নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক �
সমকামীতা কি? ইসলাম কি বলে এবং কি হয়েছিল লূত আঃ এর জাতির ?? বাংলাদেশের রেইনবো টেলিমুভি ও সমকামীতার উস্কানি নিয়ে কিছু কথা॥
সূফি বরষণ
ক.
সমকামিতা: Homosexuality একটি যৌন অভিমুখিতা, যার দ্বারা সমলিঙ্গের ব্যক্তির প্রতি যৌন আকর্ষণ বোঝায়। এইরূপ আকর্ষণের কারণে এক লিঙ্গের মানুষের মধ্যে যৌনসম্পর্ক ঘটতে পারে। প্রবৃত্তি হিসেবে সমকামিতা বলতে বোঝায় মূলত সমলিঙ্গের ব্যক্তির প্রতি "স্নেহ বা প্রণয়ঘটিত এক ধরনের যৌন প্রবণতা"। এই ধরনের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিগত বা সামাজিক পরিচিতি, এই ধরনের আচরণ এবং সমজাতীয় ব্যক্তিদের নিয়ে গঠিত কোনো সম্প্রদায়কেও এই শব্দটি দ্বারা নির্দেশ করা হয়।
বর্তমানে বাংলাদেশের একশ্রেণীর
শিক্ষিত আধা শিক্ষিত বিকৃতমনা জ্ঞানপাপী উঠেপড়ে লেগেছে দেশকে সমকামী রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচয় করে দেয়ার জন্য॥
ষড়যন্ত্র খুবই গভীর এরাই সমকামীর পক্ষে প্রচারণা চালায় আবার এরাই নিজের লোককে হত্যা করে মুসলিম মৌলবাদীদের কাজ বলে অপপ্রচার চালায়॥
যেমন অভিজিৎ হত্যা, তিনি সমকামীতা নিয়ে লেখা বই প্রকাশের পরই এই হত্যার ঘটনা ঘটে ॥ সমকামী বিষয়ক রূপবান ম্যাগাজিন প্রকাশ, বাংলাদেশের সমকামীদের উপরে বানোয়াট জরিপ প্রকাশের নামে নাটক, দেশে অসংখ্য অনলাইন সমকামী গ্রুপ সাইট চালু , �রেইনবো টেলিমুভি নির্মাণসহ আরও নানামুখী ষড়যন্ত্র চলছে ॥ কিছু দিন পর যদি শুনেন বাংলাদেশে পুরুষ বা মহিলা সমকামীদের জন্য গে বা লেসবিয়ান ক্লাব চালু হয়েছে প্রকাশ্যে তাই আমি আবাক হবো না, কারণ এখন এইসব ক্লাব চালু করার প্রক্রিয়া বাস্তবায়নাধিন ??!! দেশের ইসলাম পন্হীরা শুধু শুধু কোনো প্রকার কার্যকর প্রদক্ষেপ হাতে না নিয়ে হৈ চৈ করছে ॥ আর বিশ্বকে প্রমাণসহ বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ একটি ইসলাম ধর্মীয় উগ্র জঙ্গী রাষ্ট্র ॥ আর এই অবৈধ সরকারকে বিশ্বের মোড়লরা সমর্থন করছে এই কারণে যে, বাংলাদেশে ইসলামী কালচাল নিয়ম কানুন ভেঙ্গে দিয়ে একটি অসুস্থ মুসলিম নামদারি রাষ্ট্র বানানোর জন্য ॥ যদি মুসলমানরা বুঝতে না পেরে হঠকারী সিদ্ধান্ত নেই তবে ভবিষ্যতে আমাদেরকেই কঠিন মূল্য দিতে হবে॥
এবার সমকামীতা নিয়ে আরও কিছু কথা,
উভকামিতা ও বিপরীতকামিতার সাথে সমকামিতা বিপরীতকামী-সমকামী অনবচ্ছেদের অন্তর্গত যৌন অভিমুখিতার তিনটি প্রধান ভাগের অন্যতম বলে স্বীকৃত। অনেক বিজ্ঞানী মনে করেন জিনগত, হরমোনগত এবংপরিবেশগত কারণ একত্রে যৌন অভিমুখিতা নির্ধারণের জন্য দায়ী। জীববিদ্যা-নির্ভর কারণ গুলোকে বেশি সমর্থন করা হয়। এর অন্তর্গত হল জিন, ভ্রূণের ক্রমপরিণতি, এই দুই প্রভাবের মেলবন্ধন অথবা এই সব কিছুর সাথে সামাজিক প্রভাবের মেলবন্ধন। আবার কিছু মানুষের বিকৃত যৌন লালসার ইচ্ছে থেকেও সমকামীতার প্রসার হচ্ছে॥ যৌন অভিমুখিতা নির্ধারণে যে সন্তানপালন বা শৈশবের অভিজ্ঞতার কোনো ভূমিকা আছে তার প্রমাণ পাওয়া যায়নি। সমলিঙ্গের প্রতি যৌন আচরণের প্রভাবক হিসেবে এক পরিবেশে থাকার ভূমিকা মহিলাদের ক্ষেত্রে নগণ্য এবং পুরুষদের ক্ষেত্রে শূণ্য। কেউ কেউ সমকামী যৌন আচরণকে অপ্রাকৃতিক মনে করলেও বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গেছে সমকামিতা মানব যৌনতার একটি সাধারণ ও প্রাকৃতিক প্রকার মাত্র, এবং অন্য কোনো প্রভাবকের অস্তিত্ব ছাড়া এটি মনের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। অধিকাংশ মানুষের অভিজ্ঞতায় যৌনতার ব্যাপারে সচেতন পছন্দের কোনো ভূমিকা থাকে না। যৌন অভিমুখিতা পরিবর্তনের বিভিন্ন কর্মসূচীর কার্যকারিতা সম্পর্কে যথেষ্ট প্রমাণ নেই।
মহিলা সমকামীদের বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটি হল লেসবিয়ান এবং পুরুষ সমকামীদের ক্ষেত্রে গে, যদিও গে কথাটি প্রায়শ সমকামী মহিলা ও পুরুষ উভয়কে বোঝাতেও সাধারণভাবে ব্যবহৃত হয়। নানা কারণে স্বঘোষিত সমকামীর সংখ্যা এবং মোট জনসংখ্যার মধ্যে সমলৈঙ্গিক সম্পর্কে আবদ্ধ মানুষের অনুপাত নির্ণয় করা দুঃসাধ্য। এই কারণগুলোর মধ্যে প্রধান হল সমকামভীতিজনিত বৈষম্যের কারণে অনেক সমকামীর প্রকাশ্যে তাঁদের যৌনতা না স্বীকার করা। অন্যান্য প্রাণীদের মধ্যেও সমকামী আচরণের নিদর্শন নথিভুক্ত হয়েছে।
খ.
ইসলাম কি বলে এবং কি হয়েছিল লূত আঃ এর জাতির ??
ইসলামে homosexuality সম্পূর্ণ হারাম। এবং স্বাভাবিক ব্যভিচারের চেয়েও খারাপ।
লুত (আ) এর কওমকে (Sodom আর Gomorrah নগরী) আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন যেসব কারণে এর মধ্যে সমকামিতা ছিল একটি।
মুসলিমরা “সমকামীতা”কে গর্হিত যৌন অপরাধ মনে করে। এবং এটাও সত্য যে, মুসলিম সমাজে সমকামীতার ছড়াছড়ি অন্যান্য সমাজের তুলনায় কম নয়, যদিও তা ঘটে গোপনে। তবে প্রশ্ন হচ্ছেঃ ইসলাম সমকামীতা সম্পর্কে প্রকৃতপক্ষে কি বলে?
আল্লাহর সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই বিভিন্ন ভাবে তার যৌনানুভূতি প্রকাশ ও চরিতার্থ করতে পারে। তার মধ্যে একটি সমকামীতা, আল্লাহর কাছে এটা গ্রহনযোগ্য নয়।
সমকামীদের তথা লূত আঃ জাতির কঠিন শাস্তির বিবরণ মহা গ্রন্থ আল কোরআনের সূরা হিজরে আল্লাহ বলেন,
65 فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِّنَ اللَّيْلِ
وَاتَّبِعْ أَدْبَارَهُمْ وَلاَ يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ وَامْضُواْ حَيْثُ تُؤْمَرُونَ
অতএব আপনি শেষরাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পশ্চাদনুসরণ করবেন না এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না দেখে। আপনারা যেখানে আদেশ প্রাপ্ত হচ্ছেন সেখানে যান।
66 وَقَضَيْنَا إِلَيْهِ ذَلِكَ الأَمْرَ أَنَّ دَابِرَ هَؤُلاء مَقْطُوعٌ مُّصْبِحِينَ
আমি লূতকে এ বিষয় পরিজ্ঞাত করে দেই যে, সকাল হলেই তাদেরকে সমুলে বিনাশ করে দেয়া হবে।
67 وَجَاء أَهْلُ الْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ
শহরবাসীরা আনন্দ-উল্লাস করতে করতে পৌছল।
68 قَالَ إِنَّ هَؤُلاء ضَيْفِي فَلاَ تَفْضَحُونِ
লূত বললেনঃ তারা আমার মেহমান। অতএব আমাকে লাঞ্ছিত করো না।
69 وَاتَّقُوا اللّهَ وَلاَ تُخْزُونِ
তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার ইযযত নষ্ট করো না।
70 قَالُوا أَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعَالَمِينَ
তার বললঃ আমরা কি আপনাকে জগৎদ্বাসীর সমর্থন করতে নিষেধ করিনি।
71 قَالَ هَؤُلاء بَنَاتِي إِن كُنتُمْ فَاعِلِينَ
তিনি বললেনঃ যদি তোমরা একান্ত কিছু করতেই চাও, তবে আমার কন্যারা উপস্থিত আছে।
72 لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ
আপনার প্রাণের কসম, তারা আপন নেশায় প্রমত্ত ছিল।
73 فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ
অতঃপর সুর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করল।
74 فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ
অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্থর বর্ষণ করলাম।
75 إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِّلْمُتَوَسِّمِينَ
�নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
আল্লাহ পবিত্র কুরআনের সূরা আল আরাফ আরও বলেন,
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَ
80
এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ?
إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ
81
তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।
وَمَا كَانَ جَوَاب
َ قَوْمِهِ إِلاَّ أَن قَالُواْ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ
82
তাঁর সম্প্রদায় এ ছাড়া কোন উত্তর দিল না যে, বের করে দাও এদেরকে শহর থেকে। এরা খুব সাধু থাকতে চায়।
فَأَنجَيْنَاهُ وَأَهْلَهُ إِلاَّ امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ
83
অতঃপর আমি তাকে ও তাঁর পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রী। সে তাদের মধ্যেই রয়ে গেল, যারা রয়ে গিয়েছিল। আমি তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম।
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا فَانظُرْ كَيْ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ
84
অতএব, দেখ গোনাহগারদের পরিণতি কেমন হয়েছে।
মানুষকে তার বিবেক ও বুদ্ধি ব্যবহার করে সমকামীতা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সমকামীতাও ইসলামে বিবাহ বহির্ভূত সম্পর্কের মত নিষিদ্ধ ও নিরুতসাহিত করা হয়েছে। কোরান ও হাদিসে সমকামীতার শাস্তির বিশদ বর্ননা দেয়া হয়েছে। কোরানের বর্ননানুযায়ী বিচারের জন্য এই ঘৃন্য কাজের জন্য অভিযুক্তদের স্বীকারোক্তি অথবা এই ঘটনার চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য প্রয়োজন, যা বর্তমান কালের প্রেক্ষিতে প্রায় অসম্ভব, এই ক্ষেত্রে শেষ বিচারের দিনের অপেক্ষা করতে হবে, যেদিন সব জান্তা, সর্বদর্শী, মহান বিচারক আল্লায় তায়ালা স্বয়ং বিচার করে দিবেন।
গ.
বাংলাদেশের রেইনবো টেলিমুভি ও সমকামীতার উস্কানি নিয়ে কিছু কথা॥
ইসলাম ও মুসলিম বিদ্বেষী মুক্তমনা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ডঃ অভিজিৎ রায় সম্প্রতি বই মেলা থেকে “সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান” বই প্রকাশ করেছেন। তার যথেষ্ট শ্রমসাধ্য উদ্যোগের অন্যতম সুদূরপ্রসারী কারণ হচ্ছে সমকামিতাকে আমাদের সমাজে সামাজিক রীতি হিসেবে প্রতিষ্ঠা করা। তিনি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের ‘কলমজীবী বুদ্ধিজীবীদের’ উপর, কেননা তারা ‘যৌনপ্রবৃত্তি হিসেবে সমকামিতা’ নিয়ে ভাবিত নন। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তিনি দেশের সন্মানিত লেখক ডঃ জাফর ইকবাল ও ডঃ হুমায়ুন আহমদের জ্ঞানের দৈন্যতা তুলে ধরে মুক্তমনা ব্লগে অপ-প্রচারে লিপ্ত রয়েছেন। তাদের ‘অপরাধ’ হচ্ছে তারা সমকামিতাকে অপছন্দ করেন। এহেন পরিস্থিতিতে ইঞ্জিনিয়ার হয়েও তিনি নিজ হাতে কলম তুলে নিয়েছেন; লিখেছেন বায়োলজি ও সমাজবিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে রচিত সমকামিতার সমর্থনে গবেষণামূলক বই! বাংলাদেশে সমকামীদের নিয়ে প্রকাশিত প্রথম ম্যাগাজিন রূপবানের সম্পাদক রাসেল আহমেদ॥
এই বইয়ের ধারাবাহিকতায় নির্মাণ করা হলো সমকামী ভিত্তিক টেলিমুভি রেইনবো??!
‘আমি বিশ্বাস করি মানুষের জীবন কখনো সাদা অথবা কালো হতে পারে না। রংধনুর সাত রঙের মতো মানুষের জীবন রঙিন। তাই টেলিফিল্মটির নাম রেখেছি রেইনবো’– কথাগুলো বলছিলেন পরিচালক মাহমুদ দিদার।
তিন নারীর গল্প নিয়ে তৈরি হচ্ছে টেলিফিল্ম ‘রেইনবো’। এখানে তিন নারীর চরিত্রে অভিনয় করছেন রিচি সোলায়মান, স্বাগতা ও প্রভা।
রিচি, স্বাগতা ও প্রভা ছাড়াও টেলিফিল্মটিতে আরো গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন নিয়াজ মোর্শেদ ও পাভেল ইসলাম। টেলিফিল্মটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে বলে জানান পরিচালক মাহমুদ দিদার।
ইসলাম, ক্রিষ্টিয়ানিটি ও জুদাইজম অনুযায়ী সমকামিতা চরমভাবে নিষিদ্ধ। কোরানে এটাকে চরমভাবে গর্হিত কাজ বলে উল্লেখ করে লুত (আঃ) এর কওমের কথা বিশদভাবে আলোচনা করা হয়েছে। কোন কোন মুসলিম অধ্যুষিত দেশে এটা ভয়ংকর শাস্তিজনক অপরাধ। এমনকি সম্প্রতি ইংল্যান্ডের এক জরীপে দেখা যায় সেখানকার মুসলিমদের কেউ-ই সমকামিতাকে নৈতিকভাবে সমর্থন করে না (Muslims in Britain have zero tolerance of homosexuality)। সমকামিতা স্বাস্থ্য ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর । এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণ করা যায়নি। যেখানে ইসলাম ধর্মে সমকামিতা নিষিদ্ধ, সেখানে ইসলামের ঘাড়েই বন্দুক রেখে হিজড়া ও ‘বিজ্ঞানে’র মোড়কে বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে সমকামিতা প্রচার করা হচ্ছে!
https://m.youtube.com/watch?v=0k2iZdwUr6g
SIGN IN WITH
©somewhere in net ltd.