নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিখতে চাই অনেক কিছু

সোবনা

মানুষ, বড়ই আজব !! ছোট থেকে খুব দ্রুত বড় হতে চায় ! বড় হবার পর আবার ছোট হতে চায় !

সোবনা › বিস্তারিত পোস্টঃ

মেনে চলতে চেষ্টা করি।আর ভুল গুলো শুধরে নিতে চাই।

১৪ ই জুলাই, ২০১২ রাত ৩:৫৯

>ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।

> তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু কর।

> যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালানো হয় তা কখনই বৃথা যায় না।

>মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ করব না।

>আমরা সব সময় নিজের পছন্দ মতো অন্যকে চালিত করতে চাই। কখনো অন্যের পছন্দের দাম দিতে চাই না।

>নিজেকে মূল্যবান, অন্যকে গুরুত্বহীন ভাবতে আমরা পছন্দ করি।

>মন নিয়ন্ত্রণ করার সাধ্য মানুষের নেই। মুলত মনই মানুষকে নিয়ন্ত্রণ করে থাকে।

>অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে................

-------------------------------------------------------------------

জ্ঞানী ব্যক্তিদের কিছু জ্ঞানী কথা আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

>যা হারিয়েছ তার জন্যে আফসোস করো না। ওটা তোমার জন্যে না। যদি তোমারই হয়ে থাকে তাহলে তোমার থেকে পালানোর সাধ্য তার নেই......... ----হুমায়ূন আহমেদ

>ভালবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো। দুটা হাত লাগে। এক হাতে তালি বাজে না। অর্থাৎ একজনের ভালবাসায় হয় না...... ------হুমায়ূন আহমেদ

> ঘৃনা আর ভালবাসার দুরত্ব বুঝি বেশী নয়। মানুষের মনে তারা পাশাপাশি দুটি পাখির মত বাস করে। একজনকে ডাক দিলে অন্যজনও ডেকে ওঠে ..........শীর্ষেন্দু মুখোপাধ্যায়

>তখন তুমি ছিলে বন্ধুহীন; আমার নিকটে তুমি এসেছিলে তাই; তারপর, কখন খুঁজিয়া পেলে কারে তুমি—তাই আস নাই...... -----জীবনানন্দ দাশ

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৪

বাঘ মামা বলেছেন: হুম!! :)


শুভ কামনা

১৬ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৭

সোবনা বলেছেন: ধন্যবাদ :)

২| ১৪ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৪

কাকঁন বলেছেন:
জ্ঞানী আপু তোমার জ্ঞানী জ্ঞানী কথা ভালো লাগলো।
এখন থেকে তুমি আমার জ্ঞানী আপু আচ্ছা B-))

১৬ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৮

সোবনা বলেছেন: জ্ঞানী কথা শুনি।মেনে চলতে চেষ্টা করি।আর ভুল গুলো শুধরে নিতে চাই।
ধন্যবাদ কাকঁন।

৩| ১৫ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৯

নিমা বলেছেন: সুন্দর

১৬ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৮

সোবনা বলেছেন: ধন্যবাদ নিমা

৪| ১৮ ই জুলাই, ২০১২ রাত ৩:৪৭

ইসরা০০৭ বলেছেন: জ্ঞানী কথা শুনি।মেনে চলতে চেষ্টা করি।আর ভুল গুলো শুধরে নিতে চাই।


আমিও শুধরে নিবার চেষ্টায়......:)

১৯ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০৬

সোবনা বলেছেন: ভুল গুলো শুধরে নিতে চাই ........:)

৫| ১৮ ই জুলাই, ২০১২ রাত ৮:১৭

চতুষ্কোণ বলেছেন: স্বাগতম ব্লগে!

পোস্টে প্লাস।

১৯ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০৭

সোবনা বলেছেন: ধন্যবাদ চতুষ্কোণ।

৬| ০২ রা আগস্ট, ২০১২ ভোর ৫:১২

ইসরা০০৭ বলেছেন: আপু কেমন আছেন?

:)

১৩ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৩

সোবনা বলেছেন: ভালো আছি ইসরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.