নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

কাঙ্ক্ষিত সাক্ষাৎ

০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৭


মনের ক্ষত স্থানটিতে সময়ের প্রলেপ লাগিয়ে আমার বর্তমান চেতনা এখন উত্তেজনাহীন। নিরুত্তাপ থাকার সহস্র চেষ্টা করেও বুকের ভেতর হাপরের উঠানামা রোধ করা যাচ্ছে না কিছুতেই। সাদা নাম ফলকে কালো গোটা গোটা অক্ষরে জলজল করছে কাঙ্ক্ষিত সেই নাম। তারপরেও স্মার্ট ফোনে সেইভ করে রাখা ঠিকানার সাথে নেইম প্লেটের লেখা মিলিয়ে নিশ্চিত হয়ে যাই "হ্যা এই বাড়ীটিই ৫২ ম্যাপল ষ্ট্রীট চেরি হিল"।

কিছুটা ইতস্তত করে দরজার ডানপাশের ডোরবেলে হাত রাখি। এপ্রিল মাসের আরামদায়ক ঠাণ্ডাতেও আমার হাতের তালু ঘামে ভিজে গেছে। চকচকে সাদা ডোরবেলে ঘামে ভেজা আঙ্গুলের ছাপ লেগে গেলো। কয়েক মিনিট পর আধবোজা দরজা ধরে এক কৃষ্ণ মহিলা উঁকি দিয়ে যথাসম্ভব মোটা গলায় জানতে চাইলেন “কী চাই?”

মহিলাটির বয়স বেশী হলে চল্লিশের কোঠায়।

“এটাইতো ৫২ ম্যাপল ষ্ট্রীট, অনির্বাণ এখানেই থাকেন তো"? এতটুকু কথা বলতেই আমার পানির তৃষ্ণা পেয়ে গেলো !

মহিলাটি গম্ভীর আর ভীষণ শান্ত গলায় বলল "ইয়েস"

তাঁর বলা "ইয়েস" কথাটি আমার কর্ণ দিয়ে ঢুকে হৃদয়ের দুই অলিন্দে ভীষণ আলোড়ন তুলে আমাকে চঞ্চল করে দিল। অনেকটা যেন সাহিত্যে যেমন করে বলা হয় "শান্ত দিঘিতে ঢিল ফেলা" ঠিক তেমন করে। তারপরেও আমি নির্বিকার থাকার আপ্রাণ চেষ্টা করলাম। আমার মুখে কোন রকম ভাবান্তর সে যেন টের না পায় তাই যথেস্ট পরিমান শান্ত আর বিনয়ী গলায় বললাম

“আমি কি তাঁর সাথে দেখা করতে পারি?”

কৃষ্ণ মহিলাটি পূর্বের চেয়েও আরোও একটু বেশী গম্ভীর হয়ে বলল " তিনি এখন লাঞ্ছ করে আরাম করছেন। বিকেল চারটায় তার কফি খাওয়ার সময় তখন দেখা হতে পারে"।

আমি কিছুটা অস্বস্তি নিয়ে স্মার্ট ফোনে সময় দেখে নিলাম। এখন বাজে দুপুর দেড়টা। আরও আড়াই ঘন্টা সময় কি করে কাটানো যায়! এই ভাবনায় আমার ভ্রু জোড়ায় ভাঁজ পড়লো। আমি তাকে কিছু বলতে চাইলাম। দরজার দিকে চেয়ে দেখলাম দরজা বন্ধ। মেয়েটি উধাও।

নিউইয়র্ক পোর্ট অথোরিটি বাস টারমিনাল থেকে গ্রে হাউন্ড বাসে করে রওনা দিয়েছি সকাল নয়টায়। ফিলাডেলফিয়া আসতে চার ঘন্টা লাগলো। উবার কল করে ঠিকানা খুজে বাড়ি বের করতেই এত সময় চলে গেলো !

ছোট ছোট পা ফেলে আমি বাড়ির আঙ্গিনা থেকে রাস্তায় এসে দাড়ালাম। কাঙ্ক্ষিত তাঁর সাথে সাক্ষাৎ না হওয়াতে বুকের ভেতর কেমন যেন ভারি ভারি লাগতে লাগলো। চোখ দুটো জালা করে ঝাপ্সা দেখতে লাগলাম। দীর্ঘ বছরের জমানো অনুভবগুলো এখন দুচোখ গড়িয়ে আমার সাদা সুয়েটার ভিজিয়ে দিচ্ছে। উল্টো হাতে চোখ মুছে আমি অদুরে এক কফি শপের দিকে হাঁটতে লাগলাম

কফি শপের দিকে হাঁটতে যেয়ে টের পেলাম আমার পা দুটি বেশ ক্লান্ত। চোখের সামনে দিয়ে অতীতকে হেঁটে যেতে দেখে বুঝতে পারলাম ভালোবাসা রূপকথার মতোই এক অলীক ব্যাপার! জুলাই মাসের সেদিন সকালে বৃষ্টি হচ্ছিল খুব। রাস্তা পার হতে গিয়ে, পা পিছলে অনি একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারায়। পথচারী ৯১১ এ কল করে তাকে হাস্পাতালে নিয়ে যায়। জ্ঞাণ ফিরে আসার পর অনি চোখ কচলাতে কচলাতে আমাকে খুঁজতে থাকে। খবর পেয়ে আমি পড়িমরি করে ছুটে আসি তাঁর পাশে। কি গভীর আকুলতায় সে তখন আমার হাত ধরে বলেছিল " বিশ্বাস করো জ্ঞাণ হারানোর মুহূর্ত আগে তোমার মুখটাই দেখতে চেয়েছিলাম শুধু"! তার কথার সারল্য আমাকে বিশ্বাস করতে হয়েছিল। হ্যা আমি তাকে বিশ্বাস করেছিলাম।

আজ এতোগুলো বছর পর বুকের পাঁজর সংকোচন করে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। কফিশপের পাশ দিয়ে কালো পীচ মোড়ানো রাস্তাটি চলে গেছে বাফেলোর দিকে। রাস্তার উপর ছুটন্ত গাড়ীর চাকার প্রতি দৃষ্টি রেখে আপন মনে বলতে থাকি "অনির্বাণ তোমার জন্য ভালোবাসা" ৷
তুমি কেবলমাত্র আমার একটি স্পর্শকাতর অনুভবের নাম ৷সম্পর্কের মাপাজোঁকায় এ অনুভবের কোন প্রতিচ্ছবি নেই অনির্বাণ! নেই কোন ইতিহাস, নেই ভবিষ্যতও। শূন্যতার বেড়াজালে আবদ্ধ আমি বুঝতে পারি তোমার প্রতি এ আমার শুদ্ধ প্রেম। কোথায় তুমি অনির্বাণ ?

কফি শপের স্বচ্ছ কাঁচের ভেতর দিয়ে বাহিরে দেখতে পাই শুভ্র চেরীফুলের পাপড়ি ছড়িয়ে শীতল বাতাস বয়ে যাচ্ছে।

প্রথম পর্ব শেষ করলাম--

(অনেক দিন পর নতুন কিছু লেখার আনন্দই আনন্দ)

মন্তব্য ২৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

তারেক ফাহিম বলেছেন: শুরুটা বেদনা দিয়ে শুরু!

পরের পর্বের অপেক্ষায়।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৩৩

রাবেয়া রাহীম বলেছেন: বেদনাই জীবনের অপূর্ব রঙ।
অনেক ধন্যবাদ পড়ার জন্য।

২| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


অনেকদিন লিখেননি; শুরুটা ওকে; গল্প, উপন্যাস?

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: অনেকদিন লিখেননি; শুরুটা ওকে; গল্প, উপন্যাস?

অনেক ধন্যবাদ আপনাকে । এটা গল্প । উপন্যাস লেখা আমার হয়ে উঠেনা।

৩| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: রাবেয়া রাহীম,




হুমমমমম... অনেকদিন পরে নতুন কিছু লেখা, কফি শপে আড্ডা দেয়ার মতোই আনন্দের।

আমারও না হয় আপনার মতো একটা কাঙ্খিত সাক্ষাতের অপেক্ষায় থাকি................

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস

অপেক্ষায় আমিও শেস করার অপেক্ষায়

৪| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: লেখালেখি হচ্ছে মনের ভাবনা আর অভ্যাস, অবসরে লিখুন আমরা অসংখ্য পাঠক পড়ার জন্যই ব্লগে আসি।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৯:২৪

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । আজকাল অবসর পেতেই সমস্যা হয়ে যাচ্ছে

৫| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৫৭

অন্তরা রহমান বলেছেন: বাহ, দারুণ শুরু। আপনার লেখার হাত আছে। এই শুরুতেই তার ছাপ স্পষ্ট। অপেক্ষায় রইলাম পরের পর্বের।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১১:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভালোলাগায় প্রেরনা পেলাম

অনেক ধন্যবাদ

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১২:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে আপু। পরবর্তী অংশ পড়বার অপেক্ষায় রইলাম।

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ২:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: লেখায় আবেগ আছে।
লিখতে থাকুন। সাথে আছি।

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১:২৮

নীল আকাশ বলেছেন: ক্ল্যাসিক স্ট্যার্ট। এর বেশি কিছু বলার নাই। অনির বাকি কাহিনী পড়ার অপেক্ষায় থাকলাম।
তাড়াতাড়ি পোস্ট দিবেন।
ধন্যবাদ।

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক দিন পর আবার দারুন শুভারম্ভ :)

শুভেচ্ছা অফুরান

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: সকালবেলা পোস্টটি পড়ে একটি কমেন্ট লিখলাম, মন্তব্য প্রকাশ করতে গিয়ে দেখলাম লগইন করা নেই। তারপর আর সময় হয়ে ওঠেনি। খুব সুন্দর প্রাঞ্জল ভাষায় লিখেছেন আপু।++
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
শুভেচ্ছা নিয়েন।

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৪

রাবেয়া রাহীম বলেছেন: মার ব্যাড লাক! মিস করলাম মন্তব্যটি ।

অনেক ধন্যবাদ ।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর শুরু..

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১১:০৮

মুক্তা নীল বলেছেন:
আপা ,
কাঙ্ক্ষিত ঘটনা যেন অনাকাঙ্ক্ষিত না হয় ,সেই
আশায় সাথেই আছি । পরের পর্বের অপেক্ষায়
রইলাম । শুভকামনা জানবেন ।

০৫ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৫২

রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা আপনার জন্যও । অনেক ধন্যবাদ

১৪| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ২:১৬

আনমোনা বলেছেন: বিকাল চারটার অপেক্ষায়............

০৫ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৫১

রাবেয়া রাহীম বলেছেন: হ্যা বিকেল চারটার অপেক্ষায় আমিও ।

অনেক ধন্যবাদ

১৫| ০৯ ই মে, ২০২৩ বিকাল ৪:৩১

মিরোরডডল বলেছেন:

রাবুপু, আমরা কি আর এরকম লেখা পাবো নাহ?







আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.