমি কাঁপতে কাঁপতে প্রশ্ন করি, তুমি কে ?
সে উত্তর দেয়, আমি মৃত্যুদূত !

আমার হৃদয় পুড়তে থাকে, দেহের মৃত্তিকা খসে পড়ছে
আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কেমন ভিক্ষুক ?
সে বলে, আমি অতি নৃশংস ভিক্ষুক, হাত পেতে ফিরি না আমি শূন্য হাতে।

আমি এগিয়ে যাই ওকে রুখতে
যে কোন মূল্যে হোক আমি তাকে ও ঘরে যেতে দেবো না
কিন্তু আমি ওর কাছে যেতেই পুরোপুরি খসে পড়ি
কর্ণ দু'টো খসে পড়ার পূর্বে শুধু শুনেছি তাঁর মুখ থেকে তাচ্ছিল্যে,
হাহ, মূল্যহীন পরিত্যাক্ত !
আর চোখ দু'টো খসে যেতে যেতে দেখেছি, ও ঘরে আলো গেছে নিভে...


ছবিবন্ধু- গুগল ।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, আপা ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অপূর্ব কবিতা পাঠে মুগ্ধতা নিয়ে গেলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

ওমেরা বলেছেন: ভাল- মন্দ বুঝি নাই তবে পুরোটা একবার পড়েছি ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:




লেখাটা কঠিন কিছু ছিলো না বটে ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

রাজসোহান বলেছেন: ভালো লেগেছে অনেক। চমৎকার কবিতা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২০

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । মৃত্যু আলিঙ্গন অবশ্যাম্ভাবী ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২২

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যা। এমন সুনিশ্চিত আর কিছু হয় না।

অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১১

কানিজ রিনা বলেছেন: অসাধারন কবিতা খুব ভাল লাগল ধন্য়বাদ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৫

জুন বলেছেন: আমাকে ভুলে ওরা বড্ড আছে, কীভাবে পারছে ওরা !
কি গভীর আকুতি কবিতায় কথাকেথি ।অনেক ভালোলাগা রইলো ।
কিন্তু আমি ওর কাছে যেতেই পুরোপুরি খসে পড়ি
কর্ণ দু'টো খসে পড়ার পূর্বে শুধু শুনেছি তাঁর মুখ থেকে তাচ্ছিল্যে,
হাহ, মূল্যহীন পরিত্যাক্ত !
আর চোখ দু'টো খসে যেতে যেতে দেখেছি, ও ঘরে আলো গেছে নিভে...

+

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:




মনযোগী পাঠে অনেক ভাল লাগা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা। বেশ কিছু লাইন হৃদয় ছুয়ে গেছে।
কবিতা পড়লেও অনেক সময় বুকের ভেতর যেমন হালকা হয় আবার তেমনই বুকের ভেতর ভারও হয়।
ভাল থাকুন কবি।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর মন্তব্যে মুগ্ধতা। বিশেষ করে কবিতা পাঠ নিয়ে লাইনটা চমৎকার।

অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি সব মনে করতে পারছি, কিন্তু সে ভিক্ষুক কে ছিল?
ও বলে, সে আমি ছিলাম
আমি অস্থির হয়ে উঠি, আমার শরীর কাঁপতে থাকি
সে আরো বলে,
তুমি ভয় পেও না, ও ঘর থেকে আজ তোমার এই ঘরে আরো একজন আসবে
তোমার জন্য আনন্দের, তুমি আর সঙ্গীহীন থাকছো না!
আমি কাঁপতে কাঁপতে প্রশ্ন করি, তুমি কে?
সে উত্তর দেয়, আমি মৃত্যুদূত!



চমৎকার লিখেছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

NurunNabi বলেছেন: মাশাল্লাহ লেখাটি দারুণ লেগেছে। তবে প্রিয় লেখকের নামটি কেন এমন???

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:



এটা আমার ব্লগের নিক। তাই বৈচিত্র আনার চেষ্টা করেছি।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: আগ্রহ সহকারে পুরোটা একটানে পড়ে ফেললাম!!!

দারুণ কবিতা!:)


+++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:


আগ্রহী পাঠে ভাললাগা। তবে স্কুল পড়ুয়া প্রথম বেঞ্চের ছাত্রটির মত আগ্রহ নিয়ে পড়লে চলবে না!!

অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

সনেট কবি বলেছেন:




কবি কথাকথিকেথি কথন এর ‘ ও ঘরে আলো
গেছে নিভে.. ‘ কবিতার ছায়া অবলম্বনে-

এভাবেই সময়ের ফেরে আমাদের
অপ্রয়োজনীয় হয়ে একাকী জীবনে
বেঁচে থাকা মূল্যহীন হয়ে পড়ে কোন
কারণে অখবা কোন অকারণে সদা।
তখন নিঃসঙ্গ হয়ে ভাবনা কাতর
মন ফিরে অতীতের সেই সোনা ভরা
সময়ের দারে যেথা ভরপুর ছিল
জীবনের প্রতি বাঁক সজন মেলায়।

হারানো অতীত আর ফিরেনা কিছুতে
মনের আঙ্গিনা গুলো রাঙ্গিয়ে তুলতে
সেই আগের মতই রাজকীয় সাজে।
তখন অচেনা ডাকে মন ভরলেও
দেখা যায় সে আসলে যমদূত যিনি
এসেছেন অভাগায় নিতে চিরতরে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর লিখেছেন । কবিতার প্রতিউত্তরে কবিতা ভাল লাগলো বেশ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




হ্যা......... সব ঘরের আলোই একদিন নিভে যাবে ! সঙ্গী হবে অতলান্ত আঁধার, রংহীন এক ঘরে ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

কথাকথিকেথিকথন বলেছেন:



রংহীন একাকী ঘর ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২

কাছের-মানুষ বলেছেন: চমৎকার । মন মুগ্ধকর কবিতা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

সুমন কর বলেছেন: ভালো লাগল।
সে বলে, আমি অতি নৃশংস ভিক্ষুক, হাত পেতে ফিরি না আমি শূন্য হাতে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪

জাহিদ অনিক বলেছেন:


ওরা আজকাল বড্ড হাসাহাসি করে;
নিজেদের কথা ভাবে না আমার কথা তো নয়ই;
ওদের খিলখিল করা হাসি শুনে বুকে আমার কাঁপন লাগে,
জানুয়ারির তীব্র শীতের মত শরীর কেঁপে ওঠে আমার।



না, ওরা বুঝবে না।
মাটি কামড়ে ধরে আমি সহ্য করি ওদের হাসি;
কিছুতেই ওরা বুঝবে না; আমিও যে বুঝতাম না এখানে আসার আগে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর লিখেছেন । শেষ লাইনটাই সবকিছুর সারমর্ম । বেঁচে আছি বলেই ভুলে যাই মৃত্যু , সে টিপটিপ করে হেঁটে যায় আমার ছায়ার মাঝে । এমনি করে একদিন রয়ে যাবে শুধু ছায়া ভাবলেশহীন !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৫

উম্মে সায়মা বলেছেন: মাঝে মাঝে ঘুম ভেঙ্গে চমকে উঠি-
ওদের হাসির শব্দে, হইহুল্লটের শব্দে !
ওরা আলো জ্বেলে রেখেছে, লাল নীল রঙে রঙিন চারপাশ
অলংকার মেখে প্রকৃতি ওদের সঙ্গ দিচ্ছে বেশ
আমাকে ভুলে ওরা বড্ড আছে, কীভাবে পারছে ওরা !

খুব সুন্দর লিখেছেন। কঠিন বাস্তবতা।
আমি এধরনের কিছু একটা লিখেছিলাম একবার। যদিও আপনার কবিতার মত ভালো কিছু না তবু মিল আছে বলে আপনার সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। শুভ কামনা রইল।
নস্টালজিয়া

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:



আপনারটা ভাল হয়েছে । সহজবোধ্য, যে কেউ বোধগম্য হবে এবং অনুভব করতে পারবে খুব সহজেই- মৃত্যুহীন জীবন অকল্পনীয় ।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।

ভাল থাকুন ।

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

ঋতো আহমেদ বলেছেন: লেখাটি দারুণ হয়েছে। অনুবাদ নাকি মৌলিক ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:



অনুবাদ হলে লিখে দিতাম অবশ্যই । সম্পূর্ণ মৌলিক ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: স্কুল পড়ুয়া প্রথম বেঞ্চের ছাত্রটির মত আগ্রহ নিয়ে কখনোই পড়তে চাইনা! তবে মাঝে মাঝে অজান্তে ওরকমই হয়ে যায়!:)


তবে আপনারিএই কবিতাটি বুঝতে কিন্তু তেমন একটা অসুবিধে হয়নি!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা হা । অভ্যাস ছোটবেলার, তাই তো আনমনে হয়ে যাবে !

ফিরতি মন্তব্যে অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +


১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২

শায়মা বলেছেন: আজ বুঝলাম সেদিন কেনো শাহরীয়ার কবির আমাকে ঐ গানের লাইন দিয়েছিলো-


যতবার আলো জ্বালাতে যাই নিভে যায় বারে বারে!!!!!!!!!!!:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:





বুঝলাম না, ঘটনা কি !! বিস্তারিত মন্তব্য চাই ।

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: @ শায়মা বলেছেন: আজ বুঝলাম সেদিন কেনো শাহরীয়ার কবির আমাকে ঐ গানের লাইন দিয়েছিলো-


যতবার আলো জ্বালাতে যাই নিভে যায় বারে বারে!!!!!!!!!!!:)



ইহা কী আমার নামে বদনাম? :P কিছু বুঝিতে পারিলাম না । :P


ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়
মমতাজ আফার বিখ্যাত একখানা গানের কলি !! B:-/ =p~

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন:





আমিও কিছু বুঝতে পারছি না। সিরিয়াস কবিতার সাথে রম্য মন্তব্য ! যদিও জীবনই একটা রম্য তার একটি বিরস অংশ হলো মৃত্যু।

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: তার হাতে তুলে দিয়েছিলে তোমার এ ঘরের চাবি
তাই আজ তুমি ঐ রঙিন ঘর ছেড়ে এই রঙহীন ঘরে ।

দীর্ঘ কবিতা, খুব ভাল লিখেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:



কবিদের কিছু কবিতা থাকে পরিপূর্ণতার, অজস্র কবিতার মধ্যে সে কবিতা কালজয়ী.... মনে হল এই মাত্র তেমনি একটি কবিতা পড়লাম! প্রিয়তে নিতে ভুল হল না!




অনন্ত শ্রদ্ধা কবি....

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:



মনে হচ্ছে বেশ বাড়তি বলা হয়ে গেলো !

ভাল লাগলো কমপ্লিমেন্ট । অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন
কবিতায় ভালো লেগেছে...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২

মহসিন ৩১ বলেছেন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসতে থাকলে আগেই সতর্ক বার্তা দেয়া হয়; সাত নম্বর, আট নম্বর, নয় নম্বর ------ইত্যাদি । কিন্তু আপনার কবিতার ভাব সুরুতে বুঝে আর পরে মনে হোল এটা ঘূর্ণিঝড় না টর্নেডো , --- আমারও কান খসে গেছে--- চোখও গেল বলে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা হা ! লেখাটা অতো দূর্বোধ্য ছিলো না বৈকি ।

অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

নীলপরি বলেছেন: আমি এগিয়ে যাই ওকে রুখতে
যে কোন মূল্যে হোক আমি তাকে ও ঘরে যেতে দেবো না
কিন্তু আমি ওর কাছে যেতেই পুরোপুরি খসে পড়ি
কর্ণ দু'টো খসে পড়ার পূর্বে শুধু শুনেছি তাঁর মুখ থেকে তাচ্ছিল্যে,
হাহ, মূল্যহীন পরিত্যাক্ত !
আর চোখ দু'টো খসে যেতে যেতে দেখেছি, ও ঘরে আলো গেছে নিভে...


খুব ভালো লাগলো । +++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২২

খায়রুল আহসান বলেছেন: আমি অতি নৃশংস ভিক্ষুক, হাত পেতে ফিরি না আমি শূন্য হাতে - এ ভিক্ষুকের হাত থেকে কারো নিস্তার নেই।
কবিতা পড়ে বুকটা ভারী হয়ে এলো। এ জীবনের পরের জীবন নিয়ে চিন্তা হলো।
কবিতায় ভাল লাগা + +

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

কথাকথিকেথিকথন বলেছেন:





এই 'নিস্তার নেই' নিয়ে পৃথিবী কখনো ভাবে না । তাই তো সবাই স্বপ্নবোনে মৃত্যুহীন জীবন ভেবে !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.