নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

অবাঞ্চিত - বাঞ্ছিত

২৪ শে মে, ২০১৭ রাত ১০:৫৩

গোধূলির রেশ তখনও ছড়িয়ে চারপাশ
দাঁড়িয়ে আছি খোলা জানালায়,
পরনে ঢাকাই শাড়ি
সতেজ হাসনাহেনার ঘ্রাণে পুলকিত মন
মনে হোল তুমি চেয়ে আছো অপলক!
চুলে স্বর্ণ চাঁপা গুঁজে দিতে চেয়েছিলে কি?
তাই যেন মনে হোল;
দেখে যাচ্ছিলাম দুচোখ ভরে তোমাকে।
কত কথা বলেছি মনে মনে,
পেয়েছিলে কী শুনতে?

মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছিলে কি?
নইলে ---
ঐ চোখের গভীরে রোজ ডুবে যাই কি করে!
পাগল ছিলে তুমি একটা--
ঠিক যেন বর্ষার মেঘের মতো
কিছুক্ষণ গুমোট ভাবের পর ঝুম বর্ষণ।
তোমার সরল নিষ্পাপ অভিব্যাক্তিগুলো কখন যে ছাড়িয়ে গেলো
আমার বিশ্বাসের চরম মাত্রা,
সেই থেকে নিজেকে--তোমারই একটি অংশ ভাবাতে থাকলাম
কিন্তু মেলা শেষে নৌকা ঠিকই ঘাট ছেড়ে যায়
ছড়িয়ে ছিটিয়ে থাকে শুধু হাটুরিয়ার অবাঞ্ছিত কিছু তৈজস
আর আমি--
বসে থাকি অবাঞ্চিত কে বাঞ্ছিত ভেবে।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:৫৭

মোঃ মুসা ইসলাম বলেছেন: দারূন

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২| ২৪ শে মে, ২০১৭ রাত ১১:২৩

নাগরিক কবি বলেছেন: বাহ! খুবই সুন্দর বুবু B-)

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৩

রাবেয়া রাহীম বলেছেন: শুভেচ্ছা তমাকে ,

৩| ২৪ শে মে, ২০১৭ রাত ১১:৩৪

অপ্‌সরা বলেছেন: এটা তোমার বই এ আছে না???

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৪

রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা --আপু ঠিক ধরেছ। --এতোটাই মন যোগ দিয়ে তুমি পড়েছিলে -- তোমার মনে আছে।
ভাল লাগলো ।

৪| ২৪ শে মে, ২০১৭ রাত ১১:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা খুব সুন্দের হয়েছে
পাঠে ভাল লাগল
শুভেচ্ছা রইল

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৪

রাবেয়া রাহীম বলেছেন: শুভেচ্ছা আপনাকেও ।

৫| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, কোন কবিই ভালোবেসে সুখী হয়নি জীবনে। ভালোবাসার উত্তাপ এক সময় কমে যায়, কৈশোরের মতো থাকে না।

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৮

রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসার উত্তাপ ভালোবাসার মাঝেই লেগে থাকে তাই হয়ত কবি কবিতা লিখতে পারে নয়ত কবির লেখনি থেমে যেতো নিশ্চিত।
সুন্দর মন্তব্যে আনন্দিত হয়েছে। অনেক ধন্যবাদ।

৬| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৪৬

কল্লোল পথিক বলেছেন:



দারুণ লিখেছেন।

২৫ শে মে, ২০১৭ রাত ১:০১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ।

৭| ২৫ শে মে, ২০১৭ রাত ৩:৪৯

সালমান মাহফুজ বলেছেন: সাবলীল ভাষাভঙ্গী , সাবলীল উপমা, সাবলীল ভাবনা । কিন্তু শেষের লাইনটা--
[
si]বসে থাকি অবাঞ্চিত কে বাঞ্ছিত ভেবে।- মনে একটা ধাক্কা দিয়ে গেল ! পড়া সার্থক ।

২৫ শে মে, ২০১৭ ভোর ৪:০৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ। স্বারথকতা আনন্দ দিলো অনেক

৮| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:০১

ধ্রুবক আলো বলেছেন: অপূর্ব অভিব্যাক্তি, কবিতাখানি খুবই সুন্দর +++

২৫ শে মে, ২০১৭ রাত ৮:২৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২৫ শে মে, ২০১৭ রাত ৮:২৯

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

১০| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৩৪

মিঃ আতিক বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো।

২৫ শে মে, ২০১৭ রাত ১০:৫৫

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

সনেট কবি বলেছেন:





কবি রাবেয়া রাহিমের ‘অবাঞ্চিত-বাঞ্চিত’ কবিতার সারমর্ম

অবাঞ্চিতকে বাঞ্চিত ভাবা তা’ এমন
হয় কখনো সখনো যখন রঙ্গের
ভূবনে মন বিচরে মুগদ্ধতায় ভরে
মনের আঙ্গিনা কোন যাদুকরী স্পর্শে।
সাধারণত মানুষ প্রেমের কাঙ্গাল
হয়ে হন্যে হয়ে ঘুরে প্রেমাস্পদে পেয়ে
জীবনের অলিগলি ফুরফুরে মনে
হাতে হাত ধরে চায় কাটাতে সময়।

মানুষের ইচ্ছেগুলো আবেগের বসে
নিয়মের বাঁধকেটে যখন আকাশে
উড়তে থাকে তখন সে বাঁধন হারা।
কি বাঞ্চিত সে খবর সে রাখেনা নিজ
উম্মাদনায় তখন সে কি অবাঞ্চিত
সেটাও ভুলে বিবশ মনের কারণে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: খুব সুন্দর লিখেছেন । আপনি এই লেখাটি আপনার ব্লগ থেকে প্রকাশ করলে আমি খুশি হব। লেখাটি খুব উঁচু মানের হয়েছে।

ঈদ মোবারক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.