|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তুন্না
তুন্না
	“I'm selfish, impatient and a little insecure. I make mistakes, I am out of control and at times hard to handle. But if you can't handle me at my worst, then you sure as hell don't deserve me at my best.” I Love to travel, write, and like to share my experiences and feelings with people......."
 মেয়েলি আলাপে মেয়ের আগমন! 
কফি শপে জমিয়ে আড্ডা চলছে। পাঁচ বন্ধু একসাথে। ভার্সিটির ক্লাসের ফাঁকে ফাঁকে এমন আড্ডা ওদের প্রায়ই হয়। কথা প্রসঙ্গে এসে যায় প্রেম-ভালোবাসা।  চলতে থাকে মজা করা। জীবনে কে কটা মেয়ের দিকে তাকিয়েছে, কে সব থেকে বেশি সুন্দর ছিল- এই ছিল তাদের আলাপ। এমন সময় কফি শপে এসে বসে "পরী" রুপী একটা মেয়ে।
পাঁচ বন্ধু "থ" বনে গেছে। মেয়েলি আলাপে মেয়ের আগমন! জোশ টাইমিং! বলেই ফেলল হিমেল।
এবারে শুরু হল সামনে বসা নতুন আগত মেয়েকে নিয়ে আলাপ-আলোচনা। একেক জনের একেক গল্প। কেবল চুপটি মেরে বসে রয়েছে অমিত। অমিত কোনো কথা বলছে না। সে শুধু মন দিয়ে কফি খাচ্ছে আর ওর বন্ধুদের কার্যকলাপ দেখছে। হঠাৎ বন্ধুদের মধ্যে বাজি ধরা হল৷ হিমেল মেয়েটার সাথে কথা বলতে যাবে। পারলে ৫০০ টাকা। হিমেল চেয়ার ছেড়ে উঠে পড়েছে।
পথ আটকে ধরলো অমিত। "ও আমার ছোট বোন"!!
কী!!!!!
বোম ফাটা চেহারা নিয়ে বাকি চারজনে এর ওর দিকে চাওয়া চাওয়ি করছে। এতক্ষণ অমিতের সামনেই ওর ছোট বোনকে নিয়ে হরেক মন্তব্য করা হয়েছে। আর এ জন্যই বোধয় অমিত এতক্ষণ চুপচাপ ছিল।
-- "দোস্ত স্যরি- এক্সট্রিমলি স্যরি", বলল হিমেল।
-- "ইটস ওকে"! আস্তে সুরে বলল অমিত।
ক'দিন বাদে অমিতদের বাসায় অমিতের জন্মদিনে সবার দাওয়াত। খেতে খেতে এসে গেলো অমিতের বোনের প্রসঙ্গ।
-- "কই, ছোট আপুটাকে দেখছি না'তো", বলল তমাল।
-- "আমার কোনও বোন নেই"! অমিতের দৃঢ় জবাব।
খাওয়া বন্ধ হয়ে হা হয়ে গেছে বাকি চারজনের মুখ।
-- তবে যে সেদিন বললি- "ও তোর বোন!"
-- "মিথ্যা বলিনি! আমি ওকে বোনের নজরে দেখেছিলাম।" অমিতের সহজ সরল জবাব। বন্ধুদের মুখেও কোনও কথা নেই।
একটা মেয়ে আপনজনের বোন হলেই সে হয় সম্মানের পাত্র-ছোট বোন, আর অপরিচিত জনের বোন মানেই "গল্প করার আইটেম"! 
এটাই কি হওয়া উচিত? আপনারাই বলুন এবার বন্ধুরা।
[সংগৃহীত]
  
   
 
 ১৬ টি
    	১৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৩
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৩
তুন্না বলেছেন: চাইলেই হয়া জাবে। চলেন প্রথম আমরাই না হয় শুরু করলাম...  
  
২|  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৫
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৫
টাইটান ১ বলেছেন: এক কথায় অসাম হয়েছে। ভীষণ খুশি হয়েছি লেখাটি পড়ে।
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৪
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৪
তুন্না বলেছেন: ধন্যবাদ লাইক করার জন্য.....
৩|  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৫
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৫
খাইয়া কামনাই বলেছেন: আমি কি ক্যাটরিনা আর তার অনুসারীদের কেও বোনের চোখে দেখবো???
 তাদের দেখলে সবারী কাম ভাবনা আশে এটা কি অযৌক্তিক?
 নাকি যাকে বোনের চোখে দেখবো তাদের কেও আমার ভাবনার যোগ্যতা অর্জন করে বাইরে বেরুতে হবে।  
লেখাটা একটু অপূর্ণ মনে হল!!!
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৪
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৪
তুন্না বলেছেন: এখানে ক্যাটরিনাকে বোনের মত দেখাটা মূল প্রসঙ্গ নয়, মূল প্রসঙ্গ হচ্ছে নারীকে সম্মান করা। 
মানুষের মনে নানা রকম কামনা বাসলা লালসা আসতেই পারে কিন্তু কামনা বাসনাকে দমন করে মানবিকতা আর সুস্হ সুন্দর সম্পর্কে রাখতে পারা টাই আমাদের মনুষত্ব। 
আপনার বোন বা মা যেমন নারী হিসেবে সম্মানের দাবীদার টেমনি সমাজের আর সকল নারীও সম্মানের দাবীদার।
আপনি বোধ হয় লেখাটা সম্পুর্ণ পড়েন নি:[সংগৃহীত]
৪|  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:২১
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:২১
রিফাত হোসেন বলেছেন: +++ দিলাম তবে এটা হওয়া উচিত বলছি না, কাউকে দেখে ভাল লাগতেই পারে কিন্তু সম্মান করাটা জরুরী । 
আশা করি বুঝাতে পারছি পজিটিভ সম্মান কোনটি ? 
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৮
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৮
তুন্না বলেছেন: কাউকে দেখে ভাল লাগতেই পারে কিন্তু সম্মান করাটা জরুরী । 
সহমত।
৫|  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৬
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৬
বইয়ের পোকা বলেছেন: সহমত।
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৯
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৯
তুন্না বলেছেন: ধন্যবাদ
৬|  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫৬
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫৬
s r jony বলেছেন: যদি কাউকে "ভাল লাগে" তাহলেই কি তাকে "কটুক্তি" করতে হবে??
"ভালো লাগার" কথা কি "ভাল ভাবে" বলা বা প্রকাশ করা যায় না??
 যে "মেয়েটাকে" দেখি, সেও তো কারো না কারো বোন???
সুধু ক্যাটরিনা কেন, একজন প্রস্টীটিউট'কেও যদি আপনি "কটূক্তি"করেন বা কাদা ছুড়েন তাহলে  সেই কাদা কি আপনার শরীরে পড়ে না??
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:০৮
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:০৮
তুন্না বলেছেন: ধন্যবাদ.........আমার এইম(Aim) টা এটাই ছিল...........
৭|  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩৯
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩৯
লোনলিফাইটার বলেছেন: অসাধারন ভাবে গল্প টা বললেন।++++++++++++++++++++++++++++++++++++++
  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫০
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫০
তুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকে...
৮|  ১৭ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:২৬
১৭ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:২৬
পথহারা সৈকত বলেছেন: +++++++++++++++++++
  ১৭ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৫
১৭ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৫
তুন্না বলেছেন: ধন্যবাদ.....
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫১
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫১
রিওমারে বলেছেন: চমৎকার লিখেছেন। আমরা অমিতের মত কেন হইনা??