নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

আকুতি

০৪ ঠা মে, ২০১৯ রাত ১২:৩৭

বাসে উঠে ডান দিকের জানালা ঘেঁষা সিটে বসতে যেয়ে তার দিকে চোখ যায়। তিনি আমার উলটো দিকের সীটে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন।

প্রচন্ড গরমে পুরো বাস ঘেমে নেয়ে একাকার। কিছুক্ষনেই বাস লোকারন্যে পরিনত হয়।ইতিমধ্যে কয়েকটি হকার ডেইলি নিউজ পেপার হাতে, আর শিশুদের রকমারি খেলনার পসরা নিয়ে শোরগোল করতে লাগলো।

জানালা গলে ঢুকে পড়া তপ্ত রোদে মুখ রেখে পুরনো লোকগীতির করুন সুর ছডিয়ে ভাবলেশহীন তিনি গুনগুন করে চলেছেন “আমার গায়ে যত দু:খ সয়— বন্ধুয়ারে কর....। তার দু’গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু দেখে কেউ কেউ ভ্রূ কুঁচকিয়ে তাকাচ্ছেও । বয়ে যাওয়া অশ্রু মুক্তোর দানা হয়ে তার গালে লেগে বুক পর্যন্ত সাদা শার্টে হাহাকার তুলছে।

এমন সকরুন দৃশ্য প্রত্যক্ষ করে গরম বালিতে আমার পা জোড়া ডুবছে যেনো।নিজের শ্বাস-প্রশ্বাসেও আক্রমন করতে থাকে বিরামহীন এক শূন্যতা।

মধ্য বয়স্ক একজন প্রেমিক পুরুষের করুন আকুতি নিয়ে সময়টা গুমোট আর অশরীরি হাহাকারে ছেয়ে যায়। বিরহী দহনে কাতর হৃদয় কষ্টে বুক ভারি হয়। চোখে জল আসে। ফেলে আসা স্মৃতি না পাওয়ার বেদনায় পরাভূত হয় মন।

মানুষ যা পায়, তা নিয়ে সুখী হয় খুব কম। হারিয়েছে যা--হাতের নাগালের বাহিরে যা সে যন্ত্রনায় কাতর হয়ে রয় ।

প্রত্যাখ্যান এতো পোড়ায় কেনো !!

আফসোস - আহা কেনো মানুষ এমন হয়?

রাবেয়া রাহীম
৩/মে/ ২০১৯
নিউইয়রক

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১:১৯

কানিজ রিনা বলেছেন: রাবেয়া তুমি নিশ্চয় জানো নব্বই ভাগ পুরুষ
এক নারীতে খুশি না।
আর এই নব্বই ভাগ পুরুষেরা হাজার সুখের
সংশারেও অশান্তি ডেকে আনে।
ভাললাগল তোমার লেখনি। ভালবাসা রইল।

০৪ ঠা মে, ২০১৯ সকাল ৮:২৩

রাবেয়া রাহীম বলেছেন: সালাম আপা

ভালোবাসা আপনার জন্যও রইল

২| ০৪ ঠা মে, ২০১৯ রাত ২:২৭

আকতার আর হোসাইন বলেছেন: বেশ ভালো লিখিয়াছেন। শুভকামনা জানিবেন।

০৪ ঠা মে, ২০১৯ সকাল ৮:২৩

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ০৪ ঠা মে, ২০১৯ সকাল ৯:০২

চাঁদগাজী বলেছেন:

পরিচিত বলেই ধরে নিচ্ছি যে, হারানো প্রেমের ব্যথা নিয়ে লেখা; লেখায় সেটার চোঁয়া নেই!

৪| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৯:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন প্রবাসী কবি!

০৫ ই মে, ২০১৯ সকাল ৮:৪৪

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

কবি প্রবাসে থাকে বুঝি ?
কবি দেশে থাকেন না

৫| ০৫ ই মে, ২০১৯ রাত ১০:৪৩

মেঘ প্রিয় বালক বলেছেন: সুন্দর কথামালা,শব্দচয়নে আপনি অনেক দক্ষ লেখক। শুভকামনা রইলো কবি আপনার জন্য।

৬| ০৬ ই মে, ২০১৯ রাত ১:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: আমাদের উচিৎ স্রষ্টার দেয়া প্রতিটি জিনিসের জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকা যা আমাদের জন্য মঙ্গলজনক।

৭| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩২

মিরোরডডল বলেছেন:



প্রাপ্তির মাঝে সাময়িক সুখ থাকে কিন্তু একসময় সেটা অভ্যাসে পরিণত হয়, কোনও বা মনোটোনাস ।
না পাওয়ার মাঝে যে শূন্যতা আর আকুতি,
ওটার মাঝেই লুকিয়ে থাকে সত্যিকার অনুভূতি ।



২৮ শে মে, ২০২১ সকাল ৭:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.