নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখোই-৩৫

সুখোই-৩৫ › বিস্তারিত পোস্টঃ

আজ শাহবাগে ভালবাসা দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫

ভালবাসা দিবস হোক সেই মেয়েটির জন্য যে বলেছিল, হ্যাঁ আমি শাহবাগের পতিতা। আমার রেট হল কাদের মোল্লার ফাঁসি। পারবি দিতে?



ভালবাসা দিবস হোক সেই রিক্সাচালকের জন্য। ছেলেটা কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে যাচ্ছিল কিন্তু সম্বল বলতে পকেটে দুই টাকার ছেঁড়া একটা নোট। সেই রিক্সাচালক ছেলেটিকে বিনা ভাঁড়ায় শাহবাগ পৌঁছে দিয়েছিল এবং কাদের মোল্লার ফাঁসি চেয়েছিল।



ভালবাসা দিবস হোক সেই বাস হেলপারের জন্য যে কিনা যখন শুনেছিল ছেলেটা শাহবাগ থেকে অনেকদূর হেঁটে এসেছে কোন যানবাহন না পেয়ে। শোনার সাথে সাথে বাসের দরজা খুলে দিয়েছিল এবং শেষপর্যন্ত ছেলেটার কাছ থেকে ভাঁড়া নেয়নি।



ভালবাসা দিবস হোক সেই আঙ্কেলের জন্য যিনি বাসের শাহবাগের সকল যাত্রীর ভাড়া নিজের পকেট থেকে দিয়ে দিয়েছেন। এবং প্রবল উত্সাহে বলেছেন উনি প্রতিদিন অফিস শেষে শাহবাগে যান। স্লোগানে গলা মিলান। ওখানে গেলে তরুনদের ভীঁড়ে রক্ত টগবগ করে ওঠে।



ভালবাসা দিবস হোক সেই ভাইয়ের জন্য যিনি জরুরী কাজে ঢাকা এসে না খেয়ে না দেয়ে নিজেকে আন্দোলনের অংশ করে নিয়েছেন।



ভালবাসা দিবস হোক সেই আন্টির জন্য। বাসের এক লোক ইনিয়ে বিনিয়ে বলছিল, শাহবাগের রাস্তা বন্ধ থাকায় রাস্তায় জ্যাম একটু বেশি থাকে তাই বাসায় যেতে দেরি হয়। আন্টি তখন ধমকে উঠে বলেছিল, আপনার দেরি হলে আপনি বাস থেকে নেমে হেঁটে বাসায় যান। তরুনরা যা করছে তা ওদের করতে দিন।



ভালবাসা দিবস হোক সেই ফুল বিক্রেতার জন্য যে যত্ন করে বেছে বেছে সেরা ফুলগুলো দিয়েছিল নামমাত্র মূল্যে যখন শুনেছিল এই ফুলগুলো দিয়ে শাহবাগে দেশের মানচিত্র বানানো হবে।



ভালবাসা দিবস হোক দেশের জন্য। লাল সবুজের মানচিত্রের জন্য। ত্রিশ লক্ষ শহীদের জন্য। দুই লক্ষ ধর্ষিতা মা বোনের জন্য। দেশের সকল মুক্তিযোদ্ধার জন্য। বাবা মাকে মিথ্যে বলে, নিষেধ কিংবা বকা অগ্রাহ্য করে আন্দোলনে অংশ নেয়া প্রতিটা তরুনের জন্য।



ভালবাসা দিবস হোক ষোল কোটি বাঙ্গালীর জন্য।



- হাসান মাহমুদ তুষার



সূত্রঃ https://www.facebook.com/Oshongayito



মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: শাহবাগে তো দেশকে ভালোবাসার দিবস শুরু হয়ে গেছে সেই কবেই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

সুখোই-৩৫ বলেছেন: দেশকে ভালবাসি প্রতিটি দিন, আমৃত্যু।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

ভ্যাগা বন্ড বলেছেন: বান্গালীর মুক্তি চাই, রাজাকারের ফাসি চাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

সুখোই-৩৫ বলেছেন: বাঙ্গালি জেগেছে এবার রক্ষা তোদের নাই, মুক্তির গান আবার গাইছি আমরা।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫

আহসান২০২০ বলেছেন: ভালোবাসা দিবস হউক বাঙ্গালি জাতির কলঙ্ক মুছনের দিবস।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

সুখোই-৩৫ বলেছেন: বাঙালি বীরের জাতি। এ জাতি এইসব ছুচো, ইন্দুর, ইতর প্রাণীদের পায়ে পিষে মেরে ফেলবে।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

তামীল০০৯৬ বলেছেন: বাংলাকে ভালবাসি , বাংলাদেশকে ভালবাসতে চাই আজীবন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

সুখোই-৩৫ বলেছেন: আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিনতে এই বাংলায় ফিরে যাই।

প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ।

দাম দিয়ে কিনেছি বাংলা, কারও দানে পাওয়া নয়।

জয় বাংলা, বাংলার জয়, হবে হবে হবে, হবে নিশ্চয়।

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার, বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

খুব সাধারন একজন বলেছেন: সুখোই ভাইয়ের জয় হোক।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

সুখোই-৩৫ বলেছেন: না, জয় হোক বাংলার। জঅঅঅঅঅঅঅঅঅয় বাংলা!!!

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

লেখোয়াড় বলেছেন:
বাংলাদেশ আমার সবচেয়ে বড় ভালবাসা।
তার কোন ক্ষতি আমি হতে দিতে পারি না।

ভালবাসার জয় হোক।

ধন্যবাদ, সুখোই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.