নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ht

স্টকহোম

স্টকহোম › বিস্তারিত পোস্টঃ

কি অসভ্য সন্তান? কোথায় মনুষত্ব???X(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২২

কয়েকদিন আগে দেখলাম শাহীন, শামীম নামের ছেলেরা তার মাকে কুমিল্লা থেকে নিয়ে এসে বরিশালের টরকী বাসস্ট্যান্ডের পার্শ্বে ফেলে রেখে গেছে। আবার আজকে আবার দেখলাম, মঙ্গলবার রাতে জুরাইনের খাদ্য অধিদপ্তরের সামনে এক কুলাঙ্গার ছেলে তার বাবাকে ফেলে রেখে গেছে। জানা যায়, চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার কথা বলে ছেলেরাই ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে পিতাকে। আর এই বৃদ্ধ বাবা মুখে বার বার একটি কথাই বলছিলেন ‘আমি বোঝা হয়ে গেছি’ ।এই বলে বিলাপ করছেন আর কাঁদছিলেন।পরিচয় জিজ্ঞাসা করলে নাম গিয়াসউদ্দিন ও বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বলে জানান তিনি।কাঁদার কারণ জিজ্ঞাসা করলে জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তার ২ ছেলে প্রথমে কিছুদিন চিকিৎসা করিয়ে পরে তা বন্ধ করে দেন। কিন্তু কিছুদিন ধরে অসুস্থতা বেড়ে গেলে ছেলেরা বিরক্ত হয়ে পড়ে। গত সোমবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করার কথা বলে ঢাকা নিয়ে আসে তারা। রাত ৩টা পর্যন্ত বিভিন্ন স্থানে ঘোরানোর পর এখানে বসিয়ে রেখে খাবার আনার কথা বলে চলে যায়। Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৮

ইমাম হাসান রনি বলেছেন: এগুলো মানুষ নামে জানোয়ার X(

ওদের পোলাপানও একদিন এমনটা করবে না তার নিশ্চয়তা কি ??আসলে এদের নৈতিক শিক্ষার অভাব আছে X( X( X(

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৮

লিন্‌কিন পার্ক বলেছেন:

আহারে বৃদ্ধ লোকটার জন্য খারাপ লাগতাছে :( :(

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৪

হাসিব০৭ বলেছেন: অমানুষ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

এম আর ইকবাল বলেছেন:
বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করি ।
দু সন্তানও নিতান্ত গরীব ।নিজেদেরই খাওয়ার ঠিক নেই ।
বৃদ্ধ বাবা অসুস্হ ।সাধ্যমত কিছু চিকিৎসাও করিয়েছে,
হয়তো বাবার এমন অসুখ যে চিকিৎসা ব্যয়বহুল ।
সাহায্য চেয়েও কারো কাছে পায়নি ।
এমন অবস্হায় রেখে গেছে
যাতে সমাজের দয়ালু মানুষের দৃষ্টি পড়ে,
বাবার চিকিৎসা হয় ।
ছেলেরা হয়তো আড়ালেই আছে ।


০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

স্টকহোম বলেছেন: এদেরকে দ্রুত বিচার আইনে বিচার করে, মিনিমাম ২০ বছর সাজা দেয়া উচিৎ। আর আইন রাখতে হবে, ১০ বছরের আগে কোন জামিন যেন না পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.