নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।
১৯৩২ সালের দিকের কথা।
সেবার ওস্তাদ এনায়েত খাঁ সাহেব লন্ডন সফরে, ছেলে বিলায়েত কে সাথে নিয়েছেন। বিলায়েত খাঁর বয়স তখন ৫ কি ৬।
রয়েল আলবার্ট হলের কনসার্টে, অনেক বিস্তার করে বসন্ত রাগ বাজাচ্ছিলেন খাঁ সাহেব।
শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যায় ছোট্ট বিলায়েত।
শ্রোতার হাততালির শব্দে ঘুম ভেঙ্গে দেখে - চারদিকে শুধু হলুদ রঙের সমারোহ।
বিলায়েতের অবাক চোখের দিকে চেয়ে, খাঁ সাহেব বলেছিলেন "বাবা, এটাই বসন্ত রাগের রঙ" !!!
(যদিও গল্প শুনে আমার বউ বলেছিল - ওসব রাগ-ফাগ কিছু না। নিশ্চয় মাথায় গুঁতো লাগায়, সর্ষে ফুল দেখছিল !!!)
আজ আমাদের জীবনে - ঋষি নাই, ঋতু নাই। "ঋ" বর্ণ দিয়ে আর কিছুই প্রায় অবশিষ্ট নাই (বিভিন্ন ধরনের "ঋণ" ছাড়া)।
গান (শোনার ধৈর্য) নাই, প্রেম (করার অবসর) নাই, দেখা (করার জায়গা) নাই।
তারপরেও আছে !
ঢাকা শহরে - তরুণ-তরুণী, যুবক-যুবতীদের হলুদ কাপড়ে রঙিন হয়ে যাওয়া, একটি দিন হলেও আছে।
সবাইকে বসন্ত দিনের শুভেচ্ছা !!
এই দুমাসে বসন্তে, প্রেমে, গানে - চোখে সরষের ফুল দেখতে থাকুন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
সুফি ফারুক বলেছেন: ফাগুনের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, একটা দিন হলেও আছে । ফাগুনের শুভেচ্ছা ।