নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াতের ৭১ গণহত্যা ও মানবতাবরোধী অপরাধের অভিযোগ নিয়ে আমার ব্যক্তিগত কিছু পর্যালোচনা
সূফি বরষণ
স্বাধীনতার যুদ্ধের সময়ে সাবেক পূর্ব পাকিস্তানের বৃহত্তর ১৯টি জেলা ছিল ॥ সেই সময় ১৯টি জেলার মধ্যে জামায়াতের
১০টি জেলায় মাত্র সংগঠনিক কাজ ছিলো ॥ তাও আবার জেলা শহুর কেন্দ্রীক॥ আমার দীর্ঘ একদশকের বেশি সময়ের
সাংবাদিকতা জীবনে জানার
কৌতূহল থেকে মুক্তিযোদ্ধা ও
জামায়াতের প্রবীণ রুকনদের কে
জিজ্ঞেস করে, যা জানতে পারি সে চিত্র আরও ভয়াবহ !!!
জামায়াত সেই সময় কোন বড় রাজনৈতিক দল ছিলো না॥ সাংগঠিক কাজ চালানোর
মতো কোন নেতা কর্মী ছিলো না॥
এক জেলার কর্মীকে অন্য জেলায় পাঠানো হতো সংগঠনের কাজ করার জন্যে !!॥ তখন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে জামায়াতের কোনো সংগঠনিক কাজই ছিলো না ॥ আবার মুক্তিযুদ্ধের সময় তারা গণহত্যা চালাবে!!! পাগলের প্রলাপ ?? তবে আমি একটি বিষয়ে একমত জামায়াত
দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্হান নিয়ে ছিলো ॥ অখন্ড পাকিস্তান রক্ষার্থে॥ আমার নিজের উপজেলায় জামায়াতের কাজ শুরু হয় ১৯৭৯ সালে আর শিবির ৮২ সালে সংগঠনের কাজ শুরু করে॥ এলাকায় জামায়াতের
সংগঠনের কাজের অবস্হা যা আগামী ৫০ বছরেও জামায়াতের কোন প্রার্থী এমপি নির্বাচিত হতে পারবে না !! এখনও জামায়তকে যত বড় রাজনৈতিক দলই বলা হোক না কেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠনের কাজের নাজেহাল বা খুবই
দূর্বল অবস্থা ॥ বর্তমান সময়েও সুনামগণ্জ, কিশোরগণ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়ীয়া জেলাসহ অনেক জেলায় জামায়াত শিবিরের সাংগঠনিক কাজের অবস্থা খুবই দুর্বল ॥ ১৯৯৮ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়ীয়ার জেলা শিবিরের দায়িত্ব পালনের জন্যে কেন্দ্রীয় অফিস থেকে দায়িত্বশীল পাঠাতে হতো॥ ঐ জেলায় ৯৮ সাল পর্যন্ত কোনো নেতার জন্ম হয়নি সভাপতির দায়িত্ব পালনের জন্য॥??!! ॥ এখন যদি কেউ বলে এই জেলায় জামায়াত গণহত্যা চালিয়েছে এটা আমাকে বিশ্বাস করতে হবে???!!! স্বৈরাচারি এরশাদের শাসনের শেষের দিকে এবং ৯১ সালের বিএনপি সরকারের সময় আলীগের ও বাম আর জাহানারা ইমানের জামায়াত বিরোধী অপপ্রচারে জায়ামাত অনেক এগিয়ে যায়॥ সেই সময়ই নতুন প্রজন্ম আর দেশের শিক্ষিত সমাজ জামায়াত করা শুরু করে॥ মানে স্বাধীনতার দুই দশক পরও দেশে জামায়াতের কার্যক্রম ছিল একবারেই দুর্বল অবস্থায় ॥ আর তারা চালিয়ে ছিলেন ৭১ র গণহত্যা বলি হায়??!! পাগলের প্রলাপ ॥ স্বাধীনতার যুদ্ধের সময় তৎকালীন সব বাম দলগুলো মুক্তিযুদ্ধের বিরোধী ছিল কিন্তু আজ তারা আলোচনায় নাই॥
সবাই জানে মুক্তিযুদ্ধের সময়
গণহত্যা চালিয়ে ছিলো মুসলিম লীগ আর নেজামে ইসলামী ॥ কৈ আজ তো ঐ দু পার্টির কোনো নেতা কে ধরা হয়নি??!!! যারা খুন ধর্ষণ লুটপাট করেছিলো॥??!!
যুদ্ধের সময় জামায়াত এসব করবে তাদের কর্মী বাহিনী কৈ!!!!
সবচেয়ে বড়কথা হলো স্বাধীনতার
পর থেকে দেশের রাজনৈতিক দল গুলো জামায়াতের সাথে আদর্শিক ভাবে পরাজিত হয়ে স্বাধীনতা বিরোধী রাজাকার
রাজাকার বলে অপপ্রচার চালিয়ে
যাচ্ছে !!!!॥ প্রিয় বন্ধুরা এর যদি ভালো তথ্য আপনাদের কাছে থাকে তবে আমাকে জানালে
আমি উপকৃত হবো ॥ সবার সুন্দর মতামত আশা করছি॥
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ
©somewhere in net ltd.