নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গানের খাতা

সুজয় আহেমদ

আমি একজন কবি হতে চাই। সেটা কখনো সম্ভব না।

সুজয় আহেমদ › বিস্তারিত পোস্টঃ

"গাছে কাঁঠাল গোঁফে তেল" কথা: সুজয় আহমেদ, জোহান

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২২

গাছে কাঁঠাল গোঁফে তেল

নিজে যাকে বড় বলে বড় সেই হয় ।

লোকে যাকে বড় বলে বড় সেই নয়

ওই দেখ রহমত মিঞা লটারীটা

পাওয়ার আগে দেখ সে কি কি কয়।



টাকা চাই, কড়ি চাই, গাড়ি চাই, বাড়ি চাই

যা কিছু কাছে নাই সব কিছু পেতে চাই।।



টাকা ছারা রহমত মিঞা আর কিছু বোঝে না

তার চোখে আজ সুখের স্বপ্ন আর কিছু বাসনা,

টাকা টাকা করে সে পাগল হয়ে যায়

টাকা পেলে যেন তার সুখের স্বপ্ন পূরণ হয়ে যায়।



মন দিয় লেখা পড়া করে যে জন

গাড়ির তলে পিছলা খাইয়া মরে সে জন

এই কথাটা আজ রহমত মিঞা

কইয়া বেড়ায় সে জনে জনে জনে।



লাভ নাই লাভ নাই পড়াশুনায় লাভ নাই

খাইয়া পইড়া বাঁচতে পারলে

ইতানের বেল নাই।।



আজ দেখ রহমত মিঞার একি হলো

লটারীটা না পেয়ে সে পাগল হলো,

সবাই মিলে তাকে পাবনা নিয়ে গেল

দশ টাকা তাঁর বিফল হল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.