নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস. দেওয়ান

আমি একজন ব্লগার । ব্লগিং হলো আমার নেশা । আমি আমার দেশ, জাতি, সংস্কৃতি ও ভাষাকে সব চেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি ।

এস. দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে আস্তিক-নাস্তিক সবার থাকার অধিকার আছে

০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:০৩


এদেশে আস্তিক
নাস্তিকসহ সব মতের মানুষ অবস্থানের
ক্ষেত্রে যারা বাধা দিবে তারাই
দোষী বলে বিবেচিত হবে বলেও
মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “রাষ্ট্র ব্যর্থ
হয়ে গেছে সেটা সঠিক নয়। কিন্তু
হত্যাকাণ্ড অবশ্যই গ্রহণযোগ্য নয়। এর তদন্ত
হতে হবে এবং দোষী ব্যক্তিরা যেন
শাস্তি পায়। আস্তিক-নাস্তিক সকলেরই এ
পৃথিবীতে বাস করার অধিকার আছে।
সে অধিকারকে স্বীকার
করে নিতে হবে।যদি কেউ
সে অধিকারটাকে স্বীকার
না করে নেয় এবং যে তার সাথে একমত
নয় তার জীবন নষ্ট করার চেষ্টা করে,
সে দোষী। তাকে আমরা আমাদের
সমাজে স্থান দেব না”।
আলোচনায় অংশ নিয়ে প্যানেল আলোচক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক
আমেনা মোহসিন বলেন
বাংলাদেশে দীর্ঘদিন ধরে অন্যের
মতামত সহ্য
না করা এবং ভিন্নমতকে প্রশ্রয়
না দেয়ার চর্চা চলছে।
তিনি অভিজিৎ রায় হত্যাকাণ্ড এ
ধরণের অসহিষ্ণুতার প্রতিফলন।
তিনি বলেন, “ ব্লগার মানেই
যে নাস্তিক, বা ব্লগার মানেই
যে আপনাকে আঘাত করছে সেটা ঠিক
না। যারা ধর্ম পালন করছেন
সবাইকে তো ঢালাওভাবে জঙ্গি বলে
এ বাংলাদেশে কেন, পৃথিবীতে যেমন
আস্তিকদের থাকার অধিকার আছে,
নাস্তিকদেরও থাকার অধিকার আছে”।
অপর প্যানেল আলোচক ইন্সটিটিউট অফ
কনফ্লিক্ট,ল এন্ড ডেভেলপমেন্ট
স্টাডিজের নির্বাহী পরিচালক
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ
আব্দুর রশীদ বলেন
ধর্মকে বিকৃত করে মানুষ হত্যার
যে রাজনৈতিক
প্রবণতা সৃষ্টি করা হচ্ছে সেটিকে নাগর
না বলা উচিত।
তিনি বলেন আদর্শগত ভাবে রাজনৈতিক
উদ্দেশ্য নিয়ে কেউ আক্রমণ
করলে সেটি ঠেকানো খুব কষ্ট।
মিস্টার রশীদ বলেন কোন উগ্র মতাদর্শ
নিয়ে মানুষ হত্যার
রাজনীতি করলে সেটাকে বলতেই
হবে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ,
এবং তারাই খুন করছে।
সবাইকে বোঝানো হয়েছে যিনি ব্লগ
করেন তিনি নাস্তিক।
তিনি বলেন, “অভিজিতের ব্লগে কখন
ঢুকে দেখেছেন সে কি লিখেছে?
সে বিজ্ঞানভিত্তিক লেখা লিখত,
সে তো ধর্মের বিরুদ্ধে লিখত না।
কিন্তু আমাদেরকে বলা হচ্ছে ব্লগার
মানেই নাস্তিক, এদেরকে মারো”।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:১৫

শামীম সুজায়েত বলেছেন: ভাল আলোচনা হয়েছে। কিন্তু ফলাফল আসছেনা তো কোন।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:২৪

এস. দেওয়ান বলেছেন: দেখা যাক কী হয় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.