![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা আবার আমা্রে খুব বেশি দুষ্টু ভাইবেন না। আমি কিন্তু দুষ্টামি করে কিছু বলিনা। নিজের চোখে যা দেখি তাই বলি।
প্রায় ৩/৪ বছর আগের কথা। আমি আবার তখন কলেজে পড়ি। পড়াশুনা কিছুই করতাম না সারাদিন ক্রিকেট খেলা নিয়া পইরা থাকতাম। একদিন খেলতে গিয়া আমার চোখে প্রচণ্ড জোরে বল লাগে ( মারুতি বল)। বুজতেই পারতেছেন তখন আমার হুশ নাই।
জ্ঞান ফিরা পাওয়ার পর আমি নিজেরে বাসায় আবিস্কার করলাম। আমার চোখ ফুইল্লা একাকার। কয়েকদিন পর একটু সুস্থ হইয়া গেলাম চক্ষু হাসপাতালে। কারন আমি তখন চোখে রক্ত জমাট বেধে যাবার কারনে ঝাপসা দেখতাম।
যাইহোক, হাসপাতালের ডাক্তার আমারে কিছু ট্যাবলেট দিলো, একটা ড্রপ দিলো। আর বলল কিছুদিনের জন্য একটা জিরো পাওয়ার এর চশমা পড়তে।
আমি চশমা কিনতে একটি চসমার দুকানে প্রবেশ করলাম।
প্রবেশ কইরা দেখি কয়েকজন হুজুর, কালো চশমা হাতে নিয়া দেখতেছে। আমি সেই হুজুর দের মাঝে একজন কে অল্প চিনতাম। কৌতূহল বশত তারে বললাম আপনাদেরও কি কারো চোখে সমস্যা? তখন সেই হুজুর বলল হ্যা। আমি আর কিছুই বললাম না। আমিও দুকানদার এর সাথে চশমা নিয়া কথা বলতে লাগলাম।
একটু পরেই দেখি কি এক হুজুর চশমা টা পড়ে আর একজন কে বলতাছে, দেখত আমি যে চশমা টা পইরা তুমার দিকে তাকাইয়া আছি তুমি কি বুজতে পারছ? আমার চোখ কি দেখা যায়, বা আমি যে তুমার দিকেই তাকাইয়া আছি তা কি বুঝা যায়? তখন ওই হুজুর টি মুচকি হাইসা মাথা নাইরা চশমা পরা হুজুর কে জানান দেয় যে কিছুই বুঝা যায় না। তখন চশমা পরা হুজুর এক নির্মল সন্তুষ্টির হাসি দেয়।
আমি হতবাক
। কালো চশমা পইরা হুজুর এমন কার দিকে তাকাইব
? আর তাকালেই বা যার দিকে তাকাইব সে বুঝতে পারলে হুজুরেরই বা সমস্যা কি? আমি মহা ধাধার মইধ্যে পইরা গেলাম।
যাইহোক আমি চশমা নিয়া বাসায় ফিরা আইলাম। তারপর একদিন আমার এক মাদ্রাসায় পরা বন্ধুর সাথে দেখা। ও আর আমি খুবি ফ্রী। ওকে দেখে আমার ওই দিনের হুজুরের কালো চসমা ঘটনা মনে পইরা গেলো। তাই বন্ধুরে সবকিছু বলে জিজ্ঞেস করলাম, হুজুরের এই কালো চশমা পড়ার মানে কি? তখন ও বলল, এইটা বুঝনা? রাস্তা ঘাঁটে হুজুররা যখন বাইর হয়, তখন সুন্দরী মেয়ে রা সামনে পড়লে খালি চোখে তাদের দিকে তাকাইতে হুজুররা সরম পায়। তাই এই বেবস্থা।
:
তখন আমি হাসতে হাসতে বেকুব হয়ে গেলাম তখন আমি বললাম কালো চশমা দিয়া তো আর তখন সুন্দর মাইয়া রে সুন্দর লাগবো না, কালো মনে হইব। এই দেখায় মজা কি? :#> তখন আমার হুজুর বন্ধু বলে তোর মত বেকুব এইডা বুজত না।
এখন প্রায় যুবক বয়সী হুজুরদের কেই দেখি কালো চশমা পইরা ঘুরে আমিও তখন তাদের কে দেখে মনে মনে বেপুক মজা পাই
আর আস পাস তাকাই দেখি কুনো মাইয়া মানুষ আছে কিনা
এইটা সব হুজুরদের ক্ষেত্রে প্রযোজ্য না। তাই সবাই মাইন্ড খায়েন না।
১১ ই নভেম্বর, ২০১২ রাত ৩:৪৬
বাদল দিনের গান বলেছেন:
২| ১১ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:০৮
দায়িত্ববান নাগরিক বলেছেন:
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৬
বাদল দিনের গান বলেছেন: ধন্যবাদ
৩| ১১ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:২৭
সুজন১১২ বলেছেন: মজা পাইলাম।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৭
বাদল দিনের গান বলেছেন:
৪| ১১ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনার হুজুরদের নিয়ে দুইটা পোষ্ট দেয়ার রহস্য কি? :#> :#> :#> :#>
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৯
বাদল দিনের গান বলেছেন: রহস্য উন্মচন করলে তো মজা শেষ।
৫| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:২০
অন্ধকারের রাজপুত্র বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনার হুজুরদের নিয়ে দুইটা পোষ্ট দেয়ার রহস্য কি?
হুজুর নিয়া এলার্জি ক্যান ??
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩২
বাদল দিনের গান বলেছেন: হুজুর নিয়া এলার্জি নাই। তয় হুজুর দের কর্ম কাণ্ড নিয়া এলার্জি আছে।
৬| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:২৪
শিক্ষানবিস বলেছেন: হুজুররা পাপ করলে এমনভাবে করে যাতে মানুষ না দেখে। আর মিস্টাররা পাপ করে সবাইকে দেখিয়ে যাতে সমাজে পাপের প্রসার হয় বেশী । তাই হুজুররা কালো চশমা পরলেও মিস্টারদের চেয়ে ভাল।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৩
বাদল দিনের গান বলেছেন: হুজুর দের পাপ হয় না। হইলেও দুয়া দরুদ পইরা নিস্পাপ হইয়া যায়।
৭| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৪৪
নিলু বলেছেন: তীক্ষ্ণ বুদ্ধি তাই ধরে ফেলেছেন ভাই , ধন্যবাদ
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪
বাদল দিনের গান বলেছেন:
৮| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৭
বিডিফয়ছল বলেছেন: সমষ্টিগত না বলে বলেন কিছু হুজুর তখন বিষয়টা ভাল দেখায়। সবাইকে এক কাতারে আনবেন না।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৫
বাদল দিনের গান বলেছেন: আপনি মনে হয় পুরাটা পরেন নাই।
৯| ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩১
জামিল হাসান বলেছেন: রবীন্দ্র-নজরুল থেকে হুমায়ূন -সুনীল পরবর্তী যুগের কারো কাছ থেকে এমন লেখা বাংলা সাহিত্য তে প্রকাশ পায়নি ।তাই পোস্ট টি স্টিকি করা হউক ।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৫
বাদল দিনের গান বলেছেন:
সরম দেন কে?
১০| ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬
অ্যানোনিমাস বলেছেন: একটা কথা, মানুষ যাদের নিয়ে কচলাকচলি করে আদতে তাদের ভেতরে ভেতরে পছন্দ করে
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭
বাদল দিনের গান বলেছেন: হুজুর দের আমার বেপুক পছন্দ। কারন তাদের অনেকের কর্ম কাণ্ডই বেপুক বিনোদনে ভরপুর
১১| ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮
গেমার বয় বলেছেন: জামিল হাসান বলেছেন: রবীন্দ্র-নজরুল থেকে হুমায়ূন -সুনীল পরবর্তী যুগের কারো কাছ থেকে এমন লেখা বাংলা সাহিত্য তে প্রকাশ পায়নি ।তাই পোস্ট টি স্টিকি করা হউক ।
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৬
বাদল দিনের গান বলেছেন:
১২| ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৮
নিয়েল ( হিমু ) বলেছেন: পুরাই লুল :!> :!> :!> :!> :!>
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৭
বাদল দিনের গান বলেছেন: :!> :!> :!>
১৩| ১১ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৫
দি সুফি বলেছেন: বুঝা যাচ্ছে আপনার হুজুর বিষয়ে চুলকানি আছে।
যাদের দাড়ি আছে, টুপি পরে, পান্জাবি পরে এবং মুসলমান; তাদেরকে সাধারণত আমাদের দেশে হুজুর বলা হয়। হুজুর বলতে সবাই এদেরকেই বুঝে। এদের কোনো এক-দুই জন দোষ করলে, সকল হুজুরকে গালি দিতে বা খারাপ বলতে সাধারণ লোকজন বেশ উৎসুক।
এক-দু জন হুজুরের খারাপ কর্মকান্ডের জন্য যখন আপনি পুরো এক বর্ণের মানুষকে পয়েন্ট করেন, তখন সবার অজান্তেই আপনি বর্ণবাদি হিসেবে নিজেকে জাহির করতে সমর্থ হন।
আপনি পোষ্টের একদম শেষ লাইনে লিখেছেনঃ "এইটা সব হুজুরদের ক্ষেত্রে প্রযোজ্য না। তাই সবাই মাইন্ড খায়েন না।"
অথচ শুরুটাই করেছেন বর্ণবাদ দিয়ে। আপনার বর্ণবাদি আচরনের কারনে আপনাকে ধিক্কার জানাচ্ছি।
১১ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৮
বাদল দিনের গান বলেছেন: বর্ণবাদ (Racism) শব্দটার সংজ্ঞা জানেন আপনি? সংগাটা আগে শিখে ফেলুন তারপর মন্তব্য করতে আসুন।
“এদের কোনো এক-দুই জন দোষ করলে, সকল হুজুরকে গালি দিতে বা খারাপ বলতে সাধারণ লোকজন বেশ উৎসুক।""
সেরকমই হবার কথা এবং এটা খুবই যৌক্তিক। কিভাবে? বলছি-
হুজুরদের মধ্যে দুই একজন খারাপ আপনি স্বীকার করলেন। সাধারন মানুষ কি সবাই খারাপ? না, বস্তুত সাধারন মানুষও দুই একজন খারাপ। তাহলে হুজুররা কিভাবে আপনার কাছে privilege পাচ্ছে? কোন কারন নাই। কিন্তু উল্টাটাই হবার কথা। মানুষ তাদের দেখে শিখবে। অনুকরন করবে। কিন্তু তাদের অবস্থা এরকম হলে কিভাবে চলে?
আরও বলা যায় হুজুররা এইসব কাজ জথা সম্ভব লুকিয়ে করার চেষ্টা করে। তার পরও যদি আনাচে কানাচে এতো উদাহরন খুঁজে পাওয়া যায়, আরালে নিশ্চয়ই অনেক কিছু ঘটে। আবার অনেক হুজুর হয়তোবা সুযোগের অভাবে করতে পারেনা।
তাহলে কি দাঁড়ালো? কোন একটা বিশেষ শ্রেণীকে আলাদা গুরুত্ব দেবার কোন মানে হয় না। কিন্তু এই হুজুররাই আবার সাধারন মানুষের দিকে এমন নাক শিটকানো দৃষ্টিতে তাকায় যেন তারা নরকের কীট আর হুজুরদের এক পা বেহেস্তে ঢুকে গেছে। তাচ্ছিল্ল আর ঘৃণা দিয়ে ভরা এদের অন্তকরন।
আর এরাতো সকল ধর্মের মানুশকে না চুলকিয়ে জান্নাতের টিকিট নিশ্চিত করতে পারে না। বিধর্মীদের গালি দেয়া তাদের জন্য নৈমিত্তিক ব্যাপার। আর নাইবা বলি।
তবে এসব কোন ভাবেই আমার পোষ্টের সাথে সম্পর্কিত নয়। কিন্তু নিছক ফান পোষটে চুল্কানি খুজে পেলেন বলে একটু চুলকিয়ে দিতে হল। দেখি ধিক্কার কত গুন হয়ে ফিরে আসে আর তাতে আমার কতদুর কি আসে আর যায়।
১৪| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৫৭
বাতাসের রূপকথা বলেছেন: সুফি বলেছেন: যাদের দাড়ি আছে, টুপি পরে, পান্জাবি পরে এবং মুসলমান; তাদেরকে সাধারণত আমাদের দেশে হুজুর বলা হয়। হুজুর বলতে সবাই এদেরকেই বুঝে। এদের কোনো এক-দুই জন দোষ করলে, সকল হুজুরকে গালি দিতে বা খারাপ বলতে সাধারণ লোকজন বেশ উৎসুক।
যাদের দাড়ি আছে, টুপি পরে, পান্জাবি পরে এবং মুসলমান, তাদের অনেকেই সাধারন মানুষ এবং অনেকে আবার গ্রামের অশিক্ষিত মানুষ। গ্রামের মানুষদের এটাই ড্রেস। লেখক সবকিছুকে স্টেরিওটাইপ ভাবে। খোজ নিলে দেখা যাবে লেখকের বাপ দাদা সবাই এই ড্রেস পড়ে।
১২ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৪
বাদল দিনের গান বলেছেন: গ্রামের সাধারণ অশিক্ষিত টুপি পরা মানুষ কখনো হুজুর না. এরা মুরুব্বি , বয়স্ক লোক ,এরা কখনো কালো চশমা পরে ভন্ডামি করেনা. আপনার বাপ দাদা টুপি কালো চশমা পরে ঘুরে বেড়াতে পারে. এবং এই জন্যই আপনার এত চুলকানি .কিন্তু আমার বাপ দাদা রা তা করে না
১৫| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ২:০২
বাতাসের রূপকথা বলেছেন: তা হলে আপনার দাদারা ওপারের দাদাদের মত ধুতি পড়ে চলত নিশ্চয়।
গ্রামের অশিক্ষিত অনেক যুবক এই ড্রেস পড়ে। কিছুদিন আগে ট্রেনে উঠে দেখি আমার সিটে এক দাড়ি টুপি পড়া যুবক লোক বসে আছে যার বয়স কোনভাবেই আমার চেয়ে বেশী হবে না। অনেক বিব্রতবোধের পর শেষে জানালাম এটা আমার সিট। আমি ভেবেছিলাম সে লজ্জায় অন্য কোথাও লুকাবে। কিন্তু সে সিট থেকে উঠে দাড়িয়ে আছে আমার চোখের সামনে। পাশের সিটে বসা মাঝারি বয়সের দাড়ি টুপিওয়ালা লোকটিকে দেখলাম অনবরত ফোনে নির্দেশ দিয়ে যাচ্ছে তার কাপড়ের দোকানের কর্মচারীকে। তাকে কথাবার্তায় কিছুটা শিক্ষিত মনে হলেও দাড়িয়ে থাকা লোকটিকে কখনো ভুলবশত: মনে হয়নি সে শিক্ষিত। সে যে মাঠে কাজ করে সেটা তার অবয়বে স্পষ্ট ছিল। শেষে সেই মানুষটিকে সিট দিয়ে আমি নিজে দাড়িয়ে গিয়েছি পুরো রাস্তা জুড়ে। সে আমার আতিথ্য বিনা বাক্যে মেনে নিয়ে বসে বসে গিয়েছে।
১২ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২
বাদল দিনের গান বলেছেন: নিজের চরকায় তেল দেন, আমার দাদা রা কি পড়ে সেটা নিয়ে আপনাকে না ভাব্লেও চলবে।
আর আমি এই পোস্ট টা ওইসব হুজুরদের নিয়েই লিখেছি যাদের আমি এই রকম করতে দেখেছি। কোন বিশেষ ড্রেস ( পাঞ্জাবি, টুপি) পরা গ্রামের অশিক্ষিত যুবকদের নিয়ে লিখিনি। মন্তব্য করার আগে পোস্ট টা ভালো করে পড়ে নিবেন। ফালতু কেচ্যাল করার সময় নাই।
১৬| ১২ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: এইডা শুধু হুজুর না,আরো অনেকেই আছে এইরাম কাম করে!
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১:১১
বাদল দিনের গান বলেছেন: তয় কালো চশমা টা হুজুরদের বেশি জরুরত হযে পরে
১৭| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৭
বাতাসের রূপকথা বলেছেন: @লেখক, এই রকম ফালতু পোষ্ট যারা দেয় তাদের অনেক সময় থাকে।
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১:০৬
বাদল দিনের গান বলেছেন: কেমন জানি ছাগু ছাগু গন্ধ পাইতাছি . আমার সময় এর অভাব নাই কারণ আমি তর মত ছাগুদের মত কালো চশমা পরে সারাদিন ঘুইরা বেড়াই না. দুরে গিয়া ঘাস খা, গন্ধ আইতাছে
১৮| ১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:০২
বাতাসের রূপকথা বলেছেন: তোমার সম্বোধন বলে দেয় সমাজের কোন শ্রেণীর মানুষ তুমি। এই কোরবানীতে নিশ্চয় ছাগলের মাংস খেয়েছ। তা, ছাগলকে এত অবহেলা করার কারন কি? ছাগলের চামড়ার ব্যবসায় কি লস হয়েছে?
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১২ রাত ৩:৪৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন:
কালো চশমা দিয়া তো আর তখন সুন্দর মাইয়া রে সুন্দর লাগবো না, কালো মনে হইব।