নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

ওয়াল স্ট্রিটের চার্জিং বুল বা তেড়ে আসা ষাঁড়

১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৩



নিউইয়র্ক শহরের একটি বিখ্যাত জায়গা ওয়াল স্ট্রিট। নিউইয়র্ক শহরের বাণিজ্য কেন্দ্র ম্যানহাটনের দক্ষিণে, হাডসন নদীর তীরে ওয়াল স্ট্রিটের অবস্থান। সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাজার "নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ" এখানে অবস্থিত বলে ওয়াল স্ট্রিটের প্রসিদ্ধ।



ঘটনাক্রমে আমার কর্মক্ষেত্র এই সড়কে হওয়ায় প্রতিদিন আমাকে এই গুরুত্তপূর্ণ জায়গায় যাতায়াত করতে হয়। এই সড়কে প্রবেশ করলে সবার আগে দৃষ্টি কাড়ে সড়কের দুই পাশের উঁচু উঁচু আকাশ ছোঁয়া বিল্ডিং। সকালের কাঁচা রোদে আর বিকালের পড়ন্ত সূর্যের আলোয় বড়ই মনরোম লাগে এই সড়ক ও আশেপাশের পরিবেশ।













শুকনো গোলাপের ভাস্কর্য । অফিস ছুটির পর এখানে বসে আপন মনে জিরিয়ে নিতে ভাল লাগে।





ওয়াল স্ট্রিটে ঢুকলে চোখে পড়বে একটি ষাঁড়ের মূর্তি। যার খ্যাতি ‘চার্জিং বুল’ নামে। এটি একটি ব্রোঞ্জ মূর্তি।








এটির ভঙ্গি নতজানু হলেও আক্রমণাত্মক। এটি একটি পরিকল্পিত শৈল্পিক ভাস্কর্য। ষাঁড়ের শরীরের মোচড়, শক্তিশালী ভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে নিউইয়র্ক ও ওয়াল স্ট্রিটের আর্থিক আশাবাদ ও সমৃদ্ধির প্রতীক বোঝাতে ।



ষাঁড়টির শক্তিশালী অবয়ব ও আক্রমণাত্মক ভঙ্গি দেখে সহজেই অনুমান করা করা যায়, এটা স্টক মার্কেটের শক্তি, ক্ষমতা ও নিশ্চয়তার গ্রতীক।




দর্শনার্থীরা অনবরত ভাস্কর্যটি ঘিরে নিজেদের ছবি তুলতে পোজ দিয়ে যাচ্ছেন। এটি সবচেয়ে জনপ্রিয় ভাস্কর্য এবং ছবি তোলার দিক থেকেও তালিকার শীর্ষে রয়েছে।







ষাঁড়ের সাথে ছবি তোলার জন্য লাইনে দাঁড়াতে হয়। যদিও আমি কখনো লাইনে দাড়াইনি তবে যারা লাইনে দাঁড়িয়ে ছবি তোলার অপেক্ষায় আমি তাদের ছবি তুলেছি।






আন্তর্জাতিকভাবেও এই ভাস্কর্যটির রয়েছে একটি অনন্য আবেদন। সে কারনে মুলত ষাঁড়মূর্তির সাথে মানুষের ছবি তোলার বিরাম নেই। যদিও ছবি ফাঁক পাওয়া মুশকিল। ভিড় লেগেই থাকে সব সময়।



সব গুলো ছবি আমার নিজের তোলা












মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৯

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো ।
ধন্যবাদ

১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: ধন্বাদ আপনাকেও

২| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


ষ্টক-মার্কেট যখন উঁচুতে: লাভজনক, এবং সময়ের সাথে সুচক উপরের দিকে যায়, উহা "বুল -মার্কেট"; একই রাস্তায় একটা ভালুকের ভাস্কর্য আসবে আগামীতে, কোন একসময়; ভালুক হলো, "বেয়ার-মার্কেট"এর প্রতীক।

১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৭

রাবেয়া রাহীম বলেছেন: আসুক ভালুকের মুরতি আমরা আদার বেপারী জাহাজ দিয়ে কি দরকার?
ভালুকের মূর্তি বসালে তখন ভালূকের ছবি তুলব

৩| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ব্যস্ত শহর।

১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৩

রাবেয়া রাহীম বলেছেন: হা ঘডির কাটায় তাল মিলিয়ে চলা জীবনের শহর

৪| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: খেপাটে ষাড়ের মূর্তি বলে দেয় শেয়ার মার্কেট খেপতে পারে যে কোনো সময়

১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৪

রাবেয়া রাহীম বলেছেন: ঠিক বলেছেন
ধধন্যবাদ আপনাকে

৫| ১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: জানালাম। দেখলাম।

ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪২

রাবেয়া রাহীম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ক্যামেরার হাত ভাল!

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: ক্যামেরার কাজে আমাদের ছবি রানী বেস্ট । ছবির তোলা সব গুলো ছবি খুব ভালো হয়।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আসুক ভালুকের মুরতি আমরা আদার বেপারী জাহাজ দিয়ে কি দরকার? "

-ব্লগিং'এর গুরুত্ব আছে, ওয়াল ষ্ট্রীটের সাথে তাল মিলিয়েই "ষাঁড়"এর ভাস্কর্য ওখানে দেয়া হয়েছে; অর্থহীনভাবে দিলে উহার থাকর কথা ট্রাম্প প্লাজার সামনে।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সবকয়টি ছবি। কথাগুলোও অর্থবহ। ভাল থাকুন সবসময়।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন । ধন্যবাদ

৯| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৭

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: ভাস্কর্য শিল্পীর নাম উল্লেখ করলে ভালো হতো। শেষের দুটো ছবি আড়াআড়ি এসছে, ঠিক করে নেবেন। আপনি যেহেতু কবি দু'লাইন লিখলেই পারতেন। লেখায় তাড়াহুড়ো ছিলো, আরো বিস্তারিত হতে পারতো। মোটামুটি পোস্ট তবে আপনার ছবি ভালো হয়েছে।
চাঁদগাজীর মন্তব্য ভালো লেগেছে।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৬

ঢাবিয়ান বলেছেন: ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা , নতুন এসেই উপদেশ , জ্ঞান দান!!

এই বিচিত্র মাল্টিনিক কাহার?জেনারেল হয়ে মেজাজ অতি ক্ষিপ্ত হয়ে মনে হচ্ছে এই মাল্টি নিক নেয়া হয়েছে ।

১১| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৫

আনমোনা বলেছেন: এই ষাঁড়ের সামনে ফেয়ারলেস গার্লের স্ট্যাচু বসানো হয়েছিলো। এখন শুনেছি সরিয়ে নেওয়া হয়েছে। সেইটা দেখেছিলেন?

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৫

রাবেয়া রাহীম বলেছেন:
ফিয়রলেস গারল ওখান থেকে সরিয়ে New York Stock exchange এর সামনে
ধন্যবাদ

১২| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


@ঢাবিয়ান বলেছেন , "এই বিচিত্র মাল্টিনিক কাহার?জেনারেল হয়ে মেজাজ অতি ক্ষিপ্ত হয়ে মনে হচ্ছে এই মাল্টি নিক নেয়া হয়েছে "

-আপনি অন্য ব্লগারদের কমেন্ট নিয়ে অনেকবার আমাকে লক্ষ্য করে "মালটিনিকের" দোষ দিয়েছেন; আমার মালটিনিক আছে কি না আছে, এডমিন সাহেব, ব্লগার কাল্পনিক-ভালোবাসা জানেন; উনি জানেন আমার লগিন "অরিজিন", উনি জানেন, কাহার কয়টি মালটি নিক আছে। আপনার কমনসেন্স নিশ্চয় অনেক বাংগালী থেকে বেশী।

আমাকে জেনারেল ষ্টেটাসে নেয়া হয়েছে, কারণ, আমি ব্লগিং করি। আপনার ব্লগিং'এ ভুল হওয়ার কোন সম্ভাবনা নেই।

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৯

মা.হাসান বলেছেন: ওয়াল স্ট্রিটের সুখ্যাতির কথা জানার ছিল, কিন্তু লিটন ভাইয়ের গত পোস্টের কল্যাণে হাডসন নদীও বিখ্যাত হয়ে গেল। পরবর্তীতে সুযোগ পেলে হাডসন নদী এবং তাতে বিখ্যাৎদের " অবগাহনের" এর ছবি যদি দেন খুব ভালো লাগবে। বর্তমান পোস্ট এর ছবি ভালো লেগেছে ।

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আলোআঁধারে ছবিগুলো খুব স্পষ্ট এসেছে। দামি মোবাইল বলে কথা।

কিন্তু এত সুন্দর একটি ছবি ব্লগে প্যাচালটা কিসের বুঝলাম না।

১৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:১৫

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

আপেল প্রোডাক্টের জন্মভুমি হিসেবে আমেরিকায় প্রায় সবার হাতেই আইফোন থাকে। ছবিগুলো তাতেই তোলা ।
বয়স হলে মানুষ একটু প্যাচাইল্যা হয়ে যায়। এটা দোষের কিছু না।
ভালো থাকবেন।

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৫

ঢাবিয়ান বলেছেন: @ চাঁদগাজী , না না এই মাল্টি নিক আপনার হবে কেন?এইটা মনে হয় আমার । আপনার লেখার স্টাইল খুবই অনুকরনের চেষ্টা করছি :)

১৬| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:৪৩

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: @ঢাবিয়ানঃ কাউন্টার দেবার মতন পুরনো আপনাকে মনে হচ্ছে না। জেনারেল হবার আনন্দ আপনাকে বেশ ছুঁয়েছে দেখছি ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.