নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবৈধ ভাবে নির্বাচিতরা বলে
সত্য ন্যায় নিষ্ঠা সাথে কাজ
করবে !!!???
আজ অবৈধভাবে নির্বাচিতরা সিসিসির দায়িত্ব গ্রহণ করেছে ???
সূফি বরষণ
আবিদা আজাদ নামে অবৈধ সরকারের এক অবৈধ কাউন্সিলর তার ফেবুতে লিখেছে
আজ আমার অনুষ্ঠানিক দায়িত্ব বুঝে পেলাম ? দোয়া করবেন আমরা যেন সত্য ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি ??!!!!!! অবৈধ ভাবে ভোট ডাকাতি করে ক্ষমতা জবরদখলকারীরা যখন বলে দোয়া করতে সত্য ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার জন্যে ??!!! তখন এই শব্দ গুলোর পবিত্রতা নষ্ট করা হয় এবং চরম ভাবে অপমানিত করা হয় সততা ন্যায় নিষ্ঠাকে॥ এইসব কথা তাদের মুখে মানায় না যাদের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়াটাই অবৈধ ॥
অপরদিকে টানা বৃষ্টিপাতে বন্দরনগরীর অধিকাংশ এলাকা যখন পানির নীচে। ঠিক সেই সময়ে এসে নগর পিতার চেয়ারে বসেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন। পানিবন্দি নগরবাসী এ জন্য সিটি করপোরেশনকে দোষলেও এক সময়ে সিটি করপোরেশনকে দোষারোপকারী আ জ ম নাছিরের কাছে এখন জলাবদ্ধতা বড় কোন সমস্যা নয়! তার কাছে করপোরেশনের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই বড় কাজ। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেসে বললেন এখন জলাবদ্ধতা বড় কোন সমস্যা নয়!
তাহলে নগরবাসীর সমস্যাটা কি ??!!!! আজ রোববার আনুষ্ঠানিভাবে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আর এই সন্ত্রাসী নাছির যখন সাংবাদিকদের কে মাদকসেবী বলেছিল তখনও আমার সাংবাদিক বন্ধুরা কিছুই বলেনি একদম চুপ ??!!! এই নাছিরই যখন সাংবাদিকদের দেখে নেয়া হুমকি দিয়েছিল তখনও চুপ ??!!! এই সাংবাদিকরা আবার চুপ থেকেই কি করে অবৈধ ক্ষমতা দখলকারী মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান কাভার করতে যায় ??!!!! সাংবাদিকদের সততা ন্যায় নিষ্ঠা সমাজ ও রাষ্টের প্রতি দায়িত্ব এবং মানবিক মূল্যবোধ আজ কোথায় ??!!!!!!
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৬
সূফি বরষণ বলেছেন: অনেক ধন্যবাদ সহমত পোষণ করছি
২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:২০
যোগী বলেছেন: পিতৃভূমি কেনিয়ায় গিয়ে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিজিটাল পন্থা অবলম্বনের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৮
সূফি বরষণ বলেছেন: ওবামা কে বিশ্বাস করবেন নাকি আপনার ইন্দ্রিয় চক্ষু যা দেখেছে তা সেই ভার আপনার উপরেই ছেড়ে দিলাম
৩| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: গনতান্ত্রিক শাসন ব্যবস্থা তো জনগণ দুই দশক দেখল! কোন পরিবর্তন কি বোঝা যায়? যেই লাউ সেই কদু! আর কত গণতন্ত্রের বুলি আউড়াবেন ? বৈধভাবে না অবৈধভাবে নির্বাচিত, জনগণ সেটা দেখবেনা । জনগণ চায় সুশাসন, জনগণ চায় উন্নয়ন!
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:১০
সূফি বরষণ বলেছেন: ওবামার বক্তব্য নিয়ে দেশের মিডিয়ার মিথ্যাচার ??!! আওয়ামী দালাল মিডিয়া অবৈধ স্বৈর সরকারের পক্ষে মিথ্যা সংবাদ প্রচার করে জনগণ কে বিভ্রান্ত করছে ॥ ওবামা তাঁর বক্তব্যে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলেননি॥ শুধুমাত্র বাংলাদেশ শব্দটি উল্লেখ করেছে সেটাও জিম্বাবুর সাথে ॥ তথ্য প্রযুক্তি নিয়ে বিস্তারিত কথা বলেছে কেনিয়ার সম্পর্কে বাংলাদেশের সম্পর্কে নয়॥ Click This Link
ইউটিউবে লিংক দিলাম ॥
৪| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৩:১৯
ওয়াহিদ সাইম বলেছেন: জনাব রূপক বিধৌত সাধু উন্নয়ন বলতে কি বোঝেন ?! একজন গৃহবন্ধী মানুষের থাকা খাওয়া আর বিনোদনের সুব্যব্যবস্থাই উন্নয়ন ?! স্বৈরতন্ত্র,সমাজতন্ত্রের দালান-কোঠা-রাস্তা-ঘাটের লোক দেখানো উন্নয়ন? নাগরিকের যদি স্বাধীন মতামত ব্যক্ত করা,অন্যায়ের প্রতিবাদ করা,সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পছন্দের যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসানোর মাধ্যমে সুসাশন ও জবাব দিহিতার ব্যবস্থা নিশ্চিত করার সুযোগ না থাকে সেটা কোন উন্নয়ন নয়। শাসন ব্যবস্থার উন্নয়ন ব্যতিত কোন উন্নয়নই উন্নয়ন নয় বরং সীমাহীন লুটপাট-শোষন আর অন্যায় অবিচারের লোক দেখানো মুখোশ মাত্র। ধন্যবাদ।
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৪
সূফি বরষণ বলেছেন: ওবামার বক্তব্য নিয়ে দেশের মিডিয়ার মিথ্যাচার ??!! আওয়ামী দালাল মিডিয়া অবৈধ স্বৈর সরকারের পক্ষে মিথ্যা সংবাদ প্রচার করে জনগণ কে বিভ্রান্ত করছে ॥ ওবামা তাঁর বক্তব্যে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলেননি॥ শুধুমাত্র বাংলাদেশ শব্দটি উল্লেখ করেছে সেটাও জিম্বাবুর সাথে ॥ তথ্য প্রযুক্তি নিয়ে বিস্তারিত কথা বলেছে কেনিয়ার সম্পর্কে বাংলাদেশের সম্পর্কে নয়॥ Click This Link
ইউটিউবে লিংক দিলাম ॥
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবৈধ ভাবে ভোট ডাকাতি করে ক্ষমতা জবরদখলকারীরা যখন বলে দোয়া করতে সত্য ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার জন্যে ??!!! তখন এই শব্দ গুলোর পবিত্রতা নষ্ট করা হয় এবং চরম ভাবে অপমানিত করা হয় সততা ন্যায় নিষ্ঠাকে॥ এইসব কথা তাদের মুখে মানায় না যাদের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়াটাই অবৈধ ॥
চরম সত্য। +++++++++