নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

BIPLOBI MANOS

সুকান্ত পার্থিব

I'm nothing in the world........Nothing waits for me...!!!

সুকান্ত পার্থিব › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থতায় আহুতি -সুকান্ত পার্থিব

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:২৮

দশ বিলিয়ন নিউরোনে জাগ্রত অজর চেতন বাস্তবায়নের অভিপ্রায়ে

হৃদপিন্ডের অলিন্দ-নিলয় এ প্রবাহমান রক্ত ঢেলে

মাটির অনু-পরমানু সিক্ত বারংবার;

জননীর স্নেহময়ী কোল রিক্ততায় ভরে উঠে

চোখের অ্যাকুয়াস হিউমারে ভরাল যাতনার পারাবার ।



স্বাধিকার অর্জনের চেতনায় তেজোময় মিছিলের শ্লোগানে

“রাষ্ট্র ভাষা বাঙলা চাই”- অজস্র কন্ঠের দৃপ্র জয়োল্লাস

ভেঙ্গে অধঃপতিত করল স্বৈরাচারীর অন্ধ আইন

জানান দিল স্বাধীনতার ভীত নির্মানের পূর্বাভাস !

রফিক-সালাম-শফিউর-বরকত-জব্বার

রক্ত প্লাবনে ডুবাল ঢাকার পিচঢালা রাজপথ,

একনায়কতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে প্রতিষ্ঠা করল

মাতৃভাষা কথনের আজন্ম অধিকার;- দুর্নিবার সাহসে,

মহান আত্মত্যাগে বাঙালি অকুতোভয় জাতি

হিসেবে লিখাল নাম বিশ্ব-ইতিহাসে ।



জিন্নাহ’র আদর্শে গড়া জ্ঞানপাপীর দল

চায়নি স্বাধীন বাঙলা, প্রানের বাঙলা ভাষা,

সমীরনে-সমীরনে জাগিয়েছে ক্ষনে-ক্ষনে

প্রতিক্রিয়াশীল করোটিক স্নায়ুগুলোতে বাঙালি জাতিসত্তা,

অসাম্প্রদায়িক চেতনা নির্মূলকরনের জঘন্যতম আশা ।



সুবর্ণ জয়ন্তী গেছে পেরিয়ে,

শিক্ষা ও শাসন ব্যবস্থার ব্যর্থতায় ম্রীয়মান বিশুদ্ধ বাঙালা ভাষার ব্যবহার,

নিষ্ফলতায় পর্যবসিত ’৮ ফাল্গুনের প্রত্যয়,

অবহেলায় অশ্রদ্ধায় অসম্পূর্ণ ভাষ্কর্যে দাঁড়ায়ে মহোৎসর্গের মিনার !

নামধারী সুধী সমাজ ব্যবস্থার দৃষ্টিগোচরে

অনাহারে-অযতনে জর্জরিত সংগ্রামীর সংসার

ক্রন্দিত সুরে অশ্রুধারা চিরন্তন বহমান,

চারপাশে শুধুই হাহাকার !



ধ্বংসাত্মক চিন্তাধারার উচ্ছসিত স্রোত

মাটির গায়ে লাগা রক্তচিহ্ন মুছে দেয়

মহান ভাষা আন্দোলন-স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত চেতনা

ভুলুন্ঠিত মীরজাফর-মোশতাক’র আদর্শ লেপনকারীর শাণিত বর্শার ফলায় ।



হ্যারিকেন-সাইক্লোন-সুনামি-সিডর –এর অনিয়ন্ত্রিত দাপটে

রক্তের বিভীষিকাময়তায় শংকিত স্তম্ভিত সত্যের বাকস্বর,

লক্ষ্যহীন নিশানায় চলছে দাসত্বের শৃঙ্খলাবদ্ধ দুঃস্বপ্নে আক্রান্ত বাঙলাদেশ,

আর কত শাসনকাল শোষনের ক্যানভাসে বহ্নিশিখায় দহন হতে থাকবে বাঙলার শ্যামল প্রান্তর ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪১

হাসান ইকবাল বলেছেন: ভালো লিখেছেন.....ভালো লাগলো++

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫৪

সুকান্ত পার্থিব বলেছেন: "একুশের মেঘাচ্ছন্ন সকালে রক্তিম শুভেচ্ছা রইল আপনার ও সবার প্রতি"...........

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২২

আকাশ মামুন বলেছেন: শিমুল-পলাশের মতই রক্তাক লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.