নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস. দেওয়ান

আমি একজন ব্লগার । ব্লগিং হলো আমার নেশা । আমি আমার দেশ, জাতি, সংস্কৃতি ও ভাষাকে সব চেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি ।

এস. দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

বানিজ্যিক রাজধানী ও শিল্প নগরীর বাস্তবায়ন কবে হবে ?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫



দেরিতে হলেও বিশ্ব বানিজ্য কেন্দ্র শেষ পর্যন্ত হলো । এবার হয়তো চট্টগ্রাম সত্যি সত্যিই দেশের বানিজ্যিক রাজধানী হতে যাচ্ছে । সেই ছোট বেলা থেকে শুনে আসছি বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম, শিল্প নগরী খুলনা- কিন্তু বাস্তবে সবই কথার কথা। বাস্তবে দেশের সবই ঢাকা কেন্দ্রীক । নিয়ম অনুযায়ী ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান গুলোর প্রধান কার্যালয় বানিজ্যিক রাজধানীতেই থাকার কথা । এই মর্মে সরকারে ভূমিকাও আবশ্যক । সরকার চাইলে অনেক কিছুই করা সম্ভব হয় ।

অন্য দিকে খুলনা নগরী নাকি শিল্প নগরী- আর শিল্প হলো সব ঢাকায় । আচ্ছা এক্সপোর্টার শিল্প-কারখানা গুলোর রাজধানীতে কি কাজ ? যেই দেশে দুটো সামুদ্রিক বন্দর ভিত্তিক নগরী রয়েছে সেই দেশের রাজধানীতে এত মিল-ফ্যাক্টরী কেন ? মানুষের ঠেলায় ঢাকার রাস্তায় হাঁটা যায় না । খুলনার মতো এমন চমৎকার সম্ভাবনাময় স্থানকে কাজে না লাগিয়ে ঢাকার বারোটা বাজানোর কি কোনো মানে হয় ? খুলনায় সুপরিকল্পিত ভাবে বিশাল বিশাল শিল্পাঞ্চল গড়ে তুলে সকল রফতানিকারী মিল-কারখানা ঢাকা থেকে ওখানে স্থানান্তরিত করে দিন । এই ভাবেই বাংলাদেশ সমৃদ্ধ হবে ।

ঢাকার শিল্প-কারখানা চট্টগ্রাম ও খুলনায় সরিয়ে দিতে পারলে দ্রুত এই দুটি শহর মেগা সিটিতে পরিণত হবে । তখন মানুষ শুধু ঢাকার দিকে ছুটবে না । বরং ঢাকার বড় একটা জনসংখ্যা ঐ দুটি শহরের চলে যাবে । অনেক বেশি মেগা সিটি বিদেশে দেশের ভারসাম্য বৃদ্ধি করে । শুধু অবাসযোগ্য এক ঢাকাকে ধরে বসে থাকলে হবে না । দেশের উন্নতির জন্য নিকেন্দ্রীকরণ অত্যাবশ্যক । বিশ্বের প্রায় সব দেশেরই বন্দর নগর গুলো বেশি উন্নত থাকে শুধু বাংলাদেশের বেলায় তা ব্যাতিক্রম । এর জন্য প্রশাসনিক উদাসিনতাই মূলত দায়ী । বর্তমানে একটি দায়িত্বশীল সরকার দেশ পরিচালনা করছে, এই সব বিষয়ে এই সরকার সুদৃষ্টি দেবে বলেই আমার বিশ্বাস

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

মানবী বলেছেন: অত্যন্ত জরুরী বিষয়ে লিখেছেন। আমাদের স্বার্থে, ঢাকা শহরের স্বার্থে বাণিজ্যিক বিকেন্দ্রীকরন জরুরী। বন্দর নগরী চট্রগ্রাম আর খুলনাকে শিল্প আর বাণিজ্যের রাজধানী করার মাধ্যমে শুরু হোক এই বিকেন্দ্রী করনের যাত্রা।

শুধু কি বাণিজ্য, চাকরী আর বিনোদন। আমাদের দেশ চিকিৎসার ক্ষেত্রেও এতোটা ঢাকামূখী হয়েছে যে ঢাকার বাইরে হাজার গুন ভালো মানের চিকিৎসার সুযোগ থাকলেও তা অধিকাংশের জানা নেই, অনেকে জানলেও মানেননা।

মায়োকার্ডিয়াল ইনফারকশণ যা হার্ট এ্যাটাক নামে বেশী পরিচিত... তার চিকিৎসা করাতেও আমরা নিজের ভিটেমাটি বিক্রি করে হলেও সিঙ্গাপুর ব্যংকক, আর তা সম্ভব না হলে ভারতে চিকিৎসা করাতে চাই.. যাঁদের ভারতেও যাবার সামর্থ নেই তাঁরা ঢাকায় ভীড় করেন। অথচ চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকার বড় বড় ক্লিনিকের সমমানের কর্ডিয়াক সার্জারী হয় এমনটা শুনেছি। ঢাকার ক্লিনিকে যে চিকিৎসা ২-৪ লক্ষ টাকা, একই চিকিৎসা সেখানে ৫০ হাজার টাকার মতো খরচ পরে।

সকলে যেহেতু ঢাকায় ভীড় করে তাই চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসা সুবিধার প্রচার নেই, আর তাই তাঁদেরও ভাগ্যে জুটছে না যথেষ্ট সংখ্যায় বেড, চিকিৎসক নার্শ সহ বিভিন্ন সুবিধা!!

এই অবস্থার পরিবর্তন জরুরী।
পোস্টটির জন্য ধন্যবাদ এস দেওয়ান।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

এস. দেওয়ান বলেছেন: মানবী, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

বিজন রয় বলেছেন: হয়তো একদিন হবে!!
++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.