নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না?
সূফি বরষণ
আমরা কি আদো মানুষ আছি??? দানব আর পশুর মধ্যে আমি আজ আর কোনো পার্থক্য খুঁজে পাই না ?? আমরা নিজেরাই নিজেদের মানবীয় বিবেক কে গলা টিপে হত্যা করেছি অনেক আগেই আর গ্রহণ করেছি দানবত্ব আর পশুত্ব কে ??? কিন্তু কেন এমনটি তো হওয়ার কথা ছিলো না ?? যদি কবি নজরুলের ভাষায় বলি, যৌবনের মাতৃরূপ দেখিয়াছি—শব বহন করিয়া যখন সে যায় শ্মশানঘাটে, গোরস্থানে, অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা-পীড়িতদের মুখে, বন্ধুহীন রোগীর শয্যাপার্শ্বে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে, যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারী সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, হতাশের বুকে আশা জাগায়। এই কাজ যারা করে তারাই প্রকৃত মানুষ ॥ আল্লাহ তাদেরকেই জমিনের প্রতিনিধি এবং সৃষ্টির সেবা জীব বলেছেন আর যারা এর বিপরীত করে এদেরকে চতুষ্পদ জন্তু বা তার চেয়েও নিকৃষ্ট বলেছেন ॥॥
নিচে ভুপেন হাজারিকার গানটা তুলে ধরা হলো ॥ আর একটু নিজের বিবেককে প্রশ্ন করেন আমাদের দেশে রাজনীতির নামে ধর্মের নামে নিজেদের লোভের নামে কুপ্রভৃতির লালসার নামে
যেসব কুকর্ম করছি এসব কে আর যাই হোক মানুষের কাজ বলা যায় না ॥॥ এই জন্যই সূফিবাদ জিন্দাবাদ বলি ॥
ভুপেন হাজারিকার গানটা তুলে ধরা হলো ॥
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না
ও বন্ধু….
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু………..
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু……….
শিল্পী, সুরকার , গীতিকারঃ ভুপেন হাজারিকা ॥ জীবনমুখী গান
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ
©somewhere in net ltd.