নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্তুষ্টিতেই শান্তি। তবে এই নয় যে আমি যেমন আছি তাতেই সন্তুষ্ট। এটা হলে আপনার আত্মোন্নয়ন হবে না। কেউ কেউ মনে করেন, ‘সন্তুষ্টি আসলে আত্মোন্নয়ন সম্ভব নয়; কেননা আপনি যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবেন ততক্ষণ মানসিক ভাবে সন্তুষ্ট থাকবেন কি করে?’ তাছাড়া একটা লক্ষ্য অর্জন হলে আরেকটা লক্ষ্য মাথার পোকা হয়ে দাঁড়ায়।
এভাবে একটা লক্ষ্য অর্জন হলে আমরা আরেকটা লক্ষ্য ঠিক করি, ওটা অর্জন হলে আরেকটা ঠিক করি... এভাবে চলতে থাকে লক্ষ্য অর্জনের খেলা। লক্ষ্য অর্জনের প্রতিটি স্টেপে আমরা কারো না কারো কাছে সফল ব্যক্তি হিসেবে পরিগণিত হই। যা হয়তো পরবর্তী লক্ষ্য অর্জনের প্রাথমিক প্রচেষ্টা মাত্র।
সুতরাং এক্ষেত্রে সন্তুষ্টি আসলে আমরা একটা স্তরে পড়ে থাকব। মানুষের জীবনটাই এ রকম। সকলেই একটা সময় পরে হয়তো বয়সের কারণে, কিংবা দারিদ্র্যের কারণে নতুবা সাংসারিক জটিলতার কারণে হাল ছেড়ে দেন। ঐ স্টেপটাতে তিনি কারো কারো কাছে হয়তো অনুকরণীয়।
Self Actualization (আত্ম বাস্তবায়ন)-এ স্তরে সকলে পৌঁছতে পারেন না। বিশেষ করে বয়সের সীমাবদ্ধতার কারণে। এটাতে কারো হাত নেই। পরিবেশ নিজের নিয়ন্ত্রণে থাকলে লক্ষ্য অর্জনটা তাড়াতাড়ি হয়। অন্যথায় কোন একটা স্তরে আটকে থাকতে হয়। মানুষের জীবনটা এভাবেই চলতে থাকে। তাইতো আমরা বলি অনিশ্চিত ভবিষ্যত। ভবিষ্যত সত্যিই অনিশ্চিত। তবুও তো আমরা কেউ থেমে নেই। ছুটে চলছি একটার পর একটা লক্ষ্য অর্জনের পানে।
সুতরাং এক্ষেত্রে সন্তুষ্টি আসবে কি করে? ‘লক্ষ্য অর্জন’ বাস্তবে “সন্তুষ্টি” এবং “আত্মোন্নয়ন” এ দুটার কম্বিনেশন মাত্র। আমাদের উচিৎ মহৎ লক্ষ্য ঠিক করা যা হবে ছোট ছোট লক্ষ্য অর্জনের সমষ্টি। আর এ লক্ষ্য অর্জনে আমরা বর্তমানে যে স্টেপই থাকি না কেন আমাদের মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করতে হবে। এটাই হলো সন্তুষ্টি।
২| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৫
মশার কয়েল বলেছেন: সহমত
৩| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্ট।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:২৯
বিজন রয় বলেছেন: সহমত।