|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তুন্না
তুন্না
	“I'm selfish, impatient and a little insecure. I make mistakes, I am out of control and at times hard to handle. But if you can't handle me at my worst, then you sure as hell don't deserve me at my best.” I Love to travel, write, and like to share my experiences and feelings with people......."
আমার একজোড়া মুনিয়া চাই
কলাপাতা সবুজ আর নীল মেশানো ধুসর
কিংবা আকাশী নীলের মাঝে সাদা ফুটকি,
ওদের জন্য খুব শিগগির বানাব প্রাসাদ
শিকের পরে শিক,লোহার ছোট্ট ফটক
আংটায় লাগাবো ঝালর মখমলী
লাল,নীল,বেগুনী।
 
খেয়েদেয়ে ভরপেট
লম্বা ঠোঁট গলিয়ে
মুনিয়া আমায় শোনাবে কিচিরমিচির,
নরম পালকে হাত বুলিয়ে
দিন ছুটবে তন্দ্রা ভেঙ্গে,
বারেবারে চুম্বক টানে দেখব
দুই মুনিয়ার ঘরসংসার,
ঘাড়ের পালক ফুলিয়ে ঝগড়াঝাঁটি শেষে
আবেশে বন্ধ চোখ অথবা খুনসুটি ।
 
বারান্দার গ্রীলে বসা একটা চড়ুই
সামনের নিমগাছে পাকা নিমফল ঠোঁটে
চেটেপুটে খাওয়া একটা শালিক দেখে
মুনিয়া দুটোর সে কি আস্ফালন !
 
কখনো অস্থির ডানা ঝাপটানো দেখে
হয়ত মনে হবে
বড্ড দুষ্টু হয়েছে তো মুনিয়া দুটো!
খাঁচার দরজায় অবিরত
ঠক ঠক ঠোকর শুনে মনে হবে
খিদে পেয়েছে বুঝি ওদের,
দুমুঠো খুদ ছিটিয়ে অপেক্ষা
ওদের শান্ত হবার,
স্থির শান্ত চোখের আলোড়নে
শেকল ছেঁড়ার উন্মাদনা
দেখেও এড়িয়ে যাব !
 
এতোটুকুন একটা খাঁচার আবর্তে
বন্দী মুনিয়ার ডানা ঝাপটানো দেখে,
ঈশ্বরের সাথে পাল্লা দিয়ে
দুটো মুনিয়ার মালিকানা পাবার
খয়েরী কাল বাদামী  এ কি গভীর সুখ...কে জানে !!
- সংগহীত
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৫
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৫
তুন্না বলেছেন: ধন্যবাদ.....
২|  ২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:০০
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:০০
রাইসুল নয়ন বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
সংগৃহীত হলেও লেখাটা দারুন, শেয়ার করার জন্য ধন্যবাদ। 
  ২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৫
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৫
তুন্না বলেছেন: ধন্যবাদ..........
৩|  ২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:১৪
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:১৪
আশিক মাসুম বলেছেন: রাইসুল নয়ন বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
সংগৃহীত হলেও লেখাটা দারুন, শেয়ার করার জন্য ধন্যবাদ। 
  ২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৬
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৬
তুন্না বলেছেন: ধন্যবাদ................
৪|  ২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪১
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪১
শার্লক বলেছেন: ছোট বেলায় আমার একটা মুনিয়া পাখি ছিল। মনে পড়ে গেল।   
  
  ২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৮
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৮
তুন্না বলেছেন:   
   
 
৫|  ২১ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪২
২১ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪২
sushama বলেছেন:  লেখাটা আমার। এই ব্লগেই দিয়েছিলাম ।আপনি নাম উল্লেখ না করলেও যে তাও "কালেক্টেড" লিখেছেন, এইজন্য আপনি ধন্যবাদ পাবার যোগ্য। তবে কবিতার শিরোনাম এইটা না। বাকি সব লেখা হুবহু 
 কবিতা- মুনিয়া   
  ২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫২
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫২
তুন্না বলেছেন: ধন্যবাদ আপু........তোমার লেখাটা অসাধারন হয়েছে।
৬|  ২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:০২
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:   
 
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
২৪ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
তুন্না বলেছেন:   
   
 
৭|  ২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৬
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৬
ইখতামিন বলেছেন: 
১ম রেটিং দিলাম.
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
২৪ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
তুন্না বলেছেন: ধন্যবাদ.........
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৭
২০ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সংগৃহীত হলেও লেখাটা দারুন, শেয়ার করার জন্য ধন্যবাদ।