নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ht

স্টকহোম

স্টকহোম › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধ বয়সে ইউরোপের একাকীত্বের জীবনঃ ৬ মাস ধরে টিভি চলছে মৃত নারীর সামনে!

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৩



আজ থেকে দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় আগে মৃত্যুবরণ করেছিলেন জার্মানির এক নারী। দুর্ভাগ্যজনকভাবে, সবার অলক্ষ্যে ৬৬ বছর বয়সী ওই নারীর মৃতদেহ সেভাবেই তার অ্যাপার্টমেন্টে পড়ে ছিল। মৃত্যুর আগে টেলিভিশন দেখছিলেন তিনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হলো, নাইটগাউন পরিহিতা ওই নারীকে যখন তার অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, তখনও অর্থাৎ দীর্ঘ ৬ মাস পরও তার টেলিভিশনটি চালু অবস্থায় পাওয়া যায়। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের কাছে ওবেরুরসেল শহরতলির বাসিন্দা তিনি। প্রাথমিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়, ওই নারীর মৃতদেহ আংশিকভাবে মমিতে পরিণত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ বলছে, সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অপ্রীতিকর গন্ধ নাকে এলেও, কেউ তা কর্তৃপক্ষকে জানাননি। ওই নারীর অ্যাপার্টমেন্টের চিঠির বাক্সটি ভর্তি হয়ে যাওয়ায় বাড়িওয়ালার সন্দেহ হয়। এরপর তিনি বাড়ির দরজা খুলে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এখানে

টিপসঃ ইউরোপ, আমেরিকায় যারা একাকী থাকেন তারা পরিচিতজনকে বলে রাখবেন, যাতে করে দুই/একদিন পরপর আপনার একটা খো্ঁজ নেয়। নিজেও অন্য পরিচিতজনের সাথে সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

মুদ্‌দাকির বলেছেন: অদ্ভুত !!

২| ২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

ব্ল্যাকমেটাল বলেছেন: দুঃখজনক...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.