নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

কিনেছি তার খুন- এরও আগে !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৫



অতঃপর কোন এক নিমগ্ন অরণ্যে জেগে উঠলে কিছু জোনাক জড়িয়ে আঁধার সাজলো না পাওয়া অজানা অনুভবের সুখে । সাজিয়ে বৃক্ষরাজি বললো, সুস্বাগতম ! তারা কপোত-কপোতি রূপে নৃত্য করলে অবাক তাকিয়ে রয় মুগ্ধ নয়ন । কী করে বুঝি কে হয় সুন্দর কিংবা সুন্দরী ! এলোমেলো গুল্মে ওরা হয়তো কপোত, গঠনে বৃহৎ একটু । আর লাবণ্যে যারা রূপ রঙে করছে ঢং তারা নিশ্চয় কপোতি । মেনে নিলাম যদি হয় তারা মানব চরিত্রে অণুগামী । টুকরো টুকরো আকাশগুলো উঁকিঝুঁকি দিতে চাইছে পত্র-পল্লবের পেতে দেয়া দরজায় তাদের নৃত্যালিঙ্গন প্রত্যক্ষে । তারা কী তবে লজ্জা পাচ্ছে, ছিঃ বৃক্ষেরা হয়েছে বেশরম ! পাতাবাহারি প্রজাপতি নিচ্ছে তাদের নির্যাস, মৌমাছিও হয়েছে পাগল- এমন মধু পাওয়া যায়নাকো যত্রতত্র- যখনতখন, তারা শুনেছে শত বছরে এই আলিঙ্গন হয় শুদ্ধ । তাই বনরাজ্য বাসিন্দারা হয়েছে পাগল। অসুখী হয়েছে- মিলনে এখনো জাগেনি যেসব পূর্ণাঙ্গ সরব দেহ । মৃত্তিকাও নড়েছড়ে বসেছে তারও যে কিছু আসে যায় ! তাই হিংসে জ্বলছে আকাশ । পক্ষিরাজ্য হচ্ছে সর্বহারা, তারা বলছে এ নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর । তাতে কী ! শত বছর তারা পায়নি এমন সান্নিধ্যের হৃদয় । কেউ রেখেছিলো সে খেয়াল ? সকলে নিজস্ব মালিকানায় স্বপ্ন এঁকেছে তাদের অনুভবের দেহে ! তাদের জড়িয়ে সাজিয়েছে আপন আবাস যা শুধু তারা দেখেছে । খেয়ালে এতকাল আগলে রেখেছে সকলের স্বার্থপরতা । আর কতকাল নিজস্ব মধু বিসর্জন দেবে তারা ! সকল হয়েছিল আগ্রাসী তাদের বুকে, বিদ্ধ করেছে খুঁড়ে খুঁড়ে, সে সব কী বৃক্ষকুলের বুভুক্ষু চোখ দেখেনি ? আর নয়তো খামখেয়ালি নিজস্ব আবাদে, হয়েছে বহুকাল বিলুপ্ত । তাই আজ তারা এলোমেলো, দলছুটো, আগ্রাসী । কিন্তু ? আমি এখানে কেন ! আমারও কী এখানে থাকার কথা ? কথা ছিল কী বিদ্ধে বৃক্ষরাজির মধুরতার নিঃশ্বাস নেয়া !

একি, তারা চাইছে আঁছড়ে পড়তে আমার দেহে ! হে বৃক্ষ বন্ধু, আমার কী অপরাধ, করেছি কী পাপ ? তোমরা কেন অগোছালো আমায় খুনে ! আমি তো শুধু তোমাদের আলিঙ্গন আসুদা উপভোগে এসেছি । আমি নিষ্পাপ ভালবাসি । বিশ্বাস করো আমায় । আমি নিরপরাধ । কিন্তু তারা রয়েছে মাতাল অনুভবে, আমায় করতে চাইছে বলি । আমি সঁপে দিলাম নিজেকে সজোরে- অদৃশ্যে। কিন্তু এমন গহীনে- লুকানোর সরঞ্জাম হয়েছে সানন্দে মৃত । ছোট-বড়, বুড়ো-বুড়ি, কপোত-কপোতির বৃক্ষসাম্রাজ্য পথ বিলুপ্তে আমায় করেছে বন্দি । আমি আর ফিরবো না, তাদের কন্ঠ হয়েছে উজাড় আকাশ ছোঁয়াতে ।

অবশেষে, মৃতের অযাচিত সংস্করণ থেকে ফিরে আসলে বেহুদা কঠিনে দেখি আমার গড়াগড়ি , এই খাটিয়া আমায় আপন করেনি কারণ তাকে আমি আলিঙ্গন দেয়নি, কিনেছি তার খুন- এরও আগে !



ছবি বন্ধু- গুগল ।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: অতঃপর কোন এক নিমগ্ন অরণ্যে জেগে উঠলে কিছু জোনাক জড়িয়ে আঁধার সাজলো না পাওয়া অজানা অনুভবের সুখে । [/sb


শুরুতেই মুগ্ধতা ছাড়িয়ে গেল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: দারুণ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৩

ওমেরা বলেছেন: আচ্ছা এত এরকম ভাষা আপনারা কোথায় পান ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:




একেক জনের ভাবনা একেক রকম, একেক জনের লেখা, ভাষা, বুনন একেক রকম হবে। এটাই তো স্বভাবিক!

অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

মোস্তফা সোহেল বলেছেন: আবার পড়তে হবে। এভাবে কি করে লেখেন?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:
এর উত্তর দেয়া কঠিন!


অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যদিও এটা কবিতা না কিন্তু পড়ে কবিতা কবিতা লাগল। অসাধারণ কথার বির্নিমাণ। শব্দের গঠনমালা চমেৎকার।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শব্দমালা !!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫০

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: শব্দগুলোর গাঁধুনি শক্ত !!!


আপনার ভাবনা গুলোর গভীরতা আছে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০

জাহিদ অনিক বলেছেন: কথা রাজ্যে আবারও হারিয়ে গেলাম !


বেশ হয়েছে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




লেখাটি মুক্তগদ্য সম্ভবত তবে বেশ জটিল । বক্তব্য পরিষ্কার নয়, আগোছালো ।

জটিল শব্দ প্রয়োগেও কিন্তু বোধ্য করা যায় কোনও লেখা, সুখপাঠ্যও হয় । সহজ শব্দ দিয়ে আরও লিখুন । দিন গড়িয়ে গেলে একটু একটু করে তাতে জটিল শব্দের মিশ্রন দিন । আসলে বাক্যগুলি হওয়া চাই সহজ অর্থবোধক।

তবুও এমন একটি প্রচেষ্টার জন্যে ধন্যবাদ । একদিন সব জটিলতার মোড়ক খুলে নান্দনিক একটি লেখা বেরিয়ে আসবে এমন আস্থা আপনাতে রাখছি ।
শুভেচ্ছান্তে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:





লেখাটা লিখেছিলাম অনেকদিন হয়েছে । তবে অর্থ রেখে লিখেছি । প্রথম দুই স্তবক ছিলো একটা স্বপ্নের বর্ণনা । যার প্রথম স্তবক একটি সুখ স্বপ্ন- বৃক্ষের অনুভব মানুষের জন্য কত প্রশান্তি বয়ে আনে তা বলেছি ভিন্ন আঙ্গিকে । আর দ্বিতীয় স্তবক ছিলো একটি দুঃস্বপ্ন- বৃক্ষরা প্রতিশোধ নিতে চাইছে । আর শেষের স্তবকে আমার ঘুম ভেঙ্গে যায়, আমি দেখি বৃক্ষকে খুন করে খাট বানিয়ে তাঁর উপর গড়াগড়ি করছি । অতঃপর মনে হলো, বৃক্ষ আমাকে আপন করে নি, কারণ এরও আগে তার খুন কিনেছি আমি !


আমি আপনার ভাবনার মতই ভাবছি লেখা নিয়ে । লাস্ট দুইটা অনেক আগের লিখা ছিলো, এর আগে কিছু পোস্ট দেখেছেন তাতে আরো প্রিসাইজ এবং বোধগম্য করে লেখার ট্রাই করেছি । এছাড়াও আমি ভাবছি নতুন কিছু নিয়ে, নতুন ধারা নিয়ে! হয়তো কিছু একটা পাবো, মাঝে মাঝে মনে হয় আমি তার খুব নিকটে, মাঝে মাঝে মনে হয় অনেক দূরে, গহীনে ! তাই আপনাদের শুভ কামনা আকাংখিত সবসময় ।


১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবশেষে, মৃতের অযাচিত সংস্করণ থেকে ফিরে আসলে বেহুদা কঠিনে দেখি আমার গড়াগড়ি, এই খাটিয়া আমায় আপন করে নি কারণ তাকে আমি আলিঙ্গন দেই নি, কিনেছি তার খুন- এরও আগে!

সমাপ্তিটা অসাধারণ।

পুরোটাই ভালো লেগেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইল ।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

সুমন কর বলেছেন: কঠিন সুন্দর। যাক, ৯ নং প্রতি উত্তরে সহজ করে দিলেন।

ভালো লাগা রইলো।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১২| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:২০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার কবিতা পড়ি... অত:পর হারিয়ে যাই স্বপ্নিল রাজ্যে....শব্দ রাজেস্বরী আপনি...

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:২৬

সোহানী বলেছেন: ওরে বাপরে এতো কঠিন সাহিত্য...........

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা । কঠিনরে ভালবেসেছি বলে...

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.