নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের গর্ভে আমিও একদিন
হারিয়ে যাব বর্ষ গুলোর মতো
সূফি বরষণ
মহাকালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর ॥ আমিও একদিন হারিয়ে যাব এই বর্ষ গুলোর মতো মহাকালের অতল গর্ভে ॥
সেই যে আমার পথ চলা শুরু শ্রাবনের এক বর্ষণমুহুর ভোরে, যার চিৎকারে মেঘনার ঘুম ভেঙে ছিলো॥ মেঘনার ভোরের শীতল
বায়ু আমাকে প্রথম ছুঁয়ে ছিলো ॥
মাকে নিয়ে একবার মেঘনার পাড়ে নাড়ি পুতার স্হানটি দেখে এসেছিলাম॥
সেই যে আমি মেঘনা বুড়িগঁঙ্গা ব্রহ্মপুত্র বুড়ি আরেকটা তিতাসের পাড় মাড়িয়ে এখন হাঁটছি টেমস নদীর পাড়ে ॥ এই যে আমার মহাকালেরর পথে পথ চলা, এই চলার পথে কুড়িয়েছি অনেক আনন্দ দুঃখ কষ্ট হাসি কান্না ॥ মহাকালের পরতে পরতে
জড়িয়েছি অনেক মায়ার বন্ধন ॥
মহাকাল বড়ই নিষ্ঠুর, হয় জয় করে নিজের নাম লিখাও সোনালী অক্ষরে মহাকালের গর্ভে, না হয় চিরদিনের জন্যে হারিয়ে যাও মহাকালের অতল গহ্বরে॥ এই হারা আর জিতার খেলায় এ বছর চিরদিনের জন্যে হারালাম আমার প্রিয় জন্মদাতা পিতাকে ॥
আরও যে কত প্রিয় মুখ হারিয়েছি তার হিসেব নাই॥ মহাকাল বলে তোর জীবন নদীর
মতো ঐ যে মেঘনার পাড়ে জন্ম ॥
শুধুই চলছে ভাঙা গড়ার খেলা॥ এই ভাবেই ছুটে চলছে জীবন নদীর মতো ॥নদীর যদি ছুটে চলা
বন্ধ হয়ে যায় তবে নদীর অস্তিত্ব আর থাকে না ॥ জীবনও তেমনই শুধু ছুটে চলো, তা না হলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে॥
নদীর মতো জীবনকে নিয়ে এই আমি মহাকালের পথে চলতে চলতে আজ বড়ই ক্লান্ত আর কত কাল চলতে হবে জানি না॥ তবে আজ শুধু একটিমাত্র প্রার্থনা বিশ্ব জাহানের মালিকের কাছে ২০১৫ সাল আমার জন্যে সকল মানুষের জন্যে মঙ্গলময় কল্যাণময় হোক॥ বয়ে যাক সকলের প্রাণে প্রাণে শান্তি আর প্রশান্তির পুষ্প বর্ষণ ॥॥॥॥
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ
©somewhere in net ltd.