|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তুন্না
তুন্না
	“I'm selfish, impatient and a little insecure. I make mistakes, I am out of control and at times hard to handle. But if you can't handle me at my worst, then you sure as hell don't deserve me at my best.” I Love to travel, write, and like to share my experiences and feelings with people......."
খুব ইচ্ছে হয়
তোমার হাত ধরে
হেঁটে আসি শিশিরভেজা
নরম দূর্বাঘাসে
ছোট ছোট পা ফেলে
এগিয়ে যাবো সীমান্ত পর্যন্ত।
দেখবো পাশাপাশি বসে
অস্তাচলগামী সূর্যকে
মুখ লুকাতে পাহাড়ের আড়ালে
তার লজ্জার রঙ ধরবে
আকাশের গায়ে।
দেখবো ঘন নীল জলরাশির
শেষ সীমান্ত থেকে
উঁকি দিতে আবার
নবীন সূর্যকে
যেন ফিরে আসার লজ্জায়
রাঙা হয়ে আছে সে।
সেই লজ্জার রঙ ছড়িয়ে দিয়েছে
প্রেয়সী আকাশের বুকে,
তার প্রতিবিম্ব সাগরের
অসীম গভীর জলরাশিতে।
ইচ্ছে হয় যাবো গভীর অরন্যে।
পাতার ঝরে পড়ার
একটানা শব্দ যেখানে।
নিবিড় পাতাগুলোর ফাঁক দিয়ে
স্থান করে নিচ্ছে সূর্যালোক,
তার কিরণ পাতা চিরে
নেমেছে ঝরে পড়া
শুকনো পাতার বুকে।
শব্দ তুলে হেঁটে যাবো
শুকনো পাতার ওপর দিয়ে।
হঠাৎ থমকে দাঁড়িয়ে
শুনবো পাখির ডাক-
‘দেখো, দেখো, ঐ কি
বউ কথা কও,
নাকি পাপিয়া?’
ইচ্ছে হয় নির্জন গম্ভীর দুপুরে
স্বচ্ছ দীঘির জলে
নিজের মুখ দেখি মুগ্ধ হয়ে।
আঙুল ছুঁইয়ে জলে,
ভেঙে দিই প্রতিবিম্ব।
আবার মিলেমিশে গড়ে দেবে সে
মুখাবয়ব আমার।
ঘুঘুর ডাকে মোহভঙ্গ হবে
চোখ তুলে দেখবো
পেছনে তুমি দাঁড়িয়ে,
চমকে দেবার অভিপ্রায়ে
নীরবে হেসে ধরবে হাত।
নেমে যাবো স্বচ্ছ
শীতল দীঘির জলে-
‘ডুব সাঁতারে কতদূর
পারবে যেতে?’
তারাভরা রাতে,
ইচ্ছে হয় খোলা ছাদে
শীতল পাটি বিছিয়ে
বসি পাশাপাশি,
তুমি কত কাছে আমার!
‘কি দেখছ আকাশে?’
‘দেখছি মিলিয়ে চাঁদের সাথে
চাঁদের মুখ।’
‘আমার দিকে দেখো।’
‘গান শোনাও তবে।’
‘সেকি! আমি যে জানিনা!’
‘খুব জানো।’
আমার কোলে
রাখবে তোমার মাথা।
আঙুল বুলিয়ে চুলের ভেতরে-
ফিসফিস করে বলবে,
‘তোমাকে ভালবাসি।'
- Collected
 ২২ টি
    	২২ টি    	 +৪/-০
    	+৪/-০  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৩
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৩
তুন্না বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৮
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৮
শূন্য পথিক বলেছেন: বাহ্!
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৩
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৩
তুন্না বলেছেন:   
   
 
৩|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:০১
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:০১
রীতিমত লিয়া বলেছেন: সুন্দর
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৪
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৪
তুন্না বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
৪|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:০৭
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:০৭
শার্লক বলেছেন:   
 
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৫
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৫
তুন্না বলেছেন:   
   
 
৫|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৬
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন: 
সংগ্রহ ভাল লাগল 
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৬
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৬
তুন্না বলেছেন: আসলে ভাল জিনিষ সংগ্রহ করতে ভাল লাগে।
৬|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:২৯
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ২:২৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: সূর্য উঠলে সকাল পোহাই কোমল রোদ জড়িয়ে 
শিশির দুয়ে পা ডুবাই 
ভোড়ের গানে সুর মিলাই 
ম্যাকপাইয়ে ছুটাছুটি হারিয়ে যাই 
লিটেলম্যাগে কবিতা অথবা কবি হয়ে উঠতে চাই 
সকালটা শুরু এক উষ্ণ চায়ে কাপে 
স্বপ্নময়তা কাল্পনিক নয় বাস্তবিক !! 
সব তবু ঠিক ঠাক 
ঘড়ির কাটা টিক টাক 
সময়ের অনুকুলে সব যেন 
তুমি আমি -অন্য ভাবনা আনবো কেন !!? 
গতিহীনতা আসতে চায় 
হারালে সকল ভয় 
নিশ্চুপ হয়ে থমকে থাকে 
নিঝুম - এক ঘুমে ঘোরে 
ছুটোছুটি গিক বেদিকে 
হারিয়ে ফেলি সব দিক !! 
ভাবনা তবুও আশ্রয় 
তোমায় দেওয়া প্রশ্রয়ে !! 
স্বপ্নে হাত রুদ্ধ হলে চুপসে থাকে ভীষন 
নিঃস্নগতায় তুমিহীন থুবড়ে পড়ে মন !! 
তবুও একলা বিষন্ন বহুদূরে স্তব্ধতায় জড়ালে 
ভাবতে ভাবতে ভাবনার ভাবান্তরিত হলে !! 
আধাঁর রাতের তারা মতো ছিটকে পরে স্বপ্নগুলো ! 
ভুলতে গেলো হয়ে উঠে না ভুলোমনা 
বাস্তবতায় ফিরতেই হয় কল্পনায় হারালে !!  
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৮
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:২৮
তুন্না বলেছেন: খুব সুন্দর। +++++++++++
৭|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৪০
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৪০
মাহবু১৫৪ বলেছেন: +++++
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০১
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০১
তুন্না বলেছেন: ধন্যবাদ।
৮|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:১৬
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:১৬
এম এম কামাল ৭৭ বলেছেন: ভাললাগা রইলো। আপনার ইচ্ছা যেন কবিতার মত সত্য হয়।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৪
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৪
তুন্না বলেছেন:   
   
 
৯|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৩০
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৩০
সিয়ন খান বলেছেন: আঙুল বুলিয়ে চুলের ভেতরে-
ফিসফিস করে বলবে,
‘তোমাকে ভালবাসি।'
++++ 
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৩
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৩
তুন্না বলেছেন: ধন্যবাদ।
১০|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৮
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৮
আমিনুর রহমান বলেছেন: সংগ্রহে +++
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৪
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৪
তুন্না বলেছেন: ধন্যবাদ।
১১|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:২৬
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:২৬
রাতুল_শাহ বলেছেন: এই কবিতা কাউকে লিখে পাঠালে, নির্ঘাত সে প্রেমে পড়ে যাবে।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:৩০
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:৩০
তুন্না বলেছেন: রাতুল_শাহ ভাই আপনি ট্রাই করবেন নাকি?  
   
   
 
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৭
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৫৭
এহসান সাবির বলেছেন: খুব সুন্দর। ++++