![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
** এতো রাতে একা বেঞ্চে বসে আছেন, বাড়ি যাবেন না?
---বাড়ি তো নেই।
** বাড়ী ছাড়া কি মানুষ আছে?
-----হ্যা আছে , আমার মতন মানুষ ।
** রাতে তবে কোথায় ঘুমান, এখানে এই বেঞ্চে?
---না , এখানে ঘুমাতে দেয় না, খুব কম দামে একটা রুম ভাড়া করেছি সেখানেই কোনরকমে রাত ভোর হয়ে যায় ।
** এখানে বসে আছেন, কিছু খেয়েছেন ?
-----হ্যা, খেয়েছি ।
** কি খেয়েছেন?
---এক মুঠো বাদাম আর এক লিটার জল । বাদাম খেয়ে জল খেলে অনেকক্ষণ ক্ষুধা লাগেনা তো তাই ।
** রাতে ভাত না খেলে কি ঘুম আসবে? ঘরে ভাতের ব্যবস্থা নেই?
----উনুন, চাল হাড়ি সবই আছে কিন্তু রান্না করার মতন ধৈর্য্যে নেই। ইচ্ছেও হয়না। বড্ড ঝামেলার কাজটি।
** আপনি কি কি খেতে পছন্দ করেন? মানে ভাতের সাথে আর কি ?
---- পছন্দের খাবারের তালিকাটি বেশ দীর্ঘ। সারাদিনে মনে মনে বেশ কয়েকবার খাওয়া সেরে ফেলি।
** শুনিইনা আপনার পছন্দের খাবার ?
----ধোঁয়া উঠা বাসমতী চালের ভাতের সাথে চিংড়ী মাছের দো'পেয়াজী, সর্ষে ইলিশ, বেগুন ভাজা, লাউ শাক ভাজা, মুলো শাক দিয়ে কুচো চিংড়ি, ডালের বড়ি দিয়ে সাজনে ডাটার চচ্চড়ি আর রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল ।
** হি হি হি হি হি হি ।
---হাসছেন যে? জানতে চাইলেন তাই বলে দিলাম। আচ্ছা আপনি রাঁধতে জানেন ?
** হ্যাঁ আমি রাঁধতে জানি।
--- কিছু মনে করবেন না তো যদি একটা কথা বলি ?
** অদ্ভুত, অদ্ভুত! আপনার কথায় কিছু কি মনে করতে পারি!
--আপনার রান্না কি আপনার হাসির মতই মুগ্ধকর !
** আমার হাসিতে মুগ্ধ হয়েছেন বুঝি ?
---এটা শুধানোর মতন কি কিছু?
** আমার আর কি মুগ্ধ করে ?
-- এই যে কথার মালা গেঁথে জানতে চাওয়া , আমার বিষাদগ্রস্ত দিনের অবসান ।
** তাই বুঝি! আরও কিছু?
-- গভীর মায়াবী চোখে আমার জন্য মমতার পানি ধরে রাখা ।
** নিস্তেজ চোখ , নির্বাক কণ্ঠ , নিস্তরঙ্গ মস্তিষ্ক আর নিঃশব্দ চারপাশে মমতাও খুব বেশী নিরর্থক হয় যে ।
ভোরের হিমেল বাতাসে হঠাৎ বেড়ে যাওয়া শীতে খুব কষ্ট হয় দুটি প্রাণের । কোথাও যাওয়ার কথা যদি থাকে তাদের, কায়ক্লেশে কোথাও না কোথাও পৌঁছে যাবে একদিন অথবা নিশ্চিত এই জীবনের অনন্ত যাত্রায়।
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:২০
রাবেয়া রাহীম বলেছেন: আবোলতাবোল গল্প শেষে নিশ্চুপ চারপাশ , ধুসর স্মৃতি ভেদ করে শোনা যায় কয়েক ফোঁটা জলের শব্দ
অতপর অনিঃশেষ অপেক্ষায় নির্ঘুম রাত্রি শুনশান ফাকা রাস্তা ঘুমহীন হাই তোলা ভোর।
বসন্ত কোথায় কবি!
তোমার সুন্দর কমেন্ট ভাল লেগেছে ।
শুভ জন্মদিন।
২| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৭
শায়মা বলেছেন: কোথায় জীবনের সেই অনন্তযাত্রা!!!!
এ যাত্রাই তো ভালো .....
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৫
রাবেয়া রাহীম বলেছেন: যদি না মিলে এ যাত্রায় তবে শেষ আশা অনন্ত যাতরায়
ভালোবাসা আপুমনি
৩| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪৭
খায়রুল আহসান বলেছেন: "নিস্তেজ চোখ, নির্বাক কন্ঠ .... নিরর্থক হয় যে" -- প্রায় শেষের এ কথাগুলো চমৎকার হয়েছে।
মায়াবী, মমতা, ইত্যাদি শব্দগুলো স্পর্শ করে যায়। মায়া ভালবাসার চেয়েও অনেক গভীর!
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৬
রাবেয়া রাহীম বলেছেন: মমতায় বাঁধা জীবন কাংখিত জীবন
অনেক ধন্যবাদ খায়রুল ভাই
৪| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বু এ্যান গম অইয়ে বাজি............
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৩
রাবেয়া রাহীম বলেছেন: ওবুক ওবুক তোয়ারে এইল্যা গরি কেউ ফুছারেনি।?
দইন্যবাদ
৫| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৪
নূর-ই-হাফসা বলেছেন: বাহ এমন বিষন্ন দিনে এমন হঠাৎ পাওয়া সঙ্গী । বেশ ভালো ।
শেষ লাইন গুলো দারুন
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভালো লাগায় ভালো লাগলো
অনেক ধন্যবাদ
৬| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসির মত মনোমুগ্ধকর রান্না আমিও খেতে চাই।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯
রাবেয়া রাহীম বলেছেন: আমিও খেতে চাই তাই এবার বাংলাদেশ গেলে ফেনী যাওয়ার ইচ্ছা আছে লিটন ভাই
অনেক ধন্যবাদ
৭| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খাবারের মেনুতে জিভে জল এসে গেল।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
৮| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭
রায়হানুল এফ রাজ বলেছেন: সাবলীল নাটকীয়।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯
রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভালো থাকবেন
৯| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: কথার পিঠে কথা চালিয়ে যাওয়া চারটেখানি কথা নয়।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১
রাবেয়া রাহীম বলেছেন: সেটা ঠিক বলেছেন । তবে কবিতার আবেগ যখন ভর করে তখন হয়েই যায়।
লেখা কেমন হলো তা কিন্তু বললেন না
আপনাকে অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
১০| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কথোপকথনে কেমন শূণ্যতার বেদনার ছুঁয়া
দূর হোক শূণ্যতা ।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকবেন
১১| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: লেখা ভালো হয়েছে ।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৯
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অশেষ
১২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কপোথকথন একজনের বহুমার্ত্রিক পরিচয় তোলে ধরে। লিখনীর তখমা যাকে বলে তা নাকি এই আর কিছু নয়। সাধ্য আর ইচ্ছার কতো গড়মিল!
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:০০
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১৩| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৫৩
মলাসইলমুইনা বলেছেন: অনন্ত যাত্রাতো অমোঘ বিধানেই হবে |কিন্তু সে যাত্রার আগে এমন মায়াবী কথামালা বিষাদগ্রস্থ দিনের অবসানের মত অনন্ত যাত্রার কঠিন হিসেব নিকেশের মুহূর্তগুলোও যদি এমন মায়াবী করে তুলতে পারতো ! খুব ভালো লেগেছে অনন্ত যাত্রার কথোপকোথন |
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৩
রাবেয়া রাহীম বলেছেন: বাহ! বেশ সুন্দর মুল্যায়ন করলেন তো আমার লেখার । খুব ভাল লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ জানাই।
১৪| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: লেখায় ভালোলাগা
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১:২৮
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: একটু ভাল ব্যবহার, ভালবাসার জন্ম দিতে পারে।
০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২০
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল ভাই
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০২
জাহিদ অনিক বলেছেন: এমন কথোপকথন, কিছু দেনা পাওয়া, কিছু মুগ্ধতা আর কিছু স্নিগ্ধ সকাল! আর কি চাই জীবনে কাটিয়ে দিতে কয়েকটি বসন্ত।
অনন্ত যাত্রা যদি এভাবেই শুরু হয় শেষটাও যে কেমন হবে সে যাত্রার তার রেশ পাওয়া যায় কিছু কিছু।