নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভজলে সোনার মানুষ হবি\nমানুষ ভজলে সোনার মানুষ হবি

সূফি বরষণ

ানু মানুষ ভজলে সোনার মানুষ হবি

সূফি বরষণ › বিস্তারিত পোস্টঃ

ভিন্নমত নিয়ে কিছু কথা

২৪ শে মে, ২০১৫ সকাল ১০:১২

ভিন্নমত নিয়ে কিছু কথা
সূফি বরষণ
Disagree বা discord শব্দ দুটির সরল
বাংলায় অর্থ হলো: ভিন্ন মত পোষণ
করা ,অনুপযুক্ত বলে পরিগণিত হওয়া, বিসদৃশ হত্তয়া, বেসুরো হত্তয়া, বেতালা
হত্তয়া, ভিন্নমত হত্তয়া, অসম্মত হত্তয়া,
বিরোধী হত্তয়া, বিবাদ করা, অনিচ্ছা
প্রকাশ করা, ঐক্য মত না হওয়া, দ্বিমত
পোষণ করা অর্থাৎ এক মত না হওয়া॥
আর এটাই পৃথিবীর আদিকাল হতে
নিয়ম চলে আসছে যে, পরিবার ,
সমাজ , রাষ্টের সবাই এক মতের হবে
না॥ এটাই বাস্তবতা ॥আমি যখন
মুহসীন হলের ছাত্র ছিলাম তখন
আমার রুমে নাম দিয়ে ছিলাম
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র ॥
যারা আমার ভিন্ন মতের ছিলো তারা
প্রায় রাতের অন্ধকারে মুক্তবুদ্ধি চর্চা
কেন্দ্র লেখা স্টিকারটি ছিঁড়ে ফেলতো॥
আমিও আবার নতুন স্টিকার লাগাতাম॥
এভাবেই একদিন ছিঁড়া বন্ধ হলো॥
এখনও আমি মুক্তবুদ্ধি চর্চা করি এবং
আজীবন করে যাব॥
এবার মূলবক্তব্যে আসি, যে সমাজে
ভিন্নমত বা ভিন্নমত প্রকাশের স্বাধীনতা
থাকে না সে সমাজে সৃষ্টিশীলতার বিকাশ
হয় না॥ মানুষের চিন্তা শক্তির বিকাশ
হয় না॥ যে সমাজে ভিন্নমত থাকে না
সেটা হয় অথর্ব অপ্রদার্থ সমাজ যা
সমাজ দর্শনের কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত
করা যায় না ॥ আর যে সমাজে ভিন্নমত
প্রকাশের স্বাধীনতা নাই তাকে কোন
সভ্য সমাজ বলা যায় না ॥
দেশে কি বর্তমানে ভিন্নমত প্রকাশের
স্বাধীনতা আছে??! আর না থাকলে?
আমরা কি সত্যিই সভ্য সমাজের
মানুষ ???
এক অর্থে ভিন্নমত হলো একটি আদর্শে
নাম ॥ সে আদর্শকে আমরা রুপক অর্থে
দোকানের পণ্যের সাথে তুলনা করতে
পারি ॥ যার যে পণ্য বেশি ভালো লাগে
সে সেটা ক্রয় করবে ॥ মানে সমাজের
সাধারণ মানুষের কাছে যে যে ভিন্ন ভিন্ন
মতের আদর্শ আছে তা থেকে যার যেটা
পছন্দের সে সেটা গ্রহণ করবে ॥
সমাজের ব্যক্তি স্বাধীনতার সাধারণ
ঘটনা প্রবাহ এটি ॥
একটি আদর্শ কে মানুষ বেশি গ্রহণ
করছে বলে অপর আদর্শের লোকজন
তাদের উপর ঝাঁপিয়ে পড়বে খুন
খারাবি শুরু করবে,
এটাকে সমাজ দর্শনের আলোকে
কোনো ভাবেই মেনে নেয়া যায় না ॥
যে সমাজে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা
বেশি সেই সমাজ বেশি সভ্য আর বেশি
উন্নত ॥
আধুনিক রাষ্ট বিজ্ঞানে জনগনের সমিতির
প্রধান বা সরকার কে সকল নাগরিকের
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার
কথা বলা হয়েছে ॥ কিন্তু সরকার কি
তা করে বা করছে???
সৃষ্টির আদিকাল থেকে মানুষের ভিন্নমত
প্রকাশের স্বাধীনতা মুক্ত চিন্তা বিকাশের
মাধ্যম ॥ তাই আমার মুক্তবুদ্ধির চর্চার
আন্দোলন আজীবন চলবে॥
সমাজের সব ভিন্নমতের মানুষের
জয় হোক ॥
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.