নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার পর

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৬



আমার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়াগুলো
গভীর মমতায়-নিপুন হাতে-সুচারুভাবে শেষ করে
আমার বাবা তার বুকের সাথে আমাকে জড়িয়ে ধরে আছেন।
মায়ের পার্থিব শরীর আজ থেকে বিলীন হয়ে যাওয়া মেনে নিতে
বাবার কষ্ট কতটা তীব্র সেটা বুঝার বয়স আমার তখনও হয়নি
তবে তাঁর দুচোখ গড়িয়ে জলের ধারা
এখনও আমার কপালে- চোখে-মুখে লেগে আছে ।।

আমার ছয় বছর বয়সে মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে
বাড়িজুড়ে অতিথির সমাগমে আমি ছিলাম উৎফুল্ল!!
বাবা তার হৃদয়ের ক্ষরণ গোপন করে আমাতেই সদা ব্যাস্ত
তার কাছে করা ছেলেমানুষি বায়নার তালিকাটিও হতো বেশ দীর্ঘ
নামাজের কাতার, গির্জার ঘণ্টা, ভজন গাওয়া পুরুত মিলেমিশে এক হয়ে যায়!!

বয়স বাড়ে;
অশরীরী মায়ের অস্পষ্ট ছবি ভেসে উঠে মানসপটে
এক গভীর রাতে, বৃষ্টি হয় খুব
অবিশ্রান্ত বৃষ্টির টুপটাপ--কুকুরের ডাক।
নাহ! এ ছাড়া আর কোনো শব্দ ছিলো না ।
হঠাত মায়ের সাথে দেখা--
কপালে কোমল করতলের স্পর্শ দিয়ে ঘুম ভাঙ্গায়
অন্ধকারে স্পষ্ট আমার মা আর তার চোখ।
নবভাঁজের শাড়ি গায়ে জড়িয়ে ধূসর অবয়বে
শাহাদাৎ আঙুলে ঠোট চেপে মা খিলখিলিয়ে উঠে
উচ্ছল এক কিশোরী যেন সে এই সময়ে
ফিসফিস করে কিছু বলতে চায়।
অস্পষ্ট।
আমি কান পাতি।
আমার সাথে মলিন স্মৃতিস্তূপও চেয়ে থাকে,
দেখা হয় মায়ের সাথে--
অশরীরি মায়ের বুকে জড়িয়ে শুয়ে থাকি,
মাঝরাতে তখনও বৃষ্টি।

মায়ের অপেক্ষায় যে পথ শেষ হয়---সে পথে চেয়ে থাকি
পশ্চিম আকাশে গোধূলির লাল আভা ছড়িয়ে পড়ছে। প্রার্থনার জন্য শ্রেষ্ঠ সময়।
কাঁদবারও।।

ছবি --ইন্টারনেট থেকে নেওয়া

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মায়ের মৃত্যুতে বাবার অনন্তরের রক্তক্ষরণ, শৈশবের বেদনাব্যঞ্জক স্মৃতি, মায়ের অশরীরী স্পর্শে তাকে অনুভব করা সব কিছু মিলে কবিতা অসাধারণ হয়েছে।

আর এতে ইউরোপিয়ান/ইংরেজি কবিতার ছাপ আছে।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: আপনার অনুভব আমাকে উতসাহ দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ।

হয়ত ধারাটা মিলে গেছে ইদানিং প্রচুর পড়ছি
জানছিও =p~
খুব ভাল থাকবেন।

২| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: গভীর একটা হৃদয়স্পর্শী অনুভব ছড়িয়ে আছে কবিতায়। শেষের তিনটে চরণ অসামান্য, অনবদ্য।
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) এর প্রথম মন্তব্যটাও ভাল লাগলো।

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০

রাবেয়া রাহীম বলেছেন: খায়রুল ভাই সালাম জানবেন ।
অনেক ধন্যবাদ আপানর ভাল লাগায়।
ভাল থাকবেন।

৩| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪০

উম্মে সায়মা বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ভাইয়ের সাথে সহমত। লেখার স্টাইলে বিদেশী কবিতার ছাপ আছে। ভালো লাগল আপু।

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১

রাবেয়া রাহীম বলেছেন: আপু যে বিদেশেই থাকে =p~
ভাল লাগায় কৃতজ্ঞ
খুব ভাল থাকবেন।

৪| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
মা, শৈশবের স্মৃতি, সব কিছু মিলে কবিতাটা অসাধারণ ... ভাল লাগল।
ছবিতে কারা?

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫১

রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাললাগায় আনন্দ পেলাম, অনেক ধন্যবাদ।

ইন্ট্রানেটে এই ছবিটাই ভাল লাগলো =p~

৫| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল ।

৬| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেকটা বিদেশী কবিতার মত হয়েছে। তবুও ভাল লাগলো।

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর করে বলেছেন। আপনার ভাল লাগাই প্রেরণা ।
খুব ভাল থাকবেন।

৭| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৫

করুণাধারা বলেছেন: আমার পাঠ্যবইয়ের একটা কবিতা বার বার পড়তাম- My mother's picture, by William Cowper. আপনার কবিতা পড়ে সেটা মনে পড়ল। কবিতায় ভাললাগা।

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০

রাবেয়া রাহীম বলেছেন: আপনার কথায় সম্মানিত হলাম ।
আসলে কবিতাটি লিখেছি খুব কাছ থেকে দেখা শৈশবে মা হারা এক সন্তানের আহাজারি থেকে ।
অসংখ্য ধন্যবাদ। বাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.