নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

বিহঙ্গ-মরুধ্যানঃ নিষেধ হৃদয়।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮


চোখের ঝাঁপি ফেলে দিলে
আমি দেখি এক মরুভূমি
বালুকণা হয়ে ভেঙ্গে পড়ছে
কিছু জীবন্ত মূর্তি মানব
দক্ষিনী ঝড় তাড়িয়ে বেড়ায় মেঘ
বৃষ্টির দরজায় পড়ে খিল!

ওদের স্বপ ভঙ্গ হলে
ঝরে যায় ওরা নির্দ্বিধায়
ওরা শুধু থাকে বেখবর-
হৃদয়ে যে বেড়ে উড়ছে এক মরুভূমি
বালুকণার স্তরে জন্মাচ্ছে পাথর
ছদ্মবেশী মরুসর্প তরতাজা হচ্ছে
কিছু পোকা মাকড়ের জীবন বেচে।

তৃষ্ণায় হৃদয় সংকটাপন্ন হলে
ওদের গলা চেপে হই বিষাক্ত
বেঁচে থাকার শিকলে ঝুলে থাকে
উড়ন্ত নিরপরাধ বিহঙ্গ...

যে ভুল সাথে করে নিয়ে পোড়ালো
সে ভুল আজ হলো নিরুদ্দেশ
চোখের ঝাঁপি ফেলে দিলে
দেখি একাকী এক পথহারা বিহঙ্গ
সামর্থের ডানা আগলে রেখে
নিশ্চুপ বসে আছে মরু পাহাড়ে
মরুসর্পের ঘুম ভাঙ্গে বিহঙ্গের ছায়াতলে!

বেঁচে থাকার তাগিদে-
বিষাক্ত হওয়ার সময় এসে পড়ে ঠিক এভাবে!
বিহঙ্গের চোখে নিশানার তীক্ষ্ণতা খেলে যায়
আমি বুঝে নিই আমার হৃদয়ের বিনিময় মূল্য।

আগন্তুক হয়ে ঘড়িহীন হাতে ঘুরছি শুধু
চোখের ঝাঁপি ফেলে এই মরুভূমিতে....

ছবি বন্ধু- গুগল ইমেইজ!

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

সুমন কর বলেছেন: এই পথ ঘোরা শেষ হোক................

ভালো হয়েছে।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:






ঘোরার শেষ নেই। ঘুরতে হয় কারণে অকারণে, নিষেধ ভেঙ্গে!!

মন্তব্যে ভাল লাগলো বেশ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

সাইন বোর্ড বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:






মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কাব্য

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৮

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
খুব সুন্দর হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:





শুভ সকাল।

মন্তব্যে ভাল লাগলো।

অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

জাহিদ অনিক বলেছেন:



কবিতায় বিষণ্ণতা আছে। সুন্দর +

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:






মন্তব্যে অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধতা রেখে দিলাম......

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০০

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪০

মনিরা সুলতানা বলেছেন: চোখের ঝাঁপি ফেলে এই মরুভূমিতে....
কখনো ক্যাকটাস দেখেন না অপূর্ব সুন্দর ! অথবা বেদুঈন ?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

কথাকথিকেথিকথন বলেছেন:





হ্যাঁ, দেখেছি! তবে কী এখন মরুর বুকে আমাকেও বলছেন ক্যাকটাস ফোটাতে!!

মন্তব্যে ভাল লাগলো বেশ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২

মনিরা সুলতানা বলেছেন: যদি ফোটেই, মন্দ কি !!!

আপনার জন্য ও শুভ কামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা! ওকে, নিজেকে ক্যক্টাস মরুভূমি বানিয়ে ফেলি তবে!!

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন,








চোখের ঝাঁপি ফেলে দিলে মনে হয় এমনই হয়- নিষেধ হৃদয় কথাটির অর্থ নেই কোনও, সঠিকও নয়। মরুভূমিতে ফুল না ফোটা ক্যাকটাসের মতোই নির্বীজ মনে হলো।
আর শেষে " আগুন্তুক" শব্দটির বদলে " আগন্তুক" হবে।

কবিতা মোটামুটি লেগেছে। তবে - বৃষ্টির দরজায় পড়ে খিল লাইনটির রূপকল্প অপূর্ব হয়েছে বলতেই হবে। "দক্ষিনী ঝড় তাড়িয়ে বেড়ায় মেঘ" লাইনটির পরে এই লাইনটি একটা দ্যোতনা রেখে গেছে।


০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:




'নিষেধ হৃদয়'- হৃদয়ের একটা পর্যায় যে পর্যায়ে হৃদয়ে ঢোকা নিষিদ্ধ!

আপনার কোট করা চরণ দু'টি আমারও বেশ প্রিয়।

বানানটা ঠিক করে নিয়েছি। বিশেষ কৃতজ্ঞতা রইলো।

ভাল থাকুন।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০

নীলপরি বলেছেন: অপূর্ব লিখেছেন ।
++++

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.