নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
সাড়ে পাঁচজন লেখক গেল দাওয়াত খেতে এক ভক্তের নিমন্ত্রণে তার বাড়িতে। সাড়ে পাঁচজন বললাম কারণ তাদের মধ্যে একজন এখনো পুরোপুরি লেখক হয়ে উঠে নি। টুকটাক ছড়া, কবিতা লিখছে। বিবিধ রকম জ্যামজট এবং ঝক্কি ঝামেলা পেরিয়ে ভক্তের গ্রামে পৌঁছাতে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেল । ব্লগ এবং স্যোসাল মিডিয়ায় লেখালেখির মাধ্যমে এই ভক্তের সাথে তাদের সখ্যতা গড়ে ওঠে । তাদের লেখায় নিয়মিত লাইক কমেন্ট দিয়ে অনুপ্রেরণা যোগায় এবং শেয়ার করে বিভিন্ন পেজে। তারপর ব্লগ থেকে ফেইসবুকে সেখান থেকে চ্যাটে । মূলত তাদের এই পাকাপোক্ত লেখার হাতের জন্য এই ভক্তের অবদান অস্বীকার করা যায় না । নানা রকম মন্তব্য মিথস্ক্রিয়ায় তাদের লেখাগুলো আলোচিত করে তোলে সে । অনেকদিন ধরে তাদের এই ভক্ত তাদেরকে ইমোশনালি এক বেলা তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দিয়ে আসছিলো কিন্তু সময় সুযোগ হচ্ছিলো না । অবশেষে সুযোগ আসলো । ভক্তের ইমোশনকে মূল্য দিয়ে প্রত্যন্ত গ্রামের এক শীতের সন্ধ্যায় তারা ভক্তের বাড়ির দরজায় হাজির হলো । কনকনে শীত এবং কুয়াশা পড়া শুরু হয়ে গেছে । সেই চৌরাস্তার মোড় থেকেই লেখকদের নাকে বিবিধ রকম সুস্বাদু খাবারের মিশ্র ঘ্রাণ আসছিলো । বাড়ির উঠোনে এসে দেখে ভক্ত খাবার দাবার নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছে । তাদেরকে দেখে ভক্ত এগিয়ে আসলো। তাদের সামনে এসে ভক্ত এতো এক্সাইটেট হয়ে উঠলো যে কী বলবে খুঁজে পাচ্ছিলো না ! অভ্যর্থনা জানিয়ে তাদেরকে ঘরে নিয়ে গেল। রাতের খানাপিনা শেষ করে লেখকরা বসলো বিশ্ব শিল্প সাহিত্য উদ্ধার করতে। আর এদিকে ভক্ত কিছুক্ষণ পরপর বিভিন্ন রসালো ডেজার্ট আনছে আর যাচ্ছে। আর মাঝে মাঝে মন্ত্রমুগ্ধের মত লেখকদের দেশ, জাতি, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সম্পর্কে জ্ঞানগর্ব আলোচনা শুনছে এবং মনে মনে ভাবছে এমন জ্ঞানী লোকগুলোর সাথে দেখা না হলে হয়তো জীবনটাই বৃথা হয়ে যেত । লেখকরা তাদের ঝুলি অদল বদল করতে করতে কখন যে গভীর রাত হয়ে গেলো কেউ টের পেল না । কিন্তু সাবাইকে আজই ফিরতে হবে। তাই আর দেরী না করে ভক্তের রাত্রিযাপণ আবদারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে লেখকরা রাস্তায় নেমে পড়লো । বাইরে আবছা আলো আবছা অন্ধকার, চাঁদ উঠেছে কিন্তু মেঘেদের পাল তাকে ঘিরে ধরেছে । তাই জ্যোৎস্না সেভাবে ফুটছে না, কুয়াশার তীব্রতা বেড়েছে, আলতো বাতাস বইছে । এমন কাব্যিক পরিবেশে কবি মনে মনে কবিতা রচনা করে চলছে,
আমি এই রাতকে আজীবন আপন করে চাই,
শীতাগ্র চোখে উড়ে যেতে চাই মেঘেদের পালে...
ও সে কোন প্রিয়তম যে ঢাকে আমায় এই জ্যোৎস্না ঘরে ?
আমি যাবো না ফিরে বিগত প্রহরে
জীবন থেমে যাক এখানে- নীরবে
এই হলদে রাত্রির জীবনের কাছে...
এমন সময় ধপাস করে পড়ার এক বিকড় শব্দ হলো । সবাই তাকিয়ে দেখে ছড়াকার কুয়াশায় ভেজা রাস্তায় আছাড় খেলো ! সবাই তাকে ধরে উঠানোর চেষ্টা করছে আর সে মনে মনে ছড়া কাটা শুরু করে দিয়েছে,
এক জ্যোৎস্না রাতে, ধরলো মোরে ভূতে
শুকনো কাঁদায় খেলাম আছাড়,
হলো আমার কোমর অসাড় !
এদিকে রম্য লেখক মিটিমিটি হাসছে তার রম্যের অন্যতম একটা উপাদান সে পেয়ে গেছে ! ছড়াকারকে উঠিয়ে তারা আবার হাঁটতে লাগলো গ্রামের ভেজা ধূলার কাঁচা মেঠোপথ ধরে। এক অদ্ভুত শিহরণ, মৃত্তিকার ঘ্রাণ, আলো আঁধারী, বাঁশঝাড়, শ্মশান ঘাট, পুরনো বটগাছ, সারি সারি তালগাছ, কালো কুকুরের পাল, বিড়ালের গোঙ্গানো, শিয়ালদের হুক্কা হুয়া ডাক। ভৌতিক গল্প লেখক সবকিছুকে মনের পকেটে বন্দি করছে । তার মনে গল্পলেখার এক অদ্ভুত নেশা খেলা করছে ! এভাবে নিশ্চুপে বিস্তৃত বনজ গ্রাম পেরিয়ে সবাই এসে উঠলো চার রাস্তার মোড়ে । ছড়াকার গেল হাত পা পরিষ্কার করতে চৌরাস্তার পুকুরে । অন্যরা তার জন্য অপেক্ষা করছে। ছড়াকার ফিরে এসে দেখে সবাই মূর্তির মত দাঁড়িয়ে আছে, কোন নড়ছড়া নাই । ছড়াকার এগিয়ে যেতেই সেও রোবটের মত দাঁড়িয়ে গেলো ।
কালা ভূত ! কী বিদ্ঘুটে চেহারা ! গায়ে কালো কালো চোখা চোখা লোম, চোখ সাদা, মোটা পেট, আষ্ঠেপৃষ্টে বেশ নাদুসনুদুস, সাদা লম্বা লম্বা দাঁত কেলিয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে ! সেও যেন মানবকূল দেখে অবাক ! এদিকে কবি তার কবিতার পংক্তিতে ভূতের ব্যাপারটা মেনে নিতে পারছে না, মনে মনে এই ভেবে খুব আফসুসে পুড়ছে পরী কেনো আসলো না আর ভূতকে ধিক্কার দিচ্ছে শালার কালা ভূত ! অন্যদিকে ছড়াকার মনের আনন্দে ছড়া কাটা শুরু করেছে,
চৌরাস্তার মোড়ে,
আমার মাথা ঘোরে
চোক্ষের সন্মুখে কালা ভূত
কী অদ্ভুত ! কী অদ্ভুত !
ছড়াকার বেশ খুশি ছড়ার জন্য অনেকগুলো উপাদান পেয়ে গেছে, এগুলো দিয়ে বেশকটা ছড়া রচনা করা যাবে ! ভৌতিক গল্প লেখক তার প্রধান উপকরণ হাতে পেয়ে অপলক দৃষ্টিতে কালা ভূতের দিকে তাকিয়ে আছে। আর ভাবছে কীভাবে এই অদ্ভুতুড়েকে গল্পের মধ্যে পুরে দেয়া যায় ! এদিকে বিজ্ঞানমনস্ক লেখক বার বার চোখ কচলাচ্ছে, সে ভাবতে চাইছে এটা হ্যালোসিনেশান। সারাদিনের জার্নির ধকল, ঘুম না হওয়া, রাত্রির ঘোমট পরিবেশ সমেত আরো অনেক কিছুকে দায়ী করছে এই হ্যালোসিনেশানের জন্য। সে বিবিধ বৈজ্ঞানিক যুক্তি দাঁড় করাতে চাইছে যা দিয়ে সে ভুত দেখা কুসংস্কার নিয়ে একটা গবেষণালব্ধ লেখা লিখবে । রোমান্টিক গল্প লেখক থ হয়ে আছে । সে ভাবছে একই থিম দিয়ে ঘুরিয়ে পেঁছিয়ে আর কত রোমান্টিক গল্প লিখবো? ছেলে মেয়ে, মেয়ে ছেলে ! এবার সে ভিন্ন গল্প ভাবছে 'এক কালা ভূতের প্রেম কাহিণী' । তাই সে কালা ভূতের দিকে তাকিয়ে আগাগোড়া দেখছে কিভাবে গল্পের মধ্যে তাকে রোমান্টিক রূপ দিয়ে উপস্থাপণ করা যায় । হঠাৎ আধা লেখকের দিকে চোখ যেতেই সবাই দেখে সে বেহুশ হয়ে পড়ে আছে। এই দেখে রম্য লেখক বেশ রোমাঞ্চিত অনুভব করছে আরেকটা পাকাপোক্ত উপকরণ পাওয়া গেছে ভেবে ! আধা লেখকেকে ধরাধরি করতে গিয়ে সবাই দেখে কালাভূত উধাও! এদিকে বিজ্ঞানমনস্ক লেখক যেন হাঁপ ছেড়ে বাঁচলো ! আধা লেখকের মুখে জল দিয়ে হুঁশ ফিরিয়ে কোনভাবে সে রাত্রিতে তারা সবাই বাড়িতে ফিরে গেলো।
পরদিন রাতে...
ব্লগার 'নিশাচর খবিশ' প্রফুল্লচিত্তে গতকালের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে গল্প লিখছে আর পাশাপাশি বিভিন্ন পোস্টে মন্তব্য করছে । কারণ তার পোস্ট হিট হতে হবে, দ্রুত লাইক কমেন্ট আসতে হবে, দ্রুত আলচিত ব্লগ পাতায় জায়গা করতে হবে! এমনিতেই কবি আর ছড়াকারের যন্ত্রণায় প্রথম পাতায় লেখা বেশিক্ষণ টিকতে পারে না । তাই এই আলোচিত ব্লগই ভরসা । এভাবে কয়েকটা পোস্ট পড়ার পর হঠাৎ নিশাচর খবিশের মুখ কালো হয়ে গেল । সে তার দীর্ঘ সময় ধরে লেখা অভিজ্ঞতালব্দ গল্পটাকে ড্রাফট করে দিলো । আর রাগে শুধু দাঁতে দাঁত ঘষছে এবং মনে মনে বলছে, শালার এই কবি আর ছড়াকার বুঝি ওরা ছিলো ! তখন যদি জানতে পারতাম তাহলে নিশ্চিত ঘাড়টা খুলে এখানেই রেখে দিতাম ! কথায় কথায় তাদের কবিতা ছড়া পয়দা হওয়া একদম ছুটাইয়া দিতাম । এখন আমাকে নিয়েও কবিতা ছড়া লিখছে শালারা! চুন থেকে নুন খসতেই এদের কবিতা ছড়া বের হয়। একটা লেখাও কিছুক্ষণ শান্তিমত প্রথম পাতায় থাকতে পারে না এদের যন্ত্রণায় । গগণবিদারী আফসুস নিয়ে ব্লগার 'নিশাচর খবিশ' চার রাস্তার মোড়ের দিকে হাঁটতে বের হয়েছে । তার রাত্রিকালীন একা একা হাঁটতে ভাল লাগে। আর ভাবছে এইবার চৌরাস্তায় কারো সাথে দেখা হলে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, এখানে কোন কবি কিংবা ছড়াকার আছে কীনা !
ছবি বন্ধু- গুগল ইমেইজ ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
খালি, পড়ার শেষ মনে হলো কিছুই পড়িনি
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন:
এই অনুভূতির কারণ কী !?
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
শায়মা বলেছেন: ২. ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪ ০
চাঁদগাজী বলেছেন:
খালি, পড়ার শেষ মনে হলো কিছুই পড়িনি
হা হা হা আমিও!!!!!!!!!
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০
কথাকথিকেথিকথন বলেছেন:
তাহলে কী রম্য হয় নাই !?
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
শায়মা বলেছেন: তবুও একখানা লাইকু দিলাম!
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার লাইক তুলে নিন !
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
রম্য না হলেও মনে হয় পুরো গল্পটা অনেকটা বোধগম্য হয়েছে ....................
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
তার মানে আমার দ্বারা রম্য লেখাটা বৃথা প্রচেষ্টা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬
শায়মা বলেছেন: ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১ ০
লেখক বলেছেন:
আপনার লাইক তুলে নিন !
হা হা হা হা লাগ কলে না!!!!!!!
লাইক তোলা যায়না ভাইয়ু!!!!
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮
কথাকথিকেথিকথন বলেছেন:
সেই জন্যেই তো বললাম !
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: হিংসে!
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হিংসে ! হিংসের কিছু তো ছিল না !!
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২
অলিউর রহমান খান বলেছেন: অন্যরকম গল্প।
আমার ভালো লেগেছে জনাব।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬
কথাকথিকেথিকথন বলেছেন:
জেনে ভাল লাগলো অনেক ।
অসংখ্য ধন্যবাদ ।
ভাল থাকুন ।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩
নূর-ই-হাফসা বলেছেন: ভূত দেখেই গল্প পড়ার জন্য ছুটে আসলাম । এসেই মনটা খারাপ হয়ে গেল । গল্পে ,যে ভূতের কোন ভূমিকায় নেই ।
পড়ে দেখি রম্য লেখা ।
গল্প ভালো হয়েছে । একটা ভয়ংকর ভূতের গল্প লিখুন না ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
রম্য গল্প মানে তো হাসির গল্প । ভূত নিয়ে একটু রম্য ছিলো ।
আমি তো গল্পে এতো পারদর্শী না । এই হাতে ভয়ংকর ভূতের গল্প কী আর লেখা হবে !!
অনেক ধন্যবাদ এবং দুঃখিত মন খারাপ করার জন্য ।
ভাল থাকুন ।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬
শায়মা বলেছেন: . ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩ ০
নূর-ই-হাফসা বলেছেন: ভূত দেখেই গল্প পড়ার জন্য ছুটে আসলাম । এসেই মনটা খারাপ হয়ে গেল । গল্পে ,যে ভূতের কোন ভূমিকায় নেই ।
পড়ে দেখি রম্য লেখা ।
গল্প ভালো হয়েছে । একটা ভয়ংকর ভূতের গল্প লিখুন না ।
হাফসা আপু কি যে বলো!!!!!!!
ভূত লিখবে ভূতের গল্প!!!!
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১
কথাকথিকেথিকথন বলেছেন:
এই যা কী আলতু ফালতু বলে । আমার আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছি আমাকে দেখা যায় !
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । ভূত না হয় নিজের গল্প ই লিখুক ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । আপনি শায়মা এর কথায় কান দেবেন না । তিনি একটু উলটাপালটা বকে থাকেন ।
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: রাতের বেলায় ভূতের গল্প পড়তে নেই। প্রিয়তে রেখে দিলাম।দিনের বেলায় পড়ুম।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন:
রাতেই তো ভূতের গল্পের আসল মজা । পড়ে নিন ।
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বেচারা খবিশ।
দ্রুত বিচার ট্রাইবুনালে কবি আর ছড়াকারের বিচার করা দরকার।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । এতো রুঢ় হওয়া মনে হয় ঠিক হবে না !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: রম্য পড়ে রম্যের ভেতর থেকে রম্যের উত্তর খুঁজে বের করতে পারলেই হয় সেই রম্যের সার্থকতা।
সেই হিসেবে রম্য সার্থক।
রম্য পড়ে মজা পেয়েছি।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনি খুঁজে পেয়েছেন জেনে অনেক ভাল লাগলো ।
সুন্দর মন্তব্যে বেশ ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: নতুন ভূতের গল্পের অপেক্ষায় থাকলাম ।
মোটামুটি ভয়ংকর হলেও চলবে ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ।
আচ্ছা ঠিক আছে। ভৌতিক কবিতা লেখার চেষ্টা করবো !!
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কবি আর ধার্মিকদের জ্বালায় ব্লগিং করে শান্তি নেই।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
কবি মনে একটু বেশি জ্বালায় ! প্রেম অনেক বেশি তো তাই !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮
আখেনাটেন বলেছেন: দু-একটি জায়গায় হাসি আসতে গিয়েও থেমে গেল কেন?
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । কারণ আমি সচেতন লেখক ! অনবরত হাসিতে স্বাস্থগত ঝুঁকি বিদ্যমান! তাই গল্পে থেমে থেমে হাসার ফর্মূলা দিলাম !!
১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !!!
কে তাইলে কি করলো ? !!!
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
কালাভূত হলো 'নিশাচর খবিশ' ! সেও বলগে লেখে !
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০
পবন সরকার বলেছেন: দারুণ
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: ভুতের চেয়ে বাস্তবতার ছোয়াই যেন বেশী!!
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৪
কথাকথিকেথিকথন বলেছেন:
তাহলে তো মনে হয় ভূত বাস্তব হয়ে গেলো !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩
ওমেরা বলেছেন: ভুত,রম্য কিছুই হয় নাই লিখায় বাস্তবতায় আছে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৫
কথাকথিকেথিকথন বলেছেন:
এটা একটা ভূত বাস্তব রম্য । শুধু রম্য খুঁজিলে হবে না !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৮
কালীদাস বলেছেন: সিন্ডিকেট নিপাত যাক।
ব্লগাররা মুক্তি পাক।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! স্লোগান কিন্তু স্বৈরাচারী !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৮
কালীদাস বলেছেন: বাইদ্যাওয়ে, নিশাচর খবিসটা কে?
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮
কথাকথিকেথিকথন বলেছেন:
উনি হচ্ছেন চৌরাস্তার মোড়ের কালাভূত ! আপনার ভয় নাই উনি শুধু ছড়াকার আর কবিদের ঘাড় মটকাবে !
২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি একবার নামী-দামী লেখকদের আসরে গিয়েছিলাম। উনারা তখন অস্কার অয়াইল্ড, মার্ক টোয়েন, জেন অস্টিন, টলকিন, ভার্জিনিয়া উলফ, আর্নেস্ট হেমিংওয়ে-র লেখা নিয়ে ঝড় তুলছিলেন। জেমস জয়েস, ডিকেন্স, এন্নি ফ্রাংকও বাদ পরছিলেন না। আর টলস্টয়, ইলিয়ট আর কিপলিং- এর কথাও মাঝে মাঝে উঠছিলো।
আমি বিরস মুখে উনাদের জ্ঞান-গর্ভ আলোচনা শুনছিলাম। উনাদের আমার দিকে খুব একটা খেয়াল ছিলো না। হঠাৎ কি মনে করে আমার দিকে চোখ পড়তেই একজন শুধালেন-
'তা তুমি কার লেখা পড়, বাপু?'
আমি মুখ কাচু-মাচু করে বললাম- 'জী, আজ্ঞে, কাজী আনোয়ার হোসেন আর রকিব হাসান।'
শুনে উনারা বিষম খেলেন বলে মনে হলো। তারপর, আরেকজন বললেন- 'আর কি পড় তুমি?'
আমি এবারে বললাম- 'হুমায়ন আহমেদ, জাফর ইকবাল- ইনাদের বইও পড়ি।'
শুনে উনারা বললেন- 'বাপু, তাহলে তো তুমি আমাদের কথা বুঝবে না। তুমি বরং চটজলদি এ জায়গা প্রস্থান কর।'
০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা। বিশ্ব দরবারে তাহলে আমরা ঘরকুনোই রয়ে গেলাম !
সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: ছবিটা কি সুন্দর । বিশেষ করে দাঁত গুলো ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! দাত মনে হয় ব্লিসিং পাউডার নিয়ে মাজে !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
জাহিদ অনিক বলেছেন:
পড়লাম ! কিন্তু কিছুই বুঝলাম না !
কেন বুঝলাম না ! কেন !
আমার মগজের পরিমান দিনে দিনে কমে যাচ্ছে নাহলে রম্য বুঝব না কেন !
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
বলার স্টাইল দেখে তো মনে হচ্ছে তীর আমার দিকেই ছুটছেন ! আমি কিন্তু বলে দিয়েছি এটা রম্য । তাই পড়ে না বুঝলেও হাসবেন এটা রম্য মনে করে !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
কুঁড়ের_বাদশা বলেছেন: রম্য ভালো হয়েছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
ধ্রুবক আলো বলেছেন: আহমদ জি এস ভাই এর সাথে সহমত।
লেখা ভালো লেগেছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
সুমন কর বলেছেন: রম্য হালকা ভালো লাগল।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো ।
৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৯
ফেরদৌসা রুহী বলেছেন: ভুত দেখতে এসে ভুতের দেখা না পেয়ে হতাশ হলাম।
তবে যা লিখেছেন তার সাথে একমত।
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৮
কথাকথিকেথিকথন বলেছেন:
চৌরাস্তার মোড়ে কালাভূত ছিলো তো !
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
৩২| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
উম্মে সায়মা বলেছেন: রম্যে রম্যর মাসালা মনে হয় একটু কম পড়ে গেছে। তাই সেভাবে রম্য মনে হয়নি। তবে লেখা ভালো হয়েছে আর যেহেতু বলে দিয়েছেন রম্য তাই ছবির কালাভূতের মত একটু হেসে নিলাম
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । গুড গুড । আমি তো এমন পাঠকই চেয়েছিলাম !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৩৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১৭
সোহানী বলেছেন: কালীদাস বলেছেন: সিন্ডিকেট নিপাত যাক। ব্লগাররা মুক্তি পাক।
হাহাহাহাহা......... রম্যে ও সিন্ডিকেট!!!!!!!!!!!!!
২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ! হ্যাঁ, রম্যে সিন্ডিকেটের বিরুদ্ধে লড়ছে !!
আফসুস কেউ রম্যে ভূত দেখলো না !!
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৩৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৮
জনৈক অচম ভুত বলেছেন: কালাভূতও ব্লগিং করে জেনে বড়ই আনন্দিত হলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! আমিও আপনার মত আনন্দিত হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: চমৎকার।